সময় সব সময়ই মূল্যবান || আমার ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ দুপুর বন্ধুরা,

আমরা প্রায় সময় একটা কথা বলে থাকি, সময় আমাদের জন্য খুবই মূল্যবান। কিন্তু আমরা কখনো এটা চিন্তা করি না, সময় আমাদের জীবনের জন্য কতটা বেশী মূল্যবান। আসলে দামী বিষয়টির গুরুত্ব বুঝতে পারলে সেই বিষয়টির প্রতি সকলের আকর্ষণটা বেশী থাকে, আর বুঝতে না পারলে সে বিষয়ে কোন আকর্ষণ থাকে না, এটা সাভাবিক বিষয়। একটু পরিস্কারভাবে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি।

আপনি যদি জানেন স্বর্ণের বর্তমান বাজার মূল্য এবং তার সাথে যদি জানেন লোহার বাজার মূল্য কত, তাহলে খুব সহজেই দুটোর মাঝের পার্থক্য বুঝতে পারবেন এবং স্বর্ণের প্রতি আপনার মাঝে একটু বেশী আকর্ষণবোধ তৈরী হবে। কারন আপনি বুঝতে পারছেন লোহার তুলনায় হাজার গুনবেশী দামী স্বর্ণ, আর দামী জিনিষটির প্রতি মানুষের আকর্ষণবোধ সব সময়ই বেশী থাকে।

জীবন তাদের খুবই মূল্যবান হয়ে উঠে, যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন। তাহলে জীবন দামী হবে, কতটা বেশী দামী হবে সেটা নির্ভর করবে আপনার সময়ের ব্যবহারের উপর। এখন চিন্তা করুন সময়ের মূল্য কতটা বেশী, যে সময়ের সঠিক ব্যবহারের কারণে আপনার জীবন অধীক মূল্যবান হয়ে উঠবে এবং আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে।

সময়কে আমরা দুইভাবে ব্যবহার করি, প্রথমত কার্যকর এবং দ্বিতীয়ত অকার্যকর ব্যবহার। যারা নিজেকে উপরের দিকে নিয়ে যেতে চায় এবং নিজের অবস্থান উন্নত করতে চায় তারা সময়ের কার্যকর ব্যবহারের ক্ষেত্রে সব সময় সচেতন থাকেন এবং যারা নিজের অবস্থান নিয়ে চিন্তা করে না তারা কখনো সময়ের কার্যকর ব্যবহার করেন না বরং অহেতুক সময়ের অপব্যয় বা নষ্ট করেন এবং জীবনের একটা সময় এর জন্য অনুতপ্ত এবং হতাশা প্রকাশ করেন।

আপনার অবস্থান নিয়ে আপনি কি কখনো চিন্তা করেছেন? আপনার সময়ের ব্যবহার নিয়ে আপনি কি কখনো ভেবে দেখেছেন, এগুলোর কার্যকর ব্যবহার করছেন নাকি অকার্যকর ব্যবহার করছেন? ফলাফলটি জানান চেষ্টা করুন, অনেক কিছুই পরিস্কার হয়ে যাবে স্পষ্টভাবে। যাইহোক, আজ গ্রামীন কিছু দৃশ্য শেয়ার করছি, আশা করছি দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে।

IMG_20211015_153213.jpg

IMG_20211015_153200.jpg

IMG_20211015_153201.jpg

IMG_20211015_153208.jpg

জীবন যেখানে কঠিন, রোদ-বৃষ্টি যেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না
দৃশ্যগুলো সিঙ্গাইর, মানিকগঞ্জ হতে ক্যাপচার করা হয়েছে।
ক্যামেরাঃ Redmi 9, Xiaomi


IMG_20211015_153105.jpg

IMG_20211015_153118.jpg

IMG_20211015_153153.jpg

গ্রামের সবুজ দৃশ্যাবলী, সবুজ-সৌন্দর্যে হৃদয় জুড়িয়ে যায়
দৃশ্যগুলো সিঙ্গাইর, মানিকগঞ্জ হতে ক্যাপচার করা হয়েছে।
ক্যামেরাঃ Redmi 9, Xiaomi


IMG_20211015_153130.jpg

IMG_20211015_153150.jpg

গ্রামের মাটির মেঠো পথ, হাঁটার মাঝেও দারুণ অনুভূতি তৈরী হয়
দৃশ্যগুলো সিঙ্গাইর, মানিকগঞ্জ হতে ক্যাপচার করা হয়েছে।
ক্যামেরাঃ Redmi 9, Xiaomi


ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

হাফিজুল্লাহ ভাই, আপনার কথাগুলো আমরা প্রত্যেকেই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শুনেছি কিন্তু শুনলেও আমরা বেশির ভাগই তা অনুধাবন করতে পারিনা। আপনার মত আমিও বিশ্বাস করি, যে সময়ের মূল্য অনুধাবন করতে পারে সেই সফলতা লাভ করে। আপনার উদাহরণ গুলো অনেক সুন্দর হয়েছে বিষয়টি বোঝার জন্য। আর ছবিগুলোও অসাধারণ। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

সত্যিই সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সঠিক সময়ে এটি ব্যবহার করতে না পেরে এক সময় হতাশা ভোগ করি। এটা খুবই দুঃখজনক। আমরা নিজেকে ধ্বংস করে ফেলছি। সময় এর অপব্যবহার করে ফেলছি আসলে আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন স্বর্ণ লোহার মাধ্যমে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার প্রতিটি পোষ্ট আমার ভালো লাগে। খুবই শিক্ষামূলক

