‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৬৯ (ABB Weekly Hangout Report-69)

in আমার বাংলা ব্লগ2 years ago

weekly hangout cover 69.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৪১৫৪ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৮১।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৬৯

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময়ের পূর্বেই চলে আসেন এবং সকলের মানসিক অবস্থা জানতে চান, তারপর সকলের ভালো থাকার বিষয়টি জানতে পেরে নিজের চমৎকার অনুভূতি শেয়ার করেন। নিজের অবস্থান হতে নিজের ভালো লাগার বিষয়টি অবস্থান করেন। সবাইকে অনুরোধ করেন এবং দৃষ্টি আকর্ষন করেন, হ্যাংআউট চলাকালীন সময়ে সবাইকে মাইক অফ রাখতে এবং অযথা ইমোজি ব্যবহার হতে বিরত থাকতে। তারপর সবাইকে আজকের হ্যাংআউট সম্পর্কে কিছুটা ধারনা দেন, অনেকগুলো সেগমেন্ট রয়েছে যথারীতি, অনেক ইনফরমেশন শেয়ার করা হবে। নতুন কিছু বিষয় সংযুক্ত করা হয়েছে, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য, সর্বোপরি আমরা যা কিছু করছি সব কিছুই আমার বাংলা ব্লগের সদস্যদের জন্যই। এরপর শুভ ভাই আশা প্রকাশ করেন যারা আমাদের সাথে কঠিন সময়েও আছেন তারা একটা সময় সফলতার শীর্ষে পৌঁছাবে। তারপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এবং তার ছেলের জন্য সবাইকে নিয়ে প্রার্থনা করা হয়। এতো কিছুর পরও তিনি সব কিছু উপেক্ষা করে আমাদের সময় দিচ্ছেন, আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। তারপর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর আমি @hafizullah কথা বলি, এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন, তাদের এ্যাকটিভিস মোটামোটি ভালো ছিলো, তবে @jibon47, @steem-for-future, @munna101, @bidyut01 এবং @santa14 ব্যতিত, কারণ তাদের পোষ্ট সংখ্যা কাংখিত পর্যায়ে ছিলো না। এছাড়াও @naimuu এবং@emon42 এর ডিসকর্ড এনগেজমেন্ট সন্তোষজনক ছিলো না। কমেন্ট মনিটরিং রিপোর্টে স্কোর ভালো না হওয়ার কারনে @miratek কে সুপার এ্যাকটিভ তালিকায় আনতে পারি নাই, এ বিষয়ে যত্নশীল হওয়ার অনুরোধ করছি। কারন সুপার এ্যাকটিভ তালিকা তৈরীর সময় আমরা রিপোর্ট এর ফলাফলকে গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি।

ড্রয়িং এর ক্ষেত্রে এখনো অনেকেই হাতের দৃশ্য শেয়ার করছেন না, সেটা যে কোন ড্রয়িং হোক কিংবা ম্যান্ডেলা হোক, হাতের দৃশ্য অবশ্যই থাকতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে বানানের বিষয়টি বার বার বলার পরও অনেকেই বিষয়টি গুরুত্বের সাথে নিচ্ছেন না, আজকেও দেখলাম সিলি সিলি বানান ভুল, যা সত্যি অনাকাংখিত। একটু চেষ্টা করুন না নিজের রেপুটেশনটা ঠিক রাখার, ছোট খাটো বিষয়গুলোও আপনার রেপুটেশন নষ্ট করার ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করতে পারে, এটা ভুলে গেলে চলবে না।

Untitled00.png

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @winkles ভাই কথা বলেন কিন্তু নেটওয়ার্কজনিত সমস্যার কারনে আমরা কিছুই শুনতে পাই নাই, তাই তিনি তার কথাগুলো পুনরায় লিখে জানান। শুরুতেই তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন, @samratsaha- দীর্ঘদিন ইনএক্টিভ থাকার কারণে এক্টিভ লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে। আর আমার লিস্টে এমন কিছু ইউসার আছেন যারা আমাকে আপনাদের সমস্যার কথা অনেক আগে জানিয়েছিলেন কিন্তু সমস্যা কারো এতদিন থাকে না। দায় সারা পোস্ট করার মতো সপ্তাহে ১-২ টি পোস্ট করছেন, এক্টিভ লিস্টে নাম রাখার জন্য, তারপর আর কথাও কোনো এক্টিভিটি আপনাদের দেখা যায় না।

এ বিষয়ে সতর্ক করে সবাইকে বলেন, এই রকম করলে আপনাদের এক্টিভ লিস্টে নাম তো থাকবে, কিন্তু যখন প্রাইস বাড়বে তখন আর আগের মতো বেশি সুযোগ-সুবিধা পাবেন না। আর এটা এখন থেকেই নির্ধারিত হবে। আর সব থেকে মূল কথা হলো আপনাদের কোন কিছু বললে সেটার গুরুত্ত্ব দেননা। যারা এখন বর্তমান প্রাইস এ তাদের এক্টিভিটি রেগুলারিটি রাখছেন আর কথা শোনেন তাদের গুরুত্ব দেওয়া হবে বেশি। আর এই সপ্তাহে যারা ভালো কমেন্ট করেছিলেন, নিচে উল্লেখিত ইউজারদের ওয়ালেটে রিওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। 1. @emranhasan 2. @tania69 3. @monira999 4. @green015 5.@selinasathi1 6.@rayhan111 এবং 7. @ronggin

