‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৬৭ (ABB Weekly Hangout Report-67)

in আমার বাংলা ব্লগ2 years ago

weekly hangout cover 67.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৪০৭৩ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২২৭।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৬৭

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই নির্দিষ্ট সময়ের কিছুটা পরে উপস্থিত হয় কারন আমাদের ইন্টারনাল একটা মিটিং ছিলো, শুরুতেই সেটা বলে দেন। তারপর সকলের উদ্দেশ্যে কিছু কথা বলেন এবং যথাযথভাবে সবাইকে সহযোগিতা করার আহবান জানান, অপ্রয়োজনে মাইক মিউট রাখতে অনুরোধ করেন। অনাকাংখিত নয়েজ যেন হ্যাংআউটের সমস্যা না করে এবং সবাইকে কোঅপারেটিভ মানসিকতা নিয়ে হ্যাংআউটে অংশগ্রহণ করার আহবান। সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউট শুরু করেন, আশা ব্যক্ত করেন আজ অনেক বেশী মজা হবে, তথ্য শেয়ার হবে, নিয়মিত বিষয়গুলোর আপডেট শেয়ার করা হবে। এই দিনটির জন্য আমরা সবাই উন্মুখ হয়ে বসে থাকি, বৃহস্পতিবার মানেই উত্তেজনার দিন। তারপর এ বিষয়ে সকলের মতামত জানতে চান। তারপর বলেন আমরা সবর্দা আপনাদের নিয়ে চিন্তা করি এবং হ্যাংআউট সাজানোর চেষ্টা করি।

এরপর আমি @hafizullah কথা বলি, আমার বাংলা ব্লগের ৬৭তম হ্যাংআউটে সবাইকে স্বাগতম জানাই। সময় সত্যি কত দ্রুত চলে যায়, দেখতে দেখতে ৬৭তম হ্যাংআউটও চলে যাচ্ছে। আজ খুব বেশী কথা বলবো না, তবে একটা অনুরোধ করবো আর সেটা হলো কমেন্ট মনিটরিং রিপোর্টে আপনাদের যে বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয় কিংবা পরামর্শ দেয়া হয়, আপনাদের অবশ্যই সেটা মানতে হবে, যদি না মানেন তাহলে এরপর হতে অন্যান্য বিষয়গুলো ঠিক থাকলেও আমরা সুপার এ্যাকটিভ তালিকায় আপনাদের জায়গা দিতে পারবো না। মনে রাখতে হবে এটা আপনাদের উন্নতির জন্যই বলা হচ্ছে। এই সপ্তাহে যারা আমার অধীনে ছিলেন, তাদের এ্যাকটিভিটি মোটামোটি ভালো ছিলো, যোগ্যদের সুপার এ্যাকটিভে জায়গা দেয়ার চেষ্টা করেছি।

এরপর কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই কথা বলেন, শুরুতেই তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন। প্রথমে @isha.ish এর বিষয়ে কথা বলেন, এই সপ্তাহে তার এনগেজমেন্ট খুবই খারাপ ছিলো, পোষ্ট করেছেন মাত্র তিনটি এবং ডিসকর্ড এ্যাকটিভিটিও খুব একটা ভালো ছিলো না। তারপর কথা বলেন @tarique52 কে নিয়ে তার এ্যাকটিভিটিও অনেক লো ছিলো, এই সপ্তাহে মাত্র একটি পোষ্ট করেছেন, এনগেজমেন্ট খুবই কম এবং ডিসকর্ডে উপস্থিতি জিরো। এছাড়া বাকী ইউজারদের এ্যাকটিভিটি ঠিক ছিলো। তারপর কাংখিত কমেন্ট বিজয়ীদের নাম প্রকাশ করেন।

