নিজের বস নিজে হও-স্টিম ব্লকচেইন এর মাধ্যমে (Be your own boss - through the steem blockchain)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

শুভ সন্ধ্যা সবাইকে,

আমরা মানুষ, অভ্যেসগতভাবে অনেক কিছুই শিখে নেই, অন্যদের দেখে এবং অনুকরণ করে। যদিও সবগুলো বিষয় এখানে খারাপ না, কিছু কিছু ক্ষেত্রে সেটা আমাদের জন্য মঙ্গলজনকও হয়ে উঠে। তবে ঐ যে বললাম অভ্যেসগত কারনে আমরা অন্যের নিকট হতে শেখার চেষ্টাটা বেশী করি। আমরা ছোট বেলা হতেই, অন্যদের কার্যাবলী দেখে, সেটা নিজের মাঝে আনার কিংবা আতয়ত্ব করার চেষ্টা করি। আমার দেড় বছরের ছোট্ট মেয়ে, ইউটিউবে বাচ্চাদের নাচ দেখে নিজেও নাচার চেষ্টা করেন। কারন ওটা তার কাছে ভালো লেগেছে তাই সে নিজের তাই করার চেষ্টা করছে। এই অভ্যেসটা কিন্তু শেষ অবদি তার মাঝে থেকেই যাবে, যেটা বড় হয়েও সে ধরে রাখার চেষ্টা করবে।

যাইহোক, অভ্যেসগত কারনে আমরা যা কিছুই অনুকরণ করি না কেন, সব সময় সকল কিছু আমাদের আয়ত্বে নানা কিংবা সে বিষয়ে পারদর্শি হওয়ার সুযোগ আমাদের আসে না। কিন্তু আমরা যে চেষ্টা বা প্রচেষ্টাগুলো চালাই সেটার কারনে কিছু অভিজ্ঞতা অর্জনের সুযোগ আমরা ঠিক তৈরী করে নেই। পরবর্তীতে সে বিষয়গুলো নিয়ে যখন আরো বেশী চিন্তা করি এবং চেষ্টা করি, সেগুলোর বিষয়ে দক্ষতা ঠিক আমাদের মাঝে চলে আসে এবং আসতে বাধ্য হয়। এগুলো শুধু কথার কথা না বরং জীবন হতে নেয়া কিছু উদাহরণ। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, নিজের বিষয়ে অনেক কিছু খুঁজে পাবেন। অভ্যেসগত বিষয়টি এই জন্য বললাম যে, কোন সমস্যায় পড়লে আমরা সেটা হতে নিজের চেষ্টা উত্তোরণের চেষ্টাটা করি না, বরং খুব সহজেই অন্যের নিকট হাত পেতে বসি এবং সহযোগিতা প্রত্যাশা করি।

IMG_20210827_172853-.jpg

W3W Code: https://what3words.com/disposing.whistling.pony
Device: Redmi 9, Xiaomi

যাইহোক, এবার ফিরে আসি মুল আলোচনায়, স্টিম ব্লকচেইন শুধু একটি ব্লকচেইন কিংবা ওপেন প্লাটফর্ম না, বরং আমাদের নিজেদের প্রচেষ্টাগুলোর মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার দারুন একটি সুযোগ। আমি যেদিন প্রথম এখানে জয়েন করেছি, সেদিন হতেই নিজের মাঝে এই বিশ্বাসটাকে গেঁথে নিয়েছি। কারন আমি এটাও বিশ্বাস করতাম যে, নিজের যোগ্যতা যেখানে প্রমাণ করতে পারবো সফলতা সেখান হতেই অর্জিত হবে। আর এই ক্ষেত্রে স্টিম ব্লকচেইনতো সেরা সুযোগ, আমি যতটা সুন্দর ভাবে এই সুযোগটি ব্যবহার করতে পারবেন, নিজের অবস্থান ততো সুন্দরভাবে সুসংহত করতে সক্ষম হবেন। এগুলো কিন্তু শুধু কথার কথা না, বরং বাস্তব এবং যথেষ্ট প্রমান রয়েছে।

হ্যাঁ, আমি স্বীকার করছি বর্তমান সময়টা আমাদের ভালো যাচ্ছে না, পারিবারিক অবস্থান হতে শুরু করে আর্থিক ব্যবস্থাপনা পর্যন্ত সকল স্তরেই আজ সমস্যা এবং সমস্যা। চারদিকে মানুষ চাকুরি হারাচ্ছে, নিজের অবস্থান নাজুক হচ্ছে এবং পরিবার নিয়ে জটিল সময় পার করছে। এটাতো আমরা সবাই জানি এবং বুজতেছি। কিন্তু আমরা যারা স্টিম ব্লকচেইনে এ্যাকটিভ রয়েছি, তারা কিন্তু এই সমস্যাগুলো হতে ঠিক ভালো অবস্থানে রয়েছি। কারন বাহিরের পরিবেশটা সংকোচিত হয়ে আসলেও স্টিম ব্লকচেইন ঠিক তার অবস্থানে রয়েছে এবং আমাদের ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাচ্ছে, জীবনের গতিকে ঠিক অবস্থানে ধরে রাখতে।