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাই, তার অধীনে যারা ছিলেন সবার এ্যাকটিভিটি ভালো ছিলো, তথাপি কিছু ইউজাররের নাম ঘোষণা করেন এবং পোষ্ট সংখ্যা বৃদ্ধি করতে বলেন, তা না হলে ইনএ্যাকটিভ তালিকায় পঠিয়ে দেয়া হবে, পুরো সাতদিন জুড়ে এনগেজমেন্ট পোস্ট ঠিক মতো করতে বলেন কিন্তু এনগেজমেন্ট এর ক্ষেত্রে শুধূমাত্র একটি দিন বাছাই করে সেটা করলে হবে না। কমেন্ট মনিটরিং টিম কিন্তু বেশ এ্যাকটিভ এই বিষয়ে তাদের চোখ কিন্তু ফাকি দিতে পারবেন না, কমেন্ট মনিটরিং এর রিপোর্ট দেখতে বলেন এবং তাদের পরামর্শ মেনে চলতে অনুরোধ করেন।

তারপর একজন ইউজারের নাম বলেন যিনি এই কাজটা করেন, তাকেও সতর্ক করেন। সবশেষে পাওয়ার আপ নিয়ে থা বলে বলেন, আমরা আমাদের টার্গেট এর শেষ পর্যায়ে চলে আসছি, অনেকেই ইতিমধ্যে ডলফিন হয়ে গেছে, অনেকেই বেশ ভালো পাওয়ার আপ করেছেন, যদিও এটা এখনো হিসেব করা হয় নাই। তবে যারা ডলফিন হয়েছেন তাদেরকে এবিবি ডলফিন ট্যাগ ইউজ করতে বলেন, পাওয়ার আপ কনটেস্ট এর রেজালন্ট দেয়া হয়েছে, সেটা দেখতে বলেন এবং কোন সমস্যা থাকলে তাকে নক দিতে বলেন।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই কথা বলেন এরপর, তার অধীনে থাকা ইউজাররা অনেকটাই ভালো করছেন আগের তুলনায়, গত কয়েক সপ্তাহের সুপার এ্যাকটিভ তালিকায় নিজের কৌটা পূর্ণ করতে পারেন নাই, কিন্তু এই সপ্তাহে একজন বেশী দিয়েছেন এবং তাকে রাখার অনুরোধ করেছিলেন। এটা অবশ্যই ভালো দিক, সবাই আস্তে আস্তে ভালো করছেন। তারপর সবাইকে প্রাইজের দিকে লক্ষ্য না করে কাজ করতে অনুরোধ করেন, দাম অবশ্যই বাড়বে এবং ভালো পর্যায়ে আসবে, তাই এটা নিয়ে চিন্তা করতে না করেন। নতুন যারা আসছেন তাদেরকে যারা নিয়ে আসছেন বা রেফার করেছেন তাদেরকে ঠিক মতো গাইড করতে অনুরোধ করেন এবং এই ব্যাপারে সহযোগিতা করার আহবান জানান। যদিও আমরা ক্লাসে সব কিছু শেখানোর চেষ্টা করবো।

Untitled11.png

যারা একটু চিকন পিনের বুদ্ধি খাটাচ্ছেন তাদেরকে সেটা করতে না করেন, আমরা যে একেবারে কিছু বুঝি না তেমনটা কিন্তু না, প্রফেশনালিজম মেইনটেইন করতে অনুরোধ করেন। আপনাদের কাজ শেখানে, একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসা, উৎসাহ দেয়া, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। কিন্তু তারপর যখন আপনারা লাফিফে লাফিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করবেন, সেটা কিন্তু ঠিক না। এ প্রসঙ্গে নিজের কিছু অনুভূতি প্রকাশ করেন, একদিনে একাধিক পোষ্ট করা সম্পর্কে। সবশেষে কাজের ক্ষেত্রে সবাইকে যত্নশীল হওয়ার অনুরোধ করেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতে এ্যাকিটিভ তালিকা নিয়ে কথা বরেন, এই সপ্তাহে দুইজন ইউজারকে ইনএ্যাকটিভ তালিকায় নিয়ে যাওয়া হয়েছে এবং দুইজনকে এ্যাকটিভ তালিকায় আনা হয়েছে তাদের নাম প্রকাশ করেন। তারপর তাদেরকে কাংখিত পরামর্শ দেন এবং কেউ ছুটিতে গেলে কিংবা কাজ শুরু করলে বুধবার আমাদেরকে জানাতে বলেন। তথাপিও আমরা কিছু ইউজারকে এখনো কনসিডারেশন এ রেখেছি, যারা দীর্ঘদিন যাবত ইনএ্যাকিটভ রয়েছেন, তাদের নাম প্রকাশ করেন।

তার অধীনে যারা ছিলেন তাদের নিয়ে কথা বলেন, ইউজারদের সার্বিক তথ্য উপস্থাপন করেন এবং তাদের বিষয়ে কিছু পরামর্শ দেন। অনেকেই শুধুমাত্র এ্যাকটিভ তালিকায় থাকার জন্য দুই একটি পোষ্ট করছেন, তাদের ব্যাপারে কিছু কথা বলেন এবং কিছু পরামর্শ দেয়ার চেষ্টা করেন। এ ধরনের মন মানসিকতা পরিবর্তন করতে বলেন, এটা কাজের জায়গা, ভালোবাসার জায়গা, আমরাতো আপনাদের পোষ্ট করার ব্যাপারে জোর করছি না, না চাইলে একেবারে পোষ্ট করা বন্ধ করে দেন, ইনএ্যাকটিভ তালিকায় চলে যান, যখন কাজ করতে চান তখন আবার ফিরে আসতে পারবেন।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে কথা বলেন @alsarzilsiam ভাই। প্রথমে level-03 সম্পর্কে কিছু কথা বলতে চাই। একটি বিষয় লক্ষ্য করেছি বার বার বলার পরও আপনারা একটিভ হচ্ছেন না। আমি লেভেল তিন এ ইতিমধ্যে একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি। যাদের যাদের সমস্যা তারা আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি কিছু কিছু ইউজারের পোস্টে কমেন্ট করেছি এবং Discord মেনশন করেছি কিন্তু সেগুলোর রিপ্লাই পাচ্ছি না। কোন এডমিন বা মডারেটর যখন কোথাও মেনশন করবে সেটি গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন।