Untitled00.png

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাই, শুরুতেই তার অধীনে যারা ছিলেন তাদের নিয়ে কথা বলেন। তারপর কিছু ইউজারের নাম প্রকাশ করেন যাদের ডিসকর্ড এনগেজমেন্ট খুবই খারাপ ছিলো, তাদের সুপার এ্যাকটিভ তালিকায় রাখা হয় নাই । বিশেষ করে তাদের মাঝে বজলুর এর অবস্থান খুবই খারাপ, তাকে সব দিকে নজর রাখতে বলেন। পাওয়ার আপ নিয়ে কথা বলেন, সবচেয়ে কম পাওয়ার আপ হয়েছে এই সপ্তাহে এবং সবচেয়ে কম ইউজার পাওয়ার আপ করছেন। এছাড়া একটা ঘোষণা দেন যারা বেশী পাওয়ার আপ করবে, তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এবিউজ ওয়াচার নিয়ে কথা বলেন, এ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সকলের বুঝার জন্য। রিপোর্ট করার ব্যাপারে সবাইকে একটু গাইড করার চেষ্টা করেন এবং ভয় পেতে নিষেধ করেন। সকলের পরিচিতি গোপন রাখা হবে , সেটা নিয়ে চিন্তা করার কিছুই নেই, কারো বিষয়ে কেউ কিছু জানতে পারবে না।

এরপর কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন, প্রথমে এ্যাকটিভ তালিকা নিয়ে কথা বলেন। নতুন তিনজনকে এ্যাকটিভ তালিকায় নিয়ে আসা হয়েছে এই সপ্তাহে কিন্তু কোন এ্যাকটিভ ইউজার ইনএ্যাকটিভ তালিকায় নেয়া হয় নাই। যাদের এ্যাকটিভ তালিকায় আনা হয়েছে তাদের নামে প্রকাশ করেন। এই সপ্তাহে এ্যাকটিভ তালিকা পরিবর্তন করা হয়েছে সেটা জানান। তারপর তার অধীনে থাকা ইউজার নিয়ে কথা বলেন, তিনজনের নাম প্রকাশ করেন তাদের সুপার এ্যাকটিভ তালিকায় আনা হয় নাই, কেন আনা হয় নাই সে বিষয়ে কথা বলেন এবং কাংখিত পরামর্শ দেন। তারপর বাকি ইউজারদের তথ্য উপস্থাপন করেন, যারা সুপার এ্যাকটিভ তালিকায় আসতে পারেন নাই। এইবারই প্রথম সুপার এ্যাকটিভ তালিকার জন্য নাম নমিনেশনে কম দিয়েছেন। যারা মোটোমোটি ভালো করেছেন তাদের আনার চেষ্টা করেছেন, কাজের ধারাবাহিকতা বজায় রাখতে অনুরোধ করেন সবাইকে, তাহলে ভালো কিছু হবে।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই কথা বলেন এরপর, শুরুতেই আমার বাংলা ব্লগের উইটনেস নিয়ে কথা বলেন যারা এখনো ভোট দেন নাই তাদের অনুরোধ করেন উইটনেস ভোট দেয়ার জন্য। এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং সবাইকে উৎসাহ দেয়ার চেষ্টা করেন। তারপর তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন এবং তাদের ব্যাপারে কাংখিত পরামর্শ দেন। তারপর স্টিম দাম নিয়ে কিছু অনুভূতি শেয়ার করেন , হয়তো এখন দাম একটু কম কিন্তু ঐ দিন বেশী দূরে না যেদিন কাংখিত দামে আবার ফিরে আসবে। এরপর নতুন মেম্বার নেয়ার তারিখ প্রকাশ করেন, তারপর সবাইকে ফাঁকিবাজি বন্ধ করতে অনুরোধ করেন।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে কথা বলেন @alsarzilsiam, প্রথমে লেভেল ৩ এ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। প্রতি সপ্তাহেই বলি আবারো বলছি, নিয়মিত পোস্ট করেন না, আপনাদের এক্টিভিটিস কিন্তু আসলেই অনেক কম। আপনারা যখন ভেরিফাইড মেম্বার হবেন তখন কিন্তু সবার সাথে কম্পেয়ার করে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে এখন থেকেই সেই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। আপনাদের পোস্টের মার্কডাউন গুলো সব সময় আমি চেক করি। আপনাদের মার্কডাউনের কোন সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।

Untitled11.png

তারপর বলেন, @gansh এবং @nasrin111 এর ছুটি শেষ হয়ে গিয়েছে। আপনারা যদি আজকে হ্যাংআউট এ থেকে থাকেন বা পরিচিত কেউ থাকলে তাদের জানিয়ে দিবেন। অবশ্যই আপনাদের এখন থেকে নিয়মিত হতে হবে। আপনারা যদি দেরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার লেভেল ১ থেকে শুরু করতে হবে। আগামীকাল @sparkprotap ছুটি শেষ হবে, তার উদ্দেশ্যও একই কথা বলেন।

