মাশরুমের ফটোগ্রাফি এবং অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

ফটোগ্রাফির ব্যাপারে আমার অভিজ্ঞতা কিংবা অর্জন কোনটাই খুব বেশী না কিন্তু তাই বলে আমি কিন্তু এই বিষয়টিকে কখনো এড়িয়ে যাই নাই। বরং ব্লকচেইন এ ঢোকার পর হতে আমি যে তিনটি বিষয়ের উপর সবচেয়ে বেশী জোর দিয়েছিলাম তার মাঝে ফটোগ্রাফি ছিল অন্যতম। কারন না জানার বিষয়ে কাজ করার মাঝে দুটি অনুভূতি কাজ করে, এক সেই বিষয়ে কিছু জানার সুযোগ এবং দুই ছোট ছোট অর্জন।

হ্যা, খুব বেশী না হলেও অনেকেই আমাকে নানাভাবে উৎসাহ যুগিয়েছেন এই ক্ষেত্রে। আর তাদের ভালোবাসা এবং পরামর্শ আরো বেশী অনুপ্রাণিত করেছে আমাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই অনেক বিষয়ে চেষ্টা করতে চাই না এই বলে যে, আমি এটা পারি না, এটা কিভাবে সম্ভব, না দুঃখিত আমি পারবো না!

1.jpg

2.jpg

3.jpg

কিন্তু বাস্তবতা হলো, আমরা কেউ দক্ষতা নিয়ে জন্মগ্রহন করি নাই, বরং নিজের চেষ্টা এবং সাধনার মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলেছি। বার বার একই বিষয়ে চেষ্টা, ব্যর্থ হওয়া, খারাপ ফলাফল করা এবং তারপর আবার চেষ্টা করা, এভাবেই দক্ষতার পথ সহজ করে তুলেছে সবাই, যারা আজ দক্ষতার শীর্ষ অবস্থানে রয়েছে। সুতরাং আমরা যদি বসে থাকি এবং নিজের অবস্থান হতে নড়তে না চাই, তবে দক্ষতা সব সময়ই আমাদের জন্য ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে।

সেই জন্য আমি মনে করি, নিজের অবস্থান যেখানেই থাকুক চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং সেই ক্ষেত্রে অন্যরা যে সকল পরামর্শ প্রদান করেন, সেগুলো যথার্থভাবে অনুসরণ করতে হবে, তবেই সেই কাজটি আমাদের জন্য আরো সহজ ও ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এই কাজটা আমি ধারাবাহিকভাবে করার চেষ্টা করছি এবং করে যাবো। আজ হয় নাই তাতে কি, কাল হবে আর কাল না হলে পরশু হবে, এই বিশ্বাস নিয়েই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

4.jpg

5.jpg

6.jpg

যাইহোক, আমার কথা এবং অনুভূতি আমি প্রকাশ করেছি এখন আপনার কাজ আপনাকে করতে হবে যদি ভালো কিছু করতে কিংবা অর্জন করতে চান। আজও আমি কিছু ফটোগ্রাফি শেয়ার করবো আপনাদের সাথে আর সেটা হলো মাশরুমের ফটোগ্রাফি। আমি ইতিপূর্বে আপনাদের সাথে শেয়ার করেছি দুই ধরনের মাশরুম নিয়ে যেগুলো সাধারণ এবং যেগুলো কিছুটা বিষাক্ত ধরনের। কিছু যেমন স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, ঠিক তেমনি কিছু শুকনো কাঠের উপর জন্মায়।

7.jpg

8.jpg

9.jpg

আজকের ফটোগ্রাফির মাশরুম গুলো কিছুটা ছোট আকৃতির কিন্তু দেখতে সুন্দর লাগে। তাই ফটোগ্রাফি করার সময় আমি মাইক্রো ক্যামেরা ব্যবহার করেছি। এগুলো একটি মৃত এবং শুকনা গাছের ডাল হতে ক্যাপচার করা হয়েছে। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

10.jpg

11.jpg

12.jpg

W3W Location Code: https://what3words.com/latter.armful.crackling
Device: Redmi 9, Xiaomi

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb4.png

break.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ব্যাপারটা ভাবলে কিন্তু অদ্ভুত ভাইয়া।
এইযে মৃতের উপরে জীবিতর বসবাস,মৃতের উপরে জীবিতর বেচে থাকা। সৃষ্টিকর্তা আসলে কত অপরূপ ভাবে সব কিছুর সৃষ্টি করেছে। আপনার ফটোগ্রাফী খুব ভালো হয় ভাইয়া আর লিখাও মাশাল্লাহ।

 3 years ago 

মাশরুমের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই। আর আপনি অনেক সুন্দর কথা বলেছেন

আমরা কেউ দক্ষতা নিয়ে জন্মগ্রহন করি নাই, বরং নিজের চেষ্টা এবং সাধনার মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলেছি

আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময় এই কামনাই করি।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার মাসুরুমের ফটোগ্রাফ গুলো অনেক সুন্দর হয়েছ। যদিও অনেক ছোট কিন্তু আপনার মাইক্রোন ক্যামেরার কারণে মাসরুম গুলো অনেক বড় দেখা যাচ্ছে। ছোট বুঝার মতো কোনো কায়দা নেই। ভাই আপনি সবার থেকে একটু আলাদা এবং কি স্পেশাল কিছু উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটা আমার অজানা নয়। তবে আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন ভাইয়া। আমরা আমাদের মেগা মেধা বিকাশের জন্য কিছুই করতে চাইনা। একটা কথা আছে চেষ্টা করলে উপায় হয়। আপনি চেষ্টা করেছেন বিদায় আপনি আজকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন আর ওই জায়গাটা হচ্ছে সফলতার। আমরা কোন কিছু করার আগেই চিন্তা করি যে পারবোনা আমাকে দিয়ে হবেনা এটা ১০০% সত্যি বলেছেন ভাইয়া। পরিশ্রম এর পেছনে যে সফলতা সেটা আমরা বুঝতে চাইনা। এটাই হচ্ছে আমাদের বড় ব্যর্থতা। আমাদের সবার উচিত কোনো কিছুকে এড়িয়ে পিছনে না পেলে বারবার চেষ্টা করে এগিয়ে যাওয়া। ভাইয়া আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন আপনি অনেক সুন্দর উপস্থাপনা করেন। আপনার জন্য ভালোবাসা অবিরাম ভাইয়া

 3 years ago 

ভাইয়া মাশরুমের ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর করে তুলেছেন। আপনার ফটোগ্রাফির দক্ষতা অনেক ভালো। কেউ জন্ম থেকে দক্ষতা নিয়ে জন্মায় না এটা ঠিক নিজে চেষ্টা করতে হবে। একবার না পারিলে বারবার করে চেষ্টা করতে হবে। তাহলে আমাদের সফলতা আসবে এটাই বাস্তব।

ভাইয়া আপনার এই লেখাটি আমার খুব ভালো লেগেছে।

"আমরা যদি বসে থাকি এবং নিজের অবস্থান হতে নড়তে না চাই, তবে দক্ষতা সব সময়ই আমাদের জন্য ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে"

আমরা পারবো না বলে বসে থাকি, তাহলে কখনো সাফল্য আসবে না।

 3 years ago 

না জানার বিষয়ে জানার আগ্রহ থাকাটা একটি রহস্যের মতো ভাইয়া।মজার সঙ্গে সঙ্গে অনেক কিছু শেখার প্রচেষ্টা।বারবার পরতে পরতে উঠে দাঁড়ানোর মধ্যে রয়েছে অর্জন।আপনার লেখাটি খুবই শিক্ষনীয়।ফোটোগ্রাফি গুলি খুব সুন্দর।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার প্রতিটা পোস্টে শিক্ষামূলক কথাবার্তা থাকে যা আমাদের প্রতিটি মানুষের জন্য অনেক উপকারে আসে। পোস্টের মাধ্যমে এমন কিছু কথা আপনি তুলে ধরেন যেটা বাস্তব জীবনের সাথে পুরোপুরি মিলে যায়। কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা যথেষ্ট, শুধু প্রয়োজন নিজের লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়া । তবে জিবনে উন্নতি আসবেই।

অনেক সুন্দর কথা বলেছেন আপনি অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার মাশরুমের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। এই ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ। আর আমাদের শরীরের জন্য মাশরুম খুবই উপকারী। তাই আমাদের প্রত্যেকেরই মাশরুম খাওয়া উচিত।

 3 years ago 

ভাইয়া আপনার এই পোস্টে লেখা কথাগুলো ভীষণ অনুপ্রেরণা মূলক কথা। আমরা কেউ দক্ষতা নিয়ে জন্মগ্রহণ করি না বরং নিজের চেষ্টা এবং সাধনার মাধ্যমে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলেছি। খুব সুন্দর ভাবে আপনি কথাগুলো সাজিয়ে লিখেছেন। আপনার তোলা মাশরুমের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

হ্যা ঠিক বলেছেন আসলে যে বিষয়ে অনেকে দক্ষ না কিন্তু সেইটা নিয়ে ভালো করার আর চেষ্টা করে না। তারা বিষয়টিকে এড়িয়ে যায় আরো, তাদের মাঝে একটা ভয় কাজ করে যে জানিনা কিছু না কি করবো শেষে সবাই হাসাহাসি করবে এইরকম একটা মনোভাব থেকে যায় তাদের মধ্যে। যে বিষয়ে জানা নেই সেই বিষয়টা একবার জানার পরে কাজ করার মধ্যে একটা আনন্দ খুঁজে পাওয়া যায়। মাশরুমের ফোটোগ্রাফিগুলো দারুন হয়েছে।

 3 years ago (edited)

আপনাকে সেজন্যই খুব ভালো লাগে যে আপনি একজন বাস্তববাদী।আপনার লেখাগুলোর মধ্যে আপনার ভিতরকার মনোভাবটি স্পষ্টভাবে প্রস্ফুটিত হয়।

যেমনটি আজকে লিখেছেন।মার পেট থেকে কেউ বিজ্ঞানী বা কবি বা সেরা লেখক হয়ে বের হয় না।

আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে,আল্লাহর দেয়া প্রতিভা ১% আর ৯৯% প্রতিভা নিজেকে অর্জন করে নিতে হয়।

অনেক সুন্দর লিখেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64319.13
ETH 3411.87
USDT 1.00
SBD 2.51