 3 years ago 

ধন্যবাদ দাদা সুন্দরভাবে সময়ের মূল্য টা আমাদের সামনে তুলে ধরার জন্য। স্বর্ণ লোহার উদাহরণটা দিয়ে ব্যাপারটা আরো পরিষ্কার করে দিয়েছেন। এটি একটি শিক্ষামূলক পোস্ট যার মাধ্যমে আমরা সকলেই সময়ের গুরুত্বটা একটু ভালো করে বুঝতে পারলাম।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও বিষয়টি বুঝতে পারা এবং আপনার অনুভূতি ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

সত্যি বলছেন সময়ের অনেক দাম আছে। কারণ যে সময় একবার চলে যায় সেসময় পরবর্তীতে আর ফিরে আসে না। সেজন্য সময় থাকতে ভালো কাজগুলো করে নেওয়া উচিত। না হলে সেই কাজের জন্য পরে আফসোস করতে হয়। সেজন্য সময়ের গুরুত্ব হারাতে কাছে অনেক বেশি। আপনার তলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আমার ওগুলো খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

কাজের ক্ষেত্রে কিংবা সুযোগের ক্ষেত্রে আমাদের এ বিষয়টি মনে রাখতে হবে, সে সময় চলে যাবে সেটা আর ফিরে আসবে না। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া, আমাদের জীবনে সময়ের মূল্য অনেক বেশি। আমরা কি সময়ের মূল্য টা ঠিক দিতে পেরেছি?না আমরা কখনো দিতে জানি নাই।সময়ের মূল্য যদি আমরা সঠিকভাবে দিতে জানতাম তাহলে আমাদের জীবন হতো সুখময়। ভাইয়া, আমাদের এলাকার মুরুব্বিরা একথাটি সবসময় বলে
" সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় দিলেও কোনো কাজে আসবে না"

ভাইয়া,আপনার এই লিখাটি খুব ভালো লেগেছে।
জীবন যেখানে কঠিন, রোদ-বৃষ্টি যেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না"
ভাইয়া,আপনার সব ফটোগ্রাফিক থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রথমে ফটোগ্রাফি টা।
ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে শেয়ার করেছেন এবং এত সুন্দর ফটোগ্রাফি গুলো।😊

 3 years ago 

ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে খুব সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

সময়কে আমরা দুইভাবে ব্যবহার করি, প্রথমত কার্যকর এবং দ্বিতীয়ত অকার্যকর ব্যবহার।

সময় আমাদের জীবনের মূল্য বুঝিয়ে দেয়। সময় নিয়ে চিন্তা করলে সময়ও তাকে নিয়ে চিন্তা করবে এটাই স্বাভাবিক। ভাই আপনি অনেম সুন্দর করে সময়ের ব্যবহার ব্যাখ্যা করেছেন। আপনার অরতিটি লাইন গায়ের লোম দাঁড়িয়ে দেওয়ার মতো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে বুঝতে পারার জন্য।

 3 years ago 

"জীবন কতটা বেশি দামী হবে সেটা নির্ভর করবে আপনার সময়ের ব্যবহারের উপর"। এই কথাটির সাথে আমি একমত। আমাদের জীবনের মূল্য তখনই দামি হবে যখন আমরা আমাদের জীবনে সময়ের সঠিক ব্যবহার করতে শিখব। সময় ও স্রোত কখনো কারো জন্য থেমে থাকে না। এবং তা কখনো দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না। তাই আমাদের সকলের উচিত সময়ের কাজ সময়ে করে নিজের জীবনের সময়টাকে সঠিক মূল্য দেওয়া।
ভাইয়া আপনি সব সময় অনেক সুন্দর লেখেন। আপনার লেখাগুলো পড়ে সব সময় কিছু না কিছু শিখতে পারি। খুব সুন্দর লিখেছেন ভাইয়া এবং প্রকৃতির ফটোগ্রাফি গুলোও ভীষণ সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সহমত পোষণ করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি সত্যি বলেছেন সময়ের দাম অনেক।জীবনে সময়ের মূল্য অনেক বেশি।কারণ যে সময় একবার চলে যায় হাজার বার মাথা খুরলেও তা আর ফিরে আসে না।ভাইয়া আপনার লেখা পড়তে আমার খুব ভালো লাগে। আজকের লেখা বেশি ভালো লাগছে।আপনার লিখা পড়লে অনেক কিছু শিখা যায়।আপনার ফটোগ্রাফী গুলো অনেক সুন্দর হয়েছে। ভাইয়া এক কথায় অসাধারণ। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক ভালো লাগলো বৌদি আপনার সুন্দর মন্তব্য দেখে, আপনাদের সুন্দর মন্তব্যগুলো আমাকে আরো কিছু শেয়ার করার ক্ষেত্রে অনুপ্রাণীত করে। ধন্যবাদ

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া আমাদের প্রত্যেকের জীবনে সময়ের মূল্য অপরিসীম। কিন্তু আমরা কয়জন এই সময়ের মূল্য দিতে জানি। বেশিরভাগ লোকই সময়ের মূল্য বুঝে না। আপনি খুব সুন্দরভাবে জিনিসটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। ধন্যবাদ আপনাকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখার জন্য।

 3 years ago 

এটাই হলো সমস্যা, বেশীর ভাগ মানুষই এই ভুলটা করে থাকে। ধন্যবাদ

 3 years ago 

জীবন তাদের খুবই মূল্যবান হয়ে উঠে, যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন। তাহলে জীবন দামী হবে

আমিও আপনার এই কথার সাথে একেবারেই একমত। তার কারণ হচ্ছে আমাদের জীবন মূল্যবান করে গড়ে তুলতে চাইলে অবশ্যই সময়ের গুরুত্ব দিতে হবে। যে সময়ের গুরুত্ব দেয় নি সে সফল হয়েছে এমনটা খুব কমই দেখেছি।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66093.99
ETH 3559.79
USDT 1.00
SBD 3.13