স্কুল জীবনের সহপাঠীদের সাথে নৌ ভ্রমন

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

জীবনকে গতিশীল রাখার জন্য চাই সম্পর্ক, হয়তো আপনাদের তালিকায় আরো কিছু বিষয় সংযুক্ত রয়েছে কিন্তু আমার কাছে সম্পর্কটা সব সময়ই বেশী প্রাধান্য পায়। আমি সম্পর্কগুলোর প্রতি একটু বেশী যত্নশীল থাকার চেষ্টা করি, এটা সেই ছোট বেলা হতেই করে আসছি। আসলে সম্পর্কটাকে আমি ভিন্নভাবে দেখে থাকি, আমার দৃষ্টিতে সম্পর্ক অনেকটা রঙিন আকাশের মতো যেখানে ভালোলাগার অনুভূতিগুলোর উপস্থিতি বেশী থাকে আর সম্পর্ক বিহীন বিষয়গুলো অনেকটা মেঘলা আকাশের মতো চাইলেও ভিজতে হয় আর না চাইলেও ভিজতে হয়, সব কিছু ইচ্ছে মতো উপভোগ করা যায় না। এবার দেখি আপনারা কি ভাবছেন এবং সম্পর্কগুলোর ব্যাপারে আপনাদের অভিমত কি রকম।

কিছু দিন পূর্বে স্কুল জীবনের বন্ধুগুলোর সাথে কিছু সময় উপভোগ করার জন্য, দুষ্টুমিতে মাতিয়ে রাখার জন্য পুরো দিনটাকে আগলে রেখেছিলাম। সেদিন পুরো দিনটাই বেশ সুন্দর অনুভূতি তৈরীর মাধ্যমে উপভোগ করতে সক্ষম হয়েছিলাম। প্রথম পর্বটি ইতিমধ্যে আপনাদের সাথে ভাগ করে নিয়েছি। আজ তার দ্বিতীয় অংশ মানে ণৌ ভ্রমনের কিছু দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নেব। দুপুরের খাওয়া শেষে নৌ ভ্রমন শুরু হয় এবং শেষ হয় সন্ধ্যা সাতটার দিকে। কারন আসার সময় নৌকার স্পিড কিছুটা কম রাখা হয়েছিলো, শীতের দিনতো না হলে সবাই ঠান্ডায় জমে যেতাম হি হি হি।

তবে বেশী ভালো লেগেছিলো নদীর পাশে পিকনিক স্পটটি, আমরা সবাই আধঘন্টার বিরতিতে সেখানে নেমেছিলাম, চারপাশটা ভালোভাবে অবশ্য ঘুরে দেখতে পারি নাই। কারণ পরিবেশটা বেশ সুন্দর ছিলো, মনে হয়েছিলো মাত্রই নামলাম। তবুও অল্প সময়ের মাঝে বেশ ভালো উপভোগ করেছিলাম। চলুন তাহলে নৌ ভ্রমনের কিছু দৃশ্য উপভোগ করি-

IMG_20220121_170150.jpg

IMG_20220121_160221.jpg

IMG_20220121_160230.jpg

IMG_20220121_160231.jpg

IMG_20220121_161116.jpg

IMG_20220121_161131.jpg

IMG_20220121_161221.jpg

IMG_20220121_161238.jpg

IMG_20220121_161300.jpg

IMG_20220121_161315.jpg

IMG_20220121_161454.jpg

IMG_20220121_161459.jpg

IMG_20220121_161654.jpg

IMG_20220121_170234.jpg

IMG_20220121_170241.jpg

নদীতে এভাবে মাছ ধরার দৃশ্যগুলো আমার কাছে বেশ ভালো লাগে। শৈশব কালটা এই নদীর পাড়েই কেটেছে আমার, বহু সময় মাছ ধরার জন্য ব্যয় করেছিলাম সেই সময়। সারাদিন বসে থেকে মাছ ধরতাম, তারপর সেগুলো দিয়ে জুলাপাতি খেলতাম। জুলাপাতি অনেকটা পিকনিকের মতো, হাড়ি পাতিল নিয়ে নিজেরা রান্না করে খেলাম। বেশ আনন্দময় ছিলো অতীতের সেই দিনগুলো।

