ডিম দিয়ে পালং শাকের রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 years ago

Recipe Cover shak.png

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন।

আজ আমি আপনাদের সাথে ভিন্ন একটা রেসিপি শেয়ার করবো কারন ভিন্ন কিছু কিংবা ভিন্নতা সব সময় আমাদেরকে দারুণভাবে আকর্ষিত করে। তবে ব্যাচেলর জীবনে আমরা সবচেয়ে বেশী ভিন্নতা খুঁজার চেষ্টা করে থাকি। তবে তার পিছনে একটা কারণ থাকতো অবশ্য আর সেটা ছিলো সময়ের অভাব। তাই দ্রুততম সময়ে ভিন্ন কিছু তৈরীর চেষ্টা করতাম এবং তাড়াতাড়ি খেয়ে নিতাম। আসলে ভিন্নতার মাঝে সব সময় একটা ভিন্ন রকম স্বাদ লুকায়িত থাকে, এটা সেই ব্যাচেলর জীবন হতে টেষ্ট করে আসছি।

দেখুন জীবনে মোটামোটি অনেক কিছুর স্বাদ নেয়ার সুযোগ পেয়েছি কিন্তু সত্যি বলছি অনেক কিছুর স্বাদ যেমন সানন্দে গ্রহণ করেছি ঠিক তেমনি অনেক কিছুর স্বাদ হতে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কারন আমি সর্বদা নিজেকে একটা সীমা রেখার মাঝে রাখতে পছন্দ করি এবং সেই ধারাবাহিকতা এখনো নিজের মাঝে ধরে রেখেছি। কারন নিজের সীমার মাঝে থেকে সব কিছু উপভোগ করার মাঝে যে আনন্দ থাকে সীমা অতিক্রম করার মাঝে সেই আনন্দটা থাকে না বরং একটা অন্য রকম অপরাধবোধ কাজ করে তখন। তাই ইচ্ছা সত্ত্বেও আমি কখনো ভিন্নতা খুঁজতে গিয়ে নিজের সীমানার কথা ভুলে যাই নাই।

আজকের রেসিপিটা একটু ভিন্ন এই জন্য বললাম, আমরা সবাই ডিমের রেসিপি নানাভাবে খেয়ে থাকি তবে ডিম দিয়ে শাক খুব এটা কেউ চেক করেন না। আর এই ক্ষেত্রে আমি কিছুটা এগিয়ে আছি সেটা বলতে পারেন। আজ পালং শাকের সাথে ডিমের সহযোগিতায় দারুণ একটা ভিন্ন রকম স্বাদের রেসিপি আপনাদের সাথে ভাগ করে নিবো। চলুন তাহলে দেখি পালং শাকের ভিন্ন রকম একটা রেসিপি-

পালংশাক (2).jpg

উপকরণ সমূহঃ

  • পালং শাক
  • ডিম
  • পেঁয়াজ
  • রসুন
  • কাঁচা মরিচ
  • লবন
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

পালংশাক (3).jpg

প্রথমে শাকগুলোকে পরিস্কার করে কুটে একটা পাত্রে নিয়েছি কারন এই কাজডা খুবই সোজা, সবাই পারে হা হা হা।

পালংশাক (4).jpgপালংশাক (5).jpg

এখন একটি প্যান চুলায় বসিয়ে কিছু তেল গরম করবো তারপর পেঁয়াজ এবং রসুন স্লাইসগুলো দিয়ে দিবো।

পালংশাক (6).jpgপালংশাক (7).jpg

পেঁয়াজ এবং রসুনগুলো ভাজা ভাজা হয়ে আসলেই পরিস্কার করে রাখা শাকগুলো দিয়ে দিবো এবং তার সাথে কাঁচা মরিচ ও লবন দিয়ে দিবো।

পালংশাক (8).jpgপালংশাক (9).jpg

শাকগুলো একটু কমে আসলেই একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবো যেন আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।

পালংশাক (10).jpgপালংশাক (11).jpg

সিদ্ধ হয়ে আসলে ঢাকনা তুলে নিবো এবং শাকগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে দিবো।

পালংশাক (12).jpgপালংশাক (13).jpg

এখন সেই কাজডা করবো, আস্তে করে দুইডা আস্তা ডিম ভেঙ্গে নিবো এবং শাকগুলোর মাঝে ছেড়ে দিবো।

পালংশাক (14).jpgপালংশাক (15).jpg

এরপর আস্তে আস্তে শাকগুলোর মাঝে ডিমগুলোকে হারিয়ে যাওয়ার সুযোগ করে দিবো মানে সুন্দর করে মিক্স করে নেব। তারপর লবন চেক করে নামিয়ে নিবো।

পালংশাক (16).jpg

দেখুনতো এখন কেমন লাগছে? শাকের মাঝে ডিমের ছোঁয়া, একটু ভিন্ন রকম মনে হচ্ছে না? তবে বলেই দেই স্বাদটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। শুনেন ভিন্নতা আনতে গিয়ে ডিমের পরিবর্তে আবার অন্য কিছু দিয়ে চেষ্টা করিয়েন না তাইলে মাইরও খাইতে পারেন হা হা হা হা।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

New Benner ABB-6©.png

Sort:  
 3 years ago 

ভাইয়া ডিম দিয়ে কখনও শাক রান্না করিনি। আপনার রেসিপিটি একেবারে ইউনিক হয়েছে। এভাবে রান্না করলে কেমন লাগবে জানি না। কিন্তু আপনার ডিম দিয়ে শাকের রেসিপি দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। একবার বাসায় চেষ্টা করে দেখতে হবে।

