শুরুটা হোক ইতিবাচক চিন্তা দিয়ে || আমার কবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ দুপুর বন্ধুরা,

আমাদের জীবনে আমরা যত বেশী নেতিবাচক চিন্তা করি, ততো বেশী আমরা নিজেকে এবং নিজের মানসিকতাকে দুর্বল করে তুলি। আসলে নেতিবাচক চিন্তা সহজ বিষয়টিকে আমাদের সামনে আরো বেশী কঠিন করে তোলে। সহজ পথটি আমাদের নিকট বাঁকা হয়ে আসে। নিজের চিন্তায় যদি আমরা পরিবর্তন আনতে না পারি, চিন্তায় মাঝে যদি ইতিবাচক কিছু তৈরী করতে না পারি, তবে নিজের মনোবল কিংবা আত্মবিশ্বাস ধরে রাখাটা অসম্ভব হয়ে যাবে। আর যে কোন ক্ষেত্রে মানসিক মনোবল কিংবা আত্মবিশ্বাসের ঘাটতি থাকা মানে পরাজয়ের স্বাদ নিশ্চিত।

সুতরাং শুরুটা যদি হয় ইতিবাচক চিন্তা নিয়ে যে কোন ক্ষেত্রে, তাতে আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি বৃদ্ধি পাবে হোঁচট খাওয়ার পর আবার ঘুরে দাঁড়াবার শক্তি। আমি দুর্বল কিংবা এটা পারবো না, এই ধরনের চিন্তা আমাদের আরো বেশী দুর্বল করে রাখে কিন্তু ইতিবাচক চিন্তা বৃদ্ধি করে সবলতার মানসিকতা, বাড়িয়ে দেয় নতুনভাবে সব কিছু শুরু করার সাহসিকতা। মনের সামর্থ ‍বৃদ্ধির সাথে সাথে বাড়িয়ে দেয় জয়ের সম্ভাবনা।

IMG_20211105_122035.jpg

সুস্থ্য সুন্দর কল্পনা ভালো রাখে
আমাদের মন-মানসিকতা-
সফলতা অর্জনের স্বাদ
এনে দিতে পারে ইতিবাচক চিন্তা।
জ্ঞানের শুরুটা হয় দিয়ে শিক্ষা-
ইতিবাচক চিন্তা দিয়ে হোক শুরু দিনটা।

উচ্চতায় পৌঁছানো নয়তো সহজ
পদে পদে খেতে হয় হোঁচট-
চেষ্টা আর আত্মবিশ্বাসের জোরে
নিজের অবস্থানটা রাখতে হবে ধরে।
চিন্তাটা যদি থাকে সুন্দর-
আত্মবিশ্বাসটা হয়ে উঠে আরো বেশী নির্মল।

শুরু করার আগেই কিছু
থামিয়ে দিতে পারে চেষ্টা-
সহজ কিছু কঠিন হতে পারে আরো
যদি না মুছে ফেলো নেতিবাচক চিন্তা।
নেতিবাচক যে কোন চিন্তা
ভেতর থেকে বাড়িয়ে দেয় দুর্বলতা।

তোমার কাছে সবই তুচ্ছ
হেরে যাবে নিঃসন্দেহে-
বাঁকা বিষয়টিও সোজা হবে
সঠিক মনোবল আর আত্মবিশ্বাসের জোরে।
কঠিন অবস্থায় সবল থাকতে
বৃদ্ধি করা প্রয়োজন ইতিবাচক চিন্তা।

ভুল ভাবলেই ভুল হবে
বৃদ্ধি পাবে হেরে যাবার ভয়-
ইতিবাচক চিন্তায় সামর্থ্য বাড়বে
ঘুরে দাঁড়িয়ে ছিনিয়ে আনবে জয়।
কেন ভাবো নিজেকে অতি ছোট-
নেতিবাচক চিন্তায় ইতিবাচক বাদ দিয়ে?

