চিচিঙ্গা কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের ঝোল || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

Recipe Cover-chichinga.png

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন। দোয়া করি পরিস্থিতি সামলে ভালো থাকেন সর্বদা। কারন পরিস্থিতি যেভাবে দ্রুত খারাপের দিকে যাচ্ছে, বলা যাচ্ছে না কতটা খারাপ পরিস্থিতিতে পড়তে হবে আমাদের। আসলে সব কিছুরই একটা সীমা রেখা থাকে, যখন আমরা সেই সীমা রেখা অতিক্রম করে ফেলি, ঠিক তখন হতেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হতে থাকে। সুতরাং এখানে অমুক দায়ী, তমুক দায়ী, এসব বলে কোন লাভ নেই কিংবা পরিস্থিতি ঠিক হবে না। বরং তার চেয়ে বেশী উত্তম হবে যদি আমরা আমাদের নিয়ে চিন্তা করি এবং সব সামলে ভালো থাকার বিষয়টিকে প্রধান্য দেই।

আমি জানি না এটা আদৌ সম্ভব কিনা? কারণ আমি চাইলেই হয়তো ভালো থাকতে পারবো না, আমি চাইলেই সকল পরিস্থিতি এড়িয়ে যেতে পারবো না। বুঝলেন নাতো, আচ্ছা একটু পরিস্কার করেই বলি। ধরুন আমাদের দেশের পরিস্থিতি যদি আরো খারাপ হয়, জিনিষ পত্রের যোগান কিংবা দাম যদি নাগালের বাহিরে চলে যায়, তাহলে আপনি আপনার সঞ্চয় দিয়ে সেই ক্রান্তিকাল সময়টা কি পার হতে পারবেন? আপনি কি পারবেন আপনার পরিবারের সকল সদস্যদের মায়া ত্যাগ করে শুধু নিজেকে টিকিয়ে রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতে? না আমি জানি এটা কোনভাবেই সম্ভব না। এই জন্যই বললাম, আমাদের মতো অধিক জনসংখ্যার দেশে পরিস্থিতির অবনতি হলে কি কি ঘটতে পারে? সেটা নিয়ে চিন্তা করলেই গা শিউরে ওঠে।

আপনাদের খবর হয়তো আমি জানি না কিন্তু আমি নিজেকে এবং নিজের পরিবার নিয়ে বেশ চিন্তিত রয়েছি। এখনই সংসার ও পরিবার নিয়ে বেশ হিমশিম খাচ্ছি, অনেকগুলো টাকা লোন করেছি। এর মাঝে যদি পরিস্থিতির এ রকম অবনতি ঘটতে থাকে, তাহলে হয়তো টিকে থাকাটা আমাদের জন্য আরো বেশী কঠিন হয়ে যাবে। আমাদের জন্য যদি কঠিন হয়ে যায়, তাহলে সাধারণ মানুষগুলোর অবস্থা কি হবে? সেটা চিন্তা করে দেখুন একটু।

IMG20220629160708_01.jpg

উপকরণ সমূহঃ

  • টেংরা মাছ
  • চিচিঙ্গা
  • কাঁঠালের বিচি
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা
  • আদা রসুন পেষ্ট
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • জিরা গুড়া
  • লবন
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20220629160821_01.jpg

IMG20220629160846_01.jpg

প্রথমে টেংরা মাছগুলোকে কুটে পরিস্কার করে নিয়েছি তারপর হলুদ, মরিচের গুড়া ও লবন দিয়ে মাখিয়ে নিয়েছি।

IMG20220629160915_01.jpg

IMG20220629161621.jpg

এরপর একটা প্যান চুলায় বসিয়ে তেল গরমে করেছি এবং তারপর মাছগুলোকে ভেজে নিয়েছি।

IMG20220629162355_01.jpg

IMG20220629162423.jpg

এরপর চিচিঙ্গা স্লাইস করে দিয়েছি, তার সাথে হলুদ, মরিচ গুড়া ও লবন দিয়ে হালকা ভেজে নিয়েছি।

IMG20220629163216_01.jpg

IMG20220629163525_01.jpg

তারপর একটা কড়াই চুলায় বসিয়ে কিছু তেল গরম করেছি এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি।