 3 years ago 

হ্যা, এটা চেক করে দেখতে পারেন পালং শাক দিয়ে ভালোই লাগে।

 3 years ago 

দেখুন জীবনে মোটামোটি অনেক কিছুর স্বাদ নেয়ার সুযোগ পেয়েছি কিন্তু সত্যি বলছি অনেক কিছুর স্বাদ যেমন সানন্দে গ্রহণ করেছি ঠিক তেমনি অনেক কিছুর স্বাদ হতে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কারন আমি সর্বদা নিজেকে একটা সীমা রেখার মাঝে রাখতে পছন্দ করি এবং সেই ধারাবাহিকতা এখনো নিজের মাঝে ধরে রেখেছি। কারন নিজের সীমার মাঝে থেকে সব কিছু উপভোগ করার মাঝে যে আনন্দ থাকে সীমা অতিক্রম করার মাঝে সেই আনন্দটা থাকে না বরং একটা অন্য রকম অপরাধবোধ কাজ করে তখন। তাই ইচ্ছা সত্ত্বেও আমি কখনো ভিন্নতা খুঁজতে গিয়ে নিজের সীমানার কথা ভুলে যাই নাই।

যথার্থ বলেছেন ভাই । তবে রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে । পালং শাক খেতে ভালোই লাগে আমার । কবে দাওয়াত দিবেন বলেন ☺

 3 years ago 

ভাই চলে আসুন একদিন মজা হবে দারুণ।

 3 years ago 

আশা করি ভাল আছেন। আপনি খুব সুন্দর করে ডিম দিয়ে পালং শাকের রেসিপি তৈরি করেছেন। দেখতে অত্যন্ত অসাধারণ লাগছে। আপনার রন্ধনপ্রণালী বেশ ভালো দেখে মনে হচ্ছে নিশ্চয় অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। আসলেই পালং শাক আমার খুব প্রিয় ছবি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন ভাইয়া।

 3 years ago 

হ্যা, খেতে বেশ মজার হয়েছিলো, আমার কাছে ভালোই লেগেছে। ধন্যবাদ

 3 years ago 

আনকমন একটা রেসিপি দেখলাম। খুব ভালো লাগলো। ডিম দিয়ে পালং শাক কখনো খাওয়া হয় নাই।তবে দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে। বাসায় খাইতে হবে।আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হুম মাঝে মাঝে আনকমন কিছু বেশ স্বাদের লাগে।

 3 years ago 
  • সত্যি ভাই রেসিপি টা ইউনিক তো ছিল এবং বেশ আশ্চর্যজনকও বটে। মানুষ সবসময়ই ভিন্ন স্বাদ নিতে চাই। সেটা যেকোন ভাবে হতে পারে। ডিম দিয়ে কখনো পালং শাক ভাজি করতে দেখিনি। দারুণ ছিল রেসিপি টা। স্বাদটা কেমন হয়েছে সেটাও আপনি ভালো জানেন।
 3 years ago 

হুম সাথে মজাও ছিলো কিন্তু হি হি হি। আপনি চেক করে নিতে পারেন ভাই।

 3 years ago 

😍😍😍😍। ঠিক আছে ভাই

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনার রেসিপি টা সত্যিই খুব অসাধারণ হয়েছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তবে ভাইয়া আমি এর আগে কখনো পালং শাক দিয়ে ডিম রান্না করে খাইনি। আপনার রেসিপি দেখে শিখে নিয়েছে অবশ্যই বাসায় দিন ট্রাই করে খাব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আমরা সবাই ডিমের রেসিপি নানাভাবে খেয়ে থাকি তবে ডিম দিয়ে শাক খুব এটা কেউ চেক করেন না।

ভাই একদম ঠিক বলেছেন, আমি নিজেও শাক দিয়ে ডিমের রেসিপি খাই নাই। একদম ইউনিক লেগেছে আপনার রেসিপিটা। আসলেই আমাদের ভিন্ন কিছু টেস্ট করা দরকার তাহলেই নতুন রেসিপি আবিষ্কার করা সম্ভব হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

ডিম দিয়ে পালং শাকের সুস্বাদু রেসিপি দেখে জিভে জল চলে আসলো।তাই বারবার খেতে ইচ্ছে করছে। দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, ডিম দিয়ে পালং শাকের রেসিপি আমি এখনো তৈরি করিনি। তবে আপনার রেসিপির উপস্থাপন দেখে আমিও তৈরি করা শিখতে পারলাম। আপনার রেসিপিটা আমার কাছে অনেক ভাল লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল।

 3 years ago 

ডিম দিয়ে পালং শাকের অনেক মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার এই ডিম দিয়ে পালং শাক ভাজি রেসিপি দেখে সত্যিই আমার জিভে জল এসে গেল। আমি শুধুমাত্র পালং শাক ভাজি খেয়েছি তবে এরকম ভাবে ডিম দিয়ে কখনো পালং শাক ভাজি খাওয়া হয়নি। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। বাসায় আম্মুকে বলবো এভাবে একদিন আপনার মত ডিম দিয়ে পালং শাক ভাজি করতে। এত মজাদার এবং লোভনীয় একটি পালং শাক ভাজি রেসিপি আমাদের মাঝে অনেক চমৎকার ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

পালং শাক আমি খুব একটা খাইনা।শুধু পালং শাক না, আমি শাক ই খাইনা খুব একটা।তবে মাঝেমধ্যে খাই ইচ্ছে হলে।আপনার এই রেসিপি দেখে আজ খেতে ইচ্ছে করছে।কারণ ডিম দিয়ে আসলেই কখনো খাওয়া হয়নি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60209.30
ETH 2627.55
USDT 1.00
SBD 2.55