আমার বাংলা ব্লগ-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৮৬ (ABB Weekly Hangout Report-86)

in আমার বাংলা ব্লগlast year

Hangout 86.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৪,৭৬৪ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৭০।

হ্যাংআউট-৮৬

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন এবং তারপর নিজের কিছু অনুভূতি শেয়ার করেন। এই দিনটি যতটা না আমার কাছে গুরুত্বপূর্ণ ঠিক ততোটাই গুরুত্বপূর্ণ আমার বাংলা ব্লগবাসীর জন্য। শুরুতেই প্রত্যাশা করেন আজকের হ্যাংআউটটি বেশ মজার ও সুন্দর হবে। তারপর যথারীতি সকলের প্রতি আহবান জানান শো চলাকালীন সময়ে সকলের মাইক অফ রাখার, যখন কথা বলার সুযোগ দেয়া হবে তখন ফোন অন করে কথা বলতে পারবেন। তারপরও কারো কারো মাইক অন দেখা যাচ্ছে, তাদেরকে অনুরোধ করেন মাইক অফ রাখার। সবকিছু আপনাদের জন্যই তাই শো চলাকালীন সময়ে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। তারপর সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউট শুরু করেন।

এরপর আমি @hafizullah কথা বলি, আমার বাংলা ব্লগের ৮৬তম সাপ্তাহিক হ্যাংআউটে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই সপ্তাহে আমার অধীনে যারা ছিলেন তাদের এ্যাক্টিভিটিস মোটেও সন্তোষজনক ছিলো না, বিগত কয়েক সপ্তাহ ধরেই সকলের এ্যাক্টিভিটিস বেশ হ্রাস পেয়েছে। এর কারনটাও আমরা খুঁজে বের করেছি, হয়তো আগামী সপ্তাহে এই ব্যাপারে কিছু কথা বলা হবে। কারন এ্যাক্টিভিটিস এর ব্যাপারে আমরা কিছুটা শীথিল করার ঘোষণা দিয়েছিলেন আমার বাংলা ব্লাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, কিন্তু তার মানে এই না যে আমাদের এ্যাক্টিভিস একদমই শূণ্যের দিকে নিয়ে আসবেন। এই সপ্তাহেও আমি আমার কৌটা পূর্ণ করতে পারি নাই সুপার এ্যাকটিভ তালিকায় নাম দেয়ার ক্ষেত্রে। যাদের অবস্থা ভালো ছিলো না, তারা হলেন, @jibon47, @rayhan111, @ashik333, @kibreay001 এছাড়াও আরো চারজন আছেন যারা ইতিমধ্যে টিকেট কেটে ছুটি নিয়েছিলেন।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @winkles ভাই কথা বলেন এরপর, এই সপ্তাহে যারা তার অধীনে ছিলেন তাদের এ্যাক্টিভিটিস মোটামোটি ভালো ছিলো, কিন্তু তবুও কিছু ইউজারের অবস্থা ভালো ছিলো না, তাদের তথ্য উপস্থাপন করেন এবং কাংখিত পরামর্শ দেন। @litonali তার এ্যাক্টিভিটিস বেশ খারাপ, তেমন কোন ভালো এ্যাক্টিভিটিস দেখা যায় নাই। @engtariqul পোষ্ট এবং কমেন্ট এ্যাক্টিভিটিস কম আছে এগুলো বৃদ্ধি করতে বলেন। @mithila19 টোটাল এ্যাক্টিভিটিস খারাপ, সপ্তাহে একটা করে পোষ্ট করলে সাপোর্ট পাওয়া যাবে না। রেগুলাল পোষ্ট এবং এ্যাক্টিভিটিস বৃদ্ধি করতে বলেন। @johir65 ডিসকর্ড এ্যাক্টিভিটিস খুবই খারাপ। @bobitabobi পোষ্ট সংখ্যা বেশ কম হচ্ছে তা বাড়াতে বলেন। এছাড়া কমেন্ট এনগেজমেন্ট ও ডিসকর্ড এনগেজমেন্টও খারাপ আছে সেগুলো বাড়াতে বলেন। @payelb অনেক দিন যাবতই এ্যাক্টিভিটিস খারাপ যাচ্ছে আস্তে আস্তে তা বৃদ্ধি করতে বলেন। কাংখিত কমেন্ট এখনো চেক করা হয় নাই, যথারীতি চেক করে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21 দিদি কথা বলেন এরপর, এই সপ্তাহে যারা তার অধীনে ছিলেন প্রত্যেকেরই পোষ্ট কোয়ালিটি মোটামুটি ভালো ছিলো। কিন্তু কিছুজন আছেন তাদের মাঝে, @emonv নিজের এ্যাক্টিভিটিস বজায় রাখার জন্য প্রতি সপ্তাহে মাত্র একটি করে পোষ্ট করছেন। এভাবে বিগত মাস পোষ্ট করেছেন। মোটামুটি এ্যাক্টিভিটিস বজায় রাখতে না পারলে এরপর পোষ্ট কিউরেশনে যাবে না। আমরা কখনোই এটা বলি না যে সপ্তাহে সাতদিনই পোষ্ট করতে হবে। এটা সম্ভব না হলে আপনাদের ব্যক্তিগত ভালোলাগা এবং ইচ্ছা হতে পোষ্ট করবেন। তবুও সব কিছু একটা নিয়মের মাঝে পরে গেছে, তবুও কিছুটা ভালো লাগার দিক হতে হরেও সপ্তাহে অন্তত চারটি পোষ্টতো করা যায়। আর যদি খুব বেশী সমস্যা হয় তাহলে আপনারা টিকেট কেটে ছুটি নিতে পারেন, তাতে তো কোন সমস্যা নেই। কিন্তু সপ্তাহে একটা পোষ্ট করে এ্যাক্টিভিটিস বজায় রাখার কোন মানে হয় না।