Level-03 যারা রয়েছেন তাদেরকে বেশিরভাগ সময়ে Discord এ দেখতে পাওয়া যায় না। আপনারা আশা করছি সকল প্রকার এ্যাকটিভিটিজ বৃদ্ধি করবেন। যেহেতু কমেন্ট মনিটরিং টিমে আছি, তাই কিছু কথা বলতে চাই। কিছু কিছু ইউজারের বানান অনেক ভুল হচ্ছে এবং দাঁড়ি কমার সঠিক ব্যবহার করছে না। প্রতি সপ্তাহে একটি করে রিপোর্ট প্রকাশ করা হয়। সেই রিপোর্টে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হয়। যে ইউজারের জন্য যে পরামর্শ থাকে সেই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য মঙ্গলকর হবে। সবশেষে আমার বাংলা ব্লগের অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাইটের লিংক গুলো প্রকাশ করেন।

Untitled22.png

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @rupok ভাই, যারা নিউ মেম্বার ট্যাগ পেয়েছেন এবং লেভেল ওয়ান এর দুটো ক্লাস করেছেন তারা আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২টা এবং ইন্ডিয়ান সময় সাড়ে ১১টার ভেতর আপনাদের লেভেল ওয়ান ভেরিফিকেশন পোস্ট কমপ্লিট করবেন। তবে এই পোস্টে একটি ব্যাপারে খুব খেয়াল রাখবেন। এই পোস্টে একটি ট্যাগ ব্যবহার করতে হয়। সেই ট্যাগ খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন। কারন এই ট্যাগ যদি আপনারা ভালোভাবে ব্যবহার না করতে পারেন তাহলে আপনাদের পোস্ট আমার কাছে এসে পৌঁছাবে না। আর আগামীকাল রাতে আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্লাসে আপনাদের বলে দিয়েছিলাম মৌখিক পরীক্ষার জন্য দুটো পোস্ট খুব ভালোভাবে পড়তে হবে। যদি এই দুটো পোস্ট ভালোভাবে না পড়েন তাহলে মৌখিক পরীক্ষায় আপনারা পাশ করতে পারবেন না।

এখন কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই, কমেন্ট মনিটরিং এর কাজ শুরু করার পর থেকে এখন পর্যন্ত দেখেছি অনেক মেম্বার আছে যাদের কমেন্টে বেশ উন্নতি হয়েছে আগের থেকে। তাদের ভুলের পরিমাণ কমে এসেছে, কমেন্ট এর মান ভালো হয়েছে। তবে কিছু মেম্বারকে দেখছি এখনো তারা চালাকি করে যাচ্ছেন। তারা বেশিরভাগ কমেন্ট করছেন আর্ট ও রেসিপি পোস্টে। আর কমেন্টের ভেতর রিপ্লাই এর সংখ্যা অনেক বেশি। এর ভেতর আমাদের কিছু অত্যন্ত প্রিয় মেম্বারও আছেন। তো তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন।

কমিউনিটির মডারেট @kingporos ভাই কথা বলেন এরপর, নমস্কার জানিয়ে শুরু করেন। তারপর লেভেল ২ এ নতুন যারা ব্লগার আসছেন তাদের উদ্দশ্যে বলেন, পুরাতন পোষ্টগুলো চেক করে দেখা গিয়েছে তারা বেশ ভালো মানের পোষ্ট করেছেন, সেটা ধরে রাখার অনুরোধ করেন। কিন্তু অনেকেই নিয়মতি পোষ্ট করছেন না, সেটা ধীরে ধীরে পরিবর্তন করার অনুরোধ করেন, চেষ্টা করতে বলেন কমপক্ষে ৪টি পোষ্ট করার সপ্তাহে, তাহলে আমরাও আমাদের পক্ষ হতে সাপোর্ট দেয়ার চেষ্টা করবো। এরপর বলেন অন্যান্য ব্লগারদের পোষ্টগুলো পড়ার সাথে সাথে কমেন্ট করতে অনুরোধ করেন, এটা করলে আপনাদের ব্লগিং যাত্রাটা খুব সুখকর হবে। সবশেষে আশা প্রকাশ করেন তাদের যে পরার্মশগেুলো দেয়া হয়েছে সেটা তারা মেনে চলবেন।

এরপর কমিউনিটির মডারেটর @nusuranur আপু কথা বলেন, সেভাবে তেমন কিছুই বলার নেই।কারণ ভালো খারাপ নিয়েই তো আমাদের চলতে হবে। তাই প্রতিবারেই একই কথাগুলো বলি, আর প্রতিবারেই অনেকে শুনে আর অনেকে শুনেনা। যারা শুনে তারা অবশ্যই প্রশংসার দাবীদার। তবে যারা শুনেনা ওনারা হাজার চাইলেও তাদের ভালো অবস্থানটা আর ধরে রাখতে পারেনা। তাই আমি বলবো, যারা ভাবেন আমরা এমনিতেই কথাগুলো বলি তবে তারা খুবই ভুল ভাবছেন। আমরা সারা সপ্তাহ সব ব্যাপারকে দেখে এরপর এখানে কিছু বলি। আমি এখন লেভেল ৪ এর বিষয়ে কথা বলবো। লেভেল - ৪ এর এবারের মতো ইনএকটিভ ব্যাচ আর কখনোই আমি পাইনি। এই ব্যাচের প্রায় ৭ জনের ট্যাগ আমি তুলে দিয়েছি। তার কারণ একমাসের চেয়ে অনেক বেশি সময় ধরে ইনএকটিভ। সে কারণেই বাধ্য হয়ে আমি ট্যাগ তুলে দিয়েছি। আর যাদের ট্যাগ তুলে দেওয়া হয়েছে,তাদের আমার বাংলা ব্লগ এ এন্ট্রি করতে হলে আবার লেভেল ১ থেকে ক্লাস, এক্সাম, ভাইভা সব কম্পলিট করেই আসতে হবে।