IMG_20211105_122028.jpg

আমাদের চিন্তা শক্তি আমাদের কাজের পথ তৈরী করে দেয়, আমাদের ভাবনাগুলোই আমাদের পথের প্রতিবন্ধকতা হয়ে দেখা দেয়, তাই আমাদের চিন্তা-ভাবনাগুলোর পরিবর্তন সবচেয়ে বেশী জরুরী। যারা নতুন অবস্থায় নিজেকে সঠিক পথে রাখতে চায়, যারা নিজের পথকে আলোকিত রাখতে চায় সব সময়, তাদের উচিত সর্বদা ইতিবাচক চিন্তা এবং মানসিকতা তৈরীর প্রচেষ্টা অব্যাহত রাখা। হ্যা, কোন কিছুই সহজ না, তবে সহজ চিন্তা ভাবনা অনেক কিছুকেই সহজ করে দিতে পারে। মানসিকভাবে যদি সহজ ও ইতিবাচক ভাবতে না পারো, তবে কোনদিনও সেটা জয় করা সম্ভব হবে না।

IMG_20211105_122059.jpg

হোক না একটু কঠিন, হোকটা একটু পিচ্ছিল, তাতে কি? না হয় দু’চার বার হোঁচট খাবে, না হয় দু’চার বার ব্যর্থতার স্বাদ পাবে, সেগুলোকে সঙ্গী করে এগিয়ে যাবে। হোঁচট খাওয়ার পরই তো আমাদের বোধ শক্তি নতুনভাবে কাজ করে, হোঁচট আর দ্বিতীয়বার খাওয়া যাবে না, এই মানসিকতা তৈরী হতে থাকে। ব্যর্থতার স্বাদ ভালো না বলেই তো সবাই সফলতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করে। সুতরাং কঠিন হবে এবং থাকবেই কিন্তু আমাদের ইতিবাচক চিন্তা এবং মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

এখন তুমিই চিন্তা করো, কোথা থেকে শুরু করবে নিজের শুরুটা, ইতিবাচক নাকি নেতিবাচক কিছু দিয়ে? একটু ভিন্নভাবে আজকের বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছি নিজের কবিতার মাধ্যমে।

W3W Location Code: https://what3words.com/reviewed.conquests.giants
Device: Redmi 9, Xiaomi

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

সুতরাং শুরুটা যদি হয় ইতিবাচক চিন্তা নিয়ে যে কোন ক্ষেত্রে, তাতে আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি বৃদ্ধি পাবে হোঁচট খাওয়ার পর আবার ঘুরে দাঁড়াবার শক্তি।

চিন্তাটা যদি থাকে সুন্দর-
আত্মবিশ্বাসটা হয়ে উঠে আরো বেশী নির্মল।


আপনি এক কথায় অলরাউন্ডার। সবদিকেই আপনার দখল আছে। অনেক সুন্দর ছিল ছন্দ গুলো

 3 years ago 

অনেক ভালো লিখা লিখেছেন ভাইয়া,তারসাথে কবিতাটিও খুব সুন্দরভাবে মিলিয়ে নিয়েছেন। অনেক ভালোলাগে আপনার এইরকম লিখাগুলো৷ অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতার সাথে মূল্যবান কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ

 3 years ago 

না আর পারা গেলো না। শেষমেশ আপনিও কবি হয়ে গেছেন। তালে কিন্তু ভালো মিল খেয়েছে। তবে একটা কথা ঠিক যে আমাদের সমাজে বেশিরভাগ মানুষই এখন নেতিবাচক মনোভাব নিয়ে চলাফেরা করে। তাদের যদি কোনো কাজকে সহজ ভাবে দেখানোর চেষ্টা করা হয় তবে সেটাকে নেতিবাচক চিন্তার মধ্যে ফেলে বিষয়টিকে আরো কঠিনতম করে ফেলে।

 3 years ago 

হুর, একদমই না, মাঝে মাঝে একটু মনে রাখার চেষ্টা করি এগুলোকে কবিতা বলে, হি হি হি।
জ্বী সহমত আপনার সাথে, তাই ভালো কিছু করার জন্য আমাদের মানসিকতার পরিবর্তন জরুরী। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া প্রথমেই বলবো ছবিগুলো খুব বেশি সুন্দর হয়েছে।আসলেই আমাদের জীবনে ইতিবাচক চিন্তা যতটা ভালো বয়ে আনে ঠিক ততটাই খারাপ বয়ে আনে নেতিবাচক চিন্তা। আমরা যখন সারাক্ষণ নেতিবাচক চিন্তাই করতে থাকি তখন আসলে কোনো ভালো কাজ করে উঠাই সম্ভব হয়না।দিনশেষে যার ইতিবাচক মনোভাব আছে আর আছে আত্মবিশ্বাস সে ই সফল হতে পারে।