Untitled 000.png

এছাড়াও @mdemaislam00 আপনার পোষ্টে আপনি যে ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন সেগুলোর মান একটু ভালো রাখার চেষ্টা করুন। অনেকটা শিশু সুলভ ফটোগ্রাফি পোষ্ট করছেন। @razuahmed@sajjadsohan দাদা আপনাদের ডিসকর্ড এনগেজমেন্ট অনেক কম ছিলো, এ দিকটা একটু খেয়াল রাখতে বলেন। কমেন্ট মনিটরিং লিষ্টে সকলের কমেন্ট মান অনেক ভালো হচ্ছে এবং আপনারা যে প্রত্যেক মুহুর্তে চেষ্টা করছেন, তা আপনাদের কাজের মাধ্যমেই সেটা বুঝা যাচ্ছে। এছাড়া যাদের রিমার্কস হিসেবে যেগুলো দেয়া আছে আপনারা সেগুলো একটু মেনে চলুন তাহলেই হবে।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু কথা বলেন এরপর, প্রথমত , @emon42 আপনাকে সুপার একটিভ লিস্ট এ রাখতে পারিনি শুধুমাত্র আপনার কমেন্ট এংগেজমেন্ট কম থাকার কারণে। আর এটা আমি এর আগেও বারবার বলেছি, যদি কেও আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী মার্ক্স পান ও তবে কোনো একদিকে এংগেজমেন্ট একেবারেই নেই।সে ক্ষেত্রে আপনাদের সুপার একটিভ লিস্টে আনা হবেনা। এই সপ্তাহে যাদের একটিভিটিস একেবারে নেই বললেই চলে।তারা হলেন, @morioum, @naimuu, @ashikur50 , @mayedul. এখানে একমাত্র @naimuu উনার সমস্যার কথা জানিয়েছেন।

এই সপ্তাহে কেনো জানিনা সবার ই ডিস্কোর্ড এর একটিভিটিস খুব ই কম ছিলো। তার কারণ কি তাও ঠিক ক্লিয়ার না। কারণ এখন কোনো ছুটির মাস না বা এমন কিছু নয় যে সবার একই সাথেই একটিভিটিস কমে যাবে।আর তার উপরে,সুপার একটিভ লিস্টের ইউজারদের একটিভিটিস যদি এমন হয় তাহলে আসলে আমরা খুব বেশিই হতাশ হই। কারণ,বর্তমানে অনেক বেশি সাপোর্ট দেওয়া হচ্ছে সবাইকেই। @mahbubul.lemon আপনাকে ইনএকটিভ লিস্টে নেওয়া হয়েছে। আর যারা দীর্ঘদিন যাবত শুধুমাত্র একটিভ লিস্টে থাকার জন্যে সপ্তাহে একটা করে পোস্ট করছেন। উনাদের ধীরে ধীরে আমরা ইনএকটিভ লিস্টে নিয়ে যাচ্ছি। এরপরে বলবো, আপনাদের অনেকবার বলা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে একটার বেশি পোস্ট না করতে, কিন্তু তাও কেনো জানিনা আপনারা কথাটি শুনছেন না। বারবার বলার পরেও @tanjima আপনি ৫ ঘন্টার মধ্যে ২ টা পোস্ট করেছেন, @aflatunn আপনি ৯ ঘন্টার মধ্যে ২ টা পোস্ট করেছেন।তাই আপনাদের একটি করে পোস্ট বাদ দেওয়া হয়েছে কিউরেশন এর ক্ষেত্রে। এ ধরণের কাজ কেও বারবার করলে, তাকে সুপার একটিভ লিস্ট থেকেও বাদ দেওয়া হবে।

