চিকেন আলুর মুচমুচে নাস্তার রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

Recipe Cover-alo .png

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন কিংবা ভালো থাকার চেষ্টা করছেন। কারন আমি সর্বদা ভালো থাকার চেষ্টাটিকে গতিশীল রাখার চেষ্টা করি। আজকে চমৎকার, না চমৎকার না স্পাইসি, না শুধু স্পাইসি না ক্রাঞ্চি টাইপের কিছু একটা আপনাদের সাথে ভাগ করে নিবো। কারন ঐ যে ভালো থাকার চেষ্টায় সর্বদা নিজেকে সংযুক্ত রাখি। এই স্বাদের, স্পাইসি, ক্রাঞ্চি কিছু খাওয়া মানেই হলো মনকে ভালো রাখার সহজ প্রচেষ্টা আর মন ভালো থাকা মানেই হলো ভালো থাকার প্রচেষ্টায় এগিয়ে থাকা, কি সত্যি বলছি না?

আমি এই একটা বিষয়ে বেশ উৎসাহি, আর সেটা হলো নতুন রেসিপি কিংবা নতুন কিছুর স্বাদ, না না না আবার অন্য কিছু ভাবিয়েন আপনারাতো সব সময় একটু বেশী বেশী বুঝেন হি হি হি। কারন নতুন কিছুর স্বাদ সর্বদা আমাকে দারুণভাবে উজ্জীবিত রাখে। এই জন্য অবশ্য আমার বউ মানে আপনাদের ভাবি আমাকে দারুণভাবে সহযোগিতা করে। মাঝে মাঝে নতুন রেসিপির আইডিয়া দেয়, আমি আবার তার ফুল ক্রেডিটটা নষ্ট করার জন্য কিছু একটার পরিবর্তন করে দেই, তাইপর দুইজন মিলেই সেটার বাস্তবায়ন, ধুর বাস্তবায়ন না আইডিয়া অনুযায়ী কার্যক্রম শুরু করি এবং তারপর বিশেষ কিছুর স্বাদ দারুণভাবে উপভোগ করি। তারপর, তারপর আর কি? ক্রেডিটটা ৫০-৫০ হয়ে যায়, কি বুদ্ধি আছে না আমার? হা হা হা। বুদ্ধি না থাকলে কি আর বউ পালা যায়, না পালা না সংসার করা যায়?

এবার দারুণ একটা রেসিপি তৈরী করেছিলাম, বেশ ক্রাঞ্চি এবং স্পাইসি ছিলো, আর স্বাদ কি আর বলবো ভাই, না থাক বেশী কিছু বলবো না পরে আবার আপনাদের মুখ ভিজে যাবে লোভের লুল পড়ে, হা হা হা হা। সত্যি বলছি দারুন ছিলো এবং খেয়ে দারুণ অনুভূতি কাজ করেছিলো। বিশেষ করে দুপুরে কিংবা সন্ধ্যায় বিশেষ নাস্তা হিসেবে এটা বেষ্ট, আমার মতে। কারন আমার স্বাস্থ্যগত কোন সমস্যা নেই, যাদের আছে তাদের জন্য বেষ্ট নাও হতে পারে, এর জন্য কিন্তু আমি দায়ী নই। তবে মাঝে মাঝে এই রকম ব্যতিক্রম কিছু চেষ্টা করে দেখতে পারেন, ভালো অনুভূতি কাজ করবে নিঃসন্দেহে। চলুন তাহলে আজকের দারুণ স্বাদের বিশেষ রেসিপিটি দেখি-

IMG20220716160923_01.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • চিকেন কিউব
  • আলু স্লাইস করা
  • চালের গুড়া
  • কর্ণ ফ্লাওয়ার
  • হলুদ গুড়া
  • মরিচ ‍গুড়া
  • ধনিয়া গুড়া
  • গরম মসলা পেষ্ট
  • আদা রসুন পেষ্ট
  • সয়া সস
  • টুথপিক
  • লবন
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20220716161005.jpg

IMG20220716161120_01.jpg

প্রথমে হাড্ডি ছাড়া চিকেন কিউব একটা বাটিতে নিয়েছি, সয়া সস এবং সকল মসলাগুলো পরিমান মতো দিয়েছি। (হাড্ডি কিন্তু সব সময় মজা লাগে না তাই এটাকে দূরে রাখাই এই ক্ষেত্রে ভালো হি হি হি)