IMG_20220121_161710.jpg

IMG_20220121_165345.jpg

IMG_20220121_172923.jpg

IMG_20220121_173106.jpg

IMG_20220121_173652.jpg

IMG_20220121_180949.jpg

IMG_20220121_181005.jpg

IMG_20220121_181430.jpg

লোকেশনঃ মোহনপুর পিকনিকস্পট এবং মোহনপুর টু নারায়নগঞ্জ নৌ পথ।
তারিখঃ জানুয়ারী ২১, ২০২২ইং।
ডিভাইস: Redmi 9, Xiaomi স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

স্কুল জীবনের সহপাঠী সবথেকে কাছের বন্ধু হয় ।যাদের সঙ্গে কাটানো মুহূর্ত স্মৃতি হয়ে থাকে কখনো মুছে ফেলা যায় না।আপনি দারুণ সময় কাটিয়েছেন ভাইয়া।এভাবেই চিরদিন টিকে থাকুক আপনাদের বন্ধুত্ব।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম সঠিক কথা বলেছেন আপনি। ধন্যবাদ আপু

 2 years ago 

স্কুলে বন্ধু বান্ধবদের সাথে সুন্দর মুহূর্ত কাটাতাম। ঘুরাঘুরি করা, সবাই মিলে পড়াশোনা করা, আবার কোথাও গিয়ে খাওয়া-দাওয়া করা। সবকিছুতেই বন্ধুবান্ধব পাশে পেতাম।🤗🤗 আজকের বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ করার কিছু সুন্দর মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নিলেন ভাইয়া। ভাবতেছি আবার সব বন্ধু-বান্ধব মিলে কোথাও থেকে ঘুরে আসবো। আপনার কাটানো সুন্দর কিছু মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া 😍😍

 2 years ago 

হ্যা সেটা করলে ভালো হয়, দেখবেন অনেক ভালো লাগবে এবং মনটাও সতেজ হয়ে উঠবে। ধন্যবাদ

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

স্কুল জীবন মানেই স্মৃতিময় সময়। আমি এখনো অনেক মিস করি সেই বন্ধুদের যাদের সাথে আমার অনেক মধুময় সময় কেটেছে। আপনাদের উদ্যোগ টিকে আমি সম্মান জানাই। আসলেই ভাই আমাদের সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই এই রকম হ্যাংআউট এর আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ।
আপনাদের নৌকা ভ্রমণ দেখে খুবই ভালো লাগলো। দেখেই বুঝা যাচ্ছে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আর সত্যি জায়গাটা অনেক সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মুহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

স্কুল জীবনের সহপাঠীদের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন মনে হচ্ছে। ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা হলে এমনিতেই ভালো লাগে তার ওপর সবাইকে যদি একসঙ্গে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। শীতের এই সময়টাতে নৌভ্রমণ এর জন্য খুবই উপযুক্ত সময়। কেননা পানি থাকে কম আর ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা থাকেনা। নৌ ভ্রমণের দারুন কিছু ছবি শেয়ার করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

হুম ভাই সেদিন বেশ ভালো সময় উপভোগ করেছিলাম, দিনটা খুবই ভালো গিয়েছিলো। ধন্যবাদ

 2 years ago 

আসলে সম্পর্কটাকে আমি ভিন্নভাবে দেখে থাকি, আমার দৃষ্টিতে সম্পর্ক অনেকটা রঙিন আকাশের মতো

ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন সম্পর্ক আসলে রঙিন আকাশের মত। মধুর সম্পর্ক গুলোকে বাঁচিয়ে রাখতে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া। আমাদের এই কর্মব্যস্ত জীবনে ধীরে ধীরে সম্পর্কগুলো ফ্যাকাসে হয়ে যাচ্ছে। রংবেরঙের সব ইচ্ছেগুলো ব্যস্ততায় চাপা পড়ে যাচ্ছে। হয়তো ইচ্ছা থাকলেও পুরনো সেই বন্ধুদের সাথে আর দেখা করার সুযোগ হয় না। এভাবেই হয়তো ব্যস্ততার কারণে অনেক মধুর সম্পর্ক গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তবে ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে মাঝে মাঝে তাদের সাথে সময় কাটানো প্রত্যেকেরই উচিত। অনেক ভালো লাগলো ভাইয়া আপনি আপনার পুরনো বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আপনি অনেক আনন্দ করেছেন এটা বোঝাই যাচ্ছে। আপনার জন্য এবং আপনার বন্ধুদের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমাদের এই কর্মব্যস্ত জীবনে ধীরে ধীরে সম্পর্কগুলো ফ্যাকাসে হয়ে যাচ্ছে। রংবেরঙের সব ইচ্ছেগুলো ব্যস্ততায় চাপা পড়ে যাচ্ছে। হয়তো ইচ্ছা থাকলেও পুরনো সেই বন্ধুদের সাথে আর দেখা করার সুযোগ হয় না।

যথার্ত বলেছেন আপনি, দ্বিমত পোষণ করার কোন সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে

স্কুল জীবনের বন্ধু এবং কাটানো সময় গুলো কখনো ভোলা যায়না। কারণে স্কুল জীবন টাই জীবনের একটি দুরন্ত সময় এ সময় মনের মাঝে যা আসে বন্ধুদের সঙ্গে শেয়ার করে সেটাই সঙ্গে সঙ্গে করে ফেলা যায়। যাই হোক অনেক সুন্দর এবং ভালো কাটিয়েছেন স্কুল জীবনের বন্ধুদের সাথে। সারা জীবন অটুট থাকুক বন্ধু বন্ধুত্ব ভালোবাসার অমর বন্ধন এই।

স্কুল জীবনের বন্ধুদের সাথে খুব সুন্দর একটি মহত্ত্ব কাটিয়েছেন ভাইয়া। বন্ধুদের সাথে নৌকা ভ্রমন একটা মজাই আলাদা। নদীতে মাছ ধরার দৃশ্য, প্রতিটি ছবি বেশ ভালো হয়েছে। নৌকা ভ্রমনের দারুণ একটা মহত্ত্ব আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

নৌকায় উঠিনা কতো বছর পার হয়ে যাচ্ছে তা খেয়াল ই নেই!আমাদের এদিকে তো নেই ও।আপনার এই পোস্ট দেখেই নৌকা ভ্রমণ এর ইচ্ছে করছে।

 2 years ago (edited)

ঢাকায় চলে আসেন, নৌকায় উঠিয়ে তারপর ছেড়ে দিবো আপনাকে হা হা হা হা

 2 years ago 

সুবিধার মানুষ না আপনি।তার উপর আমার যা সাইজ আর সেই সাথে না পারি সাঁতার!
একদম আপনাকে ভরসা করা যাবেনা।😂

 2 years ago 
  • এতবছর পরেও যে আপনার স্কুলের বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ আছে এবং এখনও সবাই একএিত হয় এটা দেখে খুবই ভালো লাগল। খুব সুন্দর ছিল আপনার পোস্ট টা। ন‍ৌকাভ্রমণে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন।
 2 years ago 

আমার দৃষ্টিতে সম্পর্ক অনেকটা রঙিন আকাশের মতো যেখানে ভালোলাগার অনুভূতিগুলোর উপস্থিতি বেশী থাকে আর সম্পর্ক বিহীন বিষয়গুলো অনেকটা মেঘলা আকাশের মতো চাইলেও ভিজতে হয় আর না চাইলেও ভিজতে হয়, সব কিছু ইচ্ছে মতো উপভোগ করা যায় না।

একদম যথার্থ বলেছেন ভাই। আর আপনি আপনার স্কুল জীবনের বন্ধুদের সময়ে বেশ ভালো একটি সময় পার করেছেন। ভালো থাকবেন এবং বন্ধুদের সময় সারা জীবন এভাবেই হাসি খুশি পার করেন এই কাম্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59737.47
ETH 3186.24
USDT 1.00
SBD 2.43