কিভাবে ডেলিগেশনের পরিমান বৃদ্ধি করবেন (How to Increase the Amount of Delegation) || #amarbanglablog Tutorial

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

delegation inc.jpg

বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করছি ভালো এবং সুস্থ্য থেকে কিছু সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করছেন এবং জীবনের গতিকে আরো বেশী গতিশীল রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।


আজ তোমাদের সাথে আরো একটি টিউটোরিয়াল ভাগ করে নেব। স্টিম ব্লকচেইনে শুরু দিকে ডেলিগেশন নিয়ে আমিও অনেক সমস্যায় পড়েছি। বিশেষ করে ডেলিগেশন বৃদ্ধির ব্যাপারে। কারন অনেক কমিউনিটি কিংবা ব্যক্তিকে ডেলিগেশন করার নির্দিষ্ট একটি লিংক তৈরী করা থাকে। যার কারনে অনেকেই সেই লিংকে ক্লিক করে সহজেই ডেলিগেশন করতে পারেন। তবে সমস্যা হয় যখন কেউ ডেলিগেশন এর পরিমান বৃদ্ধি করতে যান তখন।


শুরুর দিকে একবার আমার এই রকম হয়েছিলো, আমি একজনকে ৮০০ স্টিম ডেলিগেশন করেছিলাম, তো পরবর্তীতে আমি সেটা ১০০০ এ উন্নীত করার পরিকল্পনা করি এবং ১০০০ স্টিম ডেলিগেশনে উন্নীত করতে গিয়ে সেটা হয়ে যায় ২০০ এবং আমার বাকী ৬০০ স্টিম আনডেলিগেশনের ফাঁদে আটকে যায়। কারন আমার ভাবনা ছিলো ৮০০ জায়গায় আর ২০০ বসিয়ে দিলেই ১০০০ হয়ে যাবে কিন্তু হয়েছে উল্টোটা। নতুনদের ক্ষেত্রে আমার মতো এই সমস্যাটা বেশী হয়ে থাকে।


তবে এই সমস্যার সমাধান এবং ডেলিগেশন বৃদ্ধি করার একটি সহজ উপায় রয়েছে, এটা যে কেউ খুব সহজে এবং দ্রুততার সাথে সম্পন্ন করতে পারবেন। চলুন ডেলিগেশন এর পরিমান বৃদ্ধি করার সহজ ধাপগুলো দেখি-


ধাপ-১

Untitled1.png

প্রথমে https://steemworld.org/@hafizullah এবং আমার নামের স্থলে আপনার ইউজার আইডি টাইপ করুন।

ধাপ-২

Untitled2.png

এখন নীচের দিকে Delegation Tab এ ক্লিক করুন। এখন উপরের দিকে লক্ষ্য করুন এখানে আরো চারটি ট্যাব রয়েছে, যথাক্রমে- Incoming, Outgoing, Expiring & Delegation. আপনি যদি নতুন অবস্থায় নির্দিষ্ট লিংক ছাড়া কাউকে লেডিগেশন করতে চান তবে এখন হতে Delegation ট্যাব এ ক্লিক করে তা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে ডেলিগেশন ট্যাব এ ক্লিক করে যাকে ডেলিগেশন করতে চান তাই উইজার আইডি এবং ডেলিগেশনের পরিমান লিখতে হবে।


ধাপ-৩

Untitled৩.png

যেহেতু আমরা ডেলিগেশন বৃদ্ধি করার বিষয়টি জানবো সেহেতু আমরা Outgoing ট্যাব এ ক্লিক করবো। এখানে আমরা একটি তালিকা দেখতে পাবো ইতিমধ্যে যাদের ডেলিগেশন করেছি। আমরা যার ডেলিগেশন বৃদ্ধি করতে চাই তার নামের ডান দিকে Edit লেখা একটি অপশন রয়েছে সেটায় ক্লিক করবো।


ধাপ-৪

Untitled৪.png

Edit অপশনে ক্লিক করলে আরো একটি বক্স আসবে, এখন আমরা এখানে সে পরিমানটা লিখবো, নতুন করে যতটুকু বৃদ্ধি করলে মোট ডেলিগেশনের পরিমান যত হবে সেটা। ধরুন আপনি ইতোপূর্বে ২০০ স্টিম ডেলিগেশন করেছেন এখন নতুন করে আরো ৫০ স্টিম ডেলিগেশন করতে চান, তাহলে আপনার মোট ডেলিগেশনের পরিমান দাঁড়াবে ২৫০ স্টিম। সুতরাং এই বক্সে ডেলিগেশনের পরিমানের জায়গায় আমরা ২৫০ টাইপ করবো। এরপর OK বাটনে ক্লিক করবো।