যেহেতু কমেন্ট মনিটরিং টিমে রয়েছি, সেই উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনাদের কমেন্ট কোয়ালিটি সত্যিই অনেক ভালো হয়েছে তবে আপনাদেরকে যেসব পরামর্শ দেয়া হয়, সেসব গুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আমরা কিন্তু রিপোর্ট তৈরি করার সময় আগের রিপোর্ট চেক করি এবং আপনাদেরকে যেসব পরামর্শ দেয়া হয়েছে সেই অনুযায়ী আপনি কাজ করেছেন কিনা সেটাও দেখে তারপরে চলতি সপ্তাহের রিপোর্ট তৈরি করি। আশা করি আপনারা সবাই সচেতন থাকবেন এবং ভালোভাবে ব্লগিং করবেন। সর্বশেষে সোশ্যাল মিডিয়া সাইটের লিংকগুলো শেয়ার করেন।

কমিউনিটির মডারেট @rupok ভাই কথা বলেন এরপর, এই মুহূর্তে আমার লেভেলে পাঁচজন মেম্বার আছেন তার ভেতর চারজন নিয়মিত পোস্ট করেন আর একজন অনিয়মিত, যদিও তিনি গত দুই দিনের ভিতরে পোস্ট করেছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই। লেভেল ওয়ান এর মেম্বারের প্রতি আমার অনুরোধ আপনারা হতাশ হবেন না, যদিও আপনারা দীর্ঘদিন যাবত লেভেল ওয়ানে আছেন। অতি শীঘ্রই আপনাদের লেভেল টু এর ক্লাস শুরু হবে।

তারপর বলেন, আগামীকাল থেকে আগামী ৬ অক্টোবর তারিখ পর্যন্ত বাংলাদেশ সময় রাত বারোটা এবং ইন্ডিয়ান সময় সাড়ে এগারোটা পর্যন্ত নতুন মেম্বার নেয়া হবে। যারা এই সময়ের ভেতরে আবেদন করবেন এবং যাদের কোন ভেরিফাইড মেম্বার রেফারার হিসেবে থাকবে, শুধু তারাই কমিউনিটিতে কাজ করার সুযোগ পাবেন। তবে এবার লেভেল ওয়ান ক্লাসে আসার আগে অবশ্যই আপনাদেরকে বাংলা ডট উইটনেসকে ভোট দিয়ে আসতে হবে, না হলে কিছুতেই আপনাদেরকে লেভেল ওয়ান ক্লাসে অ্যালাও করা হবে না।

যেহেতু কমেন্ট মনিটরিং টিমের সাথে আছি তাই কিছু কথা বলতে চাই, ইদানিং খেয়াল করে দেখেছি কিছু মেম্বার তাদের পোষ্টের রিপ্লাই দেয়া বন্ধ করে দিয়েছেন, এটা খুবই অনুচিত একটা কাজ। আপনার পোস্টে যারা কমেন্ট করবে তাদের রিপ্লাই দেয়া আপনার দায়িত্ব। যখনই তারা বুঝতে পেরেছে আমরা রিপ্লাইগুলো কাউন্ট করছি না তখনই তারা রিপ্লাই দেয়া বন্ধ করে দিয়েছে। এ ধরনের কাজ থেকে বিরত থাকুন নাহলে আপনারাই বিপদে পড়বেন কারণ আমরা সবকিছু চেক করে দেখি।

Untitled22.png

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যারা কাজ করছেন তাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনাদের পরিচিত যারা আছে, এই কমিউনিটিতে হোক বা অন্য কোন কমিউনিটিতে তাদেরকে অনুরোধ করে বা যেভাবে পারেন বাংলা ডট উইটনেস কে ভোট দিতে বলুন।

কমিউনিটির মডারেট @kingporos ভাই কথা বলেন এরপর, সবাইকে প্রথমেই আসন্ন দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানান। আর কয়েকদিন পরেই পুরোদমে দুর্গাপূজা শুরু হয়ে যাবে তাই সকালের দুর্গাপূজার দিনগুলো খুব ভালোভাবে কাটবে বলে আশা প্রকাশ করেন।