IMG20220629163555_01.jpg

IMG20220629164340.jpg

এরপর হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুড়ার সাথে আদা রসুনের পেষ্ট এবং লবন দিয়েছি, সাথে হালকা পানি দিয়ে কষা করে নিয়েছি।

IMG20220629164359_01.jpg

IMG20220629165131_01.jpg

তারপর কষানো মসলার সাথে কাঁঠালের বিচি ও ভেজে রাখা চিচিঙ্গা দিয়েছি মিক্স করে নিয়েছি।

IMG20220629170258_01.jpg

IMG20220629170326.jpg

এরপর ঝোলের জন্য প্রয়োজন মতো পানি দিয়ে কিছু সময় ঝাল দিয়েছি এবং তারপর ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিয়েছি।

IMG20220629171128.jpg

IMG20220629171839.jpg

বেশ কিছুটা সময় এভাবে রান্না করার পর কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি দিয়েছি এবং পরিমান মতো ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি।

IMG20220629172608_01.jpg

হয়ে গেলো আমাদের আজকের স্বাদের চিচিঙ্গা, কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের ঝোল রেসিপি। আসলে কাঁঠালের বিচি দিয়ে যে কোন রেসিপি আমার কাছে দারুণ লাগে এবং আমাদের বাসায় মেলা রকমের রেসিপি তৈরী করা হয় এই কাঁঠালের বিচি দিয়ে। আজ ঝোল দেখুন অন্য কোন দিন শুকনা রেসিপি শেয়ার করবো, হি হি হি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break2.jpg
Leader Banner-Final.pngbreak2.jpg

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break2.jpg

Banner Annivr4.png

Sort:  
 2 years ago 

বর্তমানে দুবেলা দুমুঠো খাওয়াটাই সাধারণ মানুষের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। এমনটা যদি বেশিদিন ধরে চলতে থাকে তাহলে সাধারণ মানুষ হয়তো না খেয়েই মারা যাবে। তবে যাই হোক ভাইয়া আপনার আজকের রেসিপিটি খুবই অসাধারণ হয়েছে। এভাবে চিচিঙ্গা ও কাঁঠালের বিচি টেংরা মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ আপনাকে খুবই লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলেই ভাই, দিন মজুরদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, কি হবে কে জানে?

 2 years ago 

অসাধারণ একটি রেসিপি আমাদের সামনে উপস্থাপন করেছেন। দেখে তো জিভে জল চলে আসলো। যদিও চিচিঙ্গা এবং কাঁঠালের বিচি দিয়ে এইভাবে রেসিপি করে খাওয়া হয় নাই। তবে দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু রয়েছে। সেই সাথে আপনার উপস্থাপনা মাশাল্লাহ অনেক ভাল ছিল। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা তুলে ধরেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই না না সব জায়গায় জল ফেলতে নেই ভাই, তাহলে মামলা খেয়ে যাবেন কিন্তু হি হি হি

 2 years ago 

ভাইয়া সকাল সকাল খাবারের রেসিপি দিয়ে ক্ষুধা লাগিয়ে দিলেন। আমি সকালে খেতে পারি না। মাছ রান্নার কালারটা সেই রকম হয়েছে। খেতে নিশ্চয়ই খুব মজার হয়েছিল। অনেক ধন্যবাদ ভাইয়া মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

তাহলে দেরী কেন তাড়াতাড়ি নাস্তা করে নিন, আর আমার জন্য পাঠাতে ভুলবেন না কিন্তু।

 2 years ago 

জি ভাইয়া, শুকরিয়া। 🥰

 2 years ago 

এভাবে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে থাকলক অর্থাৎ দ্রবমূল্য বাড়তে থাকলে মনে হচ্ছে কয়েক মাসের মধ্যে পথে বসতে হবে😔।আর মধ্যবিত্ত পরিবারের অবস্থা কেমন হয় তা শুধু তারাই বুজে।

আপনার রেসিপিটি লোভনীয় হয়েছে ভাইয়া। আম্মুকেও দেখি বিভিন্ন রেসিপির সাথে এভাবে কাঁঠালের বিচি এড করে।

