কক্সবাজার- অনুভূতির সতেজতায় আনন্দ ভ্রমণ (পর্ব-৭)

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে ঐ যে পরিবেশ ও পরিস্থিতির সাথে মানিয়ে চলার চেষ্টা করছি। কারন এখন যে আমরা খুব একটা সুন্দর পরিবেশ ও পরিস্থিতির মাঝে আছি সেটা বলতে পারছি না। কারন প্রতিনিয়ত পরিস্থিতি যেমন পরিবর্তন হচ্ছে ঠিক তেমনি পরিবর্তন হচ্ছে পরিবেশের, আর এর একটা কঠিন প্রভাব পড়ছে আমাদের মানসিকতার উপর এবং জীবনের গতির উপর। কখনো যেমন সেটা নিস্তেজ হয়ে যাচ্ছে আবার কখনো কখনো সেটা খুব বেশী গতিশীল হয়ে যাচ্ছে, যার কোনটাই আমাদের কাম্য না। কারন একটা সঠিক কিংবা ভারসাম্য অবস্থা আমাদের জন্য বড্ড বেশী প্রয়োজন।

IMG_20240525_111007.jpg

IMG_20240525_111009.jpg

যাইহোক, আজকে কক্সবাজার- অনুভূতির সতেজতায় আনন্দ ভ্রমণ সপ্তম পর্ব শেয়ার করবো। তবে কক্সবাজারের উত্তেজনার চেয়ে এই মুহুর্তে বেশী উত্তেজনা বিড়াজ করছে আমার বাংলা ব্লগের মাঝে, বিশেষ করে $PUSS মানে আমার বাংলা ব্লগের প্রথম মেমে কয়েন নিয়ে, যা এখন পর্যন্ত শতভাগ ডিসেন্ট্রলাইজড আছে এবং ভবিষ্যতেও থাকবে। যেহেতু আমার বাংলা ব্লগের প্রথম মেমে টোকেন এটা, সেহেতু এটা নিয়ে সকলের মাঝেই দারুণ একটা উত্তেজনা আছে এবং খুব দ্রুততার সাথে এর জনপ্রিয়তাও বেড়ে চলছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো একটা বিষয়। কারন যেহেতু আমাদের কয়েকটি কমিউনিটি আছে এবং এর সদস্যদের নিয়ে আমরা খুব দ্রুত একটা শক্ত অবস্থান এখানেও তৈরী করতে সক্ষম হবো।

IMG_20240525_111023.jpg

IMG_20240525_111030.jpg

IMG_20240525_111042.jpg

যদিও আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আমাদের বৃহৎ একটা পরিকল্পনা আছে এই মেমে টোকেন নিয়ে এবং আমরা কমিউনিটির সকল এ্যাক্টিভিটিজের সাথে এই টোকেনের সংযুক্তি নিশ্চিত করার চেষ্টা করবো। কমিউনিটির বিশেষ ইভেন্টের পুরস্কার সমূহও এই টোকেনের মাধ্যমে প্রদান করার ব্যবস্থা করা হবে। সুতরাং বুঝতেই পারছেন টোকেনের প্রচার এবং ব্যবহারের দিক হতে আমরা খুব সহজেই এগিয়ে থাকতে পারবো। আর বাকি থাকলো প্রচার ও প্রসার, সেটা নিয়ে মনে হয় না নতুন করে কিছু বলার প্রয়োজন আছে। কারন সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের সুন্দর একটা অবস্থান আগ হতেই রয়েছে। সুতরাং এখানে আমরা ইউজারদের সাথে নিয়ে সুন্দর একটা অবস্থান তৈরী করতে সক্ষম হবো।