আর কিছু কথা না বললেই না। তা হলো, আমরা প্রতিটি এডমিন,মডারেটরই এতুটুকু ক্ষমতা রাখি যে বাইরের কিছু কমিউনিটিতে কাজ করলে ডেইলি সাপোর্ট নিশ্চিত করা, কারণ ততটুকু সুসম্পর্ক আমাদের আছে কিংবা ক্ষমতাই বলি না কেনো, সে ক্ষমতাটা অবশ্যই দাদার বদৌলতে পাওয়া। তবে আমাদের যা নেই তা হলো সময় এবং ইচ্ছে।কারণ,আমরা আপনাদের কাজের গতি যেনো ঠিক থাকে তার জন্যে আমাদের সবসময় আপনাদের সামনে উদাহরণ হিসেবেই রাখি। যেমন আমাদের ভোট গুলো মোটামুটি নিশ্চিত যেহেতু আমরা কাজ করি কিছু। তাও কেনো আমরা বিভিন্ন মার্কডাউন ইউজ করে, সুন্দর ভাবে পোস্ট গুলো করি?আমরা চাইলেই কিন্তু কোনো রকমে একটা পোস্ট করে অনেক কমিউনিটিতে কাজ করতে পারতাম। তাও আমরা কেনো করি না?

যেনো আপনারা শিখতে পারেন আমাদের দেখে।কিন্তু দিন শেষে দেখা যায় আপনাদের মধ্যে কেও কেও কিছুই শিখেন না।উল্টো আমাদের কাছ থেকে সব শিখেই শেষমেশ আমাদের সাথেই নিচুমানষিকতার কাজ করেন। তো আজকে এ কথাগুলো বলার একটাই কারণ তা হলো।আমরা যেহেতু প্রতিটি মেম্বারের পিছনে আলাদা ভাবে সময় দিয়েছে। সেক্ষেত্রে আমাদের সাথে কারা লয়াল বা আমাদের শ্রদ্ধা করছে তা আমরা আলাদা করেই রাখি আর সময় আসলে আপনাদের সবাইকে সেভাবেই ট্রিট করা হবে। অর্থাৎ যারা যেমন আচরণ দেখাবেন,তাদের ফিডব্যাকটা আমরা সেভাবেই রাখবো।

Untitled 0001.png

তারপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, শুরুতেই নুর আপুর কথার সাথে সহমত পোষণ করেন, আমরা সারা সপ্তাহজুড়ে অনেক বিষয় নিয়ে কথা বলি, কিছু কিছু ইউজার এমন কাজ করেন যা আমাদের কষ্ট দেয়। তারপর হিরোইজম নিয়ে কথা বলেন, কিছু ভুল ধারনা আছে ইউজারদের মাঝে, হিরোইজম ডেলিগেশন ভিত্তিন বিনিয়োগ প্রজেক্ট, এটা কোনভাবেই বিটবটের ক্যাটাগরিতে পরে না, অনেকেই মনে করেন হিরোইজম অনেকটা বিটবটের মতো কাজ করে। কিন্তু এমন না, কারন আপনি মাইক্রো পোষ্ট করলে ভোট পাবেন না, আমরা ম্যানুয়ালী চেক করে তারপর ভোট দেই, কিছু ইউজার আছেন যারা ভালো মানের পোষ্ট করেন, তাই তাদের ক্ষেত্রে একটু দ্রুত ভোট দেয়ার চেস্টা করি আমরা।

এরপর কিছু পার্থক্য তুলে ধরেন, প্রতিদিন আপনি সাপোর্ট পাবেন, যদিও ভালো মানের পোষ্ট করেন, অন্যরা কিন্তু কিছুই চেক করবে না যাই পোষ্ট করেন আপনাকে অটো ভোট দিবে। অন্যরা জাস্ট শুধুমাত্র ভোট দেয় কিন্তু আপনার সাথে কোন কিউরেশন রিওয়ার্ডস শেয়ার করেন, হিরোইজম কিন্তু প্রতি সপ্তাহে এইটা শেয়ার করেন। হিরোইজম পোষ্টের মান দেখে এবং মাঝে মাঝে বোনাস ভোটও দেয় অন্যরা কিন্তু সেটা করেন না কখনো। হ্যা, অন্যরা ঠিক ভোট দিবে এবং এই ক্ষেত্রে আপনার একটা রিস্ক তৈরী হতে পারে, মাইক্রো পোষ্টে বেশী ভোট পড়তে পারে এবং তাতে কিন্তু আপনার রেপুটেশন নষ্ট হবে। আর হিরোইজম আপনার বিপদের সময় হাতিয়ার হিসেবে কাজ করবে, আপনার পাশে থাকবে যদি আপনি নির্দোষ হোন, অন্যরা কিন্তু কখনো আপনার পাশে থাকবে না। হতে পারে ভোট দিয়ে, সাপোর্ট দিয়ে অথবা ভিন্নভাবে আপনার জন্য লড়াই করবে। এগুলো আমরা আগেও বলেছি কিন্তু হয়তো আপনাদের মাঝে কিছু বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে।

এরপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন। শুরুতে আরিফ ভাই এন্ড্রয়েড এ্যাপস নিয়ে কথা বলেন, কিছু বাগ ছিলো সেটা ঠিক হলেই জানিয়ে দেয়া হবে। তারপর স্পিমপ্রো নিয়ে কিছু কথা বলেন, যথারীতি সিডিউল পোষ্ট নিয়ে কথা বলেন, তারপর কথা প্রসঙ্গে ইমরান হাসান ভাইয়ের প্রসঙ্গে নিয়ে বলেন, স্টিমপ্রোতে মার্কডাউন এর অপশন রয়েছে, বিশেষ করে যারা মার্কডাউন বুঝেন না বা ব্যবহার করতে পারেন না তাদের জন্য কার্যকর ভূমিকা পালন করবে এটা, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

তারপর স্টিমওয়ান নিয়ে কথা বলেন, এটা হলো একটা সিঙ্গেলপেজ সাইড, আপনার স্টিম একাউন্ট সম্পর্কে যাবতীয় তথ্য তাৎক্ষনিকভাবে দেখতে পারবেন এখান হতে। নতুন একটা বিষয় যুক্ত করা হয়েছে, স্টিমের প্রাইজ বাংলাদেশী টাকায় দেখতে পাবেন। এছাড়া নোটিফিকেশন স্টিসেম যোগ করা হয়েছে, আপনার পাসওয়ার্ড কেউ চুরি করে ফেলেছেন, সেটা কিন্তু চেক ছাড়া আপনি বুঝতে পারবেন না। কিন্তু আমাদের এখানে নোটিফিকেশন রয়েছে সেটা দেখলেই আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার রিকভারি পরিবর্তন করা হয়েছে, ঠিক একই ভাবে পাওয়ার ডাউন এর বিষয়টিও। টিআরএক্স এর তথ্যও যুক্ত করা হয়েছে, আপকামিং রিওয়াডর্স কত আসতে পারে কিংবা একমাসে মোট কত রিওয়াডর্স পেলেন সেগুলো খুব সহজেই জানতে পারবেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন, শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করেন, যখন প্রথম সোশ্যাল মিডিয়ার দায়িত্ব হাতে পান, তখন অনেক কিছুই এলামেলো ছিলো, কিন্তু এখন যে পরিবেশ তৈরী হয়েছে তা বেশ আশাব্যঞ্জক, প্রতিদিন বেশ সংখ্যার পোষ্ট থাকে এপ্রুভালের জন্য। তারপর মোট সদস্য সংখ্যা এবং সাবসক্রাইভের সংখ্যা উপস্থাপন করেন। তবে শুধুমাত্র সংখ্যা না সকলের এ্যাক্টিভিটিস আরো বেশী দেখার আশা ব্যক্ত করেন। এ বিষয়ে নিজের অবস্থান হতে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। সবাইকে অনুরোধ করেন এই প্লাটফর্মের বিষয়ে পরিচিত সবাইকে জানানোর এবং সকলের সামনে প্রকাশ করার, যাতে সবাই জানতে পারেন এবং কাজ করার সুযোগ পান। সবশেষে সবাইকে ধন্যবাদ দেন, যারা নিয়মিত সোশ্যাল সাইডগুলোতে এ্যাকটিভ রয়েছেন তাদের।