তারপর বলেন, কমেন্ট মনিটরিং সিস্টেমের ফলে আপনাদের কমেন্টের মান অনেকটাই ভালো হয়েছে, আপনারা বাহবা প্রাপ্য। আশা করবো আপনারা আপনাদের মান আগামীতেও ধরে রাখবেন। আর যারা কমিউনিটিতে নতুন আসবেন তারাও এই নিয়মকে মেনে চললে নিজেদের কোয়ালিটি ভালো করতে পারবেন। এবার আসি লেভেল ২ এর ব্যাপারে। যারা লেভেল ১ এ আছেন তাদের জন্য বলছি আপনারা মোটেও চিন্তা করবেন না, খুব শীঘ্রই লেভেল ২ এর ক্লাস জন্য নেওয়া হবে।

এরপর মডারেটর @nusuranur আপু কথা বলেন, প্রথমেই আপু বলেন, লেভেল ৪ এ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি লেভেল ৪ এর মেম্বারদের মধ্যে যারা খুবই ইনএকটিভ তাও কোনো ইনফরমেশন দেওয়া ছাড়া, তাদেরকে লেভেল ৫ এর জন্য ভাইভা দিতে পারমিশন দেওয়া হবেনা। কারণ এতোদিন আপনাদের লেভেল ৪ এ রাখার একটাই উদ্দেশ্য ছিলো যে, আপনারা যেনো একজন পারফেক্ট ভেরিফাইড ব্লগার হতে পারেন। তাই যাদের বাদ দেওয়া হবে তাদের কোনো রিকুয়েস্ট না করার রিকুয়েষ্ট করা হচ্ছে।

এরপর বলেন, লেভেল ৩ তে থাকা ইউজারদের বলছি,লেভেল ৪ এ নতুন একটি নিয়ম করা হয়েছে। তা হলো লেভেল ৪ এর ক্লাস শুরু করার আগে স্টাডি লেভেল ৪ এ অবশ্যই প্রথমত নিজেদের Poloniex একাউন্ট এ Steem Transfer করছেন এমন একটি স্ক্রিনশট দিতে হবে। এরপর, নিজেদের পোলোনিক্স একাউন্ট এ Steem থেকে USDT তে কনভার্ট করছেন এমন একটি স্ক্রিনশট দিতে হবে। এসব ট্রানজেকশন এ কারো সমস্যা হলে আগেই জানাতে হবে।

Untitled44.png

কারণ যখন স্ক্রিনশট দেওয়ার সময় আসবে তখন যদি নানা রকম সমস্যার কথা বলেন, তাহলে আমরা ধরে নিবো আপনারা অযুহাত দিতেই শেষ মূহুর্তে এসব বলছেন। এই নিয়মের কারণ লেভেল ৪ এর ৯০% ইউজারই ভাইভার সময় কোনো ট্রাঞ্জেকশন নিজেরা না করেই শুধুমাত্র মুখস্ত করে ভাইভায় পাশ করেন, এরপর লিখিত পরীক্ষা দেওয়ার সময় কিছুই বুঝানো যায়না ইউজারদের, যা আমাদের প্রচন্ড হতাশ করে। কারণ তাহলে আর ক্লাসের মানেই হয়না। তাই এই নিয়ম না মানলে কোনোভাবেই লেভেল ৪ এর ক্লাস করতে অনুমতি দেওয়া হবেনা।

আর লেভেল ৪ এ ক্লাস করার আগে যেনো অবশ্যই প্রতিটি ইউজারদের উইটনেস ভোট bangla.witness এ দেওয়া থাকে। এরপর বলেন, @sumon09 কে আপু অনেক আগে টিকিট কাটতে বলেছিলেন, তবে আপনি টিকিট কাটেন নি। আপনাদের টিকিট কাটতে বলার মানে আপনাদের নামটা আমাদের মাথায় খুব ভালোভাবেই থাকে। তাই এ বিষয়গুলোকে অন্যভাবে না নিয়ে সোজাভাবে নিয়ে সে অনুযায়ী কাজ করতে বলা হচ্ছে। কারণ, আমরা সব কিছুই নোট রাখি। এরপর বলেন, অনেকেই পরীক্ষা বলে ছুটি নেন। কিন্তু এরপর ১, ২ মাস নেই। তাহলে সেক্ষেত্রে আমরা লেভেল উঠিয়ে দিবো। পরীক্ষা এতোদিন তো হয়না খুব একটা। সবশেষে বলেন, ইউজারদের যা বলা হয় তা যেনো শুনে। কারণ এতে আপনারাই লাভবান হবেন। এরপর বলেন, আপুদের কোনো ব্যাক্তিগত বা স্পর্শকাতর সমস্যা হলে নির্দ্ধিধায় তাকে ডিএম করতে পারবেন।