এরপর বলেন, যারা বারবার রিকুয়েষ্ট করে লেভেল এর রোল তুলে না দেওয়ার জন্যে। কিন্তু কয়েকদিন একটিভিটিস দেখিয়ে এরপর আবার ইনএকটিভ হয়ে যায়। সেসব আইডি গুলোর রোল সব তুলে দেওয়া হবে। সে যদি লাস্ট ৩০ দিন এ ২,৩ টা পোস্ট ও করে তাও তার রোলগুলো তুলে দেওয়া হবে। কারণ, এটা আসলে আমাদের নিয়মের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার একটা সিস্টেম, যা আমরাও বুঝতে পারছি। এরপর বলেন, যদি কেও ছুটি নেন তবে তাদের কখনো মেনশন করলে রেসপন্স করবেন। আপনারা ছুটি নিয়েছেন মানে কয়েকদিন কথা বলে ২,৩ মাস গায়েব হয়ে যাওয়া নয়। আর এমন হলে আপনারা এসে দেখবেন আপনাদের লেভেলগুলো নেই।

Untitled33.png

এরপর বলেন, পোস্টে ছবি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আরো যত্নশীল হবেন। কারণ,এখানে আমরা সবাই এডাল্ট তা ঠিক। তবে আমাদের আশেপাশেও কিন্তু বাচ্চারা বা সিনিয়নরা থাকে। তো তাদের চোখে পরলে বিষয়টা অনেকটা অকওয়ার্ড হয়ে যায়। তাই এই দিকগুলো মেইনটেইন করবেন প্লিজ।কারণ,আমি মনে করি এখানে আমরা সবাই সুশিক্ষিত। এরপর বলেন, লেভেল ৪ এ যেসব স্ক্রিনশট দিতে বলা হয়েছে। সেসব স্ক্রিনশট না দিলে কোনোভাবেই ক্লাসে এলাউ করা হবেনা। সেসব কোন স্ক্রিনশট তা না জেনে থাকলে আমাকে ডিএম ও করতে পারবেন,সমস্যা নেই। এরপর বলেন,আপুদের যদি কোনো সমস্যা হয় তবে অবশ্যই আপুকে নির্দ্ধিধায় ডিএম করতে পারবেন।

এরপর মডারেটর @ayrinbdআপু কথা বলেন, শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো নিউ মেম্বার যারা আছেন প্রত্যেকের পোস্ট যথেষ্ট ভালো হয়েছে, সবাই চেষ্টা করছেন নিজের ক্রিটিভিটি কে ফুটিয়ে তোলার। যারা পেছনে ভূমিকা রাখছেন তারা হচ্ছেন ভেরিফাইড মেম্বার, আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের রেফারকে সঠিকভাবে গাইড করার জন্য। ক্লাসের বিষয়টা আশাকরি সকলেই গুরুত্বসহকারে সবকিছু আপনাদের আয়ত্ত করছেন আর যে বিষয়ে আমি সবসময় বলে থাকি ক্লাসের প্রফেসরদের প্রতিটা কথার গুরুত্ব দিতে হবে আর সবকিছু নোট করে রাখতে হবে।

আর আপনারা অবশ্যই কমিউনিটির পিন করা পোস্ট গুলো ফলো করবেন। আর আমাদের দাদা যে ফিশিং অ্যাটাক বা আইডি হ্যাক বিষয়টি নিয়ে পোস্ট করেছেন আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে পোস্টটি পড়বেন, কারন আমরা এই বিষয়ে অবগত আপনারা নতুন, তাই সেই ক্ষেত্রে আপনাদের সবকিছু জেনে বুঝে করতে হবে। না হয় বিপদের সম্মুখীন হতে পারেন। একটা বিষয় হচ্ছে আমাদের অন্যান্য লেভেলের মেম্বার যারা আছেন, অনেকের পোস্ট প্রায়ই দেখা যায় রেসিপি তৈরি করছেন কিন্তু রেসিপির মেইন ছবিটা উপস্থাপন করেননি আর উপস্থাপন করলেও এমন ভাবে করেন বোঝা যায় অনেকদিন আগের রান্না করা রেসিপি। আশা করবো সকলে বিষয়গুলো খেয়াল করবেন, আর পোস্টের মান উন্নত করবেন।

আর প্রতিবার সকলের উদ্দেশ্যে যে বিষয়টা সবাইকে মনে করিয়ে দিই তা হচ্ছে discord এ কথা বলার সময় অবশ্যই নিজের সম্মান- নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করবেন। এমন কোনো কাজ করবেন না ও এমন কোনো ইমোজি ব্যবহার করবেন না যা discord পরিবেশ নষ্ট করতে পারে আর discord কেন কমিউনিটি তেও এমন কোনো কার্যকলাপ করবেন না, যা কমিউনিটি বদনাম করতে পারে। সকলকে অনেক ধন্যবাদ।