IMG20220716161129_01.jpg

IMG20220716161301_01.jpgIMG20220716161350_01.jpg

এরপর চালের গুড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তারপর কি জানি বলে মেরিনেট করে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি।

IMG20220716185614_01.jpg

IMG20220716185639_01.jpgIMG20220716185727.jpg

তারপর আরো একটা বাটিতে কর্ণ ফ্লাওয়ার এর সাথে হালকা লবন নিয়েছি এবং পানি দিয়ে তা গুলিয়ে নিয়েছি।

IMG20220716185825_01.jpgIMG20220716185906_01.jpg
IMG20220716185941_01.jpgIMG20220716190529.jpg

তারপর আলুর স্লাইসগুলো কিছু সময়ের জন্য সেখানে ভিজিয়ে রেখেছি, তারপর সেখান হতে এক পিছ আলুর স্লাইস নিয়ে তার মাঝে মেরিনেট করা চিকেন হতে এক পিছ চিকেন নিয়েছি এবং আলুর স্লাইসটিকে ভাজ করে টুথপিক দিয়ে আটকে দিয়েছি।

IMG20220716190601_01.jpg

IMG20220716190726_01.jpgIMG20220716191606.jpg

তারপর একটা প্যান চুলায় বসিয়ে তাতে কিছু তেল ঢেলে গরম করেছি এবং সেগুলো তেলে মাঝে দিয়ে ছেড়েছি।

IMG20220716191932_01.jpg

IMG20220716191955_01.jpg

তারপর কিছুটা সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে দিয়েছি এবং উভয় পিঠ ভেজে নামিয়ে নিয়েছি।

IMG20220716192229_01.jpg

তৈরী হয়ে গেলো আমাদের আজকের বিশেষ নাস্তার বিশেষ রেসিপি, চিকেন আলুর মুচমুচে ফ্রাই। অনেক দিন পর দারুণ কিছুর স্বাদ পেলাম সত্যি। না না আজকে না, এটাতো পুরনো রেসিপি, কয়েক দিন আগেই করেছি। সুতরাং আপনারা নজর লাগালেও কিছু হবে না হা হা হা।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break2.jpg
Leader Banner-Final.pngbreak2.jpg

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break2.jpg

Banner Annivr4.png

Sort:  
 2 years ago 

ভিন্ন ধরনের খাবার খেতে কেনা পছন্দ করে ভাইয়া। আপনি দারুন একটি রেসিপি তৈরি করেছেন আসলে সবাই ইউনিক ভাবে কোন কিছু রান্না করে খেতে খুবই পছন্দ করে। ভাবি আপনাকে সহযোগিতা করে জানতে পারলাম আসলেই এইভাবে যৌথভাবে খুব সুন্দর করে রেসিপি তৈরি করেছেন জেনে ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

তারপর, তারপর আর কি? ক্রেডিটটা ৫০-৫০ হয়ে যায়, কি বুদ্ধি আছে না আমার? হা হা হা। বুদ্ধি না থাকলে কি আর বউ পালা যায়, না পালা না সংসার করা যায়?

আমাদের প্রিয় ভাবি মজার মজার রেসিপি তৈরি করেন আর আপনি সামান্য একটু আইডিয়া দিয়েই অর্ধেক ক্রেডিট নিয়ে নেন। এটা কিন্তু ঠিক নয় ভাইয়া। সত্যি ভাইয়া এই রেসিপি একেবারে দারুণ ছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এই ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে। আর আপনার ক্রিয়েটিভ আইডিয়া এবং ভাবির দক্ষতা সবকিছু মিলেমিশে দারুন একটি রেসিপি তৈরি হয়েছে। লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

হুম বুঝতে হবেতো, আজকাল বুদ্ধির মেলা দাম, সহজেই কেউ দেয় না হি হি হি। একদমই ঠিক না, তাহলে সামনের থেকে 100% ক্রেডিট নেয়া শুরু করবো কি বলেন?