Untitled 00012.png

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে @rupokভাই বলেন। লেভেল ফোরে যারা মৌখিক পরীক্ষা দিয়েছেন তারা আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় বেলা বারোটা এবং ইন্ডিয়ান সময় ১১:৩০ ভিতরে লিখিত পরীক্ষা দিয়ে দেবেন। এর পরে কেউ লিখিত পরীক্ষা দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। আর অবশ্যই লিখিত পরীক্ষার পোস্টে ট্যাগ ভালোভাবে ব্যবহার করবেন। অনেকেই দেখছি কমেন্টে করার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছেন। আবার অনেকে দেখি ইরেগুলার কমেন্ট করছেন। তো আপনাদেরকে প্রতি অনুরোধ আপনারা আপনাদের কমেন্ট একটিভিটিস কিছুটা বৃদ্ধি করুন। আর আপনাদের কাজগুলো রেগুলার করার চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @alsarzilsiam ভাই। প্রথমেই level 3 নিয়ে কিছু কথা বলতে চাই। আগামী সপ্তাহে আপনাদের পরীক্ষা থাকা সত্ত্বেও অনেকেই বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষায় উপস্থিত হতে পারেননি। তাই আপনাদের জন্য আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় এবং ইন্ডায়ান ৮.৩০ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুগ্রহ পুর্বক সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বর্তমানে যারা লেভেল তিন এ আছেন, তাদেরকে বলব, অনেকেরেই এক্টিভিটিস কম, এক্টিভিটিস একটু বৃদ্ধি করার জন্য চেস্টা করবেন। তা না হলে আপনাদেরকে নিয়ম অনুযায়ী আমি সাপোর্ট করতে পারব না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পোস্ট করার সময় অবশ্যই পোস্ট এর মার্কডাউন গুলো সঠিকভাবে ব্যবহার করবেন। যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই লেভেল তিনে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেই সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করব। কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই, আপনাদের এক্টিভিটিস আগের তুলনায় অনেকটা কমে যাচ্ছে। এই বিষয়ে আপনাদের লক্ষ রাখতে হবে। বিশেষ করে আপনাদের যেসব উপদেশ দেওয়া হয় সেই উপদেশগুলো মেনে চলার চেষ্টা করবেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই। শুরুতেই ধন্যবাদ সকলকে যারা আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা নম্বর ৩০ শে অংশগ্রহণ করেছিলেন। আপনারা চাইলে যে কতটা ক্রিয়েটিভ হতে পারেন, আপনারা চাইলে কতটা অ্যাচিভ করতে পারেন সেটা আপনাদের প্রত্যেকের পোস্ট পড়লেই বোঝা যায়। সেজন্য আবারও আপনাদের ধন্যবাদ জানাই। তারপর চলে যাবো আমার লেভেলে থাকা ইউজারদের ব্যাপার নিয়ে। আমার লেভেলে যারা আছেন তাদের একটিভিটিস বিগত সপ্তাহ থেকে সামান্য পরিমাণে কমে গেছে। যদিও সেটার বিশেষ কিছু কারণ রয়েছে। আশা করছি আগামী সময়ে কারণগুলো কাটিয়ে আপনারা আবার পূর্বের মতোই একটিভিটিসে ফিরে আসবেন। ধন্যবাদ সবাইকে।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @ayrinbd আপু। আমার আন্ডারে এই মুহূর্তে একজন ইউজার আছে আর তিনি হলেন তিতাস। আপনাকে বলবো আপনি পোস্ট কন্টিনিউ করুন আর আপনাকে কিছু গাইডলাইন দিয়েছি সে গাইডলাইন গুলো ফলো করুন। আর ক্লাসের ব্যাপারে আমাদের দাদার সাথে একটি মিটিং হবে সেই মিটিংয়ের পর অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে ক্লাসের সময় আপনাকে জানিয়ে দিবো। আর একটা কথা আমি প্রতিবার হ্যাংআউটে বলে থাকি ইন্যাক্টিভ লিস্টে যারা আছেন আপনাদেরকে বলবো অ্যাক্টিভ হওয়ার আগে অবশ্যই একটি টিকেট ক্রিকেট করে আমাদেরকে অবগত করবেন। তাহলে আপনাদের নেয়া ভাইভার সময় সুচি সহজেই জানিয়ে দেয়া যাবে। আর যারা ইনক্টিভ থেকে একটিভ হয়েছেন তাদের ভাইবা নেওয়ার সময় সূচি খুব দ্রুত এনাউন্সমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। একটা বিষয় সকলের উদ্দেশ্যে সব সময় বলি, discord এ কথা বলার সময় অবশ্যই নিজের সম্মান নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করবেন। এমন কোনো কাজ করবেন না ও এমন কোনো ইমোজি ব্যবহার করবেন না যা discord পরিবেশ নষ্ট করতে পারে ।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং তানজিরা ম্যাডাম কিছুটা অসুস্থ বলে আজ কথা বলতে পারবেন না তা সবাইকে জানান এবং তার পক্ষ হতে শুভ ভাই কিছু কথা বলেন। তারপর যথারীতি প্রথমে এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যতদিন স্কুলে থাকবেন আপনাকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে ততোদিন এবং অবশ্যই বাধ্যতামূলকভাবে দিতে হবে সাইফক্স করে ১০% বেনিফিশিয়ারি। এরপর হিরোইজম নিয়ে কথা বলেন, সুমন ভাই ইতিপূর্বে যা বলেছেন তার সাথে সহমত পোষন করেন। খুশির খবর হলো এবিবি কিউরেশন বেটা ফেজে ছিলো এখন সেটা ফুললি কাজ করছেন, যারা বিনিয়োগ করতে পছন্দ করেন এটা তাদের জন্য আনা হয়েছে। এছাড়া বোনাস ভোটও দেয়ার ব্যবস্থা করা হয়েছে, দাদা এ বিষয়ে বিস্তারিত বলবেন আজ। তারপর এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন, সবাইকে মানবিক হওয়ার আহবান জানান, অতীতে অনেককেই সহযোগিতা করা হয়েছে, কিভাবে সহযোগিতা পাওয়া যাবে সে বিষয়ে কিছুটা ধারনা দেয়া হয়।