এরপর শুভ ভাই আসেন এবং যথারীতি আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর @tangera আপুর বিষয়ে কথা বলেন, তারপর আপু তার বক্তব্য ডিসকর্ডের জেনারেল চ্যাটে লিখে প্রকাশ করেন। আসসালামুআলাইকুম, আশাকরি সকলেই ভাল আছেন। আজকে শুধু কমেন্টস মনিটরিং এর ব্যাপারে বলব। কমেন্ট এর মান যদি ভালো না হয় তাহলে বেশি কমেন্টস করে কোন লাভ নেই। ভাল কমেন্টস কমপক্ষে ৭০ টি যথেষ্ট, কিন্তু সব ধরনের পোস্টে কমেন্টস করতে হবে। আর যারা ভালো কমেন্টস করেন এবং কমেন্টের সংখ্যাও যদি বেশি হয় তাহলে তারা অবশ্যই টপ ফাইভ এর মধ্যে থাকবেন। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং কিছু কথা বলেন, প্রফেশনাল হতে হলে ব্যালেন্স করে চলতে হবে। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে বুঝানোর চেষ্টা করছি। তারপর চলমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন এবং সকলের উদ্দেশ্যে বলেন এই মানসিকতা পরিবর্তন করতে হবে, পুরো সপ্তাহে নিরব থেকে শেষের দিন সবাই মিলে অংশগ্রহণ করার চেষ্টা করেন। এটা মোটেও ঠিক না, কারন আমরা পোষ্টগুলো এতো অল্প সময়ের মাঝে রিভিউ করা অসম্ভব হয়ে যায়। কারন আমাদের পোষ্টগুলো ভালোভাবে পড়তে হয় তারপর বিজয়ীকে নির্বাচন করার চেষ্টা করতে হয়। তাই সবাইকে অনুরোধ করেন এ বিষয়ে যত্নশীল হওয়ার এবং ঘোষণা দেন প্রতিযোগিতার সময় আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হলো। আমরা সময়টা বৃদ্ধি করতে বাধ্য হয়েছি, কিছুই করার ছিলো না।

Untitled33.png

এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যদিও এখন বিষয়গুলো আপনাদের জন্য আরো সহজ হয়ে গেছে কারন ইতিমধ্যে আমরা এবিউজ ওয়াচার চালু করেছি। আমরা কাংখিত বিষয়গুলো এবিবি স্কুল হতেই শিখে যাচ্ছেন এবং আপনারা নিজেরাই এখন এবিউজ ওয়াচারে কাজ করতে পারবেন। তারপর এবিবি স্কুল থাকা কালীন সময়ে এবিবি স্কুল এবং সাইফক্সকে বেনিফিশিয়ারি দিতে হবে সেটা পুনরায় মনে করিয়ে দেন। হিরোইজম নিয়ে কথা বলেন, কারা রিওয়ার্ডস পাচ্ছেন তাদের দেখতে চান এবং তারপর বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কত পরিমান স্টিম ডেলিগেশন করলে সাপোর্ট এবং রিওয়ার্ডস পাওয়া যাবে। তারপর কথা বলেন সাইফক্স ইউক কবে থেকে কবে? সবাইকে জিজ্ঞেস করেন, তারপর বলেন দেন সোম হতে রবিবার। কিন্তু যারা শুধু এই দিনগুলোতে পোষ্ট করবেন তাদের চিন্তা ধারা ভুল, সেটা বুঝিয়ে বলেন এবং প্রতিনিয়ত পোষ্ট করতে বলেন। তারপর উইটনেস নিয়ে কথা বলেন, সবাইকে ভোট দিতে অনুরোধ করেন। এবিউজ ওয়াচার নিয়ে কথা বলেন, সবাইকে কিছুটা ধারনা দেন, আমরা সবাইকে বুঝিয়ে লাইনে আনার চেষ্টা করছি। তারপর এবিবি ফান নিয়ে কথা বলেন, সকলের এনগেজমেন্ট গ্রো করার জন্য আমরা এটা নিয়ে এসেছি। ডেলিগেশন নিয়ে কথা বলেন, নতুন ইউজারদের জন্য দারুণ সুযোগ এটা, তারপর সবাইকে কিউরেশন রিওয়ার্ডস ক্লেইম করতে বলেন তাহলে স্টিম পাওয়ার বৃদ্ধি পাবে।

এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা কথা বলেন, শুরুতেই উইটনেস নিয়ে কথা বলেন দাদা, উইটনেসের কাজ নিয়ে বিস্তারিত কথা বলেন। স্টিমকে গতিশীল রাখার কাজ হলো উইটনেসদের। বিশেষ করে যারা টপ ২০ এর মাঝে থাকে তারা এগুলো নিয়ন্ত্রিন করে। তারা নিয়ন্ত্রন করেন ৯০% আর বাকিরা করেন মাত্র ১০%। আমরা মাত্র ৬ দিনের ভিতর টপে চলে আসছি, এখন এটা ধরে রাখার জন্য সবার সহযোগিতা দরকার। একবার ভোট দিলেই হয়ে যাবে এটা। জেনালের ইউজারদের উইটনেস ভোট খুবই দরকার। একজন হুয়েলস বিনিয়োগ করে হিউজ পাওয়ার নিলেন কিন্তু এটা একজনের কাছে নিয়ন্ত্রিত থাকলো, সেন্ট্রালাইজড হয়ে গেলো এটা কিন্তু অনেকগুলো ইউজার যদি এই পরিমান সাপোর্ট দেন তাহলে সেটা ভালো। দাদা বিষয়টি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেন, সরকার ব্যবস্থা দিয়ে। যাতে সবাই সহজে বুঝতে পারেন।

এরপর এবিউজ ওয়াচার নিয়ে কথা বলেন, যদিও এটা নিয়ে অনেক কথা বলেছেন ইতিপূর্বে তাই নতুন করে কিছু বলতে চাচ্ছেন না। এ্যাপ নিয়ে কথা বলেন দাদা, যদিও উনি এটা লাইক করেন না, কিন্তু অনেকেই খুব বেশী পছন্দ করেন। দাদা মোবাইল দিয়ে সব করতে পছন্দ করেন না, চ্যাট করতে বেশী পছন্দ করেন। কিন্তু তবুও এ্যাপটা আমাদের দরকার, একবিংশ শতাব্দিতে মোবাইল এ্যাপ খুবই জরুরী, অধিকাংশ মানুষই মোবাইল এ্যাপ ব্যবহার করেন। আমাদের কমিউনিটির অধিকাংশ ইউজারই মোবাইল দিয়ে পোষ্ট করেন, সবার ল্যাপটপ নাই। তাই এ্যাপটা হলে সকলের জন্যই ভালো হবে এবং খুব শীঘ্রই এটা আসবে। তারপর আসবে ওয়েভ ভার্সন, আলাদা সব কিছু নিজেদের। এটা ভালো হবে সকলের জন্য।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং দাদার প্রসঙ্গ নিয়ে কথা বলেন এবং সবাইকে অনুপ্রাণীত করার চেষ্টা করেন, সকলের ভোট কেন জরুরী। এ প্রসঙ্গে কোরিয়ানদের ইউটনেসদের নিয় কথা বলেন, আমাদের বর্তমান অবস্থান নিয়ে কথা বলেন, আমরা টপে আছি এখন। প্রতিনিয়ত আমরা ব্লক প্রডিউস করছি। ঐ দিন বেশী দূরে নেই যখন আমরা টপ টেনে থাকবো। এ্যাপ খুব দ্রুত চালু হয়ে যাবে, প্লেস্টোর হতে ডাউনলোড করে কাজ করতে পারবে সবাই, এটা আমাদের জন্য অবশ্যই ভালো। সবাইকে লেগে থাকতে অনুরোধ করেন তাহলেই এগিয়ে যেতে পারবেন।

