চেষ্টায় সব হয় ।। ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ দুপুর বন্ধুরা,

প্রাণীকুলের মাঝে মানুষই জন্ম হতে কিছু শিখে আসে না, বরং নিজের চেষ্টা এবং আগ্রহ দিয়ে ধীরে ধীরে সব কিছু আয়ত্ব করে নিতে হয়। পৃথিবীতে অনেক প্রাণীই আছে যারা জন্ম হতেই অনেক বিষয়ে অভিজ্ঞতা নিয়ে দুনিয়াতে আসে, তাদেরকে সেই সকল বিষয়ে কোন প্রকার ট্রেনিং নিতে হয় না আমাদের মতো করে।

আমরা ছোট হতেই বাবা-মার কাছে শিক্ষা নেয়ার চেষ্টা করি। তারপর স্কুল জীবন, কলেজ জীবন, চাকুরী জীবন এবং বাস্তব জীবন হতে নানা বিষয়ে নানা কিছুর অভিজ্ঞতা নিয়ে নিজেকে পরিপক্ক করার চেষ্টা করি। এই ক্ষেত্রে যারা সাধনা করে এবং সঠিকভাবে চেষ্টা করে, তারা কাংখিত দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে নিজের একটি সুন্দর অবস্থান তৈরীতে সক্ষম হয়। আর যারা তার ব্যতিক্রম করে তাদের অবস্থান হয় দুঃখজনক অবস্থানে। সুতরাং মানুষকে নির্দিষ্ট বিষয়ে সফলতা কিংবা দক্ষতা অর্জনের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালাতে হয়।

একটা বিষয় আমরা প্রায় শুনে থাকি, পড়ে যাওয়ার ভয়ে কেউ হাঁটা শেখা বাদ দেয় না, পানি খাওয়ার ভয়ে কেউ সাঁতার শেখা বন্ধ করে না। তবে কাংখিত ক্ষেত্রে সফলতা অর্জনে আমরা কেন চেষ্টাকে অব্যাহত রাখি না? এই প্রশ্নটি উপনাদের জন্য রইল।


1.jpg

2.jpg3.jpg

যে কোন ক্ষেত্রে আপনি যত বেশী চেষ্টা করবেন, যতবেশী আগ্রহ নিয়ে তা অব্যাহত রাখবেন, ততো বেশী নিখুঁতভাবে বিষয়টির উপর দক্ষতা অর্জনে সক্ষম হবেন, এই কথা নিশ্চিন্তে বলা যায়। এখন আমরা কাংখিত ক্ষেত্রে অনেক কিছুই প্রত্যাশা করি, কিন্তু সেই অনুযায়ী ফলাফল অর্জন করতে পারি না। কারনটা কি? একমাত্র উত্তর হতে পারে, আমরা সঠিকভাবে চেষ্টা করি না। আর একবার চেষ্টা করে কিছু করতে না পারলে হাল ছেড়ে দেই, দ্বিতীয়বার চেষ্টা করতে রাজি না। এই জন্যই আমাদের এই দশা!


4.jpg

5.jpg6.jpg

যাইহোক, আজকে আমি আপনাদের সাথে কিছু মাইক্রো ফটোগ্রাফি শেয়ার করবো। এগুলো ছোট আকৃতির ফুলের ফটোগ্রাফি। আমি মাইক্রো ক্যামেরা দিয়ে একটু বড় করে দৃশ্যগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি। যদিও আমি ফটোগ্রাফিতে দক্ষ না কিন্তু তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, হয়তো একদিন ঠিক সুন্দরভাবে কিছু ক্যাপচার করতে সক্ষমতা অর্জন করতে পারবো।


8.jpg

7.jpg9.jpg

এই ফুলগুলো হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এর একটি নার্সারী হতে ক্যাপচার করেছি। আসলে আমি কয়েকটি কারনে নিয়মিত হেমায়েতপুর যাতায়াত করি। এর মাঝে একটি হলো বাড়ী হওয়ার সময় এখানে বিরতি দেই এবং তারপর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেই। তাই প্রায় সময় এখানকার নাসার্রীগুলো পরিদর্শন করি এবং ব্যতিক্রম কিছু পেলে সেগুলোর ফটোগ্রাফি করার চেষ্টা করি।


