আবোল-তাবোল জীবনের গল্প [ সংসার জীবন ]steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আমি বেশ আছি এবং চঞ্চল হৃদয়ে নিজেকে আরো বেশী ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি। সত্যি বলতে জীবনের চাওয়া কিংবা পাওয়ার হিসেব নিয়ে আপনি যত বেশী অস্থির হবেন জীবনের সময়গুলো ততো বেশী নষ্ট হবে। আর যা আছে বা যতটুকু প্রাপ্তি হয়েছে সেটা নিয়ে যদি সন্তুষ্ট থাকার চেষ্টা করেন তাহলে হয়তো নিজেকে আরো বেশী চঞ্চল রাখতে পারবেন। দেখুন আমাদের জীবনটাই এমন এখানে বাস্তবতাকে যেমন অস্বীকার করার সুযোগ নেই ঠিক তেমনি অপ্রাপ্তির বিষয়গুলোকেও অস্বীকার করার সুযোগ নেই, তবে যদি প্রাপ্তির বিষয়টিকে বেশী প্রাধান্য দেই তাহলে হয়তো হতাশা নামক ব্যধি হতে কিছুটা হলেও নিজেদের মুক্ত রাখা সম্ভব হবে, এটা আমার দৃষ্টিকোন হতে বললাম। তবে এটাও সত্য যে, আমি এই বিষয়টিকে সর্বদা প্রাধান্য দেয়ার চেষ্টা করি।

আজকে পুনরায় জীবনের বাস্তবতা নিয়ে আবোল তাবোল জীবনের গল্পে আরো কিছু অনুভূতি শেয়ার করে নিবো। যদিও আমি সব সময় আমার লেখাগুলোর মাধ্যমে বাস্তবতা এবং অভিজ্ঞতার একটা সেতুবন্ধন তৈরীর চেষ্টা করি। আমার কাছে যেটা বাস্তবতা কিংবা অভিজ্ঞতা সেটা হতে পারে আপনার কাছে নতুন দুনিয়ায় প্রবেশ করার নতুন কোন রাস্তা, তাই অনুভূতিগুলো শেয়ার করে আমি যেমন স্বাচ্ছন্দ্য বোধ করছি ঠিক তেমনি হয়তো আপনিও অভিজ্ঞতাগুলো জানার মাধ্যমে নিজেকে অন্য অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ তৈরী করতে পারবেন, পুরো বিষয়টি হয়তো শুধুমাত্র অনুমান আবার এটাও হতে পারে বাস্তব। তবে আমাদের সকলেরই উচিত প্রযুক্তির এই সুবিধা কাজে লাগিয়ে নিজেদের অভিজ্ঞতাগুলোকে একে অন্যের সাথে ভাগ করে নেয়া।

bridge-525615_1280.jpg

আমার বাস্তব জীবনের শুরুটা ততোটা বেশী ভালো ছিলো না, ছিলো না নতুন কোন সম্ভাবনার সুযোগ কিন্তু তবুও নিজেকে হারিয়ে যেতে দেই নাই অন্ধকারে কিংবা অজানায়। প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে খোঁজার চেষ্টা করেছি, যেখানে যেভাবে যতটা সুযোগ পেয়েছি সেটার সঠিক ব্যবহার করার চেষ্টা করেছি। হোক কোন ছোট ইস্যু কিংবা বিষয়, কখনো কোনটাকে নগন্য বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি নাই। এটা ছিলো আমার বাস্তব জীবনে শুরুর অন্যতম একটা দিক, আর দ্বিতীয় দিকটি ছিলো কারো কাছে হাত পাতা কিংবা মাথা নত করে কিছু চাওয়া অথবা কোন ধরনের সুবিধা নেয়ার চেষ্টা করা। আমি সর্বদা বিশ্বাস করতাম, যেটা পাবো শুধুমাত্র নিজ যোগ্যতার দ্বারা সেটা অর্জন করবো, অন্য কোন উপায় কিংবা ভিন্ন পথে সেটা কোনদিনও গ্রহণ করবো না।

