কিভাবে স্টিম পাওয়ার বৃদ্ধি করবেন (How to Power Up) || #amarbanglablog Tutorial

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ সন্ধ্যা সবাইকে,
টার্গেট ডিসেম্বর এবং পাওয়ার বৃদ্ধির বিষয়টি সবাই এতো সুন্দরভাবে গ্রহন করবে এবং নিজেদের আগ্রহ প্রকাশ করবে, সত্যি এটা চিন্তা করি নাই। তবে হ্যা, আমার বাংলা কর্তৃক চমৎকার এই উদ্যোগটির পিছনে সুমন ভাইয়ের ভূমিকা প্রসংশনীয়। বিষয়টি নিয়ে চিন্তা করা, পরিকল্পনা করা এবং তার বাস্তবায়নে চেষ্টা করা, পুরোটাই বেশ নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। সুতরাং ইতোমধ্যে যারা আগ্রহ প্রকাশ করেছেন, তাদেরকে টার্গেট ডিসেম্বর এর নির্দেশনাগুলো অনুসরণ করার অনুরোধ করছি।

যাইহোক, অনেকে পাওয়ার বৃদ্ধির বিষয়টি পরিস্কার এবং পদ্ধতিটি দেখানোর অনুরোধ করেছেন, তাই আমি পাওয়ার বৃদ্ধি করার উপায়টি উপস্থাপন করার চেষ্টা করছি এবং আশা করছি সবাই নিজেদের পাওয়ার বৃদ্ধির মাধ্যমে শেষ অব্দি আমাদের সঙ্গে থাকবেন।

Pwer .jpg

চলুন দেখি পাওয়ার বৃদ্ধির ধাপগুলো ধারাবাহিকভাবে-

ধাপ-১

ওয়ান.png

প্রথমে https://steemitwallet.com স্টিম ওয়ালেটে যান এবং আপনার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

ধাপ-২

টু.png

আপনার ওয়ালেটের স্টিম এর পাশে ছোট একটা ডাউন এ্যরো রয়েছে, সেটায় ক্লিক করুন ছোট একটি ট্যাব ওপেন হবে এবং সেখান হতে পাওয়ার আপ অপশনটি নির্বাচন করুন।

ধাপ-৩

ত্রি.png

দেখুন আরো একটি নতুন বক্স আসবে, এখন আপনি যত স্টিম পাওয়ার বৃদ্ধি করতে চান তা টাইপ করুন।

ধাপ-৪

ফোর.png

পাওয়ার বৃদ্ধি করার জন্য আপনার স্টিম এর পরিমাণ বসানোর পর Power Up বাটনে ক্লিক করুন।

ধাপ-৫

ফাইব.png

এরপর আরো একটি নতুন উইন্ডো আসবে এবং আপনাকে পাওয়ার বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করতে বলবে। এখন OK বাটনে ক্লিক করুন।

ধাপ-৬

সিক্স.png

এখন আরো একটি নতুন উইন্ডো আসবে, এখানে আপনার Active Key দিন এবং Sing In বাটনে ক্লিক করুন। হয়ে গেলো আপনার কাংখিত পরিমান স্টিম পাওয়ার বৃদ্ধি।

বিষয়টি ধারাবাহিক উপস্থাপন করার চেস্টা করেছি। খুব বেশী কঠিন না, তবে যারা ইতিপূর্বে পাওয়ার বৃদ্ধি করেন নাই তাদের জন্য হয়তো কিছুটা কঠিন মনে হবে। কিন্তু উপরের ধাপগুলো অনুসরণ করলে আশা করছি পাওয়ার বৃদ্ধিতে কারো সমস্যা হবে না। তবুও সমস্যা অনুভব করলে আমাদের কমিউনিটির ডিসকর্ড চ্যানেলে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করবো প্রয়োজনীয় গাইড করার।

ধন্যবাদ সবাইকে।

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

| Community Page | Discord Group |

Sort:  

বাংলায় চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

চেষ্টা করেছি ভাই, ধন্যবাদ মন্তব্যের জন্য।

সুন্দর উপস্থাপনা ভাই।ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই, আপনাদের কাজে আসলেই আমি স্বার্থক।

 3 years ago 

ভাই আপনার টিউটরিয়ালটি অনেক সুন্দর ও সবার জন্য অনেক উপকারি।ধন্যবাদ

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই

 3 years ago 

অনেক সুন্দর পোস্ট ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

🥀

 3 years ago 

সময় উপযোগী পোস্ট। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আশা করা যায়। এই পোস্টটা ইউজারদের কাজে লাগবে ।

 3 years ago 

আমারও সেই প্রত্যাশা ভাই। ধন্যবাদ

 3 years ago 

খুবই সুন্দর ও স্পষ্ট ভাবে বুঝিয়েছেন ভাইয়া।নিশ্চয়ই সবাই বুজবে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জ্বী আপু আমিও তাই প্রত্যাশা করছি।

আপনাকে আন্তরিক অভিনন্দন সুন্দর উপস্থাপনার জন্য।

 3 years ago 

স্বাগতম আপনাকে।

 3 years ago 

যদিও বিষয়টা খুবই সহজ, তারপরও বাংলা ভাষায় এরকম টিউটোরিয়াল অনেক বাংলাভাষীদেরই কাজে লাগবে। ধন্যবাদ।

 3 years ago 

হ্যা, ভাই আমরা যারা বিষয়টি বুঝি তাদের জন্য সহজ, কিন্তু নতুন অনেকেই এই সম্পর্কে জানেন না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ছবি সহ অনেক সুন্দর ভাবে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

জ্বী ভাই চেস্টা করেছি।

 3 years ago 

অনুরোধ রাখার জন্য অশেষ ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের জন্য আমাদের সকল প্রচেস্টা। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60947.53
ETH 2913.40
USDT 1.00
SBD 3.56