চিন্তাশক্তি সক্ষমতাকে বাড়িয়ে দেয় || সবুজ ফটোগ্রাফি
শুভ দুপুর সবাইকে,
আজকের দিনটা একটু ব্যতিক্রম আমার জন্য, কারণ আজ কিছুটা অসুস্থ বোধ করছি। আর অসুস্থ ব্যক্তিই শুধু বুঝতে সক্ষম হয় সুস্থ্যতা কতটা দামী। আসলে আমরা কোন কিছুরই সঠিক মর্ম সহজে বুজতে পারি না, যতক্ষন না সেটা আমাদের নিকট হতে চলে যায় কিংবা হারিয়ে যায়। তারপর আমরা সেই বিষয়টিকে নিয়ে সর্বোচ্চ লেভেলের আফসুস করতে থাকি এবং সেটা নিয়ে নিজেদের হতাশা প্রকাশ করি।
সত্যি বিষয়টি মাঝে মাঝে আমাকে খুব বেশী ভাবায়, আমি নিজেও অনেক কিছু নিয়ে চিন্তা করি । নিজের অবস্থান এবং পেছনে ফেলে আসা সুযোগগুলোর কতটা সঠিক ব্যবহার করতে পেরেছি, সেটা নিয়েও কিন্তু ভাবি। তাতে কি হয়? নিজের মাঝে একটা সন্তুষ্টিভাব আসে, আমি আমার সুযোগ গুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পেরেছি। আর যে সকল সুযোগর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারি নাই, সেগুলো কিভাবে সম্পন্ন করলে সর্বোচ্চ ফলাফল অর্জন করতে পারতাম, সে দিকগুলো নিয়ে চিন্তা করি। যাতে সামনের দিনগুলোতে আর ভুল না হয়।
শুধু আমার বিষয়গুলো নিয়ে না, আমি মাঝে মাঝে আমাদের চারপাশের নানা বিষয় নিয়ে চিন্তা করি, সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয়ও থাকে। আমি চিন্তা করি এটা এভাবে না করলে কি হতো? যদি উনি এভাবে না করে উল্টোটা করতেন তাহলে কে বেশী লাভবান হতো? তারপর নিজেই সেটার ফলাফল নির্ণয় করার চেষ্টা করি। হয়তো কখনো সঠিকটা ফলাফলটা নির্ণয় করতে পারি, আবার হয়তো ভুল ফলাফলও নির্ণয় করে ফেলি। কিন্তু কথা হলো আমি চিন্তা করি এবং নিজের মতো করে একটা অবস্থান দাঁড় করানোর চেষ্টা করি।
বিষয়টি কিন্তু আমার জন্য ভুল না, কারন চিন্তা শক্তি আমাদের ভেতরের সক্ষমতাকে বাড়িয়ে দেয়। আপনি যে কোন বিষয় নিয়ে যতবেশী চিন্তা করবেন, সে বিষয়ে ততোবেশী উপায়/পথ খুঁজে বের করতে সক্ষম হবেন। তবে হ্যা, সেটা হতে হবে কাংখিত উপায়ে। চিন্তা করলেই সক্ষমতা বৃদ্ধি পায় না, উল্টা পাল্টা চিন্তা করলে নিজের গার্লফ্রেন্ড কিন্তু চলে যেতে পারে, হি হি হি হি। সুতরাং যা করবেন সাবধানে এবং সঠিকভাবে, না হলে কান্না করতে হতে পারে গার্লফ্রেন্ড হারানোর দুঃখে, হি হি হি।
আমি জানি এখন হয়তো আপনার মনে নানা বিষয় উঁকি মারা শুরু করে দিয়েছে, সেগুলোকে নিয়ে আপনি গভীর জলে ডুব দিতে পারেন। তবে আমি বলবো সে ভুলটা অবশ্যই করবেন না, কারন সাঁতার না জানলে গভীর জল হতে উঠে আসাটা অসম্ভব হয়ে যাবে আপনার জন্য। তাই যতটুকু গভীরে প্রবেশ করলে আপনি নিজের অবস্থান নিরাপদ রাখতে পারবেন ঠিক ততটুকু গভীরে যাওয়াটা আপনার জন্য উচিত হবে। এই জন্য যে বিষয়ে চিন্তা করলে আপনি নিজের অবস্থান বৃদ্ধি করার সুযোগ তৈরী করতে পারবেন, শুধুমাত্র সে বিষয়গুলোকে নিয়ে চিন্তা করাটা আপনার জন্য মঙ্গলজনক হবে।
আজ আর লিখতে পারবো না, খুব খারাপ লাগছে। তাই কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করছি দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে।
W3W Location Code: https://what3words.com/latter.armful.crackling
Device: Redmi 9, Xiaomi
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
যেকোনো বিষয় নিয়ে চিন্তা করলে ওই বিষয়টির সমাধান করার অনেক উপায় খুঁজে পাওয়া যায়। আর সমাধান করার সক্ষমতা অনেকবৃদ্ধি পায়। এ বিষয়টি আপনি আপনার লেখায় খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। তবে আপনার লেখার শেষ অংশ পাঠকদের হাসানোর জন্য গার্লফ্রেন্ডের বিষয়টি উল্লেখ করেছেন।যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। দ্রুত সুস্থ হয়ে ওঠেন । আর আমাদের মাঝে আরও সুন্দর সুন্দর ছবি নিয়ে আসেন ।আপনার ছবিগুলো সত্যিই খুব অসাধারণ হয়েছে ।আপনার ছবিগুলো দেখে গ্রামের কথা মনে পড়ে গেল ধন্যবাদ আপনাকে পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য।
