‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৬৪ (ABB Weekly Hangout Report-64)

in আমার বাংলা ব্লগ2 years ago

weekly hangout cover64.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৩৯৩০ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৯৮।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৬৪

সময়ের পূর্বে আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই চলে আসেন এবং সবার সাথে বৃহস্পতিবার নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন। বৃহস্পতিবার মানেই টান টান উত্তেজনা, বৃহস্পতিবার মানেই পুরো সপ্তাহের রিপোর্ট। নতুন নতুন অনেক বিষয়ে ধারণা দেয়া হয়, পুরো সাতদিনের তথ্য জানানো হয় এবং আগামীতে আরো ভালো কাজ করার জন্য উৎসাহ দেয়া হয়। সকলের কথা আলোচনা করা হয়, সবাইকে আরো বেশী কাছে পাওয়া যায়। সবাইকে নিয়ে আরো ভালো পরিবেশে হ্যাংআউট সম্পন্ন করার আগ্রহ প্রকাশ করেন, সবাইকে অনুরোধ করেন মনোযোগ সহকারে সকলের কথাগুলো শুনার জন্য এবং সকলের মাইক মিউট রেখে পরিবেশ ঠিক রাখার।

এরপর আমি @hafizullah কথা বলি, শুরু হতেই আমরা সবাইকে গুরুত্বসহকারে একটা বিষয় বুঝিয়ে আসছি আর সেটা হলো আমার বাংলা ব্লগের মূল উদ্দেশ্য হলো সবাইকে নিয়ে সময়গুলোকে উপভোগ্য করা এবং আরো বেশী আনন্দ করা। তবে এর মাঝে কমিউনিটির এনগেজমেন্টকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছি। এনগেজমেন্ট নিয়ে গত সপ্তাহের হ্যাংআউটেও বলা হয়েছে, কাংখিত মানে উন্নত করার জন্য এই বিষয়ে একটা টিম গঠন করা হয়েছে এবং এই রিপোর্টটি আমরা সব সময় গুরুত্বের সহকারে বিবেচনা করবো। যেমন এই সপ্তাহে দুইজন ইউজারকে আমি তাদের পোষ্ট বিবেচনায় নিয়ে সুপার এ্যাকটিভ তালিকায় টায়ার-৩ এ রেখেছিলাম কিন্তু রিপোর্ট এর তথ্য দেখার পর তাদেরকে বাদ দিয়েছি। এটা শুধুমাত্র আপনাদের বুঝানোর জন্য বলা হলো। এখন হতে এই রিপোর্টের ভিত্তিতেই ইউজারদের এনগেজমেন্ট এর বিষয়টি মূল্যায়িত করার চেষ্টা করবো।

Untitled00.png

এরপর আমার অধীনে থাকা ইউজার নিয়ে কথা বলি, তাদের মাঝে @parul19, @gorllara এবং @iraniahmed এর এনগেজমেন্টের ক্ষেত্রে দুর্বলতা রয়ে গেছে, কমেন্টগুলো কাংখিত মানের হচ্ছে না। এছাড়া @bobitabobi @bazlur এবং @biplopali ডিসকর্ড এনগেজমেন্ট খুবই খারাপ ছিলো। তাই তাদের ডিসকর্ড এনগেজমেন্ট বৃদ্ধির পরামর্শ দেই। পোষ্টে কি লেখা হচ্ছে এবং কি জানতে চাওয়া হচ্ছে সেগুলোর প্রতি সজাগ থাকতে বলি, অনেকেই পোষ্ট না পড়ে ফটো কিংবা দৃশ্য দেখেই মন্তব্য করেন, সেটা যেন না হয়।

এরপর কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই কথা বলেন, শুরুতেই তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন। তার ইউজারদের মাঝে @samratsaha পোষ্টে ঠিক মতো বেনিফিশিয়ারি দিচ্ছেন না এবং পোষ্টও নিয়মিত করছেন না, মাঝে মাঝে গ্যাপ দিয়ে পোষ্ট করছেন, সেটা করতে নিষেধ করেন এবং নিয়মিত পোষ্ট করার পরামর্শ দেন। এরপর কথা বলেন @isha.ish কে নিয়ে বলেন, তার কমেন্ট সংখ্যা কম এবং কমেন্ট করার ক্ষেত্রে খুবই ছোট কমেন্ট করেন সেটা ঠিক না, কমেন্ট অবশ্যই ভালো ফরম্যাটে এবং কাংখিত পরিসরে করতে হবে। @tarique52 উনারও একই অবস্থা, ডিসকর্ডে তেমন এ্যাকটিভিটি নেই, খালি হাই হ্যালো করলেই হবে না। এছাড়া প্রতেক্যের এ্যাকটিভিটি ভালো ছিলো না এই সপ্তাহে, সাবইকে অনুরোধ করেন এ্যাকটিভিটি ঠিক করার জন্য। তারপর কাংখিত বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং পরবর্তীতে রিওয়ার্ডস প্রেরণ করেন।