এরপর কমিউনিটির মডারেটর @swagata21 দিদি কথা বলেন, এই সপ্তাহে কমেন্ট মনিটরিং রিপোর্টে জেনারেল মেম্বারদের অ্যাকটিভিটিস খুবই কম ছিল। আর একটা কথা আমাদের এই কমেন্ট মনিটরিং রিপোর্ট কিন্তু তৈরি হয়, আপনারা যে সকলের পোস্ট পড়ছেন এবং তাতে যে কমেন্ট করছেন তার ভিত্তিতে। এই কথা বলার একটাই কারণ আপনারা পোস্ট পড়ে কমেন্ট করার থেকে রিপ্লাই বেশি দেন, সেটা কিন্তু আমরা কাউন্ট করি না । আমরা চাই আপনারা প্রত্যেকে প্রত্যেকের পোস্ট পড়ুন এবং সেখানে যুক্তিসঙ্গত কমেন্ট করুন।

Untitled44.png

আরেকটি বিষয় আপনারা অনেকেই আছেন যারা ফটোগ্রাফি পোস্ট এবং রেসিপি পোস্টে কমেন্ট খুব বেশি করেন, জেনারেল পোস্ট একেবারেই পড়েন না। কেন আরো তো অনেক রকম পোস্ট হয়, অনেকে আছেন যারা সুন্দর সুন্দর গল্প লিখে পোস্ট করছেন, আবার অনেকে সিনেমার রিভিউ পোস্ট করছেন, আবার অনেকে নিজের দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা থেকেও কিছু পোস্ট করছেন। সেগুলো আপনারা একটু পড়ে দেখুন এবং তাদেরকে উৎসাহ করার জন্য কাঙ্খিত মন্তব্য করুন।

আরেকটি বিষয় হচ্ছে যারা ভেরিফাইড মেম্বার শুধু একটিভ থাকার জন্য সপ্তাহে একটি করে পোস্ট করছেন অথচ এরা অনেকেই পুরনো মেম্বার ও অনেক সাপোর্ট পেয়েছেন। কিন্তু এখন মার্কেট ডাউন থাকার জন্য, ইনকাম কম হওয়ার জন্য পোস্ট করছেন না । আমি মনে করি, তারা একদমই ডেডিকেটেড না কমিউনিটির প্রতি । এদের কিন্তু দাম বাড়লে আর কোনোরকম গুরুত্ব দেওয়া হবে না, যদি ওই সময় তারা ফিরে আসে। কারণ এরা শুধু পয়সাটাই বোঝে। কোনো ভালোবাসা নেই কমিউনিটির প্রতি।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং যথারীতি আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর @tangera আপুর বিষয়ে কথা বলেন, তারপর আপু তার বক্তব্য ডিসকর্ডে লিখে প্রকাশ করেন। আসসালামুআলাইকুম, আশাকরি সকলেই ভাল আছেন। আজকে কিন্তু দাদা আপনাদের জন্য বিশেষ একটি চমক নিয়ে আসছেন, যেখানে আপনাদের কমেন্টসও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আশা করছি কমেন্টসের ব্যাপারটি সকলেই অনেক গুরুত্বের সাথে দেখবেন। যাইহোক এবার কমেন্টসের বিষয়ে আসছি। এ সপ্তাহে আমার লিস্টে একজন ইউজার একদিনে 137 টি কমেন্টস করেছেন, আমি তো দেখে পুরা অবাক।এরপর দুই দিন পরাপর কোন কমেন্টস নেই।

আবার একদিন কমেন্টস করে দুই দিন রেস্ট। প্রতিদিন দশটি ভালো মানের কমেন্টস করলেই এনাফ। অসুবিধা মানুষের হতেই পারে, হয়তো দু-এক দিন মিস হতে পারে, কিন্তু তাই বলে একদিনে এতগুলো কমেন্টস? আর বানানের ব্যাপারে সবাই একটু খেয়াল রাখবেন, অনেকেরই দেখলাম কমেন্টসে প্রচুর বানান ভুল। আশা করছি বিষয়গুলো খেয়াল রাখবেন। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা কথা বলেন এরপর। প্রথমেই দাদা বলেন, আমাদের ডিসকর্ড সার্ভারটা এটা মেইন হোস্ট এর ক্ষেত্রে ভারতের সাথে কানেক্ট করা, যেখানে এতো বেীশ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না, এখন একটু পরিবর্তন করে দেখা হবে এটা। তবে ডিসকর্ডে মাত্র কয়েকটা সার্ভার আছে সেগুলো নাম প্রকাশ করেন দাদা, যেমন আমেরিকায় শুধু চারটা আছে। এ প্রসঙ্গে আরিফ ভাই পরামর্শ দেন হংকং করে দিতে, অথবা সিঙ্গাপুর দিতে। দাদা সেটা পরিবর্তন করে সার্ভার হোস্ট সিঙ্গাপুর করে দেন। বাংলাদেশে খুব বেশী নেটওয়ার্ক সমস্যা, ইন্ডিয়াতে খুব একটা নেই। কমিউনটি যেহেতু বাংলাদেশ ভিত্তিক, কিন্তু নেট খুবই খারাপ সেহেতু ইন্ডিয়া ছিলো সার্ভারটা, সেটা পরিবর্তণ করা এখন সিঙ্গাপুর করা হলো। দেখা যাক নেটওয়ার্ক কতটা ভালো থাকে এখন।