IMG_20240525_111052.jpg

IMG_20240525_111123.jpg

IMG_20240525_111149.jpg

যাইহোক, ভ্রমণের পোষ্ট হলেও টোকেনের উত্তেজনা এখানেও চলে আসছে এবং বিরোধী পক্ষের মতো বেশীর ভাগ জায়গা দখল করে নিয়েছে হি হি হি। গত পর্বে যেখানে শেষ করেছিলাম আমরা বেশ কিছুটা সময় সেখানে বসে বিশ্রাম নিয়েছি। যার যার মতো একটু পর হাঁটাহাট এবং তার সাথে সাথে ইচ্ছে মতো ফটোগ্রাফি করেছি। যেহেতু আমরা সবাই আমার বাংলা ব্লগে এ্যাকটিভ সেহেতু ফটোগ্রাফি করার দারুণ সুযোগটা নষ্ট করা যাবে না, হি হি হি। চারপাশের সুন্দর দৃশ্যাবলীর সাথে সমুদ্রের উত্তাল ঢেউ এবং গর্জন দারুণ ও উপভোগ্য মুহূর্ত তৈরি করেছিলো।

IMG_20240525_111158.jpg

IMG_20240525_112241.jpg

সময় বাড়ার সাথে সাথে চারপাশে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে, হয়তো সবার মাঝে আমাদের মতো ধারণা ছিলো এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বেশী মানুষ থাকবে না, তাই সাগর পাড়ের দৃশ্যটা দারুণভাবে উপভোগ করা যাবে। সেদিন দুপুরের দিকে একদমই বৃষ্টি ছিলো না, তবে তুলনামূলকভাবে রোদের উষ্ণতা অনেক বেশী ছিলো। যদি পরের দিনও এমন থাকতো তাহলে হয়তো আমাদের আর বীচে আসার সুযোগ হতো না, কারণ সত্যি অনেক বেশী গরম ছিলো পরিবেশ। ফটোগ্রাফি এবং বীচের সুন্দর দৃশ্যাবলী, পেটে খিদা লাগার আগ পর্যন্ত আমরা সেখানেই ছিলাম।

IMG_20240525_112301.jpg

তারিখঃ মে ২৫, ২০২৪ইং।
লোকেশনঃ কক্সবাজার।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 6 days ago 

খুব সুন্দর মুহূর্ত শেয়ার করলেন কক্সবাজারের। শীতকালে যেমন সুন্দর বর্ষাকালের দৃশ্য আরো অনেক সুন্দর। এমন সময় নদীতে পানি ভরপুর থাকে ঢেউয়ের গর্জন সবকিছু মিলিয়ে দারুণ সময় কাটিয়েছিলেন। আর আমার বাংলা ব্লগের মেমে কয়েন এর যখন থেকেই নাম শুনলাম তখন থেকে বেশ উত্তেজনা কাজ করছে। তবে এখনো কয়েন কিনি নাই আশা করতেছি সামনে কয়েন কিনব। এ কয়েন বেশ ভালো একটি ফলাফল দিবে মনে হচ্ছে ভবিষ্যতে।

 6 days ago 

ভাইয়া ঠিকই বললেন এই পুশ কয়েন নিয়ে আমার বাংলা ব্লগের একদম টানটান উত্তেজনা বিরাজ করছে সবার মধ্যে।আর এই কয়েন এর ভবিষ্যৎ যে আরও বেশি ভালো সেটাও বোঝা যাচ্ছে কারণ দাদার নিজের প্রজেক্ট।কক্সবাজার ভ্রমনের দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভালো লাগলো পোস্টটি,ধন্যবাদ ভাইয়া ।

 6 days ago 

সত্যি ভাইয়া টোকেনের উত্তেজনা সবার মাঝে ছড়িয়ে পড়েছে। আর আমাদের মানসিকতার উপর সবকিছুর পরিবর্তন হচ্ছে। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। কক্সবাজার ভ্রমনের সুন্দর মুহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 5 days ago 

ভাই এখন যেখানেই যাই না কেনো, পুস কয়েন এর কথা মাথার মধ্যে ঘুরপাক খায়। এককথায় আমাদের কমিউনিটির সবার মাঝেই পুস কয়েন নিয়ে চরম উত্তেজনা কাজ করছে। যাইহোক কক্সবাজার সমুদ্র সৈকতের এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। তবে তীব্র গরমে সমুদ্র সৈকতে থাকতে বেশ কষ্ট হয়ে যায়। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57806.13
ETH 2453.64
USDT 1.00
SBD 2.36