প্রেমের কবিতা || হারাতে চাই নিজেকে

in আমার বাংলা ব্লগ2 years ago

hearts-1450300_1920.jpg

হ্যালো বন্ধুরা,

ভালোবাসা মানেই কি শুধুই আবেগ, নাকি প্রিয় মানুষদের সাথে অনুভূতির সন্ধি। পারস্পরিক বোঝাপড়ার সুদৃঢ় বন্ধনের সুন্দর সমীকরণই হলো ভালোবাসা। এটা এক পাক্ষীক না বরং উভয় পাক্ষীক হয়ে থাকে। যদিও আধুনিক যুগে বসবাস করেও আমরা বিয়ষটির সঠিক অর্থ অনুধাবন করতে ব্যর্থ হচ্ছি আর ভালোবাসার প্রতি অপবাদ দিতে কুণ্ঠিত হচ্ছি না।

ফেব্রুয়ারী মাসের ১৪তম তারিখ আজ, একটা ভিন্ন অনুভূতির আবেগ উষ্ণতা প্রাপ্তির আশায় উঁকি মারার চেষ্টা করছে হৃদয়ের জানালা দিয়ে । তবে হ্যা, ভালোবাসা কিংবা ভালোবাসা অনুভুতি শুধু এই একদিনের জন্য না। একদিনের ভালোবাসায় আমি বিশ্বাস করি না কারন বোঝাপড়ার সৃদৃঢ় বন্ধন একদিনের জন্য তৈরী হয় না। হতে পারে ভালোবাসার অনুভুতি নিয়ে মানুষটি অন্য কারো পাশে চলে গিয়েছে, হতে পারে ভালোবাসার মানুষটি একাকিত্বকে মেনে নিয়ে এখনো অপেক্ষার প্রহর গুনছে এবং হতে পারে ভালোবাসার মানুষটি প্রিয় ড্রেস পড়ে আমার জন্য বাড়ীতে অপেক্ষা করছে। অবস্থানটা যেখানেই হোক না কেন ভালোবাসার পরিমানটা সঠিক জায়গায় থাকার নামই হলো প্রকৃত ভালোবাসা। মানুষটি আমার পাশে নেই বলে ভালোবাসা হারিয়ে যাবে, সেটার নাম ভালোবাসা হতে পারে না, সেটা হলো মোহ।

শুধুমাত্র কাউকে কাছে পাওয়ার নামই ভালোবাসা হতে পারে না, শুধুমাত্র একদিনের জন্য কাউকে কাছে টানার নাম ভালোবাসা হতে পারে না, ভালোবাসা অনেকটা আকাশের মতো বিশাল এবং সীমাহীন। তাই আসুন একটু ভিন্নভাবে চিন্তা করি, মানুষটি পাশে থাকুক আর নাই বা থাকুক ভালোবাসাটা যেন ঠিক থাকে। যাকে ভালোবাসা যায় পাওয়া না পাওয়ার হিসেব সেখানে থাকে না বরং মানুষটির ভালো অবস্থান এবং সুখে থাকার প্রত্যাশাটি সর্বদা উজ্জ্বল থাকে।

আমি কবিতা লিখতে পারি না, কাব্যিক হৃদয়ের অনুভূতি খুব একটা কাজ করে না আমার ভেতরে। তবুও আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এ্যাডমিন @rme, বৌদি @tanuja এবং এক্সিকিউটিভ এ্যাডমিন @blacks দাদা, উনাদের কবিতা পড়ে মাঝে মাঝে কাঁপা হৃদয়ে কিছু একটা লেখার চেষ্টা করি। সেদিন ডিসকর্ডে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এ্যাডমিনের চারটি লাইন পড়ে কিছুটা আবেগিত হয়ে পড়ি এবং ভালোবাসা নিয়ে কয়েকটি লাইন লেখার চেষ্টা করি। আজকের ভালোবাসার বিশেষ দিনটিকে স্মরণ করে তা সকলের সাথে শেয়ার করে নিলাম। তবে হ্যা, কবিতাটি প্রিয় দাদার জন্য উৎসর্গকৃত।

valentines-day-2045468_1280.png

হারাতে চাই নিজেকে

সখী ভালোবাসা থাকে কোন সে দেশে?
জলে-স্থলে-আকাশে যায় না কেন ধরা
তুমি খোঁজো-আমি খোঁজি দিবানিশি
সকাল সন্ধ্যায় তার পিছনে ছোটি।