IMG_20210827_172857-.jpg

W3W Code: https://what3words.com/disposing.whistling.pony
Device: Redmi 9, Xiaomi

যারা নিজের যোগ্যতা এবং সৃজনশীলতার মাধ্যমে নিজেকে প্রমান করতে পেরেছে, নিজের অবস্থান এবং গুনগতমান বজায় রেখে ভালো কাজ অব্যাহত রাখতে সক্ষম হয়েছে, স্টিম ব্লকচেইন কখনো তাদের নিরাশ করে নাই এবং ভবিষ্যতেও করবে না। সুতরাং নিজের যোগ্যতা নিয়ে ভালো কিছু অর্জন করার যারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, স্টিম ব্লকচেইন সর্বদা তাদের আমন্ত্রণ জানায় এবং সফলতা অর্জনের আরো বেশী সুযোগ তৈরী করে দেয়। এই কথাগুলোই আজ আমার এক ক্লাশমেটকে বুঝিয়েছি। কারন করোনার কারনে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং বিশাল ক্ষতির কারনে এখন সে দিশেহারা। চেষ্টা করছেন চাকুরী খোজাঁর। কিন্তু সময়টা বড্ড বেশী কঠিন হয়ে গেছে এখন, যার কারনে যতটা সহজে সহযোগিতা প্রত্যাশা করছেন, ততোটা সহজে কিছু পাচ্ছেন না কিন্তু।

যাইহোক, আমার সহপাঠী এবং বন্ধুও বটে, তাকে আমার অফিসে ঢেকে আনলাম এবং নিজে তাকে স্টিম এর একটি আইডি খুলে দিয়েছি। কিভাবে শুরু করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে, সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দিয়েছি। বলেছি অন্যের অনুগত না হয়ে নিজের অফিসের বস নিজেই হও। কারন স্টিম ব্লকচেইন তোমাকে সেই সুযোগটি দিচ্ছে, যদি তুমি তোমার যোগ্যতা দিয়ে সেটা গ্রহন করতে পারো। তবে অন্যের কাছে যাওয়া লাগবে না বরং দুদিন পর অন্যরা তোমার কাছে আসবে সহযোগিতার জন্য, বিষয়টি বুঝার জন্য এবং জানার জন্য।

IMG_20210827_175811-.jpg

W3W Code: https://what3words.com/cubes.mass.pegs
Device: Redmi 9, Xiaomi

তাহলে, নিজের চেষ্টা নিজে কিছু করার চেষ্টা করো, তোমার ভাগ্য অন্যের হাতে না বরং তোমার হাতের মাঝেই রয়েছে। কিন্তু তোমাকে সেটা বের করে নিয়ে আসতে হবে, নিজের চেষ্টা, মেধা, সততা এবং সৃজনশীলতার মাধ্যমে। চিন্তা করে দেখ, কোন দিকে যাওয়াটা তোমার জন্য ভালো এবং মঙ্গলজনক। কারন অন্যরা তোমাকে কয়দিন সহযোগিতা করবে? কিন্তু তোমার যোগত্যা এবং চেষ্টা তোমাকে শেষ অবদি সহযোগিতা করে যাবে। যারা বুদ্ধিমান তারা অন্যের নিকট কিছু প্রত্যাশা করে না বরং নিজের যোগত্যায় সেটা অর্জন করে নেয়।

আপনি আর আমি উভয়ই নিজের চেষ্টা এবং আগ্রহ নিয়ে যেটা অর্জন করার চেষ্টা করবো, সেটা অবশ্যই পাবো তবে হয়তো আমার একটু বেশী সময় লাগবে আর আপনার একটু কম সময় লাগবে। তাতে কি? নিজের যোগ্যতা এবং সামর্থ্য প্রমানের একটা সুযোগ তো পেয়েছি, এটাই বা কম কিসের? যারা বুঝার তারা অল্প কথাই বুঝে যায়, আর যারা অবুঝ তাদের সারা রাত বুঝানোর পরও তারা কিছুই বুঝবে না।

ধন্যবাদ সবাইকে।

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

Sort:  

গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন ভাই।আসলেই স্টীম ব্লক চেইনের মাধ্যমেই আমরা নিজেরা অনেক এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ্।

কিন্তু তোমার যোগত্যা এবং চেষ্টা তোমাকে শেষ অবদি সহযোগিতা করে যাবে। যারা বুদ্ধিমান তারা অন্যের নিকট কিছু প্রত্যাশা করে না বরং নিজের যোগত্যায় সেটা অর্জন করে নেয়।

খুব ভালো লাগছে কথাটা😊💝

 3 years ago 

ধন্যবাদ ভাই বুঝতে পারার জন্য, এটা বাস্তব কিন্তু আমরা অনেকেই সঠিক চেষ্টাটা দিয়ে এখানে কিছু করার চেষ্টা করি না।

