আমাদের মানসিকতা ও প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আলহামদুলিল্লাহ। আমি এখন পর্যন্ত ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। তবে একটা বিষয় অবশ্যই এখানে রয়েছে সেটা হলো ভালো থাকা আর ভালো থাকার চেষ্টা করা দুটোই মাঝে কিন্তু একটা বিষয় লুকিয়ে থাকে আর সেটা হলো অভিনয়। হয়তো যারা ভালো নেই তারা অভিনয় করে যাচ্ছে কিন্তু ভালো থাকতে পারছে না আবার সেটা কাউকে বুঝতে দিতেও চাইছে না। আবার কেউ কেউ ভালো আছেন কিন্তু সেটাকে ধরে রাখতে চাইছেন না বরং অন্যায়ভাবে সেটাকে নষ্ট করছেন। সত্যি আমরা বড়ই অদ্ভুত ভিন্ন ভিন্ন পরিবেশে। কেউ কিছু না পেয়ে হতাশ আবার কেউ কেউ কিছু পেয়েও হতাশ।

IMG_20231125_105313.jpg

পরিস্থিতির কারনে আমরা হয়তো নিজের পাওয়া কিংবা ভালো থাকাটা বুঝতে পারছি না, কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার পর সেটা ঠিকই ‍উপলব্ধি করতে পারি, যদিও তখন আর কিছুই করার থাকে না আমাদের পরিস্থিতির কাছে নিজেকে সপে দেয়া ছাড়া। আসলে আমরা মানুষ, সকল বৈশিষ্ট্যের বিবেচনায় হয়তো শ্রেষ্ঠ। না হয়তো এখানে রাখা যাবে না কারন এটাতে কোন সন্দেহ নেই। যদিও সন্দেহ রয়েছে আমাদের আচরণে, আমাদের কথায় এবং ভিন্ন মানসিকতায়। যার কারণে মাঝে মাঝে আমরা এটাও বলতে বাধ্য হই যে, সৃষ্টির সেরা জীব হয়েও আজ আমরা ভড্ড বেশী অদ্ভুত এবং নিকৃষ্টের শেষ সীমানায়। জানি না কবে আমাদের উন্নতি হবে এবং এই অবস্থান হতে বের হয়ে আসতো পারবো।

IMG_20231125_105132.jpg

IMG_20231125_105311.jpg

যদিও কোন লক্ষণ নেই এখান হতে বের হয়ে আসার। কারন প্রযুক্তি আমাদের আরো বেশী ভিন্ন মানসিকতা পোষণ করার সুযোগ তৈরী করে দিচ্ছে এবং ভবিষ্যতে সেটা আরো বেশী প্রকট হয়ে উঠবে। কারন আমরা উন্নত হচ্ছি গবেষণার ক্ষেত্রে, আমরা উন্নত হচ্ছি প্রযুক্তির উৎকর্ষতা সাধনে কিন্তু উল্টো দিকে আমরা আরো বেশী নিষ্ঠুর হচ্ছি প্রযুক্তির ভিন্ন ব্যবহারে, আরো বেশী আগ্রাসী হচ্ছি নিজের হীন স্বার্থ হাসিলের ক্ষেত্রে। সুতরাং সেরা জীব হিসেবে ভালো একটা অবস্থান তৈরীর আদৌ কোন সম্ভাবনা তৈরী হবে বলে মনে হয় না। নিজের ক্ষমতা এবং লোভী মানসিকতার প্রকাশ দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেটা কোনভাবেই আর আমাদের নিয়ন্ত্রণে থাকছে না এবং থাকবে না।

IMG_20231125_105130.jpg

যাইহোক, বাস্তবতা আমাদের অনেক কিছু শেখায় এবং শিখতে বাধ্য করে। কিন্তু আমরা সবটা দেখি এবং তারপর স্ক্রিনশটের মতো আবার সেটা ভুলে যাই, ভুয়ে যাই সেই শিক্ষাটা যেটার ব্যবহার নিশ্চিত করার কথা ছিলো। ভুলে যাই সেই দৃশ্যটা যে দৃশ্যটা আমার জন্য শিক্ষনীয় ছিলো। অনেকটা টিকটক দেখার মতো, শিক্ষণীয় কিংবা ভালো কিছু থাকলেও সেটা দেখার পরে স্ক্রল করে পরেরটায় এগিয়ে যাই এবং পরমুহুর্তে আগের দেখা বিষয়টির কথা ভুলে যাই। ভুলে যাওয়ার এই অভ্যেসটাই আমাদেরকে ভয়ংকর কিছুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

IMG_20231125_105119.jpg

IMG_20231125_105303.jpg

পরিবর্তন হোক আমাদের এই খারাপ অভ্যেসের, পরিবর্তন আসুক আমাদের এই ভুলে যাওয়া এবং স্ক্রল করে এড়িয়ে যাওয়ার মানসিকতার। না চাইলেও আমরা যেমন অনেক কিছু পাই ঠিক তেমনি না চাইলেও আমরা কিন্তু অনেক কিছু হারাই। সুতরাং আমাদের চৈতন্য ফিরে আসুক এবং আমরা শিক্ষণীয় বিষয় হতে প্রকৃতি শিক্ষা নিয়ে কাংখিত ক্ষেত্রে পরিবর্তন করার চেষ্টায় যেন ফিরে আসতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের লেখা এখানেই শেষ করছি। আশা করছি ফটোগ্রাফির দৃশ্যগুলো আপনারা উপভোগ করেছেন।

