আবেগের কবিতা || হৃদয়ের জাগ্রত তার আকুতি || Original Poetry by @Hafizullah

in আমার বাংলা ব্লগlast year

valentine-gd1329e699_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের শুরুটা একটু ভিন্নভাবে করছি বিখ্যাত এক মিনিষীর বাণী নিয়ে, যদিও আমরা আজকাল উল্টো পথে চলতে বেশী পছন্দ করি, মিনিষী কিংবা অভিজ্ঞরা কি বললেন সেটাকে আমরা কমই মূল্যায়ন করি। সত্যি বলতে আমরা যেটা নিজেদের জন্য ভালো মনে করি সেটাই করি, অন্যরা কি বললেন বা কি উপদেশ দিলেন সেটাকে পাত্তা দেই না। বলেছিলেন কণ্ঠ উচু করে নয় বরং শব্দ দিয়ে প্রতিবাদ করতে শেখো। কারন ফুল যত্নে ফোটে বজ্রপাতে কিংবা চিৎকারে নয়। সত্যি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, কতটা সুন্দর করে আমাদের উপদেশ দেয়ার চেষ্টা করা হয়েছে এবং আমাদের বুঝানোর চেষ্টা করেছেন।

কিন্তু কে আমাদের বুঝায় আর সুন্দর উপদেশের বাণীতেই বা আমাদের কি আসে যায়? তাইতো আমরা মুখের ভাষা নষ্ট করি, চিৎকার বা হুংকার দিয়ে সবটা জয় করার চেষ্টা করি। ফলাফলটাও তাই আমাদের সর্বদা জিরো থাকে এবং আমাদের সম্মানটাও ধুলাতে মিশে যায়। কারন আমাদের না আছে মুখের ভাষা, না আছে শব্দের মাঝে মধুরতা তবে হ্যা, একটা জিনিষ ঠিক ঠিক আছে আর সেটা হলো চিৎকার কিংবা কণ্ঠ ছেড়ে কারো গোষ্ঠি উদ্ধার করার সক্ষমতা, হি হি হি। মাঝে মাঝে পুরান ঢাকার ঝগড়া দেখে দৌড় দিয়ে পালাতে মন চাইতো, তাদের ঝগড়ায় এতো সুন্দর শব্দের ব্যবহার হয়, আপনি না শুনলে বিশ্বাসই করতে চাইবেন না, হি হি হি। থাক সেসব কথা বাদ দিয়ে আমরা বরং সুন্দর ও মিষ্টি ছন্দের একটা কবিতা পড়ি-

pink-rose-in-rain-g1b66761a7_1280.jpg

কোন এক বৃষ্টিভেজা সকালে
আমি দেখেছিলাম তাকে,
সুন্দর কিছু মুহুর্ত তৈরী হয়েছিলো
হৃদয়ের অনুভূতির গভীরে।

বৃষ্টির সজীবতার স্পর্শে
লুকিয়ে থাকা রূপের ঝলকে,
আমি দেখেছিলাম তাকে
মুগ্ধ হয়ে দুই নয়নে।

মুগ্ধতা বুঝি তাকেই বলে
অপলক নয়নে যাকে দেখে,
হৃদয়ের চঞ্চলতা এমনই হয়
ভালোবাসার মায়া যেথায় সৃষ্টি হয়।

বৃষ্টির কোমল স্পর্শে
মুগ্ধতার মোহ কাটে,
আমি আজও বৃষ্টিতে ভিজি
তার স্মৃতিকে জাগ্রত রাখি।

বৃষ্টির প্রতি সেই ভালোবাসা
অটুট রয়েছে হৃদয়ের কামনা,
ভালোবাসা বুঝি এমনই হয়
হঠাৎ কারো মুগ্ধতায় হারায়।

ভালোবাসার মায়া হৃদয়ের ছায়া
স্পর্শে কখনো শান্ত হয় না,
দূর হতে কারো মায়ার অনুভূতি
হৃদয়ের গভীরে জাগ্রত আকুতি।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

ভাইয়া কবিতাটি বরাবরের মতোই ভালো লেগেছে।কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। মনের মাঝে প্রিয় মানুষটি সব সময় ই জাগ্রত থাকে।যত দুরেই থাক না কেন তার জন্য মনের গভীরে আকুতি রয়ে যায় নিরবধি।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

ভাইয়া পুরান ঢাকায় কেন আমারা গ্রামের মানুষ ঝগড়া আমরাও দেখি আমাদের গ্রামের মধ্যে। বেশ সুন্দর সুন্দর শব্দ শোনা যায় মাঝে মধ্যে ভালো লাগে আবার এরকম শব্দ শুনতে হা হা হা। বাঙালি বলে কথা এমন শব্দ কি এড়িয়ে যেতে পারি বলেন তো? হা হা হা। তবে আপনি যথার্থই বলেছেন আসলে চেচামেচি করে কোন কিছু করা যায় না। যত্নে যেমন ফুল ফুটানো হয় তেমনি নরম শব্দে কোমলতার সাথে অনেক কিছু করা যায়। তবে কবিতাটি পড়ে দারুন ভালো লেগেছে অনেক ধন্যবাদ।

 last year 

খুব সুন্দর শব্দ ব্যবহার তাই না হা হা হা। অনেক ধন্যবাদ সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার কবিতাটি পড়ে আমার মনে প্রাণ স্পর্শ করেছে। আসলে ভালোবাসা অনেকটাই মধুর হয়। সবাই তার ভালোবাসার মানুষকে দুচোখ ভরে দেখতে চাই ভাই। আপনি এখন পর্যন্ত বৃষ্টিতে ভিজে ভালোবাসার মানুষের স্মৃতি জাগ্রত রাখেন জেনে বেশ ভালো লাগলো ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আপনার লেখা কবিতাগুলো অনেক ভালো লাগে ভাইয়া।এই কবিতাটিও চমৎকার ছিল। ঝগড়ায় বিশেষ শব্দ ব্যবহার না করলে আকর্ষণীয় হবে কিভাবে তাই করে হাহা। কবিতার লাইনগুলো সুন্দর করে ছন্দের সাথে মিলিয়ে লিখেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

কি বলবো ভাইয়া আপনার কবিতা মানে তো দুর্দান্ত। আপনার এবং দাদার কবিতা থেকেই কিন্তু কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি। আর সেজন্যই সাহস করি একটু একটু লেখার। ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42