DIY-এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী

in আমার বাংলা ব্লগ3 years ago

1.jpg

শুভ সন্ধ্যা সবাইকে,

মানুষ সবই পারে, যদি সঠিকভাবে একটু চেষ্টা করে। হ্যা, এই কথাটা আমরা সবাই কম বেশী বলি কিন্তু মানি কি না? এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। হয়তো বলার জন্য অনেক সত্যি কথা আমরা ঠিকই বলি কিন্তু প্রকৃতপক্ষে সেগুলোকে কখনো মানার চেষ্টা করি না। তবে যদি বলা এবং করার মাঝে মিল থাকে, তাহলে সেখানে খুব সহজেই তৃতীয় আরো একটা বিষয়ের উপস্থিতি লক্ষ্য করা যায়, আর সেটা হলো সফলতার আনন্দ।

একটা বিষয়ের কমতি ছিলো আমার মাঝে এবং আমার উপস্থাপনায়। বেশ কয়দিন ধরে সেটার আলোচনা হচ্ছিল আমাদের বাড়ীতে। কারন ছেলে মোটামোটি অনেক কিছুই তৈরী করে এবং বাড়ীতে সব উপকরণই রয়েছে। কিন্তু আমার সময় এবং চেষ্টা কোনটারই ভালো সমন্বয় হচ্ছিল না। তবে গতকাল ছেলে এবং ভাগনীর উপস্থিতিতে তৈরী করে ফেললাম একটি ওয়ালমেট। যা আজ আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তবে একটা কথা অবশ্যই বলতে হবে, যারা এখন পর্যন্ত এই ইভেন্টে অংশগ্রহন করেছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারন বিষয়টি আমি যতটা সহজ ভেবেছিলাম, আসলে ততোটা সহজ না। এগুলো তৈরীতে বেশ সময় ব্যয় করতে হয় এবং অনেকটা কষ্টকরও। যারা নিয়মিত এই ইভেন্টে অংশগ্রহন করছেন, তাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা।

IMG20210929134950.jpg

উপকরণ সমূহঃ

  • রঙিন কাগজ
  • পুতি
  • জল রং
  • আঠা
  • কাচি

প্রস্তুত প্রণালীঃ

IMG20210929135305.jpgIMG20210929135527.jpg

প্রথমে একটা শক্ত কাজগ এবং রঙিন কাগজ নিবো এবং দুটোকেই গোল করে কেটে নিবো।

IMG20210929135744.jpgIMG20210929135942.jpg

তারপর রঙিন কাজগটিকে মাঝ দিয়ে সুন্দর করে রাউন্ড আকারে কেচি দিয়ে কাটবো। মাঝখানের অংশটি ধরে সুন্দর করে গোল করবো, যাতে সুন্দর একটা ফুলের আকার ধারন করবে।

IMG20210929140500.jpgIMG20210929140616.jpgIMG20210929140839.jpg

এখন রঙিন কাগজ স্কয়ার করে নেব এবং আড়াআড়ি করে টুকরো করবো। তারপর উপর হতে ভাজঁ করে নিচের দিকে আসবো। দেখতে অনেকটা সিঁড়ির মতো তৈরী হবে।

IMG20210929140929.jpgIMG20210929140952.jpgIMG20210929141015.jpg

এখন মাঝ বরাবর ভাজ করে ফুলের পাতার ন্যায় তৈরী করবো এবং মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দেব। এই রকম ছয়টি পাতা তৈরী করবো।

IMG20210929142503.jpgIMG20210929142739.jpgIMG20210929142851.jpg

এখন সাদা কাগজ নিয়ে ছোট ছোট স্কয়ার টুকরা করবো এবং চার ভাজ দিয়ে উপরের অংশ রাউন্ড করে কাটবো, তাতে ফুলের পাপড়ির মতো তৈরী হবে।

IMG20210929142917.jpgIMG20210929143122.jpgIMG20210929143926.jpg

এগুলোর একপাশ আঠা দিয়ে লাগিয়ে দিবো, জল রং দিয়ে মাঝখানে সুন্দর করে দাগ টানবো এবং একটি পুতি বসিয়ে দিবো আঠা দিয়ে। এই রকম ছয়টি তৈরী করতে হবে।

IMG20210929144601.jpgIMG20210929144609.jpgIMG20210929150113.jpg

পূর্বে গোল করে কেটে রাখা শক্ত কাগজটিকে রঙিন কাগজ দ্বারা ঢেকে দিবো এবং মাঝ খানে ফুলের মতো তৈরী করা অংশটিকে আঠা দিয়ে বসাবো।