একটা বিশেষ ঘোষনা দেন দাদা, এই প্রস্তাবটা তানজিরা ম্যাডাম এনেছিলেন। বেস্ট অব দ্যা ব্লগার বিবেচনায় কোন রিওয়ার্ডস বা পুরস্কার দেয়ার মতো কিছু করা যায় কিনা? দাদা তখন চিন্তা করেন নাই, তবে এর পর মিটিং করে এটা সমর্থন করেন। তারপর সকলের পরার্মশ নিয়ে তিনজনকে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়, তবে প্রথম দ্বিতীয় তৃতীয় না বরং সবাই সমান। তিনজন সেরা ব্লগারকে পুরস্কার দেয়া হবে। বাছাই করার বিষয়টি নিয়ে একটু ধারনা দেন। এখানে সবাই সংযুক্ত আছেন, এ্যাডমিনদের ভুমিকা রয়েছে, তাদের নিয়ে আবার কাজ করেন মডারেটরগন, সেখান হতে বেষ্ট ব্লগার বাছাই করা হয়, তারপর যৌথ উদ্যোগে বেষ্ট ব্লগার বাছাই করা হবে। এটা শুধু কমেন্ট এর ভিত্তিতে হবে না, পোষ্ট চেক করা হবে, বানান চেক করা হবে, লেখার সিস্টেমটা কি, একই ধরনের পোষ্ট করেন নাকি ভিন্ন ভিন্ন ধরনের পোষ্ট করেন? সেগুলোও দেখা হবে। তারা যে নাম নির্বাচন করবেন, সেখান হতে আমি কমপক্ষে তিনজনকে নির্বাচিত করবো সাপোর্ট দেয়ার জন্য, এখানে মূল দায়িত্ব পালন করবেন দুইজন মডারেটর @swagata21 এবং @tangera, এক সপ্তাহে একজন ঘোষণা দিবেন, ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। পুরস্কার হবে একটা বড় আপভোট, ৪০-৫০ ডলার এর কাছাকাছি, তিনজনকে দেয়া হবে। এ বিষয়ে একটা রিপোর্ট প্রকাশ করবেন @tangera ম্যাডাম, সেখানে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সবাই।

Untitled55.png

শুভ ভাই ফিরে আসেন এবং এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন, সবাইকে এ বিষয়ে উৎসাহ দেয়ার চেষ্টা করেন। তারপর বলেন আপনাদের চিন্তা করে আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রস্তাব দেয়ার চেষ্টা করছি দাদার নিকট। তারপর বাংলা ইউটনেস নিয়ে কথা বলেন এবং এ বিষয়ে নতুন ইউজারদের যারা নিয়ে আসেন তাদেরকে অনুরোধ করেন সঠিকভাবে গাইড করার, আমরা চেষ্টা করছি সবা্র কোয়ালিটি বৃদ্ধি করার, এটা শুরুতে ছিলো না কিন্তু এখন করা হচ্ছে। সবাইকে ঠিকঠাক ব্লগিং করার পরামর্শ দেন। কাংখিতভাবে কাজ করার আহবান জানান এবং নতুন ঘোষণাকৃত রিওয়ার্ডস প্রাপ্তির সুযোগটি আরো বৃদ্ধি করার অনুরোধ করেন। তারপর এবিউজ ওয়াচার নিয়ে কথা বলেন, এ সম্পর্কে সবাইকে গাইড করার চেষ্টা করেন।

এবিবি স্কুল নিয়ে কথা বলেন এবং এবিবি স্কুলে যতদিন থাকবেন অবশ্যই এবিবি স্কুলকে বেনিফিশিয়ারী দিবেন, এ বিষয়টি সবাইকে মনে করিয়ে দেন। ফ্রি ডেলিগেশন এর বিষয়টি উপস্থাপন করেন। নতুনদের জিজ্ঞেস করেন তারা এই সুবিধাটি নিয়েছেন কিনা? সবাইকে নতুন অবস্থায় নিয়মিত রিওয়াডর্স ক্লেইম করতে অনুরোধ করেন। হিরোইজম নিয়ে কথা বলেন, কারা কারা ডেলিগেশন করে রিওয়ার্ডস পাচ্ছেন তাদের দেখতে চান। নিয়মিত ভোট পাচ্ছেন কিনা সেটা জানতে চান। তারপর সবাইকে ধন্যবাদ জানান এ বিষয়ে রেসপন্স করার জন্য। তারপর পাওয়ার আপ কনটেস্ট নিয়ে কথা বলেন, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করছেন তারা নিয়মিত পুরস্কার পাচ্ছেন কিনা সেটা জানতে চান। যদিও এই ক্ষেত্রে আমরা কিছুটা সময় অপেক্ষা করি, কারো কোন অভিয়োগ আছে কিনা সেটা জানার জন্য।

তারপর সকলের দৃষ্টি আকর্ষন করেন নতুন একটা বিষয় নিয়ে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার বিষয়ে কিছু কথা বলেন এবং সবাইকে একটা প্রশ্ন করেন, পরীক্ষা দেয়ার সময় সব লিখে খাতা জমা দেয়ার পর মনে হলো কিছু একটা ভুল করেছেন তাহলে সেখানে পুনরায় কিছু লেখার জন্য কি খাতা ফেরত দেয়া হবে? আমাদের প্রতিযোগিতায় অনেক অনেক ইউজার অংশগ্রহণ করেন, এখানে কিন্তু রেনডম পোষ্ট আর প্রতিযোগিতার পোষ্ট একই বিষয় না টোটালি ভিন্ন রকম। প্রসঙ্গক্রমে এবিবি ফানের প্রশ্নগুলো নিয়ে কথা বলেন, সেখানে কিন্তু বলা থাকে কমেন্টগুলো এডিট করা যাবে না। এছাড়াও দাদার বড় বড় প্রাইজের যে কনটেস্টগুলো ছিলো সেখানেও এই শর্তটা থাকে যে, কোন অবস্থায় কমেন্ট এডিট করা যাবে না। সেখানেও কিন্তু আপনারা ঠিকঠাক যুক্ত হয়েছিলেন। তাহলে কমিউনিটির প্রতিযোগিতা সমূহে কেন বার বার এডিট করেন? দেখা যায় কেউ একজন পোষ্ট করেছেন তারপর আর কারো খবর নেই তারপর অন্যদের পোষ্ট দেখে সেটা পুনরায় আবার এডিট করছেন, এ প্রসঙ্গে সবাইকে অনুরোধ করেন, প্রতিযোগিতার রুলসগুলো ভালোভাবে পড়ে অংশগ্রহণ করার।