 2 years ago 

শুধু সরকার পথে বসবে না আপু সাথে আমাদেরকেও বসতে হবে, আর আমাদের দেশের পথের যে অবস্থা, তাতে বেঁচে ফেরার কোন সম্ভাবনা নেই।

 2 years ago 

বর্তমান পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে মধ্যবিত্তের জন্য বেশি কষ্টদায়ক। তাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে অনেক কষ্ট হচ্ছে কিছুই করার নেই। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সেটাই কামনা করি। আজকে চিচিঙ্গা কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের দারুণ ঝোল রেসিপি করেছেন। সত্যি খেতে অনেক সুস্বাদু হবে। এই ধরনের খাবার উপভোগ করতে কে না পছন্দ করে ভাইয়া।

 2 years ago 

মধ্যবিত্ত মানেই জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার লড়াই, কিন্তু সেই লড়াইয়ে এখন আর কেউ টিকে থাকতে পারবে না।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া টিকে থাকা খুবই কষ্টসাধ্য

 2 years ago 

পরিস্থিতি অনুযায়ী আসলে ভাই ভালো থাকার চেষ্টা করতে হবে। আর এই যে বাজারের অবস্থা তাতে আসলে পরিবার নিয়ে হিমশিম খাওয়াই হচ্ছে, তবে আল্লাহর উপর ভরসা। আপনি আজকে দারুন রেসিপি করেছেন টেংরা মাছ আমার খুবই পছন্দের কাঁঠালের বিচির পছন্দের। চিচিঙ্গা কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের ঝোল এরকম রেসেপি আসলে কখনো খাওয়া হয়নি তবে দেখতে বেশ লোভনীয় লাগছে।

 2 years ago 

হ্যা, কিন্তু এই ক্ষেত্রে আমাদের চেষ্টা কতটা ফলপ্রসু হবে সেটাই দেখার বিষয় এখন।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে চিচিঙ্গা কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার রেসিপি তৈরি দেখে আমার জিভে জল চলে এসেছে।এত চমৎকারভাবে একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মজার রেসিপি মানেই তো জিভে জল, আর কিছু প্রত্যাশা করেন নাকি আপনি, হি হি হি

 2 years ago 

আমি চাইলেই সকল পরিস্থিতি এড়িয়ে যেতে পারবো না।।

ঠিকই বলেছেন ভাই একা একা চাইলেও সব পরিস্থিতি সামাল দিয়ে চলা সম্ভব হয় না। এখন দেশের যে পরিস্থিতি বাতাস যেই দিকে যাবে ভালো সেই দিকে ওরা এই চলতে হবে।।

খুবই মজাদার এবং লোভনীয় রেসিপি প্রস্তুত করেছেন রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে বিশেষ করে কাঁঠালের বিচি দিয়ে প্রস্তুত করার রেসিপি আমার খুবই ফেভারিট।।

 2 years ago 

কিন্তু ওদের সাথে তাল মেলাতে গেলে তো সবাইকে সাগরে ঝাঁপ দিতে হবে, তখন কি হবে?

 2 years ago 

চিন্তা করবেন না,নিশ্চয়ই আল্লাহ একটা সঠিক পথ দেখাবে এই প্রত্যাশায় আসি সব সময়।যাই হোক মজার একটা রেসিপি দিয়েছেন। কাঠালের বিচি আমার অনেক প্রিয়।যে কোন সবজির সাথে দিলে খেতে বেশ ভালো লাগে।পরিবেশন করায় দেখতে বেশ লোভনীয় লাগছে।ধন্যবাদ

 2 years ago 

হুম ভরসা তো ঐ এক জায়গায় আছে এখনো, দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে আমাদের সাথে।

 2 years ago 

চিচিঙ্গা কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের ঝোল। রান্নার রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না আমার কাছে ভীষণ ভালো লাগে টেংরা মাছের ঝোল আপনার রেসিপি দেখতে অসাধারণ হয়েছে। আপনার রেসিপি দেখে আমার ভীষণ ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে সাজিয়ে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইলো।🤲🤲

 2 years ago 

টেংরা মাছ আমারও খুব প্রিয়, যদি আমি ঝোল পছন্দ করি না কিন্তু তবুও টেংরা মাছের ঝোল খাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59605.49
ETH 2607.69
USDT 1.00
SBD 2.42