আবেগের কবিতা || অপেক্ষার প্রহর || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ7 months ago

ferns-8345249_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি এবং চেষ্টা করছি ভালো থাকার। তবে কথা বলো বাস্তবতা এবং ব্যস্ততা দুটোর মাঝে একটা সমন্বয় থাকা প্রয়োজন। কারন আপনি যদি বাস্তবতাকে অস্বীকার করে ভালো থাকার চেষ্টা করেন তাহলে সেটা অনেকটা আকাশ কুসুম এর মতো হয়ে যাবে। বিপরীত মুখী অবস্থান নিয়ে আপনি কিছুই করতে পরবেন না এটা স্মরণে রাখতে হবে সর্বদা, তাই ভালো থাকার চেষ্টা করতে হবে তবে সেখানে বাস্তবতাকে মেনে নিয়ে। আর ব্যস্ততা বিষয়টিকে আমরা অনেক ক্ষেত্রেই পছন্দ করি না, কিন্তু ব্যস্ততা যে আমাদের শারীরিক ও মানসিকভাবে ফিট রাখার ক্ষেত্রে । এইজন্য বাস্তবতা এবং ব্যস্ততা দুটোর মাঝে একটা সংযোগ থাকা প্রয়োজন।

যাইহোক, বাস্তবতা বাদ দিয়ে এবার আসি কল্পনার জগতে, এখানে কিন্তু কোন কিছুর সাথে সংযোগ রাখার প্রয়োজন নেই। শুধু হৃদয়ে একটু চঞ্চলতা থাকলেই হবে, শুধু হৃদয়ে কারো মুগ্ধতা থাকলেই হবে, শুধু হৃদয়ের আয়নায় কারো ছবি থাকলেই হবে, না থাক আর বেশী কিছু বলবো না, যা বুঝার আপনারা বুঝে নিতে পারবেন, হি হি হি। যেহেতু আজ ভালোবাসা দিবস, সেহেতু মনের মানুষের কল্পনা নিয়ে আজ একটা কবিতা শেয়ার করছি। কবির কল্পনা মানে হৃদয়ের ছন্দতা, কবিতার আড়ালে কারো জন্য আবেগের কথামালা। আজকের কবিতাটির মাঝে যদিও কিছুটা বাস্তবতাকে প্রকাশ করার চেষ্টা করেছি, তবে ভালোবাসার বিষয়টিকে বাদ দিয়ে নয়। চলুন তাহলে কবিতাটি পড়ে দেখি-

hortensia-8472151_1280.jpg

সময়ের সাথে সময়
যাচ্ছে কেটে দ্রুত,
হৃদয়ের মাঝে শূণ্যতা
অন্ধকার ছড়াচ্ছে আরো।

কারো আশা-কারো প্রত্যাশা
হয়না কভু পূরণ,
তবুও হৃদয় কল্পনায় হাঁটছে
শুনছে না বারণ।

আবেগে ভাসে জল্পনা
হৃদয়ে নাচে প্রেম,
আহ্লাদে আটখানা হয়
দেখে কারো আগমন।

আসে পাশে কত স্বপ্ন
হৃদয় রাখে চঞ্চল,
কল্পনার সমুদ্রে ঢেউ উঠে
নিরবে হারায় স্পন্দন।

হতাশার মাঝে থাকে আশা
হৃদয়ের গভীরে ভালোবাসা,
অপেক্ষার পর অপেক্ষার প্রহর
যদি মিলে কারো দেখা।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 7 months ago 

ভালোবাসা দিবস উপলক্ষে আপনি ভালোবাসায় জড়ানো এই কবিতাটি লিখেছেন। আসলে ভালোবাসা একটা হৃদয়ের অনুভূতি, মনের গভীর থেকে এই অনুভূতিগুলো জন্মে। তাই প্রিয় মানুষকে কেন্দ্র করেই ভালোবাসার এই সুন্দর কবিতাটি লিখেছেন। আসলে কারো জন্য মনের ভিতরে অনেক স্বপ্নের ও আশা থাকে। সেগুলো যেন মনের ভিতরে লুকিয়ে থাকে। আজকের কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য, ভালোবাসা মানেই হৃদয়ের আবেগ, কল্পনার সীমানায় ভাসে মেঘ।

 7 months ago 

এত কিছু বলার পর কি আর কিছু বলা লাগে। যে সুন্দর করে আপনি আপনার ব্লগের ভূমিকা লিখেন তাতে তো অনেক কিছুই জানা হয়ে যায়। আর সেই সাথে আবার সুন্দর একটি কবিতাও আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আবেগর কবিতা পড়ে কিন্তু আমি নিজেও আবেগময় হয়ে গেলাম ভাইয়া। জাস্ট অসাধারণ ছিল।

 7 months ago 

একদমই না, আমি জানিতো আপনারা সবাই যেমন বুদ্ধিমান তেমন বুদ্ধিমতি হা হা হা। আপনাকেও ধন্যবাদ।

