সঠিক পরিচর্যার অভাবে শেষ হয়ে যেতে পারে সব (All can end without Proper Care) || 5% #abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বন্ধুরা, কেমন আছেন সবাই? বৃষ্টির দিনে বৃষ্টির আমেজে দিনটি হয়তো ভালোভাবে উপভোগ করছেন!

আজ আমি আপনাদের সাথে আমাদের গ্রামের বাড়ীর সবরি মানে পেয়ারার বাগানের কিছু ফটোগ্রাফির সাথে কিছু অনুভূতি ভাগ করে নেব। আসলে প্রকৃৃতির কাছে আমাদের শেখার আছে অনেক কিছু ইতিপূর্বে আমি এই রকম একটি ব্লগ শেয়ার করেছিলাম, আজ একটু ভিন্ন আঙ্গিকে আরো কিছু ভাগ করে নেয়ার চেষ্টা করবো।

পেয়ারা বাগানটি আমাদের বাড়ীর সম্মুখে, যখন খুব ছোট ছিলো গাছগুলো, তখন আমাদের সবার আগ্রহ এবং যত্ন কোনটারই কমতি ছিলো না, বরং সবাই যথেষ্ট আন্তরিকতার সাথে বাগানটির প্রতি খেয়াল রাখতো। যাতে বাগানটি সুন্দর থাকে এবং গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে। এটা আমরা সবাই জানি যে, যে কোন গাছের ক্ষেত্রে যতটা যত্ন নেয়া হয় সেই গাছগুলো ততটা সুন্দরভাবে পরিপক্ক হওয়ার সুযোগ পায়।

1.jpg
W3W Location: https://what3words.com/intervene.leader.mergers
Device: Redmi 9, Xiaomi

যেহেতু শুরু হতেই বাগানটির সঠিক পরিচর্যা করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল কার্যাদির সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে, সেহেতু গাছগুলো খুব দ্রুত বড় হয় এবং বেশ ভালো ফলনও হয়। সবাই বেশ উপভোগ করেছে পেয়ারাগুলো। কারন এগুলো দেশীয় জাতের পেয়ারা। আর দেশীয় জাতের পেয়ারার স্বাদ কিছুটা ভিন্ন এবং ভালো হয়। সবাই বেশ আনন্দ নিয়ে পেয়ারাগুলো উপভোগ করতো। কিন্তু শুরুতে যে পরিচর্যাটি ছিলো সেটা আস্তে আস্তে কমতে শুরু করে।

2.jpg
W3W Location: https://what3words.com/intervene.leader.mergers
Device: Redmi 9, Xiaomi

আমাদের সমস্যাটা এখানেই, আমরা শুরুটা খুব সুন্দরভাবে শুরু করি এবং বেশ আগ্রহ ও আন্তরিকতা নিয়ে কাজ করি। যেমনটা করা হয়েছিলো পেয়ারা বাগানটির ক্ষেত্রে। কিন্তু যখন ভালো ফলন আসা শুরু করে, আমরা বাগানটির যত্ন এবং পরিচর্যায় অবহেলা শুরু করে দেই, কারন তখন আমাদের মনযোগ ছিলো ফলনের দিকে। শুরু দিকে যতটা যত্ন ও পরিচর্যা ছিলো, ফলন আসার পর সেটার ধারাবাহিকতা ছিলো না। যার ফলশ্রুতিতে কিছু গাছ ঝরে যায় মানে মারা যায় দুঃখজনকভাবে। আসলে এই অবস্থাটা আমাদের জীবনের সাথে খুব বেশী মিলে যায়, তাই তুলে ধরার জন্য আমার আজকের ব্লগ।

3.jpg
W3W Location: https://what3words.com/intervene.leader.mergers
Device: Redmi 9, Xiaomi

স্টিমিটে যারা নতুন জয়েন করেন, শুরুতে বেশ আগ্রহ এবং শেখার মানসিকতা থাকে। অনেকের সাথে সুসম্পর্ক তৈরী করেন এবং কিছু শিখে নিজের মান উন্নয়নের চেষ্টা করেন। কিন্তু যখনই ভালো সাপোর্ট পাওয়া শুরু হয়, তখনই নিজের পরিচর্যার বিষয়টি ভুলে যান এবং শেখার অধ্যায় বন্ধ করে রাখেন। আর সুসম্পর্কের কথা তখন দূর অতীত হয়ে যায়। ফলশ্রুতিতে কি দাঁড়ায়? মান উন্নয়ন বাধাগ্রস্ত হতে থাকে এবং একটা সময় সাপোর্ট পাওয়াটাও কমে যায়। তখন শুরু হয় আফসুস আর হতাশা। আমাদের অবস্থা অনেকটা এই পেয়ারা বাগানের মতো, শুরুটা যেমন করি শেষ অবদি সেটা ধরে রাখতে পারি না। যার কারনে সঠিক লক্ষ্যে পৌছাতে সক্ষম হই না।

4.jpg
W3W Location: https://what3words.com/intervene.leader.mergers
Device: Redmi 9, Xiaomi

এটা আমার দৃষ্টিভঙ্গি, বাগানের ফটোগ্রাফি আজ অ্যালবামে দেখে কথাগুলো মনে হলো, তাই শেয়ার করলাম। হয়তো আমার ধারনা ঠিক নাও হতে পারে, আমার সঠিকও হতে পারে। তবে আমার অফিসের এক বস সব সময়ই এই কথা বলেন, আমরা বাঙালীরা যে কোন বিষয়ে শুরুতে যতটা আগ্রহী থাকি, যদি শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারতাম, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা সফলতার চূড়ায় উঠতে সক্ষম হতাম।

ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো বুঝতে পারার জন্য।
@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

Sort:  

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও সহমত পোষন করার জন্য।

 3 years ago 

আমাদের পরিবেশ কে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। অনেক ধন্যবাদ ভাইয়া সচেতনমূলক পোস্ট করার জন্য

 3 years ago 

জ্বী এবং সেই জন্য আমাদের যথার্থ ভূমিকা পালন করা উচিত। ধন্যবাদ

 3 years ago 

একেবারে ঠিক ধারণা করেছেন ভাইয়া।আমি আপনার সঙ্গে সহমত পোষণ করছি।আসলে গাছেদের ভাবভঙ্গির সঙ্গে মানুষের স্বভাব কিছুটা মিলে যায়।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এটাই আমি বুঝাতে চেয়েছি আপু, আপনি বুঝতে পারছেন বিষয়টি।

আপনাত প্রতিটি পোস্ট অনেক শিক্ষনীয় ভাই। আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই, পোষ্টগুলো পরে আপনার মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59456.51
ETH 2300.03
USDT 1.00
SBD 2.48