IMG20210929150149.jpgIMG20210929150200.jpgIMG20210929150535.jpg

এভাবে চারপাশে পাতাগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নেব।

IMG20210929150851.jpg1.jpg

এখন রং করে রাখা ফুল আকৃতির সাদা কাগজগুলোকে চারপাশ দিয়ে আঠা দিয়ে বসিয়ে দেব।

IMG20210929151110.jpgIMG20210929151150.jpgIMG20210929151218.jpg

এখন লম্বা এবং চিকন করে তিনটি কাগজের টুকরা কেটে নিবো। সাদা কাগজ দিয়ে আরো তিনটি ফুল এবং রঙিন কাগজ দিয়ে তিনটি পাতা তৈরী করবো।

IMG20210929151300.jpgIMG20210929163806.jpg

তারপর সেই লম্বা টুকরোগুলোকে ফুলের মাঝ বরাবর পিছন দিকে আঠা দিয়ে লাগিয়ে দেব।

IMG20210929151903.jpg

এখন দেখুন, ফুলের ন্যায় দেখতে ওয়ালমেটটি কি রকম তৈরী হয়েছে? ততো বেশী ভালো হয় নাই, কারন প্রথমবার চেষ্টা করলাম তো। এরপর আরো কিছুটা চেষ্টা করলে হয়তো আরো বেশী সুন্দর হবে। দেখা যাক পরের বার কতটা ভালো করতে পারি!

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ওয়াও ভাইয়া আপনিও এত সুন্দর ওয়ালমেট তৈরি করে ফেললেন। খুবই সুন্দর হয়েছে, এক কথায় অসাধারন লেগেছে আমার কাছে ।আপনার তৈরি ওয়ালমেট তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনার এত সুন্দর ওয়ালমেট টি শেয়ার করার জন্য।

অনেক সুন্দর ওয়ালেট বানিয়েছেন ভাই এবং সঙ্গে ব্যাখ্যাগুলো অত্যন্ত সুন্দর। আমি জানতাম আপনি অনেক মোটিভেশনাল কথা বলেন কিন্তু আপনি এত সুন্দর কাজ করতে পারেন তা আগে কখনো দেখিনি ।আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক।

 3 years ago 

আরে বাহ ভাইয়া।
আপনার হাতের কাজ যে এতো ভালো তা তো ভাবতেই পারিনি!!
খুব বেশি সুন্দর হয়েছে ওয়ালমেটটি।
আপনার দেখি সব গুণ।

 3 years ago 

হুম, পাম্পটা একটু বেশী হয়ে গেলো না আপু, একদম ভালো হয় নাই। তবে পরের বার চেষ্টা করলে আরো ভালো হবে হয়তো। ধন্যবাদ

 3 years ago 

না না একদম না।সত্যি ভালো হইছে।

 3 years ago 

আপনি একটি খুব ভাল DIY করেছেন এবং লোকেদের বোঝার জন্য খুব সহজ, আমি সত্যিই এটি পছন্দ করি।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

সত্যি ভাই আপনি প্রশংসার দাবিদার এত সুন্দর ভাবে তৈরি করেছেন। কাগজ দিয়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল এ।মন আরো পোষ্ট আমরা দেখতে চাই আপনার কাছ থেকে ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ ভাই, অতোটা ভালো পারি না, তবে চেষ্টা করেছি মাত্র।

 3 years ago 

ইনশাআল্লাহ সামনে আরও ভালো হবে যত চেষ্টা করবেন ততই ভালো হবে আশা করি

 3 years ago 

ভাই আপনি তো খুব সুন্দর কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। খুবই চমৎকার হয়েছে দেখতে। ধাপে ধাপে উপস্থাপনাটা খুব সুন্দর করে করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু, প্রসংশা করার জন্য, যদিও এটাই প্রথম ছিলো।

 3 years ago 

ভিন্নতা দেখলেই ভালো লাগে । সুন্দর বানিয়েছেন ভাই । আপনি যে অলরাউন্ডার তা প্রমাণিত । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

না ভাই, আসলে তা না, একটু চেষ্টা করেছি মাত্র, যদিও অতোটা ভালো বানাতে পারি নাই। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বানিয়েছেন। আমার কাছে দারুন লেগেছে। সত্যিই অনবদ্য। শুভেচ্ছা অবিরাম

 3 years ago 

শুনে খুশি হলাম, আপনার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ ভাই

 3 years ago 

ওয়াও কাগজের তৈরি ওয়ালমেট অসাধারণ হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া♥

 3 years ago 

ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন ভাই।খুব সুন্দর হয়েছে ভাই।ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনার ক্রাফট দক্ষতা সত্যিই প্রশংসার দাবিদার।অনেক ধন্যবাদ ভাই মূল্যবান পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59634.64
ETH 2590.21
USDT 1.00
SBD 2.47