Rewards winkles vai.png

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাই, এই সপ্তাহে তার অধীনে যারা ছিলেন তাদের মাঝ হতে তিন জনের নাম প্রকাশ করেন এবং তাদের পোষ্ট কোয়ালিটি ও এনগেজমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তার সাথে সাথে তাদেরকে কাংখিত পরামর্শ দেন। কমেন্ট মনিটরিং নিয়ে নতুন টিম সম্পর্কে কথা বলেন। এই সপ্তাহে রিপোর্ট এর কারনে দুইজনের টায়ার পরিবর্তন করা হয়েছে। তারপর সবাইকে লেখা বন্ধ করতে বলেন এবং কিছু কথা জেনারেল চ্যাটে শেয়ার করেন। তার একটা ঘোষণা আবারও উপস্থাপন করেন, যারা নিজেদের কোয়ালিটি বৃদ্ধি করতে চান তাদের একটা সুযোগ দেয়া হয়েছিলো, কাংখিত গাইড লাইন দেয়ার কিন্তু এই বিষয়ে সকলের ভালো আগ্রহ দেখতে পান নাই ।

এই বিষয়টি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন এবং তার সাথে সাথে দুঃখও পান। পোষ্টের মুল পয়েন্ট কি? কোথায় হাইলাইট করতে হবে? এই বিষয়টি নিয়ে অনেকেই পরিস্কার না, যার কারনে ঐ ঘোষণাটি দিয়েছিলেন। সর্বমোট আট-নয় জনকে পেয়েছিলেন কিন্তু তারা সবাই কোয়ালিটি সম্পন্ন ছিলেন। অথচ যাদের জন্য এটা করা হয়েছে তারা কেউ নক দেন নাই, তাই এটা নিয়ে নিজের হাতাশা প্রকাশ করেন সুমন ভাই। আমরা হেল্প করতে চেয়েছিলাম কিন্তু আপনাদের কোন আগ্রহ দেখি নাই। তবুও যারা চান তাদের জন্য সুযোগটা আবার খোলা হলো, নিজেদের দুর্বলতাগুলো জানা এবং পোষ্ট কোয়ালিটি বৃদ্ধির বিষয়ে কেউ জানতে চাইলে টিকেট এর মাধ্যমে তাকে নক দিতে বলেন।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই কথা বলেন এরপর, শুরুতেই জানতে চান সবাই কেমন আছেন? এতো এতো ভালো মানুষ তাহলে চিকন বুদ্ধি খাটায় কারা? পরিস্কারভাবে বলেন সাইফক্স ইউক সম্পর্কে । তারপর সুপার এ্যাকটিভে আসার ব্যাপারে কিছু আইডিয়া দেন, কমপক্ষে পাঁচটি পোষ্ট করতে হবে, এনগেজমেন্ট বৃদ্ধি করতে হবে। আপনাদের মান অনেকভাবে বিচার করা হবে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেন এবং বলেন এতোদিন আপনাদের নানাভাবে সুযোগ দেয়ার চেষ্টা করেছি কিন্তু এখন আর সেই সুযোগটি থাকছে না, আরো সুক্ষভাবে এখন বিচার করা হবে এবং মার্ক দেয়া হবে। তারপর সেই রিপোর্ট দেখে আপনাদের সুপার এ্যাকটিভ তালিকায় সুযোগ দেয়া হবে, অবশ্য আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব দেই সেগুলোকেও বিবেচনায় রাখা হবে আগের মতই।

