অমর একুশের শ্রদ্ধাঞ্জলি ও আবেগের কবিতা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। মায়ের ভাষায় মিষ্টি আলাপে হৃদয়ের মুগ্ধতায় স্পন্দন ধরে রাখছেন। যদিও আমরা দিন দিন ভাষার প্রতি যেমন আগ্রহ হারিয়ে ফেলছি, ঠিক তেমনি ভাষার শুদ্ধতা নষ্ট করার প্রতিযোগিতায় মেতে উঠেছি। ছোট বেলায় টিভির যে কোন অনুষ্ঠানে দেখতাম, সঠিক ও শুদ্ধ ভাষা ব্যবহারের চেষ্টা চলতো, কখনো কোন নাটক বা সিনেমায় ভাষার অপব্যবহার হলে সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে শ্লোগান-মিছিলে সেটার প্রতিবাদের ঝড় বইতো। কিন্তু সময় পাল্টে গেছে, আমাদের ভালোবাসায় ঘুণে ধরেছে, আধুনিকতার নামে অপসংস্কৃতির বেড়াজালে আটকে গেছি, যার ফলশ্রুতি একন ভাষার নামে কুভাষার প্রচলণ হলেও সেটা নিয়ে কোন কথা শুনি না।

একুশ আমার স্পন্দনের শিরায় শিরায়,
একুশ আমার হৃদয়ের নির্মল গভীরতায়,
একুশ আমার মিষ্টি বুলি আলাপে-প্রলাপে,
একুশ আমার মমতায় সৃষ্টি বাংলা ব্লগে।

তবে আমার বাংলা ব্লগ একটা সুবিধা করে দিয়েছে, ভাষার ব্যবহারে হৃদয়ের মাধুর্যতা প্রকাশের সুযোগ করে দিয়েছে এবং সর্বোপরি ইংরেজী ভাষার জয়জয়কারের মাঝেও বাংলাকে সম্মুখে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। হয়তো আমরা যেখানে সেখানে প্রতিবাদ করার সুযোগ তৈরী করতে পারছি না, হয়তো আমরা আমাদের কাংখিত সংগ্রাম নষ্ট মানসিকতায় ডুবে থাকা মানুষগুলোকে জাগ্রত রাখতে পারবো না কিন্তু সামাজিক মিডিয়ায় যেখানে অস্তিত্বের সংকটে ভুগতেছিলো সেখানে ঠিক শীর্ষে নিয়ে যাওয়ার মিছিলে এগিয়ে থাকবো। আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এবং আমার বাংলা ব্লগের সকল এ্যাডমিন, মডারেটর ও সদস্যদের পক্ষ হতে সেই সকল বীর সন্তান, ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

21 February.png

একুশ মানে বিপ্লবী সত্তা
হার না মানার সুর,
একুশ মানে মায়ের ভাষা
বিজয়ের রঙিন নুর।

একুশ মানে হৃদয়ের স্পন্দন
বাংলা মায়ের রূপ,
একুশ মানে বিজয়ের গল্প
রক্তে ভেজা মুখ।

একুশ মানে ভাষার আবেগ
সংগ্রামে চঞ্চল রাজপথ,
একুশ মানে এগিয়ে চলা
শ্লোগানে গরম সড়ক।

একুশ মানে মায়ের ডাক
মুগ্ধতায় ছড়ানো সুভাষ,
একুশ মানে ছিনিয়ে আনা
মমতায় মাখানো ভাষা।

একুশ মানে নতুন সকালে
ভ্রাতৃত্ব গড়ার নিমন্ত্রণ
একুশ মানে বাংলার সুরে
বিশ্ব বিজয়ের আমন্ত্রণ।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 5 months ago 

মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা। সেই সাথে শ্রদ্ধা আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা সহ সংশ্লিষ্ট সবাইকে, মাতৃভাষায় ব্লগিং এর সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের গৌরবের ২১ শে ফেব্রুয়ারি নিয়ে অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন ভাইয়া। ছন্দ কবিতার প্রাণ। আপনি জাদুকরি ছন্দের সন্নিবেশ ঘটিয়ে অসাধারণ এই কবিতাটি আমাদের উপহার দিয়েছেন। খুব ভালো লেগেছে কবিতাটি। আমাদের সাথে শেয়ার দিয়ে, পড়ার সুযোগ করে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

অনেক ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। আমার বাংলা সত্যি আমাদের সেরা পাওয়া।

 5 months ago 

একুশ মানে হৃদয়ের স্পন্দন
বাংলা মায়ের রূপ,
একুশ মানে বিজয়ের গল্প
রক্তে ভেজা মুখ।

অমর একুশের শুভেচ্ছা ভাইয়া 💐
অমর একুশের শ্রদ্ধাঞ্জলি এবং আপনার আবেগ এর কবিতা পড়ে হৃদয় ছুঁয়ে গেলো। আমাদের বাঙালিদের আজকের দিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ❣️ আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 5 months ago 

এতো কষ্টের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার প্রতি বর্তমানে আমরা একেবারেই শ্রদ্ধাশীল না। বলতে গেলে অনেকটাই অবহেলা করি বাংলা ভাষাকে। আমরা দিনদিন বিদেশি ভাষার প্রতি গুরুত্ব বেশি দিচ্ছি। বিভিন্ন নাটক সিনেমায় আগে অশ্লীল ভাষা ব্যবহার করলে, সেটা কেটে দিতো এবং আমরা শুনতে পেতাম না। কিন্তু এখন প্রায় স্পষ্ট শোনা যায়। উদাহরণস্বরূপ ব্যাচেলর পয়েন্টের নাটকের বেশ কিছু অশ্লীল ডায়ালগ একেবারে স্পষ্ট ভাবে শোনা গিয়েছিল। তবুও এসব নিয়ে এখন তেমন আন্দোলন করতে দেখা যায় না। তবে আমরা সত্যিই লাকী যে,আমরা বাংলা ভাষায় মন খুলে ব্লগিং করতে পারছি এই কমিউনিটিতে। যাইহোক মহান একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। কবিতাটি পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। বিশেষ দিবসে এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সত্যিই ভাইয়া আমার বাংলা ব্লগ আমাদের মনের অনুভূতি গুলো প্রকাশ করার একটা জায়গা করে দিয়েছে।অন্য ভাষা-ভাষীর সাথে আমাদের এই বাংলা ভাষার চর্চা কে চালিয়ে নিতে এর অনেক অবদান রয়েছে।অমর একুশে নিয়ে চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। ছন্দে ছন্দে ছন্দ মিলিয়ে চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

এটা ঠিক বলেছেন, আমার বাংলা ব্লগ আমাদের বাংলা ভাষা মাধুর্যতায় অনুভূতির প্রকাশের সুযোগ করে দিয়েছে। যাক, আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে ভালো লাগলো 🌼

 5 months ago 

একুশ আমাদের অহংকার, একুশ আমাদের প্রাণের স্পন্দন। আসলে আজকে আপনি ২১ নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আজকে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার জন্য মায়ের মুখের ভাষার জন্য বাংলার বীর সন্তানেরাও তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। সেই মাতৃভাষার জন্য তারা জীবন দিয়েছে আমরা সেই মাতৃভাষাকে সঠিকভাবে ব্যবহার করছি না। বাংলা ভাষাকে আমরা সম্মান করছি না। তাই আমাদের উচিত মাতৃভাষাকে রক্ষা করা এবং মাতৃভাষার সঠিক ব্যবহার করা। খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, এই কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 5 months ago 

একুশ আমার স্পন্দন
শিরা-উপ শিরায়
লাখো মায়ের অশ্রু চোখে
ভাসছে আজো পিড়ায়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43