ধাপ-৫

Untitled৫.png

OK বাটনে ক্লিক করলে আরো একটি বক্স আসবে এবং আমাদের ডেলিগেশনের ব্যাপারে নিশ্চিত করতে বলবে। এখন আমরা Yes বাটনে ক্লিক করবো।


Untitled৬.png

তারপর ডেলিগশন বৃদ্ধির অর্ডারটি কার্যকর করার জন্য আমাদের Active Key লাগবে, এখানে Active Key দিয়ে Ok বাটনে ক্লিক করলেই আমাদের ডেলিগেশন বৃদ্ধি হয়ে যাবে।


আশ করছি বিষয়টি এখন সকলের নিকট অনেক বেশী পরিস্কার হয়েগেছে এবং সবাই ডেলিগেশন করার পর পরিমান আরো বেশী বৃদ্ধি করার ক্ষেত্রে সমস্যা হবে না। তথাপিও কোন ধরনের সমস্যা অনুভব করলে আমাদের ডিসকর্ড চ্যানেলে যোগাযোগ করবেন।


ধন্যবাদ সবাইকে।

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

|| Community Page || Discord Group ||

Sort:  
 3 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল share করেছেন আপনি।অনেকেই এই সমস্যার সম্মুখীন হন।আশা করি সবাই ব্যাপারটা সহজে বুঝতে পেরেছেন।

 3 years ago 

জ্বী ভাই আমিও প্রত্যাশা করছি সবার জন্য বিষয়টি এখন সহজ হয়ে যাবে।

 3 years ago 

আজ রাতে চেষ্টা করবো ভাই । সময় উপযোগী পোস্ট। ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে ডেলিগেশন ব্যাপারটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জ্বী ভাই চেষ্টা করেছি মাত্র। ধন্যবাদ

 3 years ago 

সুন্দর আইডিয়া দিয়েছেন। আপনার ভাইয়ের সঙ্গে কথা বলে চেষ্টা করবো আজ রাতেই কনফার্ম করার জন্য। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জ্বী ভাবী যেটা ভালো মনে করেন।

 3 years ago 

খুব সহজ ভাষায় সুন্দরভাবে তুলে ধরেছেন বিষয়টি ।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জ্বী চেষ্টা করেছি মাত্র, ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া বিষয়টি সুন্দরভাবে উপস্থাপনের জন্য।

 3 years ago 

জ্বী ভাই আপনাদের কাজে লাগলে,সার্থক।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

খুব সহজ ভাষায় সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

চেষ্টা করেছি ভাই, সকলে বিষয়টি বুঝতে আমি সার্থক হবো। ধন্যবাদ

 3 years ago 

আজকে ভাই আমার এমনটি‌ হয়েছিলো পরে সুমন ভাই বুঝিয়েছেন। এখন দেখে আরো পুরোপুরি বুজলাম। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার সমস্যাটি অনেকেরই হয়ে থাকে। যারা বিষয়টি বুঝতে পারে না তারা মনে করে নতুন করে কিছু ডেলিগেট করার জন্য নতুন সেই পরিমানটা এড দিয়ে দিলে মনে হয় হয়ে যাবে। কিন্তু আসলে ডেলিগেশন এ ব্যাপারটি একেবারে ভিন্ন অর্থাৎ ডেলিগেট এর ক্ষেত্রে সম্পূর্ণ অ্যামাউন্ট একবারই ডেলিগেট করতে হয় সেটা ডেলিগেশন আন্ডেলিগেশন বা বাড়ানো কমানো। ধন্যবাদ ভাই বিষয়টি আবার নতুন করে তুলে আনার জন্য এবং অনেকেই এটা থেকে খুব বেশি উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।

 3 years ago 

জ্বী ভাই ঠিক বলছেন। তবে এখন আশা করছি সবাই বিষয়টি বুঝতে সক্ষম হবেন।

 3 years ago 

খুব সহজ, সুন্দর, সাবলীল ভাবে বুঝিয়ে দিয়েছেন ভাই।
ধন্যবাদ, এইরকম একটি উপকারি পোস্ট করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.12
JST 0.033
BTC 64341.19
ETH 3145.13
USDT 1.00
SBD 4.00