ধন্যবাদ আপু, সবুজ ও গ্রামীন পরিবেশের দৃশ্যগুলো আমি বেশী উপভোগ করি।
আপনি যে কোন বিষয় নিয়ে যতবেশী চিন্তা করবেন, সে বিষয়ে ততোবেশী উপায়/পথ খুঁজে বের করতে সক্ষম হবেন।
100% সত্য। ভাইয়া দুর্দান্ত প্রকৃতির ফটোগ্রাফির সাথে অনেক শিক্ষানীয় কন্টেন্ট। সবসময় আপনার পোস্ট মানে নতুন কিছু শিক্ষা ও অনুপ্রেরণা দেয় আমাদের। শুভেচ্ছা অবিরাম ভাইয়া।
আমিও চেষ্টা করি ভালো কিছু উপস্থাপন করার।
ভাই আপনার সুস্থতা কামনা করছি ।ছবিগুলি সত্যিই অসাধারণ হয়েছে । একটা প্রেম গেলেও আরেকটা প্রেম চলে আসবে অটোমেটিকেলি কোন সমস্যা নাই হাহাহা
ধন্যবাদ ভাই।
ঠিক বলেছেন ভাই অসুস্থ্য থাকলে সুস্থ্য থাকার গুরুত্ব বোঝা যায়। তাই অসুস্থ হওয়ার আগে আমাদের উচিত সুস্থ্যতাকে কাজে লাগানো।
এটার ক্ষেএে আমি মনে করি কোনো কাজের আগে বেশি চিন্তা করলে সেই কাজ আর শুরু করা হয় না। তাই বেশি চিন্তা না করাই শ্রেয়।
গ্রামের সবুজ মাঠের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল।
সব কিছুরই একটা সীমা রয়েছে ভাই, সীমা অতিক্রম করা কখনো মঙ্গলজনক হয় না। ধন্যবাদ
হ্যা ভাই।
আমি প্রথমেই আপনার জন্য সুস্থ্যতা কামনা করছি। একজন মানুষ যখন অসুস্থ থাকে তখনই বুঝতে পারে সুস্থ্যতা কত বড় নিয়ামত।মানুষের চিন্তা শক্তি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভালো চিন্তা ভাবনা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। খারাপ চিন্তা ভাবনা মানুষের জীবনকে করে ধ্বংস। আপনার কথা অনেক ভাবনার আছে।দিকনির্দেশনা মূলক কথা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই, আপনাদের দোয়ায় দ্রুত ভালো হয়ে যাচ্ছি।
♥️♥️
সঠিক এবং বাস্তব কথা গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন।পোষ্টের মধ্যে আমি মাধুর্য খুঁজে পেলাম ভাই।খুবভালো লাগলো।মূল্যবান একটি পোস্ট আমাদের মাঝে শেযার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।ভালোবাসা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই, শুনে খুশি হলাম।
ভাই আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ ছিল, প্রথমে আমার দুঃখ লাগছে আপনার শরীর খারাপ সত্ত্বেও আপনি পোস্টটি লিখেছিলেন ,আপনার জন্য স্যালুট ভাই। এই পোস্টের মধ্য আপনার চিন্তাশীল মনোভাব এবং সৃজনশীলতা ফুটে উঠে এসে দেখলাম। ধন্যবাদ ভাই এত সৃষ্টিশীল মনোভাব নিয়ে আমাদের একটি পোস্ট দেয়ার জন্য।
ভাই আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে যতবেশী চিন্তা করি সেই বিষয়ে ততো ভালো করার সুযোগ পাই। ধন্যবাদ
আপনার মত একজন হাসিখুশি মানুষ অসুস্থ শুনে মনটা খারাপ হয়ে গেল আপনার সুস্থতা কামনা করছি দ্রুত সুস্থ হয়ে উঠুন আপনি। ঠিকই বলেছেন ভাইয়া গভীর চিন্তা করতে করতে অথৈ সাগরে ডুবে যেতে হয় কিন্তু কোন কূলকিনারা পাওয়া যায় না তখন শুধু দুঃখই বারে। আর আপনার ছবিগুলো তো সব সময় অসাধারণ হয়। আজকের ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে মনে হচ্ছে যদি জায়গাগুলোতে যেতে পারতাম প্রাণ খুলে নিশ্বাস নিতে পারতাম অনেক ভালো লাগতো ।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সামনে তুলে ধরার জন্য।
সবুজের মাঝে ডুব দিতে ভাই কোন একবারে আপত্তি নেই। কারণ আমি সাঁতার জানি এবং সেখান থেকে উঠে আসতে পারব। অনেক চমৎকার করে কথাগুলো বলেছেন এবং সত্যিই সবুজের কাছে আমরা যখন যায় তখন আমাদের চিন্তা শক্তি অনেকাংশই খুলে যায়। আমাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হয়। আর সব থেকে বড় কথা আমরা যখন সবুজ কোন কিছু দেখি তখন আমাদের চোখ সেটা থেকে আমাদের জন্য ভালো কিছু উপহার দেয় যেটা আমাদের চোখের জন্য একটা ব্যায়াম।