Untitled11.png

তারপর তার ইউজারদের নিয়ে কথা বলেন, অনেক ইউজার ভালো ছিলো কিন্তু যারা কম পোষ্ট করেছেন তাদেরকে সুপার এ্যাকটিভে আনতে পারেন নাই। সুপার এ্যাকটিভ তৈরী করা হয় বুধবার তারপর প্রকাশ করা হয় বৃহস্পতিবার। আমরা আমাদের সময় মতো এটা প্রস্তুত করি সেটা বুঝতে হবে। কিন্তু যারা চিকন বুদ্ধি খাটানোর চেষ্টা করেছেন, তারা কোনভাবেই আসতে পারবেন না। আবার যারা মাকের্ট দেখে হতাশ হয়েছেন, আমাদের নিকট হতে চলে গেছেন তাদের আর সুযোগ দেয়া হবে না, কিন্তু যারা আছেন দিন শেষে তারাই সফল হবেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন, প্রথমেই সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কথা বলেন, এ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এ্যাডমিনদের ইউজার তালিকার কোন পরিবতর্ন হবে না এই সপ্তাহে। কিছু ইউজার ইনএ্যকাটিভ রয়েছেন তাদের নাম উপস্থাপন করেন। তিনজন ইউজারকে ইনএ্যাকটিব তালিকায় নিয়ে আসা হয়েছে এই সপ্তাহে। এছাড়া কোন ইনএ্যাকটিভ ইউজার এই সপ্তাহে এ্যাকটিভ হতে পারে নাই। তবে অনেকেই বিগত পাঁচদিন ধরে পোষ্ট করছেন না, তাদেরকে সুযোগ দেয়া হলো এই সপ্তাহ, এরপরও যদি পোষ্ট না করেন তাহলে তাদের ইনএ্যাকটিভ তালিকায় নেয়া হবে।

তারপর তার অধীনে যারা আছেন তাদের নিয়ে কথা বলেন, ডিজিটাল আর্ট করতে নিষেধ করেন, তবে ভালো কিছু হলে অবশ্যই তা শেয়ার করতে পারবেন। কিন্তু কোন এ্যাপ এর মাধ্যমে খুব সহজে চিকন বুদ্ধির মাধ্যমে ডিজিটাল আর্ট করা হলে সেটাকে আমরা কাউন্ট করবো না, এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। ইউজারদের এ্যাকটিভি কম থাকায় এই সপ্তাহে সুপার এ্যাকটিভ তালিকার কৌটা পূর্ণ করতে পারেন নাই, সবাইকে সুপার এ্যাকটিভ তালিকায় আনতে পারেন নাই। তারপর সবাইকে শতভাগ পাওয়ার আপ অপশনটি নির্বাচন করার ব্যাপারে উৎসাহ দেয়ার চেষ্টা করেন এবং এই সম্পর্কে সুবিধাসহ বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। টিআরএক্স ডাবল হয়ে যাবে তা সবাইকে বুঝিয়ে দেন। পিটুপি নিয়ে কথা বলেন এই ব্যাপারে আমরা কঠিন অবস্থানে আছি, সকলের সব কিছু আমরা নজরদারিতে রেখেছি। তারপর কথা বলেন পাওয়ার ডাউন নিয়ে, এটা করতে সবাইকে নিষেধ করেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটরগন। প্রথমে মডারেটর @alsarzilsiam ভাই কথা বলেন, প্রথমেই লেভেল ৩ সম্পর্কে কিছু কথা বলতে চাই। লেভেল ৩ এ বর্তমানে যারা রয়েছেন তারা বেশিরভাগই ইনএ্যাকটিভি। বারবার বলার পরও তারা কোন ভাবেই এ্যাকটিভ হচ্ছে না। এই বিষয়টিতে সত্যিই আমি খুবই দুঃখ প্রকাশ করছি। কারন আমি সব সময় আপনাদের খবর নেওয়ার চেস্টা করছি এবং সবাইকে গাইড করার চেষ্টা করছি। কিন্তু তারা আমাদের কথায় কোনো গুরুত্বই দিচ্ছে না। তারপরও আশাবাদী আপনারা নিয়মিত হবেন এবং কমিউনিটি তে পোস্ট করবেন এবং Discord এ এাকটিভি থাকবেন।

Untitled22.png

আরেকটি বিষয় দেখা যাচ্ছে কিছু কিছু পোস্টে লোকেশন এবং সোর্স উল্লেখ করতে অনেক সমস্যা হচ্ছে। আপনাদের যাদের সমস্যা হচ্ছে তারা লেভেল ৩ এর টেক্সট চ্যানেলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বিষয়টি শিখিয়ে দেবো। আরেকটি বিষয় একটু কথা বলবো। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, কমেন্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং সেই কমেন্ট মনিটরিং টিমের দ্বায়িত্ব আপনাদের কমেন্ট গুলো সবগুলো খুটিয়ে খুটিয়ে দেখে একটি রিপোর্ট প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। আপনারা এখন থেকে একটু গুরুত্ব সহকারে কমেন্টগুলো করবেন। অন্যের পোস্ট পড়ে যথার্থ কমেন্ট করবেন তাহলে আপনাদের জন্য কোন সমস্যা হবে না। অবশ্যই সঠিক ভাবে কাজ করতে হবে। সর্বশেষে তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল সোশ্যাল মিডিয়ার সাইটের লিংক গুলো প্রকাশ করেন।