সখী তুমি কি দেখেছো ভালোবাসার রং?
লাল-সাদা-কালো কিংবা অন্য কিছুর আবরণ
আমিতো দেখেনি সম্মুখে কিংবা আড়ালে
তবুও ছুটছি শুধু নেশার আবেগে।

সখী তুমি কি আবেগে হারিয়েছো কভু?
ভিন্ন কিছুর খোঁজে অনুভুতির সীমান্তে
আমিতো হাঁপিয়ে উঠেছি বড্ড বেশী
ক্লান্ত শরীরে তীব্র কামনার মোহে।

সখী তুমি কি কভু ডুবেছো ঝড়ের সমুদ্রে?
সুখের শীতল পরশে জুড়াতে হৃদয়
ঝড়ের আঘাতে ক্ষত বিক্ষত মনে
দুরন্ত বাসনাকে পারছি না কেন থামাতে?

সখী তুমি কি শুনাতো পারো শান্তনার বানী?
যাদুর ছোয়াতে, নিরব সুখের পরশে-
আমি চাইছি শান্ত হতে, সীমানা বিদীর্ণ করে-
তোমার ভালোবাসায় নিজেকে হারাতে।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Banner.png

Sort:  
 2 years ago 

ভাইয়া, প্রথমত প্রেমের কবিতা মাথায় আসে না।আপনাদের দেখে উৎসাহ ও অনুপ্রেরণা পাচ্ছি।চেষ্টা করে দেখতে হবে একবার।সুন্দর হয়েছে কবিতাটি ভাইয়া।ভালোবাসা সত্যিই সীমাহীন,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু, একটু চেষ্টা করেছি মাত্র বাকিটা আপনাদের হাতে।

 2 years ago 

সখী তুমি কি দেখেছো ভালোবাসার রং?
লাল-সাদা-কালো কিংবা অন্য কিছুর আবরণ
আমিতো দেখেনি সম্মুখে কিংবা আড়ালে
তবুও ছুটছি শুধু নেশার আবেগে।

ভাইয়া ভালোবাসা সম্পর্কে অনেক সুন্দর একটি কবিতা লিখছেন। কবিতাটি পড়ে আমি খুবেই মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অনেক সুন্দর লিখছেন ভাইয়া। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাদের মুগ্ধতাই আমাকে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ

জি ভাই আপনি ঠিকই বলেছেন। ভালোবাসা একদিনের জন্য না ভালোবাসা হচ্ছে সারাজীবনের জন্য। যাকেই ভালোবাসবো তাকে মোন থেকে চির জীবনের জন্য ভালো বাসবো।

 2 years ago 

কিন্তু আমরা আমাদের মানসিকতাকে পরিবর্তন করে ফেলেছি, যেখানে বন্ধনা অনেক হালকা হয়ে যাচ্ছে দিন দিন।

 2 years ago 

পারস্পরিক বোঝাপড়ার সুদৃঢ় বন্ধনের সুন্দর সমীকরণই হলো ভালোবাসা।

ভালোবাসা নিয়ে খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন।
এতদিন অপেক্ষা করছিলাম আপনার কবিতার জন্য। সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই, এটাই বাস্তবতা যদিও আমরা এখন বাস্তবতার বাহিরে চিন্তা করি বেশী।

 2 years ago 

যাকে ভালোবাসা যায় পাওয়া না পাওয়ার হিসেব সেখানে থাকে না বরং মানুষটির ভালো অবস্থান এবং সুখে থাকার প্রত্যাশাটি সর্বদা উজ্জ্বল থাকে।

ভাইয়া অনেক ভালো লাগলো এই কথাটি শুনে।আমরা সত্যিই এসবকিছুই চাই,আমাদের ভালোবাসার মানুষগুলো যেন সবসময় সুখে থাকে।
আপনার এই কবিতাটি খুবই ভালো লাগলো ভাইয়া।আপনি কবিতা লিখতে পারবেন এটাই আশা করি,কারণ এই কবিতাটি খুবই ভালো হয়েছে।

 2 years ago 

আসলে ভালোবাসাটা এমনই হওয়া উচিত কারন প্রকৃত ভালোবাসায় পাওয়া না পাওয়ার হিসেব থাকে না।