10.jpg

11.jpg12.jpg

এই ফুলগুলোর গঠনশৈলী এবং সাইজের আকৃতি আমার কাছে বেশ ভালো লাগে। তাছাড়া দূর হতে বেশ আকর্ষণীয় মনে হয়। কারন এর রংটা উজ্জ্বল লাল, যার কারনে সবুজের মাঝে এই রকম কিছু বেশ আকর্ষনীয় মনে হয় দূর হতে। জানিনা আপনাদের কাছে কেমন লাগে? তবে আমি বেশ উপভোগ করি।

13.jpg


Device: Redmi 9, Xiaomi
W3W Code: https://what3words.com/bedrock.investors.travels

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png


Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপনার লেখাগুলো সবসময় অনেক ভালো লাগে ভাইয়া। এই কাটামুকুট ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমার আছে এই ফুলগাছ কিন্তু তেমন একটা ফুল ফোটে না।আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যা, এই ফুলগুলো আমার কাছেও অনেক ভালো লাগে। আশা করছি আপনার বাগানেও ফুল ফুটবে এবং আপনিও ফুলের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন।

 3 years ago 

সবুজের মাঝে উজ্জ্বল লাল আসলেই আকর্ষণীয়। আর তা যদি হয় সবুজ পাতার ফাঁকে লাল ছোট্ট ফুল তাহলে তো কথাই নেই।
আপনার মোটিভেশন গুলো খুব ভালো লাগে।

 3 years ago 

হ্যা, এটা ঠিক বলেছেন সবুজের মাঝে লাল বেশ ভালো লাগে আমাদের জাতীয় পতাকার মতো। ধন্যবাদ

 3 years ago 

ভাই আপনি একজন মোটিভেশনাল ব্লগার। আপনার লেখা পড়লে খুব অনুপ্রেরণা পাই।
ট‍্যালেন্ট যতই থাকুক পরিশ্রম ছাড়া কখনোই সফলতা পাওয়া যায় না। আমি ব‍্যক্তিগতভাবে বিশ্বাস করি সফলতার পেছনে ৯০% পরিশ্রম এবং ১০% ট‍্যালেন্ট।

ফুলগুলোর ছবি অসাধারণ হয়েছে ভাই।

 3 years ago 

এটাই বাস্তবতা, লক্ষ্য করে দেখুন আমাদের আাসে পাশে মেলা প্রতিভা পড়ে আছে, কিছু করতে পারছে না কারন তারা পরিশ্রম করতে রাজি না। ধন্যবাদ

 3 years ago 

হ‍্যা ভাই ঠিক বলেছেন। ধন্যবাদ 💖💖

 3 years ago 

আপনি প্রতিদিন খুবই সুন্দর সুন্দর বিষয় উপস্থাপনা করেন আমাদের সামনে ভাইয়া।যা থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি।এছাড়া জীবনের প্রতিটি ক্ষেত্রে চেষ্টা অব্যাহত রাখতে হবে আর সেটি হবে সঠিক প্রচেষ্টা এবং ধৈর্য্য।চেষ্টা ব্যতিত কিছুই অর্জন করা সম্ভব নয়।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু, লেখাটি পড়ে আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

ভাইয়া আপনে অসম্ভব সুন্দর একটা বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। আপনার পোষ্টগুলো সব সময় একটা নতুন ধরনের অনুপ্রেরণা জাগায়।

তবে কাংখিত ক্ষেত্রে সফলতা অর্জনে আমরা কেন চেষ্টাকে অব্যাহত রাখি না?

আসলে ভাইয়া প্রশ্নটার উত্তর দেওয়াটা যদিও একটু কষ্ট সাধ্য। আমরা আসলে এমন মানুষ সব সময় সহজ কিছুকে নিয়ে বা সহজ ভাবে সফলতাটাকে পেতে চাই আসলে জীবনের কাক্ষিত সফলতাটা তখনই আসবে যখন আমি কষ্টের দিকে না তাকি সফলতার দিকে তাকিয়ে কষ্টকে ফুলে গিয়ে এগিয়ে যাব। কিন্তু আমরা সফলতার পিছুনে ছুটার সময় অল্প কষ্টতেই পিছুপা হাটি। যার জন্য আমরা আমাদের সেই কাক্ষিত সাফল্যে পৌঁছতে পারি না।

আপনার লেখার সাথে সাথে ফটোগ্রাফি গুলো তুলনা হয় না। সব দিকে অসাধারণ একটা পোষ্ট। আপনার জন্য শুভ কামনা রইল ভাইয়া।