Untitled55.png

তারপর শুরু করা হয় সবচেয়ে আকর্ষনীয় কুইজ পর্ব। যথারীতি এই পর্বটি পরিচালনা করেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন আরিফ ভাই, শুরুতেই তিনি সবাইকে নিয়মগুলো স্মরণ করিয়ে দেন। পরপর চারটি কুইজ ধরা হবে এবং সঠিক উত্তরদাতাকে পরবর্তীতে রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে। সবাইকে জেনারেল চ্যাটে লিখতে বন্ধ করতে বলেন এবং কুইজের প্রতি লক্ষ্য রাখতে বলেন। তারপর একে একে চারটি কুইজ ধরে তবে একটা কুইজের ব্যাপারে দাদা কথা বলেন কারন সেটা সরাসরি প্রশ্নের উত্তর পাওয়া যায় নাই বরং এমসিকিউ এর মতো প্রশ্ন হয়ে গেছে তাই সবশেষে সেটার বিকল্প কুইজ ধরা হয়। তারপর কমিউনিটির মডারেটর তানজিরা ম্যাডামের পক্ষ হতে কুইজ ধরা হয় এবং বিজয়ীকে তার পক্ষ হতে রিওয়ার্ডস দেয়া হয়। সবশেষে আকর্ষণীয় কুইজ থাকে দাদার পক্ষ হতে তারপর বিজয়ীকে দাদার পক্ষ হতে রিওয়ার্ডস প্রদান করা হয়।

তারপর শুভ ভাই ফিরে আসেন, সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করার পূর্বে কিছু কথা শেয়ার করেন, এখানে সবাই থাকতে চান, আমাদের মাঝে শুরুতে অনেক এ্যাকটিভ ইউজার ছিলো কিন্তু এখন আবার অনেক কমে গেছে। যারা মাটি কামড়ে ধরে থাকবে সব সময় আমরা তাদেরকে গুরুত্ব দেয়ার চেষ্টা করি। তুমি সুখের সময় থাকবে কিন্তু দুখের সময় থাকবে না, সেটা কেমন কথা। তারপরও যারা টায়ার এ আছে তাদের অভিনন্দন, যারা নেই তাদের ভালো কিছু করার চেষ্টা করতে বলেন। তারপর সুপার এ্যাকটিভ তালিকার নাম প্রকাশ করেন।

সবশেষে গানের পর্ব শুরু হয়, গানের পর্বে মিষ্টি আলাপন নিয়ে উপস্থিত থাকেন @selinasathi1 সাথি আপু, শুভ ভাই সাথি আপুকে স্বাগতম জানান এবং কৌশল বিনিময় করেন। তারপর একে একে @bristychaki গান, @shyamshundor গান, @miratek গান, @Saymaakter কবিতা, @samhunnahar গান, @selinasathi1 আপু কবিতা, @maksudakawsar আপু গান এবং সবশেষে শুভ ভাইয়ের কণ্ঠে দারুণ গান পরিবেশন করেন।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@swagata21 MOD Community Moderator 🇮🇳 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Banner_Bangla_Final-2.png
https://steemitwallet.com/~witnesses

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

প্রতি সপ্তাহে এই দিনটির জন্য অপেক্ষায় থাকি। হ্যাংআউটে সবাই সম্মিলিতভাবে দারুন সময় অতিবাহিত করার জন্য যেটা একটি সপ্তাহের অপেক্ষা। গত হ্যাংআউটে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হয়েছে যেটা আপনি খুব সুন্দর ভাবে রিপোর্ট করে তুলে ধরেছেন ভাইয়া। অনুপস্থিতিদের জন্য যেটা অনেক উপকারী হবে।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

৬৭ তম হ্যাংআউট পর্ব খুবই জাকজমক ও উত্তেজনা পরমুহূর্তের একটা পর্ব। কারণ এই দিনটি ছিল আমাদের সকলের প্রিয় আরএমই দাদার একমাত্র সন্তান টিন টিন বাবুর শুভ জন্মদিন। আর এই দিনটি উপলক্ষে আমরা সকলেই খুবই ইনজয় সহ স্ব স্ব শুভেচ্ছা বার্তা ,জন্মদিনের শুভেচ্ছা উইশ করা সহ নিজ নিজ প্রতি ভাই পার্টিসিপেট করেছি। এযাবত কালের সেরা হ্যাংআউট ছিল এটি। আপনি এই হ্যাংআউটটির পুঙ্খানুপুঙ্ উপস্থাপন করেছেন যথার্থভাবে। আপনার জন্য অবিরাম ভালোবাসা সহ শুভকামনা রইল।

