আবোল-তাবোল জীবনের গল্প [সম্পর্ক]

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ দুপুর বন্ধুরা,

জীবনের নানা বিষয় নিয়ে নানা সময় আমি কথা বলার চেষ্টা করি এবং জীবনের অভিজ্ঞতাগুলোকে কিছুটা রসাত্মকবোধকভাবে উপস্থাপন করার চেষ্টা করি। কারন যেখানে মজা পাওয়া যায়, সেখানের প্রতি আমাদের আকর্ষনটা তুলনামূলকভাবে একটু বেশী থাকে। আপনাদের অবস্থা কি রকম? সেটা হয়তো আমি জানি না। কিন্তু আমার অবস্থানটা আমি বলতে পারি, যে লেখায় কিছুটা রস থাকে, সে লেখাগুলো আমি নিয়মিত পড়ার চেষ্টা করি।

কারন রস ছাড়া লেখা আমার খুব বেশী ভালো লাগে না, খুব বেশী কঠিন কথা আমার মাথায় ঢুকতে চায় না। আসলে কঠিন কথা কিংবা কঠিন শব্দগুলোকে আমি সব সময় সমিহ করে চলি, কারন এদের দেখলেই আমার ভয় ভয় লাগে। ভীত টাইপের মানুষ কিনা, হি হি হি। আর ভূতের কিছু হলে তো আমাকে খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাবে তখন।

IMG_20211001_124631.jpg

তবে যাইহোক জীবনে কথা কিংবা জীবনের গল্প আমার কাছে ভালো লাগে। কারন জীবনের গল্পের মাঝে শুধু কঠিন কথা না বরং কিছু নরম কথাও থাকে। শুধুমাত্র কষ্টের বিষয় না বরং কিছু সুখের মুহুর্তও থাকে। তাই স্কুল জীবন হতে সুযোগ পেলেই আমি বিশেষ বিশেষ ব্যক্তিদের জীবনের গল্প পড়ার চেষ্টা করেছি। কারন তাদের জীবনের গল্পের মাঝে অনেক কিছু শিক্ষনীয় থাকে আমাদের জন্য, যদি আমরা শিখতে চাই তবে।

কারন আমাদের মাঝে একটা খারাপ অভ্যেস আছে, আর সেটা হলো আমরা পড়ি কারন ভালো লাগে, মজা পাই কিন্তু প্রকৃত পক্ষে সেখানে হতে কিছু শিখবো এই মানসিকতা নিয়ে না। যার কারনে আমরা পড়ি, মজা পাই, ভালো লাগে এবং কিছু দিন পর তা খুব সুন্দরভাবে ভুলেও যাই। কিন্তু যদি সঠিক মানসিকতা নিয়ে পড়তাম, তাহলে শুধু ভালো লাগার বিষয়টি কাজ করতো না বরং তার সাথে সাথে কিছু বিষয় মনে রাখার চেষ্টা করতাম এবং বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটাতাম।

IMG_20211001_124632.jpg

সুতরাং সঠিক মানসিকতা না থাকার কারনে অনেক কিছুর সাথে আমাদের সম্পর্কগুলো আলগা হয়ে যাচ্ছে, আমরা সময় ব্যয় করছি কিন্তু সেখান হতে কার্যকর ফলাফল আদায় করতে পারছি না। আসলে আমাদের কারনেই আমাদের জীবনের সাথে জড়িত সম্পর্কগুলো হালকা হয়ে যাচ্ছে, কাছের মানুষগুলো দিন দিন দূরে সরে যাচ্ছে এবং কেমন জানি পর হয়ে যাচ্ছে। কিন্তু সম্পর্কগুলো ছাড়া জীবনের গতি সঠিক অবস্থানে থাকে না, এটা আমরা কখনোই বুঝতে চাই না।

IMG_20211001_124647.jpg

একটা সময় আমরা সবাই যৌথ পরিবারের অংশ ছিলাম, ভালো কিংবা মন্দ বিষয়ে একে অন্যের পাশে ছিলাম এবং সম্পর্কগুলোর মাঝে একটা ভালো সেতু বন্ধন ছিলো। কিন্তু এখন, ব্যক্তিগত সুবিধার কথা চিন্তা করে (সহজ কথায় ব্যক্তিস্বার্থ ঠিক রাখার জন্য) আমরা সবাই আজ একক পরিবারের দিকে ঝুঁকছি। আমাদের মানসিকতা আমাদের ভিন্ন কিছু চিন্তা করতে বাধ্য করছে। সমস্যা থাকবেই, তাই বলে কি সম্পর্কগুলোকে ছিন্ন করতে হবে?

IMG_20211001_124648.jpg

আমরা পাঁচ ভাই-বোন ছিলাম, যৌথ পরিবার ছিলো আমাদের। সময়-সময়ে নানা বিষয় নিয়ে যেমন আনন্দ উপভোগ করার সুযোগ পেতাম, ঠিক তেমনি ছোট খাটো অনেক বিষয় নিয়েও কথা কাটা-কাটি হতো। কিন্তু এতো কিছুর মাঝেও সম্পর্কগুলোর বন্ধন ঠিক ছিলো, একে অন্যের প্রতি একটা মায়া কাজ করতো। আজ সবাই বিচ্ছিন্ন, সবাই ভিন্ন ভিন্ন জেলায় অবস্থান করছে। মন চাইলেও ছুটে যাওয়া যায় না, সাক্ষাত করা যায় না। সময়ের প্রভাবে, আমাদের মানসিকতার কারনে, আমরা আজ বিচ্ছিন্ন।