 3 years ago 

সেটাই ভাই, আমরা সত্যি অনেক কিছু প্রত্যাশা করি সফলতা নিয়ে কিন্তু সেই বিষয়ে যথাযথভাবে চেষ্টা করতে রাজি থাকি না কখনো। ধন্যবাদ আপনাকেও।

🥰💞❤️

 3 years ago 

ভাই আপনি আসলেই খুবই ভালো পোস্ট তৈরী করেন। আমি আপনার পোষ্ট মাঝে মধ্যে পড়ে থাকি এবং আপনি আসলেই আপনার প্রতিটি পোস্টের মাধ্যমে ভাল কিছু আমাদের সামনে উপস্থাপন করেন।

প্রাণীকুলের মাঝে মানুষই জন্ম হতে কিছু শিখে আসে না, বরং নিজের চেষ্টা এবং আগ্রহ দিয়ে ধীরে ধীরে সব কিছু আয়ত্ব করে নিতে হয়।

আর আপনার এই লেখাগুলো একদম প্রকৃত বাস্তবমুখী। মানুষ আসলেই জন্ম থেকে কিছু শিখে আসে না। তবে জন্মের পর মানুষ বিভিন্নভাবে তার অভিজ্ঞতাও জানার পরিধি মাধ্যমে সবকিছু শিখে নেয় এবং ভাল ও খারাপ সব বিষয়ে তার নলেজে অর্জন করে । এই বিষয়গুলো ছাড়াও আপনি সুন্দর সুন্দর কিছু ফুলের ছবি এখানে শেয়ার করেছেন। এটি দেখে আমি খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই লেখাটি পড়ে আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

একটা বিষয় আমরা প্রায় শুনে থাকি, পড়ে যাওয়ার ভয়ে কেউ হাঁটা শেখা বাদ দেয় না, পানি খাওয়ার ভয়ে কেউ সাঁতার শেখা বন্ধ করে না।

জ্বি ভাই আমাদের একটি কাজ করতে হলে চেষ্টার কোনো বিকল্প নাই।তাই কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার।আমাদের সফলতা অর্জন করতে হলে চেষ্টা করতেই হবে।


ফুলের ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

হ্যা, যত বেশী চেষ্টা হবে, সেই কাজটি ততোবেশী সুন্দরভাবে শেয়ার সুযোগ পাবো। ধন্যবাদ

 3 years ago 

অসাধারণ হয়েছে ফুলের ছবি গুলো।আমার দেখে খুব ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া আপনাকে এমন সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

আপনি অনেকগুলো কথা বলেছেন যার নাইটি 5% সত্য। জন্ম থেকে মানুষ শিখে আসে না হাঁটতে হাঁটতে চলতে চলতে হোঁচট খেতে খেতে মানুষ অনেক কিছু শিখে। আর ওই শিক্ষা অর্জন করে যদি মানুষ কাজে লাগাতে পারে ওই ব্যক্তি সফল ব্যক্তি। আমরা বেশিরভাগ মানুষেরই অলসতার প্রভাব টা একটু বেশি। আমরা যদি নিরলস পরিশ্রম করতে পারি তবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। শিক্ষার কোন শেষ নেই এটা কমবেশি সবাই জানে কিন্তু শিক্ষার প্রতি কেন যে আগ্রহ হয় না এটা কেউ বলতে পারবে না। আগের তুলনায় মানুষ এখন পরিশ্রম থেকে বিমুখ হয়ে গেছে। পরিশ্রম সফলতার চাবিকাঠি সেটা অনেকেই বুঝেও না বুঝার মত থাকে। ভাইয়া আপনার এই পোস্টটি আমার মত নতুনদের অনুপ্রেরণা যোগাবে। এটা মানতে হবে আপনি একটু ব্যতিক্রম মানুষ। আপনার পারসোনালিটি অনেক ভিন্নতা বুঝায়। ফুল গুলো অনেক সুন্দর এবং কি আপনার ফটোগ্রাফ গুলো দেখার মত। আর আপনার পোস্ট থেকে শিক্ষনীয় অনেক বিষয় থাকে। একজন জ্ঞানী ব্যক্তি সেটা মানতেই হবে।শুভেচ্ছা নিবেন ভাইয়া

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার সুন্দর এবং কাংখিত মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43