Untitled 00012-1.png

তারপর বলেন, প্রতি বুধবার যেভাবেই হোক লিকুইড স্টিম কিংবা বেনিফিশিয়ারি যোগ করতে পারেন এবিবি চ্যারিটির জন্য। এরপর রবিবারের আড্ডা নিয়ে কথা বলেন, সবাইকে প্রশ্ন করেন তারা কতটা মজা করেন এই আড্ডাটি। এ বিষয়ে শুভ ভাইয়ের অনুভূতি শেয়ার করেন এবং আশা ব্যক্ত আরো দারুণ হয়ে উঠবে শো’টি। এবিবি ফান নিয়ে কথা বলেন, ফান করো আর্ন করো, তাদের দেখতে চান যারা ফান করে আর্ন করতে পারছেন। সবাইকে নিয়ম মেনে এখানে অংশগ্রহণ করার আহবান জানান। তারপর নতুন ইউজারদের এখান হতে ফ্রি ডেলিগেশন দেয়ার ব্যবস্থা করা হয়েছে সে বিষয়ে বলেন। এরপর সাইফক্স সপ্তাহ কবে হতে কবে সেটা সকলের নিকট জানতে চান এবং তারপর সটা বলেন সোম হতে রবিবার সাইফক্স সপ্তাহ। যারা সাইফক্সকে ভালো বাসেন তারা নিয়ম মেনে সুপার এ্যাকটিভে থাকার চেষ্টা করেন।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, প্রথমে দাদা আমার বাংলা ব্লগে ইউজার নেয়ার নতুন পদ্ধতিটি নিয়ে কথা বলেন, এখন দুই ধরনের ইউজার নেয়া হচ্ছে এক পূর্বের সিস্টেমে রেগুলার ইউজার আর দ্বিতীয়টি হলো গেষ্ট ইউজার। এই ক্ষেত্রে এমনটা না যে, গেষ্ট ব্লগাররা সাপোর্ট পাবেন না কমিউনিটি হতে। এখানে দুটো ভাগ রয়েছে, একটা এবিবি স্কুল এবং আরেকটা হলো এবিবি কিউরেশন। অর্থাৎ এখন গেষ্ট ব্লগাররা যদি এবিবি স্কুলে ক্লাস করতে চান, তাহলে কিন্তু তারা দুই জায়গা হতেই ভোট পাবেন । আর এবিবি কিউরেশন হতে ডেলিগেশনের একটা ফিক্সড পার্সেন্ট পাবে, যা ডেলিগেশন করা হবে তার ২০গুন সাপোর্ট পাবেন আগে এটা ৮গুন ছিলো। তারপর স্টিম ব্লকচেইনে চলমান অন্যান্য ডেলিগেশন ভিত্তিক সাপোর্টগুলো নিয়ে কথা বলেন তুলনামূলক পার্থক্য দেখানোর চেষ্টা করেন। তবে এই ক্ষেত্রে শুধুমাত্র আমার বাংলা ব্লগের জন্য সাপোর্ট গ্রান্টেটেড। তারপর ক্রাইটেরিয়া নিয়ে কথা বলেন দাদা।

আমার বাংলা ব্লগ ছাড়া অন্য কোথায় পোস্ট করলে সাপোর্ট পাবেন না। কারন আপনি পোষ্ট করার সাথে সাথে বট অটোমেটিক্যালি চেক করে আপনি কোথায় পোস্ট করেছেন। এবিবি কিউরেশন শতভাগ বট সার্ভিস, জাস্ট একটা রোবট মনে করতে পারেন। এটা মোটেও হিরোইজম এর মতো না। তারপর চেক করবেন আপনি ব্যান কিনা? তার মানে আপনি কমিউনিটিতে ব্যান থাকলে যেমন সার্পোট পাবেন না ঠিক তেমনি কমিউনিটির বাহিরে পোস্ট করলেও সাপোর্ট পাবেন না। তারপর দেখা হবে আপনি আমার বাংলা ব্লগে ভেরিফাইড ইউজার কিনা? ভেরিফাইড ইউজার না হলে ভোট পাবেন না। এরপর দেখা হবে আপনি কত পরিমানে ডেলিগেশন করেছেন। যত স্টিম পাওয়ার ডেলিগেশন করবেন তার বিশগুন সাপোর্ট দেয়া হবে। ২৪ ঘন্টায় মাত্র একবার কিউরেশন করা হবে, একটা মাত্র পোস্টে সার্পোট পাবেন। এর সাথে আরো একটা এক্সট্রা সাপোর্ট আছে, সেটা হলো বোনাস ভোট, এটা নতুন যোগ করা হয়েছে। তারপর দাদা এ বিষয়ে বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