কমিউনিটির মডারেট @kingporos ভাই কথা বলেন এরপর, শুরুতেই বলেন লেভেল-২ নিয়ে কিছু বললে তো কাজ হচ্ছে না, মেনশন দিলেও কেউ দেখে না, যতটা পারছেন সেটা স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করছেন। আমরা চাই- মন হতে চাই, আপনারা একটা অবস্থানে আসেন কিংবা ব্লগিং নিয়ে একটা সফলতা আসুক। আমাদের ব্যক্তিগত কোন স্বার্থ নেই এখানে, হয়তো আপনার উপকার হবে এটাই বড় কথা। হয়তো বললেন উনারা ভালো সহযোগিতা করেছেন, এটাই প্রাপ্য। আপনারা শুনছেন না তবুও আমরা বলছি, সপ্তাহে পোষ্টে সংখ্যা বাড়ানোর চেষ্টা করুন। কোন বিষয় নিয়ে মেনশন করা হলে সেটার রিপ্লাই দিবেন সম্মান দেখিয়ে। কেউ ইনএ্যাকটিভ হতে চাইলে আমাদের জানিয়ে যাবেন, টিকেট কাটবেন। তবুও আশা প্রকাশ করেন সবাই কথাগুলো শুনবেন। যারা লেভেল-১ পাশ করেছেন তাদের নিয়ে আশা প্রকাশ করেন তারা লেভেল-২ তে ভালো করবেন।

এরপর মডারেটর @nusuranur আপু কথা বলেন, আপু বলেন, লেভেল ৪ এ কিছু পরিবর্তন আনা হচ্ছে। সেগুলো হলো: লেভেল ৪ এর ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই স্টাডি লেভেল ৪ এ সকলকে ১ টা স্ক্রিনশট শেয়ার করতে হবে। তা হলো পোলোনিক্স এ স্টিম/টিআরএক্স থেকে ইউএসডিটিতে কনভার্ট করেছেন এমন। তা না হলে আপনি সম্পূর্ণ ক্লাস করলেও আপনার ভাইভা নেওয়া হবেনা। যদি সমস্যা হয়, তা আগেই জানাতে হবে। ক্লাস টাইমে এসে স্ক্রিনশট দেওয়ার সময় সমস্যার কথা জানালে পরবর্তী ক্লাস এর জন্য অপেক্ষা করতে হবে। কারণ আমাদের লেভেল ৪ এর যে উদ্দেশ্য তা একেবারেই বদলে যাচ্ছে। তার কারন, সবাই খাতায় স্টেপ গুলা লিখে ভাইভা দিয়ে পাশ করছেন। আর এরপর লিখিত এক্সাম দেওয়ার সময় ডিএম এ বুঝাতে বুঝাতে পাগলের মতো অবস্থা হয়ে যায়।

বিষয়টা এমন হয়ে যায় যে, এক্সামের সব কিছুই আমি বলে দিচ্ছি। যা লেভেল ৪ এর উদ্দেশ্য ছিলোনা। লেভেল ৪ এর উদ্দেশ্য আপনাদের অর্জিত টাকা গুলো যেনো আপনারা নিজেরাই নিজেদের হাতে নিতে পারেন। এখানে আমাদের কিছুই হবেনা, কিন্তু তাও আপনারা আপনাদের ভালো বুঝতে পারছেন না। যারা লেভেল ৩ তে রয়েছেন আপনাদের উদ্দেশ্যে লেভেল ৪ এর জন্য কিছু সাজেশন দিবো। তা হলো: যখন আপনারা লেভেল ৩ তে থাকবেন। তখন লেভেল ৪ এর ক্লাস হলে জয়েন করবেন।ক্লাস গুলো শুনবেন। ট্রানজেকশন গুলো নিজেরাই ট্রাই করবেন। বারবার আইডিতে ফেরত আনবেন, কনভার্ট করবেন। এসব করলে আপনারা কাজে আরো বেশি পারদর্শী হবেন। তবে অবশ্যই মেমো ব্যবহার করবেন।