 7 months ago 

আসলে ব্যস্ততা হচ্ছে আমাদের জীবনের অংশ এবং চরম বাস্তবতা। এই বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবে না। আপনার পোস্টের ভূমিকা পড়তে ভীষণ ভালো লাগে। কারণ অনেক সুন্দর সুন্দর কথা লিখে থাকেন ভাই। যাইহোক ভালোবাসা দিবসে মনের মানুষের কল্পনা নিয়ে চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন ভাই। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

বাস্তবতা কারো নিকট অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায় আবার কারো নিকট আলোতে ঝলমল সড়ক, সর্বাস্থায় আমাদের নতুন নতুন শিক্ষা দেয়। অনেক ধন্যবাদ আপনাকেও।

 7 months ago 

বাহ আজকের ভালবাসা দিবস নিয়ে সবার অনেক সুন্দর সুন্দর অনুভূতি পড়তে পারলাম। শুধু আমি বাদ আছি আমার অনুভূতি প্রকাশ করি নাই হা হা হা। অপেক্ষার প্রহর প্রতিটি মানুষের জীবনে থাকে। সেটা যে কোন আপনজন কিংবা প্রিয়জনের জন্য হতে পারে। অপেক্ষা জিনিসটা খুবই বিরক্তিকর আমার কাছে। আপনি দারুণ কবিতা লিখলেন অপেক্ষা নিয়ে। প্রতিটি লাইন পড়ে ভালো লেগেছে।

 7 months ago 

হুম, সুন্দর দিন সমূহে আমাদের অনুভূতিগুলোও সুন্দর হয়ে যায়, যদি সর্বাস্থায় আমাদের অনুভূতিগুলো যদি এমন সুন্দর থাকতো তাহলে কতই না ভালো হতো। ধন্যবাদ

 7 months ago 

আপনার আবেগের কবিতা অপেক্ষার প্রহর পড়ে অনেক ভালো লাগলো। আপনার পোষ্টের কথাগুলো আমি সবসময় মনোযোগ দিয়ে পড়ি কারণ আপনি অনেক বাস্তবতা এবং বাস্তব কথা বলতে ভালোবাসেন।ভাইয়া আপনি বেশ দারুণ কবিতা লেখেন। ভালোবাসা দিবসে বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন
কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনাদের ভালো লাগাই আমার অনুপ্রেরণা, কবিতাটি ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ

 7 months ago 

আসলে বাস্তবতাকে বাদ দিয়ে জীবনের শান্তি খুঁজে পাওয়া সত্যিই অসম্ভব। বাস্তবতাকে নিয়ে আমাদের পথ চলতে হবে। আর কল্পনার জগতে প্রিয় মানুষকে নিয়ে অনেক কল্পনা আমরা দেখি, মনে হয় হৃদয়ের আয়নাতে প্রিয় মানুষটি বসবাস করে আর এই কল্পনার অনুভূতিগুলো অসাধারণ হয়ে থাকে। ভালোবাসা দিবস উপলক্ষে খুবই সুন্দর একটি ভালোবাসার কবিতা শেয়ার করলেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে ভালোবাসা খুবই সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমারও তাই মনে হয় ব্যস্ত থাকা জরুরি। ব্যস্ত থাকতে পারলে সবকিছু থেকেই নিজেকে আলাদা করা যায়। যাক,কল্পনার জগত আসলেই অন্যরকম। হৃদয়ের আয়নায় প্রিয় মানুষটি থাকলেই হৃদয়ে চঞ্চলতা সম্ভব। দারুণ লিখেছেন বরাবরের মতো 🌼

 7 months ago (edited)

আপনার কবিতাটি অনেক উপভোগ করেছি ভাইয়া, এককথায় দারুণ লিখেছেন। আপনার পোস্টের ভূমিকাও অনেক সুন্দর হয়েছে। এরকম সুন্দর সাহিত্যকর্ম আমাদের সাথে ভাগ করে নেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 7 months ago 

ব্যস্ততা এবং বাস্তবতা এই দুটো জিনিস আমাদের আসলেই মানিয়ে নেওয়া উচিত। কারণ ব্যস্ততা না থাকলে জীবন হয়ে যাবে বেমানান। আর যারা বাস্তবতা স্বীকার করতে পারে না , তারা কখনো ভালো কিছু আশা করতে পারে না জীবনে। যাইহোক, দাদা আপনার কবিতা নিয়েও তেমন কিছু বলার নেই কারণ আপনার কবিতা গুলো আমি সবসময় পড়ি, আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আজকের "অপেক্ষার প্রহর" কবিতাটাও তার ব্যতিক্রম হয়নি, অনেক বেশি সুন্দর হয়েছে, বিশেষ করে কবিতার ভাষাগুলো বেশ মাধুর্যপূর্ণ ছিল দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60007.10
ETH 2415.95
USDT 1.00
SBD 2.41