এরপর দাদা হিরোইজম এবং এবিবি কিউরেশন এর বিষয়টি যেন সবাই গুলিয়ে না ফেলেন সেটা অনুরোধ করেন। এছাড়া নতুন ইউজারদের বিষয়ে নিয়মগুলো আরো শীথিল করার ঘোষণা দেন। চলমান প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রসংশা করেন, সবাই দারুণভাবে অংশগ্রহণ করেছেন। সত্যি বলতে এ যাবত যতগুলো রেসিপির প্রতিযোগিতা করা হয়েছে সবগুলোতে সবাই দারুণভাবে অংশগ্রহণ করেছেন। তাই দাদার পক্ষ হতেও কিছু অতিরিক্ত প্রাইজ দেয়া হবে এবং ভবিষ্যতে এ বিষয়ে নতুন পরিকল্পনার কথা জানান। সে ক্ষেত্রে সবাই কোয়ালিটি পোষ্ট করে বেশ ভালো আয় করার সুযোগ পাবেন, দাদা বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। এরপর দাদা স্টিমওয়ান নিয়ে কথা বলেন, নিজের একাউন্টের টোটাল স্ট্যাটাস দেখা যাবে, স্টিমপাওয়ার, ইউটনেস ভোট, পাওয়ার ডাউন নোটিফিকেশন, অন্যান্য ফিচারগুরো নিয়েও দাদা কথা বলেন। এরপর দাদা স্টিমপ্রো’র ফিচার নিয়ে কথা বলেন এবং এর সুবিধাগুলো উপস্থাপন করেন। আমাদের মোবাইল এপ্লিকেশন এই মাষের শেষে দিকে আসতে পারে বলে দাদা জানান। সবশেষে ব্লগার অব দ্যা ইউক নিয়ে কথা বলেন, @monira999 @samhunnahar @nevlu123 এবং অতিরিক্ত বিশেষ একজন হলেন @maksudakawsar

এরপর শুভ ভাই দাদাকে ধন্যবাদ জানান সুন্দর করে পুরো বিষয়টি উপস্থাপন করার জন্য এবং উপস্থিত ইউজারদের ফিডব্যাক নেয়ার চেষ্টা করেন সবাই ঠিক মতো বুঝতে পেরেছেন কিনা। তারপর আরিফ ভাইকে ধন্যবাদ জানান, স্টিমওয়ানের মতো পুরো বিষয়টি আমাদের সামনে নিয়ে আসার জন্য। তারপর শুভ ভাই চলমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, তারপর বিজয়ীদের নাম ঘোষণা করেন শেষের দিক হতে এবং তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন। তারপর দাদার পক্ষ হতে অতিরিক্ত প্রাইজ দেয়ার বিষয়টি ঘোষণা করেন।

Untitled 00012-12.png

তারপর কুইজ পর্ব শুরু করার জন্য আরিফ ভাইকে আমন্ত্রন জানান শুভ ভাই, এই পর্বে আরিফ ভাইকে সহযোগিতা করেন মডারেটর সিয়াম ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং যথারীতি আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতো একই রয়েছে সেহেতু আরিফ ভাই নতুন করে কিছু বলেন নাই, তাই সরাসরি কুইজ পর্ব শুরু করেন। এরপর একে একে চারটি কুইজ শেয়ার করেন, যেহেতু একটা কুইজের উত্তর কেউ দিতে পারেন নাই সেজন্য বাড়তি একটা কুইজ ধরেন। বিজয়ীদের পরবর্তীতে রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে, এই জন্য মডারেটরকে কুইজের বিজয়ীদের নাম এবং হ্যাংআউটের ক্রমিকসহ দিতে বলেন। তারপর শুভ ভাই ফিরে আসেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

তারপর শুভ ভাই ফিরে আসেন গানের পর্ব শুরু করার পূর্বে সাথি আপুকে স্টেজে ডাকেন এবং এরপর মিষ্টি কণ্ঠের অধিকারী @selinasathi1 আপু স্টেজে আসেন, কিছু অনুভূতি এবং কৌশল বিনিময় করেন শুভ ভাইয়ের সাথে। তারপর কবিতার ছন্দে অংশগ্রহণকারীদের নাম ঘোষণা করেন @bristychaki আপু দারুণ একটা গান পরিবেশন করেন। এরপর @joniprins কবিতা আবৃত্তি, @sumon09 কবিতা আবৃত্তি, @shyamshundor কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি, @selinasathi1 আপু কবিতা আবৃত্তি এবং শুভ ভাইয়ের কণ্ঠে দারুণ একটা গান। এরপর শুভ ভাই উপস্থিত সবাইকে কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে সেটা শেয়ার করার সুযোগ দেন, তারপর @shyamshundor ভাই প্রশ্ন করলে নুর আপু সে বিষয়ে উত্তর দেন। আর কেউ প্রশ্ন না করায় শুভ ভাই সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যাংআউটে সমাপ্তী ঘোষণা করা হয়।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Sort:  
 last year 

আমার বাংলা ব্লগ সর্বদা ইউজারদের মঙ্গলের জন্য কাজ করে চলেছে এবং সাপোর্টের বিষয়ে বেশ যত্নশীল। তবুও এই সময়টাতে অনেকেই কাজের গতি একদমই কমিয়ে দিয়েছেন এটা সত্যিই হতাশাজনক। অথচ এই সময়টাতে সাপোর্ট পাওয়ার বেশ ভালো সুযোগ রয়েছে, তাই সবাই এক্টিভিটি বাড়িয়ে আগের মতো কাজ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।
হ্যাংআউট মানে পারিবারিক মিলন মেলা। 🤗

