আবেগের কবিতা || নিষ্প্রভ মলিনতা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year (edited)

travel-ge878cad04_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। সুস্থ্য থাকতে পারাটা বেশ কঠিন হয়ে গেছে এখনো এটা যেমন সত্য ঠিক তেমনি এটাও সত্য যে মানসিকভাবে চেষ্টা করলে হয়তো নিজেকে সুস্থ্য রাখাটা অসম্ভব বলে কিছু নয়। কিন্তু কথা হলো সুস্থ্য মানসিকতা নিয়ে আমরা কি সত্যি সুস্থ্য থাকার চেষ্টা করছি? আমার ক্ষেত্রে হয়তো উত্তরটা হবে না, কিন্তু আপনাদের ক্ষেত্রে কি হবে সেটা হয়তো আমি জানি না। দেখুন আমাদের মাঝে সর্বদা একটা জেদ কাজ করে, যদি কখনো কোন বিষয়ে নিজে ঠকে যাই, তখন অন্যদের একইভাবে ঠকানোর একটা প্রচেষ্টা আমাদের মাঝে চলমান থাকে। কিন্তু আমরা এটা বুঝার চেষ্টা করি না, অন্যদের ঠকানোর চেষ্টা মানে নিজেকে পুনরায় ঠকানোর সুযোগ সৃষ্টি করা বা পথ প্রসস্ত করা।

তবে হ্যা, এই ক্ষেত্রে মনিষীরা বা বিশেষজ্ঞরা যে উপদেশটা দিয়ে থাকেন সেটা হলো অন্যকে আঘাত করে নয় বরং নিজের উন্নতির দ্বারা প্রতিশোধ নাও, অন্যকে ক্ষতি না করে বরং নিজেকে যোগ্যতার দিক হতে তার উপরে চলে যাও, এটাই হবো সবচেয়ে সুন্দর প্রতিশোধ। কিন্তু আমাদের মাঝে এর ঠিক উল্টো প্রবণতাটা গতিশীল থাকে, যতটা সম্ভব নিজেকে নিচের দিকে নিয়ে যাওয়া এবং নিজের সম্মান নষ্ট করে হলেও তাকে আঘাত করার মাধ্যমে প্রতিশোধ নিশ্চিত করার চেষ্টা করা। বাস্তবতা সত্যি আমাদের উল্টো দিকে নিয়ে যাচ্ছে ক্রমাগতভাবে। যাইহোক, আমরা প্রসঙ্গ পরিবর্তন করি এবং সুন্দর একটা কবিতা পড়ি। আশা করছি আজকের কবিতাটিও আপনাদের কাছে ভালো লাগবে।

woman-ge73314f50_1280.jpg

জীবনের রং আজ ধূসর
মায়াগুলো হয়েছে নিথর,
বাস্তবতার নির্মম আঘাতে
বিবর্ণ সকল চঞ্চল আয়োজন।

স্পন্দন আজ ক্ষীণ অতি
হারিয়ে যাচ্ছে মায়ার আকুতি,
সময়ের কাছে সময় বন্দি
ব্যস্ততায় ক্ষয়িত স্বপ্নগুলি।

হাজার তারার মাঝে লুকিয়ে
হাসে মানবতার দাবী,
নিখূঁত অমাবশ্যায় আধাঁরে সবই
নির্মম আঘাতে শীর্ণ সবই।

কল্পিত কল্পনার নায়কেরা
আসে ফিরে বাস্তব জীবনে,
তবুও জীবন স্বপ্নে ভাসে
বাঁচার প্রবল আকুতি নিয়ে।

সম্পর্কগুলোর মিছে আবরণে
ঢেকে গেছে সব নষ্ট প্রলোভনে,
মিছে মায়ার বন্ধনের ছায়ায়
নিষ্প্রভ মলিনতায় জীবন হারায়।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

আবেগের কবিতাটি অনেক সুন্দর ভাবে লিখেছেন ভাইয়া। এটাই সত্য যে সময়ের কাছে সময় বন্দি অনেক সময় অনেক কিছু সহ্য করে নিশ্চুপ থাকতে হয়।আপনার অনুভূতি থেকে সুন্দর একটি কবিতা আমাদের উপভোগ করার সুযোগ করে দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

সময় হয়তো অনেক কিছু শেখায় আমাদের আবার অনেক কিছু ভুলিয়ে দেয়। ধন্যবাদ

 last year 

এটা ঠিক কাউকে উচিত জবাব দিতে হলে নিজেকে তার চাইতেও বেটার কিছু করে দেখাতে হবে।আর এতেই সব শোধ হয়ে যায়। কিন্তু আমরা আসলেই সেটা করিনা।আমরা আঘাতের উপর আঘাত দিতেই পছন্দ করি।নিজেকে সরিয়ে নিয়ে ভালো কিছু করার মন নিয়ে এগিয়ে যাই না।আজকের আবেগের কবিতাটি খুব চমৎকার হয়েছে ভাইয়া।আজ কবির মনে আবেগের ঘনঘটা চলছে।মনটা কি খারাপ নাকি ভাইয়া?? অনুভূতিতে ছুঁয়ে গেলো।

 last year 

ধন্যবাদ, তবে মানসিক দিক হতে আমরা কখনোই সেটা করতে পারি না কারন আমাদের স্বভাবজাত হলো প্রতিশোধ নেয়া।

 last year 

বাহ্ ভাইয়া প্রতিশোধ নেওয়ার খুব সুন্দর একটি টেকনিক তো আজ শিখে নিলাম। সে যাই হোক আপনার আবেগেরে কবিতা গুলোতে কিন্তু সবসময় আবেগ আর বিবেগ দুটোই স্থান পায়। তবে আজকের কবিতাটিও কিন্তু অসাধারন। বুঝাই যাচেছ যে আজ কবির মন ভালো নেই। কবির মনে আজ কালো মেঘের জমাট বেধেঁছে হয়তো। সে বাধেঁ বাধুঁক গে কবিতা তো ভালো লেগেছে।

 last year 

হা হা হা দেখিয়েন আবার বেশী উপরে উঠতে গিয়ে আবার পা পিছলে পড়ে না যান।

 last year 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইনের সাথে প্রতিটি লাইনের বেশ মিল রয়েছে। এটা একদম ঠিক কথা ভাইয়া একজন মানুষকে উচিত জবাব দিতে হলে নিজেকে তার চাইতে বড় কিছু করে দেখাতে হবে। আপনার কাছ থেকে বেশ সুন্দর কিছু প্রতিশোধের টেকনিক শিখতে পারলাম ভাইয়া । ধন্যবাদ দারুণ একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া আপনার আবেগের কবিতা গুলো খুব ভালো লাগে পড়তে। আপনার প্রতিটি কবিতা অনেক সুন্দর ভাবে লিখেন। সময়, ব্যস্ততা, কল্পনা, স্বপ্ন কবিতার ভিতরে সবিই ছিল।
তবে মনীষী ও বিশেষজ্ঞরা যে কথাটি বলেন সেটা একদম বাস্তব আর সেই অনুযায়ী কাজ করাটাও অনেক ভালো। ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42