হুমম ভাই😥

 3 years ago 

এই কথাগুলো থেকে নিজের উপরে নিজের কনফিডেন্স আরো অনেকগুণ বেড়ে গেলো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে কথাগুলো আপনি উপস্থাপনা করেছেন যা থেকে আমাদের মত নতুনদের অনেক উপকার হবে। আমি আশা রাখি এবং নিজের লক্ষে চলছি । ইনশাআল্লাহ আমিও সফল হবো এটা আমার বিশ্বাস । আপনার কথাগুলো থেকে এই বিশ্বাসটা আরো বেড়ে গেলো।

 3 years ago 

একদম সত্য কথা ভাইয়া, আমরা তো অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ি বলেই সামনে এগিয়ে যেতে পারিনা।
নিজের উপর আস্থা রেখে যদি সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করি তাহলে সফলতা একদিন নিজে থেকে ধরা দিবে।
আমাদের সকলেরই উচিৎ নিজের মত করে এগিয়ে চলা।
ঠিক তেমনই,স্টীম ব্লক চেইন এর মাধ্যমে সবাই নিজেকে নিজের মতো করে মেলে ধরার একটা সুযোগ পাবো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু, লেখাগুলো পড়ে আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া!
আপনার লিখাগুলা পড়তে আমার অনেক ভাল লাগে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, আমরা কম কষ্টে বেশি আশা করে ফেলি।আমাদের উচিত নিজের উপর বিশ্বাস রেখে নির্ভরশীলতা বাড়ানো।খুবই গুরুত্বপূর্ণ পোষ্ট এটি।অনেক বাস্তব বিষয়ে শিখতে পারলাম।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু, আপনার সহমত পোষণ করার জন্য।

 3 years ago 

স্টিম ব্লকচেইন সম্পর্কে এতো বিস্তারিত ধারণা এর পূর্বে আমার ছিলনা। কিন্তু এ সম্পর্কে ধারণা পাওয়ার পর আমি আমার পাওয়ার বৃদ্ধিতে মনোযোগ দিয়েছি। এবং আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর এবং মূল্যবান কিছু তথ্য দিয়ে পোস্টটি সাজিয়েছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই, আমাদের চেষ্টা সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া।

 3 years ago 

জী ভাই।

 3 years ago 

ভাই একটা কথা খুব ভাল বলেছেন নিজের বস নিজে হও। আসলে ব্লকচেইন আমাদের সামনে এক অফুরন্ত সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কিন্তু দুয়ার খোলা থাকলে সবাই সেটা চিনতে পারে না। এজন্য অনেকে দ্রুত হতাশ হয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু ধৈর্য ধরে যারা পরিশ্রম করে যাবে। ইনশাল্লাহ তারা সফল হবে। আপনাকে দেখে অনেকে অনুপ্রাণিত হতে পারে চাকরির পাশাপাশি আপনার যেভাবে এখানে পরিশ্রম করে যাচ্ছেন সেটা একটা অনুকরণীয় ব্যাপার।

 3 years ago 

হ্যা, কিন্তু দুঃখজনক হলেও সত্য এই সুযোগটির সঠিক ব্যবহার করতেও ব্যর্থ হচ্ছি আমরা। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

এই সুযোগকে যদি ধৈর্য্য সহকারে ব্যবহার করে তাহলে জীবনে চাকরি করতে হবেনা আর।

 3 years ago 

একদম সত্যি কথা, খুব বেশী কষ্টকর এটা জাষ্ট একটু মনযোগ ও সঠিক চেষ্টাটা করলেই হয়ে যায়।

 3 years ago 

আমার বাংলা ব্লগ বাঙ্গালিদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। ভালো লিখলে নিশ্চিতরূপে ভোট পাওয়া যাবে। তাই প্রথম প্রথম একটু খেটে নিজের লেখনী শক্তি বাড়ালেই ঝড়ের বেগে এগোতে পারবে

 3 years ago 

খুবই উপকারী একটি পোস্ট, আশা করি সবাই অনুপ্রাণিত হবে আপনার এই পোস্ট থেকে।

নিজের যোগ্যতা এবং সামর্থ্য প্রমানের একটা সুযোগ তো পেয়েছি, এটাই বা কম কিসের?

একদম খাটি কথা বলেছেন এই সুযোগটি বা কয়জন পায়? এই সুযোগটি কাজে লাগাতে হলে অবশ্যই দরকার ধৈর্য এবং অধ্যাবসায়।

 3 years ago 

আমারও তাই প্রত্যাশা আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

ভাইয়া অনেক হেল্পফুল একটি পোস্ট আপনি লিখেছেন। আপনার এই পোস্ট পরে অনেক অনুপ্রেরিত হলাম। নিজেকে একদিন অনেক বড় জায়গায় নিতে পারবো আশাকরি। আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমাদের আগ্রহ এবং চেষ্টা অবশ্যই আমাদের কাংখিত স্থানে নিয়ে যাবে।

 3 years ago 

গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন ভাই।আসলেই স্টীম ব্লক চেইনের মাধ্যমেই আমরা নিজেরা অনেক এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ্। আপনার জন্য শুভকামনা রইলো 🥀

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67402.68
ETH 3481.04
USDT 1.00
SBD 2.65