 last year 

এ সপ্তাহের হ্যাংআউট বেশ জমজমাট হয়েছে। আসলে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন টা শুধুমাত্র হ্যাংআউটের জন্যই আমাদের কাছে স্পেশাল। বিশেষ করে সকল এডমিন মডারেটরদের কথা শুনতে পাই। তাছাড়া আমাদের প্রিয় দাদাও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন। তার সাথে এই সপ্তাহে প্রতিযোগিতার রেজাল্ট শুনে ভীষণ খুশি হয়েছিলাম। যখন দাদা নিজে থেকেই স্পেশাল পুরস্কার দিয়েছে এই জন্য আরো বেশি ভালো লেগেছিল। সবমিলিয়ে জমজমাট লেগেছে।

 last year 

আমার বাংলা ব্লগের অন্যতম কর্নধার হলো সাপ্তাহিক হ্যাংআউট ৷ সাত দিন পর পর আই হ্যাংআউট বলা যায় জমিয়ে আড্ডা ৷ যেখানে সাত দিন কেমন করে ইউজাররা কতটা কাজ করছে ৷ সব মিলে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকে ৷ কিভাবে আরও ভালো কাজ করে এগিয়ে যাওয়া যাবে ৷
যা হোক হ্যাংআউট মানেই আনন্দ আর বিনোদন ৷ সব মিলে অনেক ভালো লাগে হ্যাংআউটে আড্ডা দিতে ৷

 last year 

আমার বাংলা ব্লগ এমন একটি প্রতিষ্ঠান, যে সর্বদা ইউজারদের ভালোর দিক বিবেচনা করে। আসলে ভাইয়া গত দুসপ্তাহ ধরে আমি হ্যাংআউট শুনতে পারিনা। সব ঠিক আছে শুধু হ্যাংআউট শুনা যায় না। তাই আমি আপনার পোস্ট এর জন্য অপেক্ষা করি। আর আপনার পোস্ট পড়ে সব কিছু জানতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ পুরো পোস্টটি আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপনা করার জন্য।

 last year 

হ্যাঙআউট মানেই বিশেষ একটা অনুভূতি। দেখতে দেখতে ৮৬ তম হ্যাঙআউট চলছে,মনে হচ্ছে এই তো সেদিন আমি জয়েন্ট দিলাম।গত সপ্তাহের পুরো হ্যাঙআউটে আমি ছিলাম বেশ ভালো লেগেছে। রির্পোট পড়ে বেশ ভালো লাগলো।ধন্যবাদ

 last year 

পুরো সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার হ্যাংআউট এর মাধ্যমে মনে হয় যেন পুরো সপ্তাহের স্বস্তি খুঁজে পাই। আবার হ্যাংআউট মানে মোটিভেশন, পুরো সপ্তাহ জুড়ে যে যেরকম কাজ করেছে, তার একটা মোটিভেশনও বটে। আর এই মোটিভেশন থেকে পুনরায় নতুন উদ্যমে কাজ করার একটি দারুন মাধ্যম হলো বৃহস্পতিবারের হ্যাংআউট।

 last year 

ভাইয়া ভাল আছেন আশাকরি।৮৬ তম হাং আউটে ব্যস্ততার কারণে যুক্ত হতে পারিনি। আপনার পোস্ট পড়ে মোটামুটি একটা ধারনা পেয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে পোস্টের মাধ্যমে তুলে ধরার জন্য।

 last year 

আমার বাংলা ব্লগ সব সময় আমাদের কথা চিন্তা করে দারুণ দারুণ উদ্যোগ নেয়। দাদা আমাদের পাশে আছে বলেই আমরা নিজের যোগ্য সম্মান পাচ্ছি। এ সপ্তাহে বেস্ট ব্লগার হিসেবে নির্বাচিত হতে পেরে আমার খুবই ভালো লেগেছে। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে হ্যাংআউট রিপোর্ট তুলে ধরেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আমার বাংলা ব্লগ সবসময় চেষ্টা করে আসছে ইউজারদের পরিশ্রমটাকে গুরুত্ব দেয়ার জন্য! তবে যারা কাজ করে না আমি মনে করি এটা বেশ হতাশাজনক! মার্কেট ভেল্যুর উপর ডিপেন্ড না করে কাজ করে গেলে ব্লগিং জার্নিটাও ভালো হতো। বরাবরই এডমিন ও মডারেটর ভাইয়েরা ইউজারদের উদ্দেশ্যে কথা বলে থাকেন। এবিবি কিউরেশন সাপোর্টের বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে! দাদাকে অনেক অনেক ধন্যবাদ 🌼

 last year 

প্রতিবারের মতোই দারুণ এবং উপভোগ্য একটি হ্যাংআউট ছিলো এ সপ্তাহও ৷ সম্পূর্ণ হ্যাংআউট দারুণ ভাবে উপভোগ করেছিলাম ৷ বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য গুলো জেনে অনেক ভালো লেগে ছিলো ৷ ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর ভাবে হ্যাংআউটি রিভিউ করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62907.89
ETH 3379.73
USDT 1.00
SBD 2.50