 3 years ago 

আসলেই তাই এতো বেশী পরিমান নেতিবাচক চিন্তা করি যে ইতিবাচক বিষয়গুলোর কথা একদমই ভুলে যাই। ধন্যবাদ

 3 years ago 

আসলে ইতিবাচক চিন্তা আমাদের জীবনকে অনেক কিছু পরিবর্তন করতে পারে। ইতিবাচক চিন্তার কারণেই মানুষ উন্নতি লাভ করতে পারে। ইতিবাচক চিন্তার না করলে সে কখনো সুখী হতে পারেনা। মনের ভিতর শান্তি আসে না। তাই ইতিবাচক চিন্তা আমাদের প্রত্যেকেরই করা খুবই দরকার মআপনার এই গল্পটি পড়ে আমি অনেক কিছু শিক্ষা লাভ করতে পেরেছি। আমার খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে আপনার ফটোগ্রাফি দুইটা আমার খুবই ভালো লেগেছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই ইতিবাচক মনোভাব নিয়ে আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

আমাদের এই ছোট একটা জীবন। একবার ই বাঁচবো আমরা জীবনে কিন্তু এই সুন্দর জীবনটা যদি খারাপ চিন্তা করতে করতেই কাটাই দি তাহলে ভালোর আলো আর জীবনে আসবেনা। আমাদের সকলের উচিত খারাপটা ভাবার আগে ভালোটা ভাবা।

 3 years ago 

একদম তাই ভাই, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া, শেষমেষ আপনিও কবি হয়ে গেলেন, কিন্তু ভাইয়া কবিতা টা কিন্তু দারুন ছিল, অসাধারণ একটি কবিতা লিখেছেন যেটা পড়তেই ভালো লেগেছে। ভুল করতে করতে মানুষ সঠিক টাকে খুঁজে বের করে। আর হোঁচট খেতে খেতে হাঁটার সঠিক রাস্তা চিনে নেয়। প্রতিটা কথায় জ্ঞানমূলক বলেছেন ভাইয়া , আপনাদের মত মানুষের জন্য আমরা এখনো সফল ভাবে কাজ করতে পারছি। অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

আরে না, আমি কবিতা পারি না, খুব ভালো হয় না, আপনারা একটু বেশী বেশী বলছেন।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

প্রথমেই বলব আপনার লেখা এই চমৎকার কবিতাটি পড়ে সত্যিই অনেক মুগ্ধ হয়েছি। ঠিক ই বলেছেন ভাইয়া, ইতিবাচক চিন্তা দিয়েই সবকিছুর শুরু হওয়া উচিত। ইতিবাচক চিন্তা আমাদের মধ্যে সাফল্য এবং সামর্থ্য নিয়ে আসে কিন্তু নেতিবাচক চিন্তা সেটা ধ্বংস করে। আপনার লেখা কবিতাটির সারসংক্ষেপ অসাধারন লেগেছে ভাইয়া। অনেক সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন আপনি। এই সময়ে এসে এই বিষয়টার প্রতি সবারই অনেক গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

শুনে অনেক খুশি হলাম আপু, যদিও কবিতা আমি খুব একটা লিখতে পারি না। ধন্যবাদ

 3 years ago 

ভাইজান অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন
আর পুরো লেখনী পড়ে মনের ভেতর কেমন এক অদম্য মনোবল কাজ করছে কেন জানি না।

আমাদের প্রত্যেকেরি ইতিবাচক মনোভাব থাকা উচিত, অথচ ব্যাস্ততার এই শহরে অনকেই পজিটিভ না ভেবে নেগেটিভ চিন্তা ভাবনা করে যা মোটেই ঠিক না

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66917.83
ETH 3499.90
USDT 1.00
SBD 2.89