প্রকৃতি নিরাপদ রাখে সব কিছু || Original Photography by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। যদিও বিগত কয়েক দিনের অসহ্যকর গরমে বেশ অস্থির হয়ে উঠেছি, শরীর কেমন জানি একটু হয়ে গেছে। ঐ পুরনো জিনিষ যেমন হয়ে যায়, ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছি কিনা হা হা হা। মজার কথা মনে পড়ে গেলো আমি কথা প্রসঙ্গে কিংবা দুষ্টমির ছলে বুড়ো হয়ে যাওয়া জাতীয় কোন কথা বললে আপনাদের ভাবি সেই ক্ষেপে যায় আর আমিও মাঝে মাঝে ক্ষেপানোর সুযোগটা দারুনভাবে লুফে নেই হা হা হা। আরে ভাই ক্ষেপানো কিংবা মজা নিতে কোন পয়সা খরচা করতে হয় না জাস্ট একটু বুদ্ধির জোর লাগে। তবে হ্যা যদি ক্ষেপার পরিমানটা বেশী হয়ে যায় তাহলে ডাবল জরিমানা গুনতে হয় কিন্তু হি হি হি হি।

তবে আজকের সকালটা দেখে কিছুটা স্বস্তি লাগছে মনে, হালকা মেঘের উপস্থিতির সাথে সাথে গরমের মাত্রাটা কিছুটা কম অনুভূত হচ্ছে কিন্তু দুপুর না হওয়া পর্যন্ত সেটা বুঝা যাচ্ছে না। কারন দুপুর হলেই গরমের প্রকৃত স্বাদটা সঠিকভাবে উপলব্ধি করা যায়, কি বলেন আপনারা? অবশ্য আমাদের দেশে গরম কিংবা শীত অথবা বৃষ্টিপাত নিয়ে নানা ধরনের কথা প্রচলিত আছে, যেমন শেষ গরম, মাঘের কঠিন শীত অথবা বৃষ্টির সাতকন্যা। যারা গ্রামীন পরিবেশে এখনো থাকেন তারা এই বিষয়গুলো হয়তো শুনে থাকতে পারেন। আমি বেশ শুনেছি এই জাতীয় গল্পগুলো আবার এগুলো বিরুদ্ধে কিছু বললে মুরুব্বীরা সেই ক্ষেপে যেতেন একদম বউ এর মতো হা হা হা।

IMG_20230915_115509.jpg

IMG_20230915_115457.jpg

যাইহোক, আজকে প্রকৃতি নিয়ে কিছু কথা বলবো না শুধু বলবো না তার সাথে সাথে প্রকৃতির সুন্দর কিছু সবুজ দৃশ্যও শেয়ার করবো মানে ঐ বলার সাথে দেখানোটাও ফ্রি হি হি হি। আসলে আজকালতো ভালো কাজের কদর নেই, সুন্দর ফটোগ্রাফিরও দর্শক নেই। দেখুন না আপনি আমি কত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করি ব্লগিং করার জন্য কিন্তু আমাদের কোন কদর নেই তার সাথে সাথে আমাদের কোন ফ্যানও নেই। বলুন এটা কি অন্যায় না আমাদের সাথে। না থাক বেশী বললে আবার সত্যিকারের ফটোগ্রাফার ক্ষেপে গিয়ে মামলা ঠুকে দিতে পারেন, পরে আবার মামলার হাজিরা দিতে দিতে আমাদের ফটোগ্রাফির সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে, তাই আর বেশী কিছু বললাম না।

IMG_20230915_115536.jpg

IMG_20230915_115538.jpg

IMG_20230915_115541.jpg

তবে প্রকৃতি নিয়ে অবশ্যই কিছু কথা বলবো। একটা প্রচলিত ডায়লগ আছে, ক্ষমতা লড়তে শেখায় কিন্তু বুদ্ধি ক্ষমতা না বরং বিজয়ী হতে শেখায়। এখানে দুটো বাণী রয়েছে আমাদের জন্য একটা হলো ক্ষমতার জন্য লড়াই করা ঠিক না কারন ক্ষমতা সর্বদা বিজয়ী করতে পারে না বরং হেরে যাওয়ার পথ বেশী প্রসস্ত করে আর দ্বিতীয়টি হলো ক্ষমতার চেয়ে বুদ্ধির জোর বেশী তাই ক্ষমতার পিছনে না ছুটে বরং বুদ্ধির ব্যবহার করতে শেখা উচিত। অবশ্য আমাদের কাছে এসব বাণীর কোন মূল্য আছে বলে আমার মনে হয় না, কারন আমরা বুদ্ধি না বরং ক্ষমতাকে বেশী গুরুত্ব দিয়ে থাকি।

IMG_20230915_115522.jpg

IMG_20230915_115527.jpg

এর সাথে সাথে আমি আরো একটা কথা বলতে চাই সেটা হলো ক্ষমতা আর বুদ্ধির বিষয়টি যদি সঠিকভাবে উপলব্ধি করতে পারেন তাহলে আপনাদের আরো একটা বিষয় সঠিকভাবে বুঝা উচিত সেটা হলো প্রকৃতি। উন্নতি আমাদের নিরাপদ নাও রাখতে পারে কিন্তু প্রকৃতি সর্বদা আমাদের জীবন ও ভূমিকে নিরাপদ রাখতে পারে। আপনি শততলা বিল্ডিং এর উপরেও অনিরাপদ হতে পারেন যদি প্রকৃতি আগ্রাসী হয়ে থাকে, আবার প্রকৃতি যদি শান্ত ও সবুজ থাকে তাহলে আপনি মাটির ঘরের মাঝেও বেশ নিরাপদ। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আমরা আজ উন্নতি চাইছি, প্রকৃতি ধ্বংস করে শততলা বাড়ীর পিছনে ছুটছি আর চিন্তা করছি সেটা আমাদের জন্য অধীক নিরাপদ, কতটা বোকার মতো চিন্তা করছি আমরা, আফসোস!

