ব্লকচেইন সুবিধা এবং আমাদের অবস্থান (Blockchain Facilities & our Position)

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ বিকেল সবাইকে,

আমরা মানুষ নিজেদের সব সময় সেরা বুদ্ধিমানদের কাতারে দাঁড় করিয়ে আসছি। কারন আমরা সকল দিক হতে আমাদের সমকক্ষ কাউকে মানতে নারাজ বরং আমরা সবাইকে নানাভাবে নিজেদের অধিনস্ত করার ব্যাপারে বেশী সচেতন ও সচেষ্ট ছিলাম। যদিও এই প্রচেষ্টাটা এখনো অব্যাহত রয়েছে এবং থাকবে। কিন্তু সমস্যা তখনই তৈরী হয় যখন এই একই প্রচেষ্টাটা আমরা আমাদের মনুষ্য জাতের উপর প্রয়োগ করতে চাই। মাঝে মাঝে আমরা নিজেদের খুবই উপরের স্থরে দেখতে চাই এবং চারপাশের মানুষগুলোকে নানাভাবে নিজের অধিনস্ত করে রাখতে চাই। মানুষ হিসেবে আমরা তখনই চরম ভুল করি, যখন নিজেকে সকলের উর্ধ্বে ভাবা শুরু করি।


শুরুতে এই কথাগুলোর বলার উদ্দেশ্য হলো, আমরা সহজেই আমাদের চারপাশের মানুষগুলো সহ-অবস্থান মেনে নিতে পারি না এবং তাদের অবস্থান আমাদের কাছাকাছি থাকুক এটাও সহ্য করতে চাই না। কিন্তু কেন? আমরা সবাইতো মানুষ আর মানুষ হিসেবে সকলের সহ-অবস্থান অন্যায় কিছু না। কিন্তু তবুও আমরা তা স্বীকার করতে রাজি না।


আজকের বিষয়টি ব্লকচেইন নিয়ে, এটা আমাদের জন্য চমৎকার একটি সুযোগ তৈরী করেছে। আমাদের সকলের সহ-অবস্থান দারুনভাবে নিশ্চিত করতে সক্ষম হয়েছে কিন্তু আমরা কি সেই সুযোগটি সঠিকভাবে গ্রহন করেছি কিংবা তার যথার্থ ব্যবহার নিশ্চিত করতে পারছি?


IMG_20210823_095731.jpg

W3W Code: https://what3words.com/voltages.repeats.gliders
Device: Redmi 9, Xiaomi

প্রশ্নের উত্তরটি একটু পরেই আলোচনা করছি। কিন্তু তার পূর্বে লক্ষ্য করুন, করোনা মহামারীর এই কঠিন সময়ে সব কিছু যখন গতিহীন হয়ে গিয়েছিলো, তখন একমাত্র এই ব্লকচেইনগুলো সচল ছিলো এবং জীবনের গতিকে গতিশীল রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো। সবাই যেখানে কর্মহীন হচ্ছে, সেখানে ব্লকচেইন ইনকামের নতুন পথ দেখাচ্ছে। যোগ্যাত থাকার পরও যেখানে বড় বড় নামি কোম্পানিগুলো সবাইকে ছাঁটাই করছে, সেখানে ব্লকচেইন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে সংযুক্ত হয়ে ভালো ইনকাম করার। যোগ্যতা প্রমানের মাধ্যমে, সৃজনশীলতা প্রকাশের মাধ্যমে অথবা যতটা সম্ভব বিনিয়োগের মাধ্যনে নিজের ইনকাম নিশ্চিত করার।


কিন্তু আমরা হেঁটেছি ঠিক তার উল্টো পথে, আমরা খুঁজেছি বিকল্প পথ, আমাদের চাহিদা তগনগদ এবং এই কারনেই আমরা ব্লকচেইন যথার্থ ব্যবহার নিশ্চিত করতে পারি নাই। আশা করছি আমার প্রশ্নের উত্তরটি আপনারা পেয়েগেছেন। আসলে আমরা ভুলে গেছি ব্লকচেইনটি একদিনের জন্য সৃষ্টি হয় নাই এবং আমরা ভুলে গেছি একদিনে কোথায় সফলতা লাভ করা যায় না। আমাদের ভুল অবস্থান, ভুল পথে যাওয়ার চেষ্টা এবং সর্বোপরি ভুল মানসিকতার কারনে ব্লকচেইনের সুযোগটি নষ্ট করেছি। নিচে দুটো ছবি প্রকাশ করেছি একজন বয়স্ক লোকের, যিনি এই বৃদ্ধ বয়সে এখনো নিজ যোগ্যতায় ভালো ইনকাম করছেন।