IMG_20231125_105239.jpg

তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 7 months ago 

বাস্তবতা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। আমরা সেখান থেকে শিখি কিন্তু আমরা সেগুলো ভুলে যাই। আসলে আমরা সৃষ্টির সেরা জীব তারপরেও আমরা সৃষ্টির সেরা জীব হয়েও সৃষ্টির সেরা জীবের মতো আমরা আমাদের ব্যবহার এবং চলাফেরা করি না। কারণ আমাদের মন মানসিকতা শুধু লোভ কিভাবে বড় হব, আর প্রযুক্তির কারণে উন্নত হওয়ার বদলে আমরা যেন আরো ভিন্না ব্যবহার করে অসৎ কাজ করে থাকি।

Posted using SteemPro Mobile

 7 months ago 

এটাই আমাদের চরম দুর্বলতা, আমরা কিছু সময়ের জন্য শিখি কিন্তু সেটাকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে পারি না। অনেক ধন্যবাদ

 7 months ago 

আমাদের মন মানসিকতা এবং প্রকৃতির ফটোগ্রাফি দারুন ছিল। একদিকে খুব সুন্দর বর্ণনা অন্যদিকে প্রকৃতির ফটোগ্রাফি গুলো। আপনি ঠিক বলছেন এমন কিছু মানুষ আছেন অনেক কষ্টে থাকে। কিন্তু তারা সব সময় মানুষের সামনে অভিনয় করে যায় তারা যে ভালো আছে। আবার অনেক মানুষ আছেন যারা শান্তিতে থেকেও কেউ তাদেরকে কোন কিছুতেই কুলায় না। অদ্ভুত প্রকৃতি আমাদের। আমাদের চারপাশে এমন কিছু জিনিস থাকে যার মূল্যায়ন আমরা একদম করি না। যখন জীবন থেকে হেরে যাই তখন টের পাওয়া যায় কত মূল্যবান ছিল। কিন্তু শেষমেষ আর কিছু করার থাকে না আফসোস ছাড়া।

 7 months ago 

সত্যি বড়ই অদ্ভুত আমাদের চারপাশের মানুষগুলো এবং তাদের প্রকৃতি, কিন্তু তবুও আমাদেরকে তাদের সাথে মিশতে হয় এবং অভিনয় করে যেতে হয়। অনেক ধন্যবাদ ।

 7 months ago 

ভাই বর্তমান যুগে বেশিরভাগ মানুষ অভিনয় করে যাচ্ছে প্রতিনিয়ত। ভালো না থাকলেও কারো সাথে মন খুলে সেটা শেয়ার করতে পারে না। কারণ মানুষ দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে।

আমরা উন্নত হচ্ছি প্রযুক্তির উৎকর্ষতা সাধনে কিন্তু উল্টো দিকে আমরা আরো বেশী নিষ্ঠুর হচ্ছি প্রযুক্তির ভিন্ন ব্যবহারে, আরো বেশী আগ্রাসী হচ্ছি নিজের হীন স্বার্থ হাসিলের ক্ষেত্রে।

একেবারে যথার্থ বলেছেন ভাই, দিন দিন আমাদের মন-মানসিকতা কেমন যেন হয়ে যাচ্ছে। সবাই একেবারে স্বার্থপর হয়ে যাচ্ছে। আমাদের মন-মানসিকতার পরিবর্তন বড্ড জরুরী। তবে এটা আদৌ সম্ভব বলে মনে হচ্ছে না। যাইহোক দারুণ লিখেছেন ভাই। পোস্টটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমাদের ভাবনায়, আমাদের কল্পনায় এবং আমাদের চেনতায় সর্বদা যে বিষয়টি উজ্জ্বল থাকে সেটা হলো স্বার্থ, যতদিন সেটাকে পরিবর্তন করতে না পারবো ততোদিন এই অবস্থার উন্নতি ঘটবে না। অনেক ধন্যবাদ

 7 months ago 

আমরা মানুষ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু মাঝে মাঝে আমাদের আচরণগুলো কেন জানি সৃষ্টির নিকৃষ্ট জীবের সমতুল্য হয়ে থাকে..... আসলে এই প্রযুক্তির আদলেতে দিন দিন অপকর্ম বৃদ্ধি হচ্ছে এবং আমাদের মন মানসিকতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক চমৎকার কিছু কথা উপস্থাপন করেছেন ভাই।

 7 months ago 

এখন আর মাঝে মাঝে হয় না ভাই ঘন ঘন হয়, কারন আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, মানবতার অনুভূতি হারিয়ে গেছে। অনেক ধন্যবাদ

আপনার মনের কথাগুলো এবং গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো অসাধারণ। গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে ।এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো আমি খুব মিস করি। আমার খুব ইচ্ছা করে প্রকৃতির কাছে থেকে সবুজ শ্যামল প্রকৃতির এই মায়া মুগ্ধ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল। ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59820.46
ETH 2409.96
USDT 1.00
SBD 2.42