 2 years ago 

যতই 100% ক্রেডিট নেন না কেন আমরা সবাই বুঝি সকল রেসিপির জাদুকর আমাদের প্রিয় ভাবি। আর আপনি হচ্ছেন ভাবির অনুপ্রেরণা। তাই দুজনেই 50% ♥️ 50%

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

আপনার যেই বুদ্ধি, তা না হলে কি ঝগড়া করার জন্য বিয়ে করে😉😉।নেহাৎ ভাবি ভালো মানুষ বলে আপনার সাথে মিলে মিশে থাকে।
তবে যাই হোক রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। দেখতে ও ভালো লাগছে।ইউনিক আইডিয়া।ভালো ছিলো ধন্যবাদ

 2 years ago 

কেন আরো কিছু ধার করতে হবে নাকি? হুম খুব ভালো মানে কিচ্ছু বুঝে না একদম তারের মতো সোজা হা হা হা।

 2 years ago 

বাহ😵চমকপ্রদ একটা রেসিপি শেয়ার করেছেন আজকে।
সত্যই অবাক হয়ে গেছি,যদিও সবই কমন ছিল তবে আইডিয়াটা ইউনিক ছিল।
এমন আরো রেসিপি আমাদের মাঝে আনুন,শুভ কামনা রইলো 🤎🖤

 2 years ago 

হুম স্বাদটাও বেশ চমকপ্রদ ছিলো ভাই, আহ কি দারুণ ছিলো। কমন কিছু নিয়ে আনকমন কিছু করার মজাটাই আলাদা।

 2 years ago 

ভাইয়া তো দেখছি খুবই চালাক অবশ্য চালাক না হলে কি আর বউ পালতে পারেন না না বউয়ের সাথে সংসার করতে পারেন।😁 হি হি হি
আসলে আমি আপনার রেসিপি চাইতে কথাগুলো বেশি মনোযোগ দিয়ে পড়েছি খুবই হাসি পাচ্ছে। একা একা হাসছি মনে হচ্ছে আমি সামনাসামনি বসেই আপনার সাথে কথা বলছি। আর হ্যাঁ রেসিপির কথা কি বলব দুজন মিলে যেহেতু বানিয়েছেন নিশ্চয়ই অসাধারণ হয়েছে। আর এই রেসিপিটি আমি প্রথম দেখলাম।

 2 years ago 

আরে না কি যে বলেন, এমনিতে আমি খুবই বোকা, এই জন্যইতো আপনার ভাবির সাথে সংসার করছি হি হি হি। বেশি হাসিয়েন না পড়ে লোকে পাগল টাগলও ভাবতে পারে হা হা হা।

 2 years ago 

চিকেন আলুর মুচমুচে নাস্তার রেসিপিটি দারুণ হয়েছে। দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হবে। চিকেন আলুর রেসিপি অনেক মজাদার হয়ে থাকে। বেশ সুন্দরভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, বুদ্ধি না থাকলে বউ পালা যায় না। তবে আপনার এই ভালো থাকার চেষ্টা সবসময় আমাকে দারুন উজ্জীবিত করে। হয়তো চেষ্টার মাধ্যমে সব সময় সফল হওয়া যায় না তবে চেষ্টা অব্যাহত রাখাটাই বুদ্ধিমানের কাজ। যাই হোক আজকের রেসিপির কথা খুব বেশি কিছু বলবো না। এমন একটি খাবার আপনি তৈরি করেছেন যা দেখেই জিভে পানি চলে এসেছে। এরপর পেটে সমস্যা হলে কিন্তু আমার দোষ দিতে পারবেন না হা হা হা হা।

 2 years ago (edited)

ভাই আপনি খুব সুন্দর করে চিকেন আলুর মজাদার নাস্তার রেসিপি শেয়ার করেছেন।রেসিপিটি আমার কাছে সম্পূর্ন নতুন।আমি অবশ্যই বাসায় ট্রাই করে দেখব।আপনাকে ধন্যবাদ ভাইয়া নতুন এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আমি সর্বদা ভালো থাকার চেষ্টাটিকে গতিশীল রাখার চেষ্টা করি।

হাফিজ ভাই আপনি যে কতটা গতিশীল আর চমৎকার হাস্যোজ্বল মানুষ তা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। উপর ওয়ালা আপনাকে সুস্থ রাখুন আর আমাদের মাতিয়ে রাখার শক্তি দিন।

চিকেন আলুর মুচমুচে নাস্তা 😋
আহ্ দেখেই লুল পরছে 🤤 ভাই পেট খারাপ করলে দোষ নাই ☺️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50