সোশ্যাল মিডিয়া এবং আমাদের এগিয়ে চলা || 5% for #abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ সন্ধ্যা সবাইকে,
আমি মোঃ হাফিজ উল্লাহ, বাংলাদেশ হতে। শহরের কিছু দৃশ্যের সাথে সোশ্যাল মিডিয়া নিয়ে নিজের কিছু অনুভূতি ভাগ করে নেব আজ।

সোশ্যাল মিডিয়া এবং আমাদের এগিয়ে চলা নিয়ে নানাভাবে নানা সময় প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সত্যি বলতে আধুনিক প্রযুক্তির কল্যানে তা কখনো থানানো যায় নাই বরং নানাভাবে তা আরো বেশী গতিশীল হয়েছে। হ্যা, আমাদের প্রতিটি ক্ষেত্রে ভালো এবং মন্দ দুটো দিক থাকে, যেমন মুদ্রার এপিঠ আছে ঠিক তেমনি মুদ্রার ওপিঠও থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টি তখনই অস্বাভাবিক হয়ে উঠে যথনই আমরা এটা মানতে অস্বীকৃতি জানাই।

সোশ্যাল মিডিয়া এখন আর সোশ্যাল মিডিয়া নেই বরং নিজেদের মত প্রকাশের অন্যতম একটি উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যদিও নানাভাবে নানান দেশের শাসকগোষ্ঠি নিয়ন্ত্রনের চেষ্টায় ব্যর্থ হয়ে মাঝে মাঝে কিছু নির্দিষ্ট সাইট বন্ধ করতে সক্ষম হয়েছিলেন কিন্তু পরিবর্তীতে তা আবার গতিশীল হয়ে যায়। কারন মানুষ যখন কোন কিছুকে মনে প্রাণে চাবে সেটাকে থামানো সকলের জন্য শুধু কঠিন না বরং কঠিনতর হয়ে উঠে।

1.jpg

W3W Location: https://what3words.com/equity.voters.bookmark
Device: Redmi 9, Xiaomi

যা বলতে চাইতেছিলাম, আমরা যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভুল কিছু করার প্রচেষ্টা কিংবা অপপ্রচার চালাতে দ্বিধাগ্রস্ত হচ্ছি না ঠিক তেমনি অনেকেই জীবনের প্রয়োজনে কিছু করার চেস্টা করছেন শত ব্যবস্তার মাঝেও। লকডাউনে অনেকেই নতুন কাজের সন্ধান পেয়েছেন এই সকল সোশ্যাল মিডিয়ার কল্যানে। উত্তরার এক ভদ্রমহিলা আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কারন তিনি নিজের দক্ষতার বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের নিকট উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। এই রকম হাজার হাজার উদাহরণ রয়েছে আমাদের চারপাশে, যেগুলো দৃষ্টান্ত হয়ে অন্যদের অনুপ্রাণীত করছে।

2.jpg

W3W Location: https://what3words.com/unlocking.classed.mailbox
Device: Redmi 9, Xiaomi

আবার অনেকেই প্রতারিত হয়েছে নিজের অষ্টার্জিত টাকা হারিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কোর প্রতারণার ফাঁদে পা দিয়ে। এগুলো সবই বাস্তব, কোনটাই অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু তাই বলে কি এগুলো বন্ধ করে দেয়া হবে কিংবা বন্ধ করার দাবী জানানো যুক্তিক হবে? মোটেও না কারন আমি শুরুতেই বলেছি প্রতিটি বিষয়ের ভালো মন্দ দুটো সাইড রয়েছে, আর এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত।

3.jpg

W3W Location: https://what3words.com/fear.limitless.feelers
Device: Redmi 9, Xiaomi

শেষ করছি একটি সুন্দর ঘটনা দিয়ে, যেটা পড়ে এই পোষ্টটি লেখার সিদ্ধান্ত গ্রহন করি। আজকের প্রথম আলো পত্রিকায় দেখলাম, একজন বিড়ার প্রেমিক অসুস্থ্য একটি বিড়ালের সুচিকিৎসার জন্য ফেসবুকে আহবান জানালে, পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি সেটি দেখলে নিজ উদ্যোগে বিড়ালটি সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং পুলিশ হেফাজতে সেটিকে নিয়ে আসেন। এটা নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ। মানবতা-মমতা এগুলো টিকে থাকুক মানুষের হৃদয়ে, যে কোন ক্ষেত্রে আমরা আরো বেশী উদার হোক এবং সকল ক্ষেত্রে তা প্রতিষ্ঠা হওয়ার সুযোগ পাক, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি।

4.jpg

W3W Location: https://what3words.com/unafraid.sprinting.tornado
Device: Redmi 9, Xiaomi

ধন্যবাদ সবাইকে লেকাগুলো পড়ার জন্য।

@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

Sort:  
 3 years ago 

মানুষের জীবনেও যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিক আছে।আবার হাজারো উদাহরণ আছে যেমন-আলো-আঁধার, দিন-রাত।তেমনি আধুনিক প্রযুক্তিতে ও ভালো ও মন্দ দিক রয়েছে।কিন্তু মানুষ ইচ্ছে করলেই যথার্থভাবে ভালো দিককেই প্রয়োগ করতে পারে।কিন্তু কিছু মানুষ এর অপব্যবহার করে সমাজের ক্ষতি সাধন করে।ধন্যবাদ দাদা সুন্দর বিষয় তুলে ধরার জন্য।

 3 years ago 

হ্যা, আপু যথার্ত বলেছেন আপনি সহমত পোষন করছি। আসলেই সব কিছু আমাদের উপর নির্ভরশীল আমরা সেটাকে কিভাবে গ্রহন করছি তার উপর।

মুক্ত চিন্তাভাবনা মানুষকে মানুষ হতে শেখায়।
আপনার মুক্ত চিন্তা থেকে মনুষ্যত্ব বেরিয়ে আসবে যা ভাবনা চিন্তাহীন।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ, এত সুন্দর বিষয় তুলে ধরার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68348.76
ETH 2644.95
USDT 1.00
SBD 2.69