IMG_20230915_115511.jpg

IMG_20230915_115519.jpg

যাইহোক, এসব বিষয় আমরা বুঝেও অবুঝের মতো থাকতে বেশী পছন্দ করি কারন আমরা প্রকৃতি ধ্বংস করতে প্রস্তুত কিন্তু নিজেদের উন্নতি নষ্ট করতে একদমই প্রস্তুত নই। স্থায়ী ও নিরাপদ পরিবেশ রেখে আমরা ছুটছি অস্থায়ী উন্নতির পেছনে। হয়তো আমাদের বোধোদয় হবে সেদিন যেদিন আর কিছু করার সময় থাকবে না হাতে।

তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৩ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 11 months ago 

মহান রবের সৃষ্টি হলো এই প্রাকৃতিক। প্রাকৃতিক মানুষকে চারিদিক দিয়ে বেষ্টিত করে রেখেছে। প্রাকৃতির এই সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে। শহর অঞ্চলে থেকে গ্রাম অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ গুলো বেশি দেখা যায়। আর গ্রামের প্রকৃতি গুলো মনোরম পরিবেশে থাকে বলে দেখতে অনেক ভালো লাগে। ভাই আপনি বেশ কিছু ফটোগ্রাফি করছেন। আপনার প্রকৃতির ফটো গুলো বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমি আপনার এই কথাটার সঙ্গে শতভাগ একমত ভাই। প্রকৃতি কে ধ্বংস করে যে উন্নয়ন হয় সে উন্নয়ন আমাদের দরকার নেই। প্রকৃতি তার বিরুপ দেখানো শুরু করলে বেঁচে থাকা টাই দুস্কর হয়ে যাবে। আজ সারা দিন রোদ কম ছিল। তবে সেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা এখন পযর্ন্ত পাইনি। তবে মনে হচ্ছে খুব দ্রুতই পেয়ে যাব। আপনার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল ভাই।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

গ্রামের মুরব্বিরা এখনও ক্ষেপে যায় যদি বলি এসব অপসংস্কৃতি! শেষের গরম, মাঘের শীত, হাহা! তবে ফটোগ্রাফির কদর পেলে তো আমরাই এগিয়ে থাকতাম। প্রফেশনাল ফটোগ্রাফাররা আবার মামলা টুকেও দিতো 😁। যাক, আমরা বরাবরই বোকা মানুষ! দশতলা বিল্ডিং বানিয়ে বলি আমরা নিরাপদে আছি অথচ সবুজ শ্যামল প্রকৃতি তার থেকেও বেশি নিরাপদ

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 11 months ago 

আপনার পোস্ট পড়ে তো হাসতে হাসতে শেষ আমি। ভাবীকে তো তাহলে বেশ ভালোই ক্ষেপান। একেবারে ঠিক বলেছেন ভাই, আমরা বুদ্ধির চেয়ে ক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আসলেই প্রকৃতি নিরাপদ রাখে সবকিছু। কিন্তু আমরা তো নিজেদের অর্থনৈতিক লাভের আশায় প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি। যা অবশ্যই দুঃখজনক। আবহাওয়ার এমন ব্যাপক পরিবর্তন দেখেও কারো ভ্রুক্ষেপ নেই। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ক্ষমতা লড়তে শেখায় কিন্তু বুদ্ধি ক্ষমতা না বরং বিজয়ী হতে শেখায়

ভাইয়া আপনার লেখাগুলো যখনই পড়ি তখনই নতুন কিছু শিখতে পারি। আর খুবই ভালো লাগে। সত্যি ভাইয়া ক্ষমতা লড়তে শেখায় কিন্তু বুদ্ধি আমাদেরকে বিজয়ী হতে শেখায়। তবে আমরাই নিজ হাতে প্রকৃতি ধ্বংস করে ফেলছি। আর এর ফল ভোগ করছি। যাই হোক ভাইয়া আমাদের ভাবি হয়তো কোনদিনও চান না আপনি বুড়ো হন। আপনি তো ভাবির চোখে সব সময় নায়ক।😍😍

 11 months ago 

দারুন কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখলাম আজ আপনার পোস্টের মাধ্যমে। তবে আজকাল বিনা কারনে এমন সুন্দর প্রকৃতি গুলো কেটে সাভার করে দেওয়া হচ্ছে। যেটা মোটেও ঠিক নয়। কারন আমাদের কে বুঝতে হবে প্রকৃতি শুধু দু হাত ভরে আমাদের কে দিয়েই যায়। তাই প্রকৃতির ক্ষতি হয় এমন কাজ আমাদের করা উচিত নয়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট গুছিয়ে লেখার জন্য।

 11 months ago 

আসলেই ভাই প্রকৃতি যদি সবুজ আর শান্ত হয় তাহলে আমরা মাটির ঘরে থেকেও শান্তি পাই। প্রকৃতি কখনো নির্মম হতে পারে না প্রকৃতিকে নির্মম করা হয়। প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে ভাই, তবে ফটোগ্রাফি সম্পর্কে বেশি বলেন নাই ঠিকই করেছেন কারণ প্রফেশনাল ফটোগ্রাফাররা মামলা ঠুকে দিতে পারে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45