যেহেতু পরীক্ষার ক্ষেত্রে খাতা একবার জমা দেয়ার পর আর ফেরত নেয়ার সুযোগ থাকে না সেই রকমভাবে এখন হতে প্রতিযোগিতার ক্ষেত্রে আপনি একটা পোষ্ট লিখলেন কিন্তু কিছু সময় পর এসে দেখলেন কেউ একজন আপনার থেকে আরো ভালো পোষ্ট লিখেছেন। এখানে সে যা করেছে তার যোগ্যতা হতে আর আপনি যা শেয়ার করেছেন সেটা আপনার যোগ্যতা হতে কিন্ত যখনই সেটা দেখে নিজের পোষ্টটি এডিট করে তার চেয়ে ভালো কিছু সংযুক্ত করার চেষ্টা করছেন, সেখানেতো আপনি তার আইডিয়াটি চুরি করছেন। এটাতো কিন্তু এক ধরনের স্প্যামিং। সুতরাং এই জিনিষগুলো হতে দূরে থাকবেন। তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে বুঝে-শুনে-দেখে একেবারে পোষ্ট করার চেষ্টা করবেন। প্রয়োজনে সময় নিন, ভালোভাবে পড়ে তারপর পোষ্ট করুন। আশা করছি এরপর হতে এ বিষয়ে সবাই আরো বেশী যত্নশীল থাকবেন। এরপর আমার বাংলা ব্লগের প্রতিযোগিত-২৪ এর ফলাফল ঘোষণা করেন, বিজয়ীদের নাম নিচ হতে প্রকাশ করেন এবং তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন।

তারপর শুরু করা হয় সবচেয়ে আকর্ষনীয় পর্ব অর্থাৎ কুইজ পর্ব। যথারীতি এই পর্বটি পরিচালনা করেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন আরিফ ভাই আর এই পর্বে তাকে সহযোগিতা করেন সমুন ভাই এবং আমি। আরিফ ভাই শুরুতেই সকলের উদ্দেশ্যে কুইজের নিয়মগুলো স্মরণ করিয়ে দেন। এরপর পর পর চারটি কুইজ শেয়ার করেন এবং বিজয়ীদের রিওয়ার্ডস প্রদান করেন। বরাবরের মতো সবাই বেশ উৎসাহ নিয়ে কুইজে অংশগ্রহণ করেন, দারুণ একটা উপভোগ্য পরিবেশ তৈরী হয়। তারপর কমিউনিটির মডারেটর তানজিরা ম্যাডামের পক্ষ হতে কুইজ ধরা হয় এবং বিজয়ীকে তার পক্ষ হতে পুরস্কার দেয়া হয়। সবশেষে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে কুইজ ধরা হয়, দাদার কুইজগুলো কিছুটা ভিন্ন রকমের হয়ে থাকে, যেখানে শেখার বেশ ভালো সুযোগ থাকে, সবাই বেশ আগ্রহ নিয়ে দাদার কুইজের জন্য অপেক্ষা করেন। এরপর শুভ ভাই ফিরে আসেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

তারপর প্রসঙ্গক্রমে দাদা কিছু কথা বলেন, এবিউজ ওয়াচারের ডিডেক্টিভ হওয়ার জন্য প্রচুর আবেদন জমা পড়েছে, এতোগুলো আবেদন চেক করার ক্ষেত্রে একটু বেশী চাপ পড়ে যাবে তাই এবিউজ ওয়াচারের মডারেটর সুমন ভাইকে এগুলো চেক করে বাছাই করতে বলেন। তারপর কথা বলেন স্টিমিটি টীমের নতুন প্রপোজাল নিয়ে। স্টিমিট টিম আমাদের নিকট হতে প্রোপোজাল চেয়েছেন, আমরা কি চাই, কি কি নতুন চাই, সে বিষয়গুলো জানান জন্য। এ বিষয়ে আপনারা আমার বাংলা ব্লগে পোষ্ট করতে পারবেন, শুধুমাত্র হ্যাসট্যাগগুলো থাকলেই হবে। ট্যাগ শেয়ার করা হয় সকলের সাথে, পোষ্টের লিংকটিও দিয়ে দেন দাদা। যারা ই্ংজেরীতে দক্ষ তারা ইংরেজীতে লিখতে পারবেন আর না হলে আমার বাংলা ব্লগে বাংলায়ও লিখতে পারেন। steemdipproposals সম্পর্কে ভালো মানের পোষ্ট লিখলে ভালো সাপোর্ট পাওয়ার সুযোগ থাকবে। এ বিষয়ে আরিফ ভাইও কথা বলেন এবং নতুন আরো একটা বিষয় সকলের সাথে শেয়ার করেন টিআরএক্স পেআউট নিয়ে। তারপর শুভ ভাই সুপার এ্যাকটিক তালিকা প্রকাশ করেন।

সবশেষে শুরু করা হয় গানের পর্ব, গানের পর্বে মিষ্টি অনু কাব্য নিয়ে উপস্থিত থাকেন @selinasathi1 আপু, শুভ ভাই সাথি আপুকে স্বাগতম জানান এবং কৌশল বিনিময় করেন, তারপর সাথি আপু তার কাব্যের মাধ্যমে এ পর্বে অশংগ্রহণকারীদের নাম ঘোষনা করেন। তারপর একে একে @bristychaki গান, @maksudakawsar গান, @hiramoni গান, @rita135 গান, @shyamshundor গান, @miratek গান, @santa14 গান, @samhunnahar গান, @saymaakter কবিতা আবৃত্তি, @selinasathi1 কবিতা আবৃত্তি এবং সবশেষে শুভ ভাইয়ের মিষ্টি কণ্ঠে দারুণ গান ।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@swagata21 MOD Community Moderator 🇮🇳 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