Untitled33.png

এরপর বলেন, আমি কয়েকদিন এর মাঝে এ নিয়ে একটা বিস্তারিত পোস্ট লিখবো, যারা হ্যাংআউটে জয়েন নেই তাদের জন্যে।আপাতত কিছুটা অসুস্থ থাকার কারণে আসলে আমার লিখতে ইচ্ছে করছেনা। তাও কাজ করে যাচ্ছি, সাজেশন দিয়ে যাচ্ছি।কিন্তু সত্যিই আপনারা বারবার হতাশ করছেন। কারন,কাউকে জোর করে ইনকাম করতে আনাটা আসলে যুক্তিযুক্ত নয়। এটা আমার কাছে হাস্যকরও লাগে। এখন লেভেল ৪ এ যেসব ইউজার আছেন আপনাদের একটিভিটিস খুবই কম। গত ব্যাচের নমিনেশন দিতে আমার দুইজনের স্লট ইউজ করতে হয়েছে আর এখন আমি প্রতিদিন পোস্ট কিউরেশনের জন্য পাঠাতেই পারছিনা। আমি এখন আর কাউকেই বলি না একটিভিটিস বা পোস্টের পরিমাণ বাড়ানোর জন্যে।কারণ,অনেক বলেছি। হয়তো আপনারাও বিরক্ত হয়ে গিয়েছেন। তাই আপনাদের কাজের ধারা আপনারাই বজায় রাখবেন।আমি তখনই আপনাদের সাহায্য করবো বা সাজেশন দিবো যখন আপনারা কাজ করবেন, ভুল করবেন , ট্রাই করবেন। তাছাড়া আমি কাউকে কাজ করার জন্যে উৎসাহ দিবোনা। কারন এখানে আমরা সকলেই ম্যাচিউর। আর আপুদের কোনো ব্যাক্তিগত সমস্যা থাকলে আপুকে নির্দ্ধিধায় ডিএম করবেন।

এরপর মডারেটর @ayrinbd আপু কথা বলেন, আপনারা যারা নিউ মেম্বার আছেন, আপনাদের সকলকে আমি বলেছি পোস্ট কন্টিনিউ করার জন্য, কিন্তু আপনাদের মধ্যে দুই থেকে তিনজন বাদে বাকিরা কেউ পোস্ট করেননি। আমরা আপনাদের শিখানোর চেষ্টা করছি। হাতে ধরে আপনাদের ভুলগুলো ধরিয়ে দেয়ার চেষ্টা করছি। কিন্তু আপনারা এই বিষয়গুলো বুঝেও না বুঝার মতো করছেন। আপনারা অনেকেই দেখেছি পোস্টের মধ্যে মার্কডাউন করার চেষ্টা করছেন, এই ক্ষেত্রে আমি বলবো যেহেতো আপনারা এখনো নতুন মেম্বার এর মধ্যে আপনারা যতটুকু জানেন ততটুকু ব্যবহার করতে পারেন আর না করলেও সমস্যা নেই কারণ লেভেল-৩ ক্লাসে আপনাদের মার্কডাউন সম্পর্কে শিখানো হবে।

আরেকটি বিষয় হলো আপনারা নতুন হওয়ার কারণে কাউকে মন্তব্য করা ও মন্তব্যের রিপ্লাই করতে ভয় পেয়েছেন কারণ কখন না আবার পাওয়ার শেষ হয়ে যাই। কিন্তু এখন আর সেই ভয়টি নেই কারণ আমাদের ফাউন্ডার দাদা আপনাদের একাউন্টে সেই পরিমান পাওয়ার দিয়েছেন। এখন থেকে মন্তব্য করতে কিংবা মন্তব্যের রিপ্লাই দিতে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। মন্তব্যের ক্ষেত্রে আরেকটি বিষয় হলো আপনি যার পোস্টেই মন্তব্য করেননা কেন সেই মন্তব্য যেন ঘঠনমূলক হয়। তাই অবশ্যই পুরো পোস্ট পরে সুন্দর ভাবে মন্তব্যটি করার চেষ্টা করবেন।

আর প্রতিবার সকলের উদ্দেশ্যে যে বিষয়টা সবাইকে মনে করিয়ে দেই তা হচ্ছে discord এ কথা বলার সময় অবশ্যই নিজের সম্মান, নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করবেন। এমন কোনো কাজ করবেন না ও এমন কোনো ইমোজি ব্যবহার করবেন না যা discord পরিবেশ নষ্ট করতে পারে। আর discord কেন কমিউনিটিতেও এমন কোনো কার্যকলাপ করবেন না যা কমিউনিটি বদনাম করতে পারে।

