অস্পষ্ট কিছুর ছায়া || আমার কবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ সকাল বন্ধুরা,

একটা বিষয় সবাই বেশ ভালোভাবে অনুভব করে, বিশেষ করে ছুটির অবসর দিনে কিংবা বৃষ্টির শীতল দিনে, আর তা হলো অতীতের বিশেষ কোন স্মৃতির অস্পষ্ট ছায়া। মাঝে মাঝে বড্ড বেশী জ্বালাতন করে, হঠাৎ কল্পনায় উদয় হয়ে প্রচন্ড ঝাঁকুনি দেয় হৃদয়টাকে। বাস্তবতার বন্ধনকে ঠেলে হারিয়ে যেতে চায় অতীতের আবছা আলোর মাঝে।

সত্যি বলতে অতীতের কিছু স্মৃতি, কিছু মায়া, অন্য রকম একটা আকর্ষণ, বাস্তবতাকে ঢেকে দিতে চায়। ধুলোর আস্তরে ঢেকে যাওয়া পুরনো ছবিগুলো আবার উজ্জ্বল হয়ে উঠতে চায়। কিন্তু বর্তমানের কঠিন মায়া চাইলেই কি ছিন্ন করা যায়, আবেগের টানে সব কিছু কি উপেক্ষা করা যায়?

অদ্ভুত, অস্পষ্ট কিছুর অনুভূতি নিয়ে আজকের কবিতাটি লেখার চেষ্টা করেছি, যদিও খুব বেশী দক্ষতা কিংবা ছন্দের মিল খুঁজে পাবেন না তবে কিছু একটা হয়তো আন্দাজ করতে পারবেন। খবরদার আগেই বলে দিচ্ছি উল্টা পাল্টা কিছু আন্দাজ করতে যাবেন না, হি হি হি।

lamp-4942111_1920.jpg

হঠাৎ অস্পষ্ট কিছু একটা
ভেসে উঠলো হৃদয়ের আয়নায়,
আচমকা একটা ঝাকুনি খেলো
শান্ত হয়ে থাকা হৃদয়টা।

আজকাল অনেক কিছুই ভুলে যাচ্ছি
অনেক স্মৃতিই ঝাপসা হয়ে আসছে,
কিন্তু তবুও একটা অদ্ভুত মায়া
এখনো খুজেঁ ফিরে কারো ছায়া।

মানুষতো অনেক কিছুই ভুলতে চায়
অনেক চিহ্নই মুছে ফেলতে চায়,
কিছু অনুভূতি, তিক্ত অভিজ্ঞতা
কষ্টের যন্ত্রনা, সাথে অতীত মমতা।

আমাদের দুর্বলতা চাইলেও পারি না
পেছনের সব মুছে ফেলতে,
স্পর্শ কাতর বিষয়গুলো পুরনো হলেও
ফিরে আসে বার বার কল্পনাতে।

তেমনই একটা অস্পষ্ট ছায়া
ভিন্ন অনুভূতির চিন্তা,
পেছনে ফিরতে চাইছে
পুরনো স্মৃতিকে জাগ্রত করতে।

মানুষের হৃদয় সত্যি বড়ই অদ্ভুত
হঠাৎ করেই হয়ে যায় বড্ড বেশী অবুঝ,
বাস্তবতাকে ছিন্ন করতে চায়
ভিন্ন অনুভূতির নিরন্তর আকাংখায়।

এ এক কঠিন বিড়ম্বনা
শীতল দিনে ঘিরে ধরেছে আমায়,
ভালোবাসার আলিঙ্গনকে ছিন্ন করতে চাইছে
অতীতের হারানো অস্পষ্ট এক মায়া।

people-2574169_1920.jpg

কবিতা মানেই আবেগকে প্রশ্রয় দেয়া, ভিন্ন অনুভুতিকে ছন্দের গভীরতায় প্রকাশ করা। কবিতা মানেই ভালোবাসার ছোয়া, ভিন্ন অনুভূতির ছায়া মিলে মিশে হারিয়ে যাওয়ার শব্দ মালা। আমি হয়তো লিখতে পারি নাই কবিতা, হয়তো ছিলো না ভালোবাসার ছোয়া কিন্তু হৃদয়ের আকুলতায়, কারো অস্পষ্ট ছায়ায় ছিন্ন করি নাই বন্ধন।

Image Source 1 & 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

অতীত এমন একটা বিষয় যা সম্পূর্ণরূপে স্মৃতির পাতা থেকে মুছে ফেলা যায় না। অতীতের কিছু পিছুটান, অতীতের কিছু আবছা মায়া আবেগের বশে বাস্তবতায় প্রভাব ফেলে।
খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার লাইনগুলো পড়ে আমিও কেমন জানি আবেগী হয়ে গেলাম।

মানুষের হৃদয় সত্যি বড়ই অদ্ভুত
হঠাৎ করেই হয়ে যায় বড্ড বেশি অবুঝ,

একদম ঠিক লিখেছেন ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য ।

 3 years ago 

মানুষের জীবনে কতো স্মৃতি বিজরিত অতীত থাকে। যেগুলো আবেগের বর্হিপ্রকাশ।সেটা কোন না কোন সময় চিন্তা ধারায় উঁকি দেয়।অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। আপনার লেখার দক্ষতা অনেক ভালো।এভাবে লিখতে থাকলে ভালো সফলতা পাবেন। 😍😍