দেখতে দেখতে ৬৯ তম হ্যাংআউট শেষ হয়ে গেল এই হ্যাংআউট অনেক গুরুত্বপূর্ণ ছিল। প্রথমদিকে নেটওয়ার্ক খারাপ থাকার কারণে আমি অনেক কিছু শুনতে পাইনি। যা আজকে আপনার পোষ্টের মাধ্যমে শুনতে পেয়ে। জানতে পারলাম। যাইহোক খুবই ভালো লেগেছে হ্যাংআউট এর পুরো সময় ধরে উপস্থিত ছিলাম।আপনি খুবি সুন্দর ভাবে আবারো আলোচনা করলেন।আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এবারের হ্যাংআউট আমি প্রথম ১ ঘন্টায় কোন কিছু শুনতে পারিনি। বরাবরের মতো এবার ও হ্যাংআউট রিপোর্ট পড়ে না শুনা অনেক কিছু জানতে পারলাম। সত্যি বলেছেন ভাইয়া আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো, এই কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ পুরো হ্যাংআউটটি সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য।

 2 years ago (edited)

প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের হ্যাংআউটেও অনেক মজা হয়েছিল। এই সপ্তাহে আমাদের ফাউন্ডার দাদা নতুন একটি ঘোষণা করেছিল "বেস্ট অব দ্যা ব্লগার " যা আমার খুবই ভালো লেগেছিল। দাদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর নতুন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য।

 2 years ago 
আমার কাছে হ্যাংআউট মানে কিছুটা সময়ের জন্য নিজেকে সুখের সাগরে ভাসিয়ে থাকার মতো মনে হয়। এভাবেই প্রতিটি মানুষ খুব ব্যস্ত।দিনদিন যেন আরও ব্যস্ত হয়ে পরছে। এই ব্যস্ততার মাঝে থেকেও সপ্তাহে বৃহস্পতিবার যেন হ্যাংআউটের মাধ্যমে বিনোদন, কুইজ ও সম্মানিত এডমিন ও মডারেটদের সুন্দর সুন্দর উপদেশমূলক বাণী এবং সর্বশেষ আমাদের সম্মানিত প্রানপ্রিয় @rme দাদার নতুন কিছু আশায় বাণী অনুষ্ঠানটিকে আরও প্রানবন্ত করে তোলে।এবারের ৬৯তম হ্যাংআউট অনুষ্ঠানটিও খুবই অসাধারণ হয়েছিল।এত সুন্দর ও প্রানবন্ত অনুষ্ঠান আয়োজন করার জন্য সকল এডমিন ও মডারেটরদের অন্তরের অন্তস্তল থেকে অসংখ্য ধন্যবাদ।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

আসলে হ্যাংআউট মানেই নতুন কিছু ৷ তবে হ্যাংআউট ভালো ভাবে শুনতে পারি নি ৷ কিন্তু বড় দাদা পরে সার্ভার চেঞ্জ করার পর বেশ ভালো ভাবেই শুনতে পেয়েছি ৷ যা হোক খুব সুন্দর ছিল হ্যাংআউট ৷ আর আমার বাংলা ব্লগ আজ সারা বিশ্বে পৌছে দিচ্ছে ৷ জানান দিচ্ছে বাঙালিও পারে ৷

 2 years ago 

হ্যাংআউটের শেষের দিকে আমি ইন্টারনেটের সমস্যার কারণে থাকতে পারেনি তবে প্রতিবারের মতো এবারও হ্যাংআউটের রিপোর্টটি পড়ে সকল বিষয়ে অবগত হয়ে গেলাম। , হ্যাংআউটের দাদার কথা অনুযায়ী বেস্ট অফ দা ব্লগারের বিষয়টি আরো বেশি তথ্যবহুল ভাবে জানতে পারলাম আপনার এই পোস্ট থেকে। সত্যি অনেক গুছিয়ে লিখেছেন কথাগুলো ধন্যবাদ আপনাকে ভাইয়া। 🥰

 2 years ago 

যতদিন যাচ্ছে ততই আমার বাংলা ব্লক কমিউনিটির সাপ্তাহিক হ্যাংআউট পর্ব খুবই প্রাণবন্ত ও সৃজনশীল হচ্ছে। সকল ইউজারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাই প্রমাণ করে। এগিয়ে যাবে আরো অনেক দূর এই প্রত্যাশা করি সর্বদা। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

 2 years ago 

শুরুর দিকে নেটওয়ার্ক সমস্যার কারনে অনেক কিছুই শুনতে পারিনি কিন্তু এই রিপোর্ট পড়ে বুঝতে পেরেছি। পরবর্তীতে নওরিন আপুর কথা শুনতে পেরেছি। এবারের হ্যাংআউটও বেশ ভাল হয়েছে। আমি এই প্রথম টায়ার থেকে বাদ পরেছি। প্রথমে মন খারাপ হলেও পরে নিজেকে সামলে নিয়েছি। নতুন উদ্যমে আবার কাজে নেমেছি। আশা করি এবার সাকসেসফুল হব। যাই হোক প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও হ্যাংআউটে গান গেয়েছি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রিপোর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের হ্যাংআউটেও অনেক মজা হয়েছিল। যদিও নেটওয়ার্ক সমস্যা একটু ছিলো , তবুও উপভোগ করেছি সম্পূর্ণ হ্যাংআউট ৷ বিভিন্ন তথ্য আদানপ্রদান হয় প্রতি সাপ্তাহিক এই হ্যাংআউটে ৷ প্রতি বারের নেয় এবারও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি ৷ ফাউন্ডার দাদা সহ কমিউনিটির এডমিন মডারেটর সবাই বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর হ্যাংআউটি আবারও শেয়ার করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65