Untitled44.png

এরপর শুভ ভাই আসেন এবং যথারীতি আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর @tangera আপুর বিষয়ে কথা বলেন, তারপর আপু তার বক্তব্য ডিসকর্ডের জেনারেল চ্যাটে লিখে প্রকাশ করেন। আসসালামুআলাইকুম, আশাকরি সকলেই ভালো আছেন।সুবিধাবঞ্চিত ইউজারদের নিয়ে বলার কিছুই নেই কারণ এখন আর তেমন কেউই বাদ পড়ছেন না সাপোর্ট হতে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন নতুন একটি সিস্টেম চালু করা হয়েছে, কমেন্টস মনিটরিং টিম গঠন করা হয়েছে। এ সপ্তাহ থেকেই রিপোর্ট দেয়া হবে। কমেন্টস মনিটরিংয়ের দায়িত্ব আমরা চারজন রয়েছি। তবে আমার লিস্টে যারা ছিলেন তাদের কমেন্টস গুলোর একটি বিষয় খুবই ভাল লেগেছে যে এখন আর কেউ তেমন কোন বানান ভুল করেন না, শুধুমাত্র @amitab উনার বানানের একটু প্রবলেম রয়েছে, আশাকরি শুধরিয়ে নিবেন।

আর সবার উদ্দেশ্যে একটি কথা, গতানুগতিক ভাবে রেসিপি, আর্ট ও ফটোগ্রাফি পোস্টে কমেন্ট না করে বিভিন্ন ধরনের পোস্টে কমেন্ট করার চেষ্টা করুন। এক্ষেত্রে আপনার কমেন্টের সংখ্যা কম হোক তাতে কোনো প্রবলেম নেই, কমেন্টস গুলো যেন ইউনিক হয়। আর আমি মার্কস দেওয়ার সময় শুধু সংখ্যা কাউন্ট করিনি, এরসাথে কোন কোন ধরনের পোষ্ট এ কমেন্টস করেছেন এবং কতটা ইউনিক তার উপর ভিত্তি করে। আশাকরি সকলেই বুঝতে পেরেছেন, এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা কথা বলেন, নতুনদের জন্য বলেন রিওয়ার্ডসটা ক্লেইম করবেন, যদি না করেন তাহলে আপনার একাউন্টে স্টিম এসবিডি কিছুই জমা হবে না, লেভেল-১ এর ক্লাশে এটা শেখানো হবে। তারপর পাওয়ার আপ কিভাবে করতে হয় সেটা শিখে নিবেন। এরপর কথা বলেন নতুন একটা আইডিয়া নিয়ে, ভেরিফাইড সদস্য ইমরান হাসান নতুন একটা আইডিয়া শেয়ার করেছেন, ব্লগার অব দ্যা ইউক নিয়ে, এটা ভালো আইডিয়া ছিলো। সকলের মতামত প্রত্যাশা করেন এ ব্যাপারে। আরো বিস্তারিত তথ্য শেয়ার করতে বলেন, কিভাবে পুরো পক্রিয়াটি করা হবে তা নিয়ে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। দাদার কিছুটা মাথা ব্যাথা হচ্ছে তাই বেশী কিছু বলেন নাই।

Untitled55.png

শুভ ভাই ফিরে আসেন এবং এ বিষয় নিয়ে কথা বলেন, রিওয়ার্ডসটা কি? কিভাবে ক্লাইম করতে হয়? সেটা সম্পর্কে কিছুটা আইডিয়া দেন, সাতদিন পর যে রিওয়ার্ডসটা আসে সেটা ক্লোইম না করা পর্যন্ত নিজের কাছে আসবে না। এবিবি স্কুল নিয়ে কথা বলেন, তারপর বেনিফিশিয়ারি নিয়ে কথা বলেন। হিরোইজম নিয়ে কথা বলেন, সেটা আপনাদের প্রজেক্ট, যাদের স্টিম আছে তাদের ডেলিগেশন করার ব্যাপারে উৎসাহ দেন। কারা নিয়মিত হিরোইজম হতে রিওয়াডর্স পাচ্ছেন সেটা দেখতে চান। এবিবি ফান নিয়ে কথা বলেন, আপনাদের বুদ্ধির বাত্তি আরো যেন জ্বালিয়ে তুলতে পারি এই প্রচেষ্টা করা হচ্ছে। নতুন ইউজারদের জন্য ডেলিগেশন সার্ভিস চালু করা হয়েছে এবিবি ফান থেকে। টেলিগ্রাম কুইজ নিয়ে কথা বলেন দাদা, সেটার নির্দিষ্ট কোন টাইম নেই, এ সম্পর্কে দাদা সকলের অবগতির বিগত কয়েকটি কুইজ নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেন। একটা কুইজে প্রাইজ দেয়া হয়েছিলো প্রায় ৩০০০০ হাজার টাকার মতো। অনেক বেশী রিওয়ার্ডস থাকে টিলিগ্রামের কুইজ সমূহে।