 2 years ago 

প্রত্যেকটি হ্যাংআউট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা পুরো সপ্তাহ জুড়ে কেমন কাজ করলাম তার পুরো ফলাফল আমরা এখানে পাই। অনেক গুরুত্বপূর্ণ তথ্যের আদান প্রদান হয় এবং অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো জানতে পারি। কমেন্টস মনিটরিং টিমের মাধ্যমে সত্যি সবার কমেন্ট এর মান উন্নতি হয়েছে। বিভিন্ন পোস্টে বা আমাদের পোস্টে যারা কমেন্টস করছে তাদের কমেন্টগুলো দেখেই বোঝা যাচ্ছে তারা এখন বুঝে শুনে ও পড়ে কমেন্টস করছে। সব সময় চেষ্টা করি নিজের কাজগুলো ভালোবেসে করার জন্য। যাই হোক ভাইয়া পুরো বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সত্যি বলেছেন ভাইয়া বৃহস্পতিবার মানে উত্তেজনার দিন। সারা সপ্তাহে জুড়ে অপেক্ষায় থাকি এই দিনটার জন্য। শুভ ভাই সমস্ত হ্যাংআউট সুন্দর ভাবে উপস্থাপনা করেন। সকল এডমিন ভাইয় ও বোনেরা তাদের পুঙ্খানুপুঙ্ উপস্থাপন তুলে ধরনের এই হ্যাংআউটের দিনে।আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

প্রত্যেকটা হ্যাংআউট ই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।। কেননা হ্যাংআউট থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে।। কিভাবে আমরা কাজ করে সামনের দিকে অগ্রসর হতে পারব আমাদের কি কি ভুল রয়েছে সে সম্পর্কে জানতে পারি।। যদিও এদিন হ্যাংআউটের সময় বিদ্যুৎ না থাকার কারণে ঠিকমতো সব কথা শুনতে পারেনি।। কিন্তু এখন বিস্তারিত পড়ে খুবই ভালো লাগলো।।

 2 years ago 

দেখতে দেখতে ৬৭ তম হ্যাংআউট শেষ হয়ে গেল। আর এই হ্যাংআউট এর পুরো সময় ধরে উপস্থিত ছিলাম। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে। এই গুরুত্বপূর্ণ কথা গুলো জানতে পেয়ে খুবই ভাল লাগল এবং খুবই আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি। আপনি খুবই সুন্দরভাবে বিস্তারিত আবার আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

প্রতি সপ্তাহের মত এ সপ্তাহের আপনি খুবই সুন্দরভাবে হ্যাংআউট রিপোর্ট তৈরি করেছেন। আপনার রিপোর্ট পড়ে খুবই ভালো লাগলো। হ্যাংআউটে পুরো সময় ধরে উপস্থিত ছিলাম। অনেক আনন্দ মজা গুরুত্বপূর্ণ কথা শুনেছি।আবারও বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

যারা হ্যাংগ আউটে থাকেনা তাদের জন্য এই রিপোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর রিপোর্টটা তৈরি করতেও সময় লাগে অনেক।আশা করি সবাই পড়বে।

 2 years ago 

আসলে প্রত্যেকটা হ্যাংআউট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রতিনিয়ত আমাদের লেখার মান বৃদ্ধির জন্য অনেক পরামর্শ ও তথ্য দেয়া হয়। তাই আমরা প্রত্যেকেই সেই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। কিন্তু এই সপ্তাহে নেটওয়ার্ক ইস্যুর কারণে সবগুলো তথ্য ঠিকমত জানতে পারিনি। ভাইয়া আজকে আপনার রিপোর্টটি পড়ে অনেকগুলো বিষয়ের উপর পরিষ্কার ধারণা পেলাম। আমাদের সামনে সবগুলো বিষয় গুছিয়ে প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 80502.73
ETH 3190.86
USDT 1.00
SBD 2.77