এই নীতিটা আমি এখনো ধরে রাখার চেষ্টায় সচেষ্ট আছি। যদিও মাঝে মাঝে পা পিছলে পড়ে গিয়েছি কিন্তু পুনরায় সতর্ক হয়ে নিজেকে আবার সঠিক অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। আসলে পা পিছলে যাওয়ার বিষয়টি ঘটেছে বিয়ের পরের সময়ে, কারন তখন অনেক সিদ্ধান্ত হতে নিজেকে ফিরিয়ে আনতে হয়েছে। চাইলেই অনেক সিদ্ধান্তে অটল থাকা সম্ভব হয় নাই, কারন তাকেও অনেক ক্ষেত্রে প্রাধান্য দিতে হয়েছে। যুক্তি কিংবা বুদ্ধি যেটাই বলেন অনেক ক্ষেত্রে তার নিকট হতেও সেটা নিতে হয়েছে। না এখানে ছোট বড় কিংবা অন্য কোন বিষয় কখনো সামনে আসতে পারে নাই। যাকে নিয়ে জীবনের বাকী পুরো সময়টা কাটাবো, তার যুক্তি কিংবা পরামর্শ অথবা উপদেশ যেটাই বলেন না কেন, সেটা অবশ্যই শুনতে হবে এবং যুক্তিসঙ্গত কারণ থাকলে সেটা মানতেও হবে। আমি বরাবরের মতোই সেটা করে আসছি, তাই আমার দৃষ্টিভঙ্গিতে সেটা ঠিক না থাকলেও মাঝে মাঝে মেনে নিয়েছি।

আজ বিবাহিত জীবনে ১৪ বছর পূর্ণ কর‌লাম। এতোটা দূর কিভাবে এসেছি, সংঘাত কিংবা দ্বন্ধ এসব বিষয় নিয়ে কোন দিনই বেশী চিন্তা করি নাই। বরং যেভাবে দিনগুলো চলে গেছে, যতটা প্রাপ্তি এবং আনন্দ পেয়েছি সেটাকেই প্রাধান্য দিয়ে সামনের দিনগুলো যাতে আরো সুন্দর ও আনন্দময় সেই চেষ্টাটাই করেছি। তবে এখানে শুধুমাত্র আমার একার কোন ক্রেডিট নেই, আমার দৃষ্টিভঙ্গি হতে আমি যেমন ছাড় দেয়ার চেষ্টা করেছি তার দৃষ্টিভঙ্গি হতেও সে নিজের অবস্থান পরিবর্তন করেছেন বহুবার এবং বহু ক্ষেত্রে। যদি পারস্পরিক এই বিশ্বাস কিংবা আস্থাটা না থাকতো তাহলে সময়গুলো কখনোই এতোটা সুন্দর ও মসৃণ হতো না। বাস্তবতা এবং কল্পনা দুটো ভিন্ন বিষয়, আমরা যতটা সাবলিলভাবে সেটাকে স্বীকার করবো এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করবো ঠিক ততোটাই নিজেদের সম্পর্ক এবং সময়গুলোকে ভালো রাখতে পারবো। আজ এখানেই শেষ করলাম, পরবর্তীতে অন্য কোন বিষয়ে নতুনভাবে কথা বলার চেষ্টা করবো।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 11 months ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া জীবনে চলতে হলে অনেক বাধা বিপত্তি আসবেই। তবে সেখান থেকে উঠে আমাদের আবার দাঁড়াতে হবে। সত্যি যার সাথে সারাজীবন কাটাব তার আদেশ উপদেশ সব কিছু মেনে তো অবশ্যই চলতে হবে। সংসার কখনো একার হয় না দুজনের ভালো সম্পর্ক থাকলে সংসার এমনিতে সুখের হয়। দোয়া করি ভাইয়া এভাবেই যেন বাকি জীবনটা কাটাতে পারেন।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে, আসলে মেনে নেয়ার আর মানিয়ে নেয়ার মানসিকতা আমাদের অনেক সুন্দর পথ চলার পথ তৈরী করে দেয়, যদিও সেটা আমরা সবাই যথাযথভাবে করতে পারি না।

