আবেগের কবিতা || তুমি হৃদয়ের নক্ষত্র || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ7 months ago

daisy-3392654_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। শীতের সুন্দর প্রকৃতির সৌন্দর্য দারুণভাবে উপভোগ করছেন এবং নিজেকে আরো বেশী কার্যক্ষম রাখার চেষ্টা করছেন। যদিও শীতের শীতলতা গ্রামীন পরিবেশ ছাড়া খুব একটা উপভোগ করা যায় না বা উপভোগ্য হয় না। আমাদের এদিকে শীতের খুব একটা প্রকোপ বুঝা যাচ্ছে না, এখনো দিনের বেলায় ফ্যান ছেড়ে বসতে হচ্ছে তা না হলে গরম লাগছে। না শুধু দিনের বেলায় বলে না বরং সন্ধ্যার পরও ফ্যান ছাড়তে হচ্ছে। শুধুমাত্র শেষ রাতের দিকে একটু ঠান্ডা অনুূভূত হচ্ছে। এ যেন শীতের সিজনে শীতের সাথে লুকোচুরি খেলা হা হা হা। কোথায় গেলো সেই শীতের প্রকৃতি আর কোথায় গেলো সেই হাড় কাঁপানো শীতের অনুভূতি? সব কিছুই যেন নির্মমভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে।

যাইহোক, শীত, বর্ষা কিংবা গ্রীষ্ম যে সিজনই থাকুক না কেন কিংবা পরিবর্তন হয়ে যাক না কেন? হৃদয়ে প্রিয়ার বাসনা কিংবা অনুভূতির কোন পরিবর্তন আসে না, যতই দেখি তাকে তার বাসনা দ্বিগুন হারে বাড়ে হৃদয়ে, যতই ডুবি তার কল্পনায় হৃদয়ের স্পন্দন ততোই হয় চঞ্চল। এই অনুভূতির যেমন পরিবর্তন হয় না ঠিক তেমনি প্রিয় কল্পনা দূসর হয় না। কবির মতো সকলের হৃদয়ে ভাসে ছন্দমালা, নিত্য নতুন কবিতায় ভাসে তার ভালোবাসা। চলুন তাহলে আজকেও একটা মিষ্টি অনুভূতির কবিতা পড়ি-

hearts-6963368_1280.jpg

তুমি ছিলে শিহরণ
জাগ্রত হৃদয়ের স্পন্দন,
রূপের আগুনের স্ফুলিঙ্গ
হৃদয় পোড়ানোর মন্ত্র।

বৃষ্টির শীতলতার পরশ
ভেজাতে পারেনি হৃদয়,
তোমার মুগ্ধকর কায়া
থামাতে পারেনি আমায়।

আমি বার বার পিছু হাঁটি
তোমায় দেখবো বলে,
আমি বার বার ছুটে আসি
হৃদয় রাঙাবো বলে।

তোমার মিষ্টি ছায়া
চঞ্চল করে হৃদয়,
তোমার দুষ্টু মায়া
জাগ্রত রাখে হৃদয়।

তুমি আকাশের চন্দ্র
রোজ আলোকিত রাখো,
তুমি হৃদয়ের নক্ষত্র
ভালোবাসায় মাতিয়ে রাখো।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 7 months ago 

এবার ভাইয়া গ্রামেও খুব একটা শীত নেই।তবে শীতকাল গ্রামে গেলেই বেশি উপভোগ করা যায়।আপনাদের এখনো ফ্যান ছেড়ে বসে থাকতে হয়,শহর গুলোতে এক মাস এর বেশি এমনিতেও শীত থাকেনা।আপনার আজকের কবিতাটি একটু বেশিই ভালো লেগেছে ভাইয়া।কি সুন্দর ছন্দে মিলিয়ে কবিতা লিখেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাগুলো পড়তে আমার কাছে সব সময় বেশ ভালো লাগে। আসলে ভাই হৃদয়ের নক্ষত্র নিজেকে সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে তাহলেই সেটা সব সময় দুজনের মাঝে সচল থাকবে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

তুমি হৃদয়ের নক্ষত্র কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সত্যিই ভাইয়া আপনার কবিতা আমার ভালো লাগে। আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন, আর কবিতার ভাষাগুলো ছিল খুবই ভালো।

Posted using SteemPro Mobile

 7 months ago 

গ্রামের দিকেও এখন তেমন শীত নেই! গোসল করা যায় ঠান্ডা পানি দিয়ে আরামছে। আগে তো ধারে কাছেও যাওয়া যেত না এতো ঠান্ডা পানি ছিল 😁। যাক, আপনার কবিতার লাইনগুলো ভালো ছিল 😍

 7 months ago 

এ যেন শীতের সিজনে শীতের সাথে লুকোচুরি খেলা হা হা হা।

ভাই শীতের সিজনে শীতের সাথে তো বেশ ভালোই লুকোচুরি খেলছেন। আমিও আপনার মতো এমন লুকোচুরি খেলছি😂। কারণ এবার শীত নেই বললেই চলে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন। আসলে ভালোবাসার মানুষকে নিয়ে কল্পনার সাগরে ডুবে যেতে খুবই ভালো লাগে। ভালোবাসার মানুষ পাশে থাকলে প্রতিটি মুহূর্ত বেশ উপভোগ্য মনে হয়। তাই ভালোবাসার মানুষকে সবসময় যত্ন করে হৃদয়ের মধ্যে রাখতে হয়। যাইহোক কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে ভাই। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সত্যিই ভাইয়া শীত খুব একটা অনুভব করছি না।সারাদিনই ফ্যান চলে আসলে।হয়তো গ্রামে কিছুটা শীতের আমেজ পাওয়া যাবে।যাই হোক সাবধানে আমাদের কে থাকতে হবে শীতের এই লুকোচুরি খেলাতে।
আপনার কবিতা সব সময়ই ভীষণ ভালো লাগে। আজকের কবিতাটি ও খুব সুন্দর লিখেছেন।কবিতার লাইনগুলোতে প্রিয় মানুষটিকে নিয়ে হাজারো অনুভূতির প্রকাশ ঘটেছে।প্রিয় মানুষটিকে নিয়ে এতো এতো অনুভূতি সত্যিই ভীষন ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60788.02
ETH 2632.71
USDT 1.00
SBD 2.63