এরপর কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ কুইজ পর্ব পরিচালনা করেন। এ ব্যাপারে তাকে সহযোগিতা করি আমি এবং সুমন ভাই। শুরুতেই আরিফ ভাই যথারীতি সবাইকে কুইজ পর্বের নিয়মগুলো সবাইকে স্মরণ করিয়ে দেন। তারপর সবাইকে লেখা বন্ধ রাখতে বলেন এবং একে একে চারটি কুইজ শেয়ার করেন তবে মাঝে একটার সঠিক উত্তর কেউ দিতে পারেন নাই, তার জন্য আরো একটা এক্সট্রা কুইজ শেয়ার করেন, তারপর বিজয়ীদের নাম পিনআপ করা হয়, পরবর্তীতে তাদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে । তারপর কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদার পক্ষ হতে কুইজ শেয়ার করা হয়, দাদার কুইজগুলো সর্বদা সকলের নিকট বেশ আকর্ষনীয় হয়ে থাকে কারন সেখানে শেখার অনেক কিছু থাকে। তারপর কমিউনিটির মডারেটর তানজিরা আপুর পক্ষ হতে কুইজ ধরা হয় এবং বিজয়ীকে তার পক্ষ হতে রিওয়ার্ডস দেয়া হয়, যার কারনে বেশ জমে উঠে কুইজ পর্বটি। সবশেষে দাদা দারুণ একটা স্মৃতিচারণ করেন স্কুল জীবনের শব্দের অক্ষর দিয়ে গেম খেলার মতো ছিলো বিষয়, সবাই সেটা উপভোগ করেন।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং যথারীতি কুইজ নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন। তারপর সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কথা বলেন, যারা সুযোগ পেয়েছেন তাদের অভিনন্দন জানান এবং যারা সুযোগ পান নাই তাদের জন্য কাংখিত পরামর্শ দেন। যদিও সকলের সঠিক এ্যাকটিভিটি না থাকায় তিনি নিজেও সুপার এ্যাকটিভ তালিকা তৈরীর ক্ষেত্রে নিজের কৌটা পূর্ণ করতে পারেন নাই। তারপর এই সপ্তাহে সুপার এ্যাকটিভ তালিকায় স্থান পাওয়া ইউজারদের নাম প্রকাশ করেন।

Untitled66.png

তারপর শুভ ভাই শুরু করেন হ্যাংআউটের শেষ সেগমেন্ট অর্থাৎ গানের আসর। প্রথমে @selinasathi1 আপুকে ডেকে নেন, এই সেগমেন্টে সাথি আপু ছন্দের যাদুতে দারুণভাবে সহযোগিতা করেন শুভ ভাইকে। তারপর একে একে ইউজারদের সুযোগ দেয়া হয়, @bristychaki গান, @selinasathi1 কবিতা, @shyamshundor গান, @miratek গান এবং সবার শেষে দারুণ কণ্ঠে চমৎকার কবিতা আবৃত্তি করেন শুভ ভাইয়ের নিজের লেখা। কিন্তু সময় থাকায় আমি নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করে শুনাই। এরপর শুভ ভাই সবাইকে উৎসাহ দেন এই সেগমেন্টে অংশগ্রহণ করার জন্য, কারন এখানে অংশগ্রহণ করলে সুপার এ্যাকটিভ তালিকা তৈরীর সময় বাড়তি পয়েন্ট যোগ হয়।

শেষ করার পূর্বে শুভ ভাই উপস্থিত সবাইকে আরো একটি সুযোগ দেন, কারো কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিকভাবে তা শেয়ার করার। এরপর @miratek প্রশ্ন করলে তার প্রশ্নের কাংখিত উত্তর দেয়া হয় তার সাথে সাথে সবাইকে বিষয়টি সম্পর্কে পরিস্কার ধারনা দেয়া হয়।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@swagata21 MOD Community Moderator 🇮🇳 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

পুরো হ্যাংআউট রিপোর্টটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। এই রিপোর্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম। এই সপ্তাহে কমেন্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আমরা সকলেই এখন থেকে কাঙ্খিত মানের কমেন্টস করব এবং নিজের অবস্থান ধরে রাখবো।