 2 years ago 

সত্যি বলতে কি ভাইয়া আপনি যে কবিতা লিখেছেন আর উপরে যে আপনার মনের ভাবগুলো প্রকাশ করেছেন তার মধ্যে কোন মিল নেই। যেমন আপনি দাদার কয়েকটা কবিতার লাইন পড়ে কাঁপাকাঁপা হৃদয়ে আমাদেরকে উপহার দিয়েছেন অসাধারণ পরিপক্ক একজন কবির কবিতা। আমি সব সময়ে মানে করি আপনি অনেক জ্ঞানী আপনি অনেক বুদ্ধিমান এবং বিচক্ষণ একজন মানুষ। তাই আপনার কাছ থেকে এমনটা আশা করা আমার কাছে বিচিত্র কিছু মনে হয়নি। তবে আপনার কবিতাটির প্রতিটি লাইন ছিল অনেক অর্থকে গিরে। ভালোবাসার পাগল হয়ে দৌড়াতে দৌড়াতে একসময় কামনার আসক্ত হয়ে পড়ে, সেখানে হারিয়ে যায় ভালবাসা, দেখা দেয় বিবর্ণ চেহারা। যাই হোক আমাদের সাথে এত সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য এবং দাদা উৎসর্গ করার জন্য আপনার প্রতি রইল গভীর শ্রদ্ধা। আর আপনার এই কবিতাটি কোন লাইন বাদ দিয়ে কোন লাইন ধরবো খুবই কনফিউজড ছিলাম। তবুও এ কয়টা লাইন আমি নিলাম।

সখী তুমি কি আবেগে হারিয়েছো কভু?
ভিন্ন কিছুর খোঁজে অনুভুতির সীমান্তে
আমিতো হাঁপিয়ে উঠেছি বড্ড বেশী
ক্লান্ত শরীরে তীব্র কামনার মোহে।

ভালোবাসা দিবস উপলক্ষে আমাদেরকে এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম ভাইয়া।

 2 years ago 

ভালোবাসার আবেগটা এমনই ভাই, মাঝে মাঝে পাগল করে দেয় আবার মাঝে মাঝে সব কিছু রঙিন হয়ে ধরা দেয়। ধন্যবাদ

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

সখী তুমি কি দেখেছো ভালোবাসার রং?
লাল-সাদা-কালো কিংবা অন্য কিছুর আবরণ
আমিতো দেখেনি সম্মুখে কিংবা আড়ালে
তবুও ছুটছি শুধু নেশার আবেগে।

অসাধারণ একটি কবিতা আমাদের সকলের মাঝে উপহার দিয়েছেন ভাইয়া। ভাইয়া আপনি একদম ঠিকই বলেছেন ভালোবাসার কোন রং নেই। তবে ভালবাসার সেই কাল্পনিক রং প্রেমিক হৃদয় রাঙিয়ে দেয়। সেই কল্পনা তার রং তুলি দিয়ে হাজারো স্বপ্ন বোনে। দুটি হৃদয়ের আবেগ গুলো কল্পনার তুলিতে স্বপ্ন হয়ে দুচোখে ভাসে। অসাধারণ একটি কবিতা সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আসলে যারা কল্পনা করতে জানে তারাই ভালোবাসতে জানে, তাদের কাছে পাওয়া না পাওয়ার হিসেবটা মুখ্য থাকে না। ধন্যবাদ

 2 years ago 

তোমার ভালোবাসায় নিজেকে হারাতে।

সে তো আমিও চাই,খালি কাওকে খুঁজেই পাইনা।এই একটা বিশাল সমস্যা।

দারুণ লিখেন ভাইয়া কবিতা।

 2 years ago 

আহারে কি আফসুস, কি আফসুস! আফামনির জন্য।
ধন্যবাদ আপনাদের প্রশংসা আমার জন্য আর্শীবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই ভালোবাসা কোনো আবেগ না আবার আবেগও বটে। কাউকে কাছে পাওয়া ভালোবাসা না। তবে তাকে সবসময় অনুভব করা তার বিচ্ছেদে কষ্ট পাওয়াই ভালোবাসা। তাকে চোখে হারানোই ভালোবাসা। ভালোবাসার রং জাতি ধর্ম বর্ণ দেশ সীমানা হয় না। অসাধারণ লিখেছেন। এবং আপনার কবিতাটাও দারুণ ছিল। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসাই বেঁধে যে রাখে।

 2 years ago 

আসলে বাস্তবতা নিয়ে আমরা চিন্তা করি না, বরং আমরা অধিকাংশ ক্ষেত্রে নিজের মোহকে প্রাধান্য দেয়ার চেষ্টা করি, যার কারনে ভালোবাসার আসল চেহারাটা আমরা দেখতে পাই না। ধন্যবাদ

 2 years ago 

🙂🙂💖

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.030
BTC 68688.65
ETH 3764.71
USDT 1.00
SBD 3.51