 11 months ago 

বেশ ভালো লাগলো ভাইয়া আজ আপনার পোস্ট পড়ে। আসলে সত্য বলতে প্রতিটি মানুষ কিন্তু তার না দেখা মানুষ গুলো কে নিয়ে একটি কল্পনার গন্ডি তৈরি করে। আমিও ঠিক আপনাকে নিয়ে এমনই ভেবেছিলাম। কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি আমার কল্পনার চেয়েও বেশী ব্যক্তিত্ব সম্পূর্ণ। যাক আপনার মতামত গুলোর সাথে আমিও একমত। বিশ্বাসই হলো সংসারের মূল মন্ত্র। দারুন ছিল আজকের পোস্টটি।

 11 months ago 

বিশ্বাস এবং তার সাথে আস্থা দুটোই সমানভাবে প্রযোজ্য, আর এই দুটো যেখানে থাকে সেখানে ভালোবাসার কোন কমতি হয় না কোনদিনও। অনেক ধন্যবাদ আপু আপনাকেও।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 11 months ago 

যাকে নিয়ে জীবনের বাকী পুরো সময়টা কাটাবো, তার যুক্তি কিংবা পরামর্শ অথবা উপদেশ যেটাই বলেন না কেন, সেটা অবশ্যই শুনতে হবে এবং যুক্তিসঙ্গত কারণ থাকলে সেটা মানতেও হবে।

একেবারে যথার্থ বলেছেন ভাই, আমিও আপনার মতো এমনটাই ভাবি সবসময়। সকলের ক্ষেত্রে এমনটাই হওয়া উচিত। কিন্তু অনেকে ঘরের বউয়ের কোনো বুদ্ধি বা পরামর্শ শুনতে নারাজ। তারা ভাবে তাহলে ছোট হয়ে যাবে। যাইহোক জীবনে চলতে গেলে বিভিন্ন ধরনের বাঁধা বিপত্তি আসবেই, কিন্তু সেই বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। নীতি ঠিক রেখে সৎভাবে চললে এবং ছোট বড় সব ধরনের কাজ গুরুত্ব সহকারে করলে অবশ্যই জীবনে সফল হওয়া সম্ভব। আপনার পোস্ট গুলো পড়লে জীবন সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। দোয়া করি আপনাদের পারিবারিক বন্ধন সবসময় অটুট থাকুক। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সব থেকে ভালো লাগলো আপনি ছোট ছোট সুযোগগুলোকে সুন্দর করে কাজে লাগিয়েছেন। সৎ পথে থেকে হালাল উপার্জন অল্প হলেও ভালো। ১৪ বছর পূর্ণ হলো আপনার সাংসারিক জীবন। মাঝে মাঝে কিছু সিদ্ধান্ত মেনে নেয়ার মতো যেগুলো সেগুলো মেনে নিয়েছেন। আমরা যারা অবিবাহিত তারা ভালোই আইডিয়া পেলাম। আশা করছি বিয়ে পরবর্তী জীবনে কাজে লাগাতে পারবো 🍀

 11 months ago 

আবোল -তাবোল জীবনের গল্পে সংসার জীবন পড়ে ভীষণ ভালো লাগলো আমার।আসলে দুজনের সমঝোতার মাধ্যমেই তো সংসার।যে বিষয় গুলো আমরা কখনো ছাড় দিতে পারিনা, সংসার জীবনে এসে কিছুটা হলেও ছাড় দিতে হয়,মানুষটির যুক্তিসংগত কথা গুলোর গুরুত্ব দিতে হয় তবেই না শান্তি।তবে এটা ও ঠিক নিজের ব্যক্তিত্ব কোনকিছুর দ্বারা বিসর্জন দেয়া যাবে না।খুব সুন্দর নিজের অনুভূতি গুলো প্রকাশ করেছেন লেখনিতে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63484.82
ETH 2603.17
USDT 1.00
SBD 2.81