বিষয়টি যখন ভীতিজনক

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কিছুদিন পূর্বে যখন লকডাউন শিথিল করার বিষয়টি আলোচনায় আসে, তখন অনেকের মতো আমিও এর বিরোধিতা করেছিলাম। আসলে আমি নিজেও সুবিধাজনক অবস্থানে নেই, গত বছরের ন্যায় এই বছরও আমাদের অফিসে উৎসব বোনাস হয় নাই। অফিসের দিক হতে অনেক সুবিধাহতে আমি নিজেও বঞ্চিত। সুতরাং আর্থিক সমস্যার মাঝে আমিও রয়েছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তবুও আমি লকডাউন উঠিয়ে দেয়ার পক্ষে নই। শিথিল করার ঘোষণার সময় অনেকের মতো আমি নিজেও এর বিরোধিতা করেছিলাম।

কারনটি ইতোমধ্যে অনেকেই বুঝতে পারছেন। কারন আমরা না সামাজিক দূরত্ব মেনে চলি, না মাস্ক এর সঠিক ব্যবহার করি। আমাদের শহরের ফুটপাতগুলো পুরো বছরের জন্যই অলিখিতভাবে হকারদের দখলে থাকে, মূল সড়কগুলোতে আজকাল হকার বসা শুরু করেছে। সাধারণ মানুষের হাঁটার সুযোগ সকল দিক হতে বন্ধ প্রায়। তাহলে আমারা যারা সাধারণ মানুষ রয়েছি, যাদের নিজের গাড়ী নেই, যাদের পাবলিক বাস ব্যবহার করতে হয় অথবা মাঝে মাঝে ফুটপাত ধরে হেঁটে যেতে হয়, তাদের অবস্থাটা একটু চিন্তা করুন?

IMG_20210717_104725.jpg

Location: https://what3words.com/wolves.propelled.emulated
Device: Redmi 9, Xiaomi

সত্যি বলছি এক ভীতিজনক অবস্থা বিরাজ করছে বর্তমানে। যদিও ইতোমধ্যে প্রধান প্রধান খবরের কাগজে দীর্ঘ যানজটের খবর প্রচারিত হয়েছে। গতকাল এই রকম একটি খবর পড়লাম, সকাল ১১ টার টিকেট কেটেছেন বাসের, সারাদিন বাসষ্ট্যান্ডে বসে কাটিয়েছে পুরো পরিবারের সকল সদস্যরা কিন্তু রাত অবধি সেই বাসষ্ট্যান্ড হতে বাস ছেড়ে যায় নাই। কারন দীর্ঘ যানজটে বাস নির্দিষ্ট স্থানে পৌছাতে পারে নাই। এখন চিন্তা করুন, পরিবারের সকল সদস্যরা কতটা ঝুঁকির মাঝে ছিলো? তাদের অবস্থান কতটা অনিরাপদ ছিলো!

আমাদের সমস্যা হলো, আমরা শুরুতে শুধুমাত্র লাভের কথা বিবেচনা করি, কিন্তু লাভের বিপরিতে যে ক্ষতির সম্ভাবনা রয়েছে সেটা আমরা বিবেচনা করতে ভুলে যাই। কিন্তু যখন ক্ষতিরমুখে পতিত হই, তখন মাথায় দিয়ে ভাগ্যের প্রতি দোষারোপ করতে শুরু করি। এটাই আমাদের প্রকৃত অবস্থা। বর্তমানে হয়েছেও তাই। ঈদকে সম্মুখে রেখে অনেকেই আর্থিক সুবিধার কথা চিন্তা করে, লকডাউন শিথিল করার জন্য নানাভাবে লবিং করেছেন এবং লকডাউন শিথিল হওয়ার পর মুচকি হেঁসে আনন্দ প্রকাশ করেছেন।

IMG_20210717_104659.jpg

Location: https://what3words.com/wolves.propelled.emulated
Device: Redmi 9, Xiaomi

কিন্তু আমরা যারা সাধারন মানুষ রয়েছি, তাদের অবস্থাকে আরো বেশী বিপদজনক করা হয়েছে। আমরা না পারছি ঘরে অবস্থান করতে, না পারছি নিজেকে পুরো সুরক্ষা দিতে। সত্যি এক চরম ভীতিজনক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। জানি না সামনে কি অপেক্ষা করছে। কারন গণপরিবহনে যাতায়াতের অতীত অভিজ্ঞতাগুলো খুব বেশী সুখকর না, আর ফুটপাতের কথাতো আগেই বলে দিয়েছি। বাকিটা আপনারাই বিশ্লেষন করে দেখুন! আমরা কতটা নাজুক পরিস্থিতি অতিক্রম করছি।

IMG_20210717_104703.jpg

Location: https://what3words.com/wolves.propelled.emulated
Device: Redmi 9, Xiaomi

আজকের লেখার সাথের চিত্রগুলোর প্রতি লক্ষ্য করুন, চারপাশের মানুষগুলোর দিকে একটু তাকান, দেখুন সবাই কতোটা সতর্ক! কারো মুখেই সঠিকভাবে মাস্ক নেই, যদিও কিছু মানুষের মুখে মাস্ক রয়েছে কিন্তু সামাজিক দূরত্ব বজায়ের কথাটি তারা একদম ভুলে গেছেন! সত্যি আমরা সবদিক হতে সেরা, কারন আমরা নিয়মের ধারে কাছেও থাকি না। যার কারনে নিয়ম-নীতি ভাঙ্গার বিষয়ে আমরা সব সময়ই নিজেদের সেরা হিসেবে প্রমান করি!

ধন্যবাদ সবাইকে।

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

| Community Page | Discord Group |

Sort:  
 3 years ago 

খুব ভালো উওস্থাপন করেছেন ভাইয়া।সচেতনতা ছাড়া এসময় কিছুই করা সম্ভব না।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সহমত পোষন করার জন্য।

 3 years ago 

লকডাউন উঠিয়ে দিলেই মানুষ দিশেহারা হয়ে যায় আনন্দে।

 3 years ago 

হ্যা, এটা আপনি ঠিক বলেছেন ভাই।

 3 years ago 

জীবন আর জীবন নাই ভাই ।সব কিছু এলোমেলো হয়ে গেছে। ভালো লিখেছেন ভাইয়া। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

ভালো লিখেছেন ভাইয়া।আপনার পোস্টের মধ্যে দিয়ে বাঙালিরা কতটা উদাসীনতার পরিচয় দেয় তা ভালো ভাবে স্পষ্ট।তারপর ও নিজেদের সতর্কতা অবলম্বন করতে হবে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব ভালো উওস্থাপন করেছেন ভাইয়া।সচেতনতা ছাড়া এসময় কিছুই করা সম্ভব না।

 3 years ago 

শিক্ষামূলক পোস্ট

ভাই সচেতন জাতি হিসেবে বাংলাদেশের মানুষদের নভেল পুরুষ্কার দেওয়া হবে।। হাহাহা
ভাই আমরা সত্যি লজ্জিত

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63407.49
ETH 2645.11
USDT 1.00
SBD 2.81