 3 years ago 

ধন্যবাদ ভাই, কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। হ্যা, অতীত স্মৃতিগুলো মাঝে মাঝে সময়কে বেশ ভালোভাবে প্রভাবিত করে থাকে।

 3 years ago 

দাদা কবিতা শুরুর আগে যেভাবে হুঁশিয়ারি সংকেত দিয়েছেন আমার মনে তো এখন কিন্তু কিন্তু শুরু করে দিয়েছে। হিহিহিহি।

অনেক ভালো লিখেছেন দাদা । অতীত খুব যন্ত্রণাদায়ক কখনো আবার কখনও সুখের বার্তা নিয়ে আসে। তবে আমাদের উচিত ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান কে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়া। তবে এটা সত্যি যে মাঝে মাঝে অতীত আমাদের বড্ড বেশি আক্রান্ত করে ফেলে।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া প্রতিনিয়ত ঐ আমাদেরকে অস্পষ্ট ছায়া তাড়া করে চলেছে। নিয়ে যায় অতীতে কিছু দুঃস্বপ্নময় সময়ের কাছে। জীবন জীবনের গতিতে চলছে পিছনে ফেলে আসা স্মৃতিগুলো হৃদয়ের কড়া নাড়ে হঠাৎ করে। কিছু সময় আছে পুরনো স্মৃতির কথা মনে পড়লে ওই অস্পষ্ট ছায়ার কারণ এই হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতন। এটাও ঠিক আমরা চাইলে বর্তমানকে ফেলে অতীতে ফিরে যেতে পারবো না যা কখনো সম্ভব নয়। কিছু বৃষ্টির সময় কিছু শীতের উষ্ণতা কিছু গরমের তাপদাহ সবকিছুতেই জড়িয়ে আছে ভিন্ন ধরনের স্মৃতি। আপনার কবিতা তে ঝফসা চাহনি স্পষ্ট করে তুলেছে একটি মানুষের কিছু স্বপ্নময় সৃতি। আপনার কবিতাটা অসাধারন লেগেছে ভাইয়া। আপনি এত সুন্দর আবেগপ্রবণ কবিতা লিখতে পারেন আমি ভাবতেও পারিনি। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। অবিরাম ভালোবাসা ভাইয়া।

 3 years ago 

আমাদের দুর্বলতা চাইলেও পারি না
পেছনের সব মুছে ফেলতে

কী একটা গভীর কথা বললেন ভাই। সত্যি বলেছেন মানুষ চাইলেও অতীত কে মুছে ফেলতে পারে না। অতীতর দুঃখ স্মৃতিগুলো যদি মানুষ মুছেই ফেলতে পারত তাহলে অনেকের আজ বুকের মাঝে অজস্র কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না।

কবিতাটা অসাধারণ লিখেছেন ভাই।

 3 years ago (edited)

অতিথি বড়ই ভয়ঙ্কর। আমাদের অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে বাঁচতে হবে।আমরা অতীতকে নিয়ে যত ভাববো। আমাদের বর্তমান তত নষ্ট হয়ে যাবে।স্মৃতিগুলো বার বার পিছনে ফিরতে চায় কিন্তু আমাদের কিছুই করার থাকেনা বাস্তবতাকে মেনে নিয়ে সামনের দিকে আগানো উত্তম।

আর আপনি যে এত সুন্দর কবিতা লেখতে পারেন ভাইয়া।সত্যিই অসাধারণ ছিল। অসাধারণ চিন্তা নিয়ে আপনি কবিতাটি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার খুবই ভালো লেগেছে

 3 years ago 

বাহ্ সুন্দর তো । আপনি কবিতা লিখেছেন ভাই । ব্যাপারটা ভালো লেগেছে আমার কাছে । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

মানুষের হৃদয় সত্যি বড়ই অদ্ভুত
হঠাৎ করেই হয়ে যায় বড্ড বেশী অবুঝ,

এই লাইনগুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। মানুষের হৃদয় আসলেই অনেক বেশি অদ্ভুত। কখন যে কি চায় তা নিজেও জানেনা।কবিতা আপনি ভালোই লিখতে পেরেছেন, পড়েও খুব ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

কিছু অনুভূতি, তিক্ত অভিজ্ঞতা
কষ্টের যন্ত্রনা, সাথে অতীত মমতা

কবিতার এই লাইনটায় আমি আমার জীবনে মিল খুঁজে পাই। কিছু যন্ত্রণা আছে যা মনে পড়লে খুব কষ্ট লাগে। খুব সুন্দর করে আপনি আপনার মনের ভাব প্রকাশ করেছেন !

 3 years ago 

জ্বী ভাই বাস্তব কথাগুলো আমাদের কারো না কারো সাথে একদম মিলে যায়। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া কবিতার কথাগুলো বাস্তব জীবনের মতোই বাস্তব ছিল, আমাদের মনে এমন কোনো কথা থেকে যায় যেগুলো হাজার বছর পরেও উঁকি দিয়ে মনে করিয়ে দেয়, হাজার সুখে থাকলেও জীবনে একটা অশান্তি কথা রয়ে যায়। ভাইয়া, আপনি কিন্তু যথারীতি সুন্দর কবিতা লেখা শুরু করেছেন। কবিতার কথাগুলো খুবই ভালো লাগে অনেক ধন্যবা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64258.81
ETH 2772.25
USDT 1.00
SBD 2.65