IMG_20210822_194156.jpg

W3W Code: https://what3words.com/confetti.infinite.cabs
Device: Redmi 9, Xiaomi

উনি প্রথম যখন এই কাজটি শুরু করেছেন, তখন খুব বেশী কাষ্টমার উনার কাছে আসতো না কিংবা আসতে চাইতো না। কারন উনি ছিলেন নতুন, খুব ভালো কিংবা বেশী অভিজ্ঞতা তথন উনার ছিলো না। যার কারনে একটি নকল চাবি তৈরী করতে উনার সময় বেশী লাগতো। এই জন্য কাষ্টমাররা উনার কাছে আসতো না। কিন্তু উনি অন্য অভিজ্ঞ লোকদের বলে রাখতেন, তোমার বেশী কাষ্টমার হয়েগেলে কিছু আমার কাছে পাঠিয়ে দিয়ো, আমি কম টাকায় চাবি তৈরী করে দেব। এভাবে উনি উনার অভিজ্ঞতা বৃদ্ধি করেছিলেন। তারপর আস্তে আস্তে এক সময় উনিও সকলের পছন্দের তালিকায় চলে আসেন এবং এখন পর্যন্ত বেশ দক্ষতার সাথে তা বজায় রেখেছেন।


কিন্তু আমরা ব্লকচেইনে যোগদান করার পরই, কিছু শিখতে চাই না, নিজের অভিজ্ঞতা বাড়াতে চাই না এবং ভাবতে শুরু করি আমিতো সব পারি। কেন আবার শিখতে হবে? এই মানসিকতার কারনে আমরা নিজের অবস্থান তৈরী করতে পারছি না এবং খুব অল্প সময়ের মাঝেই নিজের অবস্থান কলংকিত করছি, তারপর হারিয়ে যাচ্ছি। এবার লক্ষ্য করুন, আমরা সুযোগ পেয়ে সেটা নষ্ট করেছি নিজের দোষে কিন্তু দোষ চাপাচ্ছি আবার অন্যদের ঘাড়ে! ভুল করবো কিন্তু তার দায়ভার নিবো না বরং অন্যদের যোগ্যতা নিয়ে উল্টে প্রশ্ন ছুড়বো! কি অদ্ভুত আমাদের অবস্থান!


IMG_20210822_194159.jpg

W3W Code: https://what3words.com/confetti.infinite.cabs
Device: Redmi 9, Xiaomi

সেই বয়স্ক ব্যক্তির মতো চিন্তা করুন, যিনি কঠিন সময়েও নিজের অবস্থান নষ্ট করেন নাই বরং ধৈর্যসহকারে নিজেকে যোগ্য হিসেবে প্রমানের চেষ্টা করেছেন এবং প্রতিনিয়ত কম পয়সায় কাজ করে নিজেকে আরো বেশী যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন করেছেন। যদিও শুরুতেই অধৈর্য হয়ে পড়তেন এবং তার পাশের সহকর্মীদের নিকট কিছুটা নীচু না হতেন, তবে আজকের এই অবস্থান কোনদিনও তৈরী হতো না। একটু চিন্তা করুন নিজের অবস্থান নিয়ে, একটু ভাবুন নিজেকে নিয়ে, ব্লকচেইন এর সুবিধার পূর্ণ ব্যবহার করার এবং নিজের একটি সুন্দর অবস্থান নিয়ে?


ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

Sort:  
 3 years ago 

ভাই আপনার লেখাগুলো খুবই সুন্দর, আপনার লেখার মধ্যে সহজ-সরল ভাব খুঁজে পাওয়া যায়। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাই অনেক সুন্দর হয়েছ।

 3 years ago 

ধন্যবাদ, তবে আরো ভালো মন্তব্য প্রত্যাশা করি।

 3 years ago 

অনেক সুন্দর বলেছেন ভাইয়া, আমাদের শুরুতেই সময় এবং ধৈয্যসহকারে শেখার চেষ্টা করতে হবে, তাহলে কিছু অর্জন করতে পারবো।

 3 years ago 

জ্বী, বিষয়টি আমরা যত ভালো বুঝতে পারবো আমাদের জন্য ততো ভালো হবে। ধন্যবাদ

 3 years ago 

ব্লকচেইন সম্পর্কে খুব ভালো লিখেছেন। এই বিষয়ে এতটা বিস্তারিত ধারণা আমার ছিল না। আপনার পোস্ট টা পড়ে কিছুটা ধারণা তৈরি হয়েছে। আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

🙂🙂

মানুষ হিসেবে আমরা তখনই চরম ভুল করি, যখন নিজেকে সকলের উর্ধ্বে ভাবা শুরু করি।

এটা একদম সত্যি কথা ভাই।সবাই নিজের দিকটা বিবেচনা করে কিন্তু কেউ এটা ভাবে না যে আজকে আজকে আগর তলায় আছি কালকে চকির তলায় যেতে পারি।

অনেক ধন্যবাদ ভাই সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।অনেক অনেক শুভেচ্ছা ও সব কামনা রইলো।

 3 years ago 

জ্বী এটাই চরম বাস্তবতা, আমাদের ভুল মানসিকতার কারনেই আমাদের খারাপ অবস্থান সৃষ্টি হয়। ধন্যবাদ

 3 years ago 

জি ভাইয়া আপনি অনেক সুন্দর কিছু কথা বলেছেন , আপনার লেখা গুলো সবসময়ের মতো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমাদের মধ্যে ধৈর্য রাখতে হবে সবসময়। আর ধৈর্যের সাথেই এগিয়ে যেতে হবে সামনের দিকে। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

জ্বী, আমি চেষ্টা করি ভালো কিছু উপহার দেয়ার, আপনাদের ভালো লাগাই আমার অনুপ্রেরণা। ধন্যবাদ

 3 years ago 

পৃথিবীতে যারাই প্রতিষ্ঠিত হতে পেরেছে, তাদের জীবন সম্পর্কে পর্যালোচনা করলে এটা দেখা গেছে যে, তারা সর্বক্ষেত্রে ধৈর্য্য এবং কঠোর পরিশ্রম করেছেন।প্রথমে তারা অনেক নিচুও ছোট হয়ে, অনেক আঘাত সহ্য করে ও থেমে থাকেন নি।অদম্য পরিশ্রম ও ইচ্ছাশক্তির কারণে সফলতা পেয়েছেন।
আপনার কথাগুলি খুবই মূল্যবান ছিল ভাইয়া এবং সহজভাবে বুঝানোর উদাহরণটিও।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

হুম ঠিক বলেছেন আপনি, কিন্তু আমরা হয়েছি তার উল্টোটা। ধন্যবাদ বিষয়টি বুঝার জন্য।

 3 years ago 

আপনার পোস্টটি খুব ভাল এবং পড়তে খুব সহজ।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও কিন্তু কনটেন্ট সম্পর্কিত মন্তব্য বেশী আশা করি। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর কথা লিখেছেন।পোস্টটি পড়ে কিছু ধারণা হলো আমার। আপনার লেখা গুলো পড়তে আমার ভালো লাগে, আপনার লিখা পড়লে অনেক কিছু শিখতে পারি।ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই কথাগুলো খুব সুন্দর গুছিয়ে লিখেছেন। আসলেই ব্লকচেইন এই মহামারীর সময় আমাদের জন্য ভালো একটি পথ খুলে দিয়েছে। যদিও বাংলাদেশে কিছু সমস্যার কারণে ব্লকচেইন এ যুক্ত হওয়া মানুষের সংখ্যা অনেক কম। যদি সমস্যাগুলো না থাকতো তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে ব্লকচেইন অনেক বড় ভূমিকা রাখতে পারতো। শুধু দরকার ছিল সরকারি পৃষ্ঠপোষকতা। সেটা না করে সরকার উল্টো প্রতিবন্ধকতা তৈরি করেছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61153.73
ETH 3403.85
USDT 1.00
SBD 2.51