 2 years ago 

সত্যি ভাইয়া সাপ্তাহিক হ্যাংআউট পুরো রিপোর্ট পরে অনেক ভালো লাগল তবে আমার যে দুর্বলতা আছে আমি যথেষ্ট চেষ্টা করব সেগুলো কাঠিয়ে ওঠার জন্য। কাঙ্ক্ষিত মানের কমেন্ট করার চেষ্টা করব।ধন্যবাদ

 2 years ago 

সাপ্তাহিক হ্যাংআউট মানেই আমার বাংলা ব্লগের ইউজারদের মিলনমেলা। অনুভূতি ,সুখ-দুঃখ- কান্না-হাসি সহ কমিউনিটির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও বিশ্লেষণ করা হয়। থাকে সকলের গাইড লাইন। আমার বাংলা ব্লগের প্রতিটি ইউজার অপেক্ষায় থাকে এই দিনটির। অনেকেই এখানে নিজেদের পারফর্মেন্স উপস্থাপন করে হ্যাং আউট টিকে আরও সাফল্যমন্ডিত করেন। যাইহোক ভাই আপনি খুবই বিশদভাবে পুরো হ্যাংআউট টির পর্যালোচনা সহ বিশদ বর্ণনা দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৩৯৩০ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৯৮।

গত সাপ্তাহের থেকে এই সাপ্তাহে এ্যাকটিভ পোষ্টের সংখ্যা একটু কমে গেছে। গত সাপ্তাহে এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ছিল ২২১টি। এসাপ্তাহে ১৯৮টি মানে ২৩টি পোষ্ট কম। সদস্য অবশ্য ৪৯ জন বেড়েছে। এ সাপ্তাহের হ্যাং আউটে কিছু আপডেট এসেছে। @winkles ভাইয়া কমেন্ট বিজয়ী ঘোষনা করেন আর @nusuranur আপু লেভেন-৪ এর কিছু নিয়ম পরিবর্তন করেছেন। ধন্যবাদ ভাইয়া এবারের হ্যাং আউটি সব মিলিয়ে ভালই হয়েছে।

 2 years ago 

কমমেন্ট মনিটরিং টিম তৈরির পরিকল্পনাটা সত্যিই দারুন। এতে আশাকরি সবার কমমেন্ট কাঙ্ক্ষিত মানের হবে। আর এই রিপোর্টের ভিত্তিতে সবাই সবার দূর্বলতা বুঝতে পারবে।

যাক আমার বাংলা ব্লগ মানেই নতুন কিছু আর নতুন সম্ভাবনা। আমরা সবাই নিজেদের মান উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবো ইনশাল্লাহ।

হ্যাংআউট মানে সবসময়ই দারুন অনুভুতি।

 2 years ago 

হ্যাংআউটের সময়টা অনেক সুন্দর এ মজার ছিলো ৷ সম্পূর্ণ হ্যাংআউটে উপস্থিত থেকে সব আয়োজন দারুণ ভাবে উপভোগ করেছি ৷ এবং তার সাথে গুরুত্বপূর্ণ পরামর্শ গুলো অনেক ভালো ভাবে বোঝার চেষ্টা করেছি ৷ আশা করি সেই পরামর্শ গুলো মেনে চলার চেষ্টা করবো ৷ হ্যাংআউটের বিস্তারিত লিখে আমাদের মাঝে প্রকাশ করার জন্য আপনাকে অনেক আনেক ধন্যবাদ দাদা ৷ ভালো থাকবেন

 2 years ago 

সকল এডমিন মডারেটররা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন সব সময়। আমাদের সকল মেম্বারের উচিত তাদের কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারে শোনা। আর হ্যাংআউট এর কুইজের পর্ব আমার একটু বেশি ভালো লাগে। তাছাড়া প্রত্যেক বারের নাই আপনি এবারও খুব সুন্দর ভাবে রিপোর্টটি তৈরি করেছেন।

 2 years ago 

প্রতি বৃহস্পতিবারই সবাই অনেক উত্তেজনা নিয়ে থাকেন এই হ্যাংআউটের জন্য। আর হ্যাংআউটের পর আপনার এই রিপোর্ট টি খুবই গুরুত্বপূর্ণ। ইমরান হাসান ভাইয়ার আইডিয়াটা আমার কাছেও ভালো লেগেছে। আর কমমেন্ট মনিটরিং টিম তৈরির পরিকল্পনাটাও সত্যিই দারুন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41