সত্যি বলতে সম্পর্কগুলোর শেকড় হলো পরিবার। পরিবারের বন্ধনটি যদি আলগা হয়ে যায়, শেকড়ও তখন আলগা হয়ে যায়। শেকড় ছাড়া যেমন গাছটি ভালো থাকতে পারে না, ঠিক তেমনি সম্পর্কগুলো ছাড়াও জীবনের গতি ঠিক রাখা যায় না। ব্যক্তিস্বার্থ আর নিজের আধিপত্য বিস্তারের মানসিকতা আমাদের দিন দিন শেকড় হতে দূরে সরিয়ে দিচ্ছে, শেকড়হীন আমরা আরো বেশী দুর্বল হয়ে যাচ্ছি ব্যক্তি জীবনে।

IMG_20211001_124649.jpg

আবোল-তাবোল জীবনের গল্প নিয়ে কিছু দিন আপনাদের যন্ত্রণা দেয়ার চেষ্টা করবো, নানা বিষয় নিয়ে নিজের অনুভূতিগুলো ধারাবাহিক প্রকাশ করার চেষ্টা করবো। আশা করবো বিরক্তি ভাব নিয়ে হলেও আপনারা লেখাগুলো পড়বেন এবং নিজেদের মন্তব্য ভাগ করে নিবেন।

W3W Code: https://what3words.com/caramel.boardroom.stolen
Device: Device: Redmi 9, Xiaomi

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সময়ের সঙ্গে সঙ্গে যৌথ পরিবারগুলি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।যদিওবা এখন ও গ্রামে দুই একটি যৌথ পরিবার দেখা গেলে ও হয়তো আমাদের প্রজন্ম চলে গেলে সবাই এটিকে নিছক গল্প ও স্মৃতির ইতিহাস হয়ে থাকবে।অনেক বাস্তবতা সম্পর্কে তুলে ধরেছেন ভাইয়া।যৌথ পরিবারে আলাদা একটি আনন্দ বিরাজ করত।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

গ্রামের দিকে এখনো কিছু যৌথ পরিবারের উপস্থিতি দেখা যায় কিন্তু শহরের মাঝে একদমই নেই। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি প্রতিনিয়তই জীবনের মানের গল্প নিয়ে আমাদের মাঝে হাজির হন।সফল মানুষের জীবনের গল্প অন্য কাউকে পথ দেখায়।সবাইকে পরিবারের বন্ধনে আবদ্ধ থাকতে হয়। আজ পৃথিবীতে একটি পরিবার থেকেই হাজার পরিবারের সৃষ্টি। এটাই নিয়তির খেলা। আপনার পরিবারের জন্য শুভকামনা রইল ভাই। দোয়া করি যেন আপনার পরিবারের সম্পর্কের বন্ধন অটুট থাকুক।

 3 years ago 

হ্যা, এটা হয়তো নিয়তির খেলা, কিন্তু আমরা যদি সচেতন থাকতে পারতাম তাহলে এটা ভিন্নভাবে হতে পারতো। ধন্যবাদ আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

যৌথ পরিবার এখন আর আমাদের সমাজে দেখা যায় না। কিন্তু আমার কাছে যৌথ পরিবার খুবই ভালো লাগে। যৌথ পরিবারে থাকার কিছু সমস্যা থাকলে ও সুবিধা অনেক। দিন দিন আমরা আমাদের আত্মীয়স্বজন এবং পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। ভালো লিখেছেন ভাই।

 3 years ago 

একেবারেই দেখা যায় না, যদিও গ্রামের দিকে কিছু পরিমানে রয়েছে। ধন্যবাদ ভাই।

ভাইয়া, আপনি আবোল তাবোল গল্পের মাধ্যমে আপনি জীবনের বাস্তব মুখী জীবনের দিক ফুটিয়ে তুলেছেন। সত্যিই অনেক ভালো লেগেছে আপনার আবোল তাবোল গল্পটি পড়ে।

 3 years ago 

ধন্যবাদ ভাই, আপনাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা।

আমার কাছে যৌথ পরিবার খুবই ভালো লাগে। আবোল তাবোল গল্পের মধ্য দিয়ে আপনি বাস্তবমুখী পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া।

 3 years ago 

হ্যা, যৌথ পরিবার মানেই সুখ-দুঃখে সকলকে পাশে পাওয়ার সুযোগ। যদিও সুযোগটি আমরা নিজেরাই নষ্ট করছি। ধন্যবাদ

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

যৌথ পরিবারে যে কখনো থাকে নি সে কোন দিনও এর মর্ম বুজবে না। হাসি কান্না যাই হোক না কেনো, যে কোন উৎসবে যে মজা টা পাই সেটা আর কোন ভাবে পাওয়া সম্ভব নয়। কিন্তু বর্তমান সমাজে যৌথ পরিবার আর দেখাই যায় না। হইতো আমাদের পরবর্তী প্রজন্ম শুধু এর গল্পই শুনবে। খুব ভালো ভালো লিখেছেন দাদা। ভালো থাকুক সব সম্পর্ক গুলো।

 3 years ago 

হ্যা, সত্য বলেছেন। তবে আজকাল আমরা বড্ড বেশী পরিবর্তন হয়ে গেছি, যার কারনে যৌথ পরিবার বাদ দিয়ে একক পরিবারের পিছনে ছুটছি। ধন্যবাদ

 3 years ago 

সম্পর্কে অযত্ন চলে আসলে তখন বেড়ে যায় অবহেলা আর তখন হারিয়ে যায় সবকিছুই।
আমার মূল সমস্যাই হচ্ছে নিয়মিত কোনো কিছু না করা।
আমাদের এদিকটায় তো যৌথপরিবার নেই বললেই চলে।

 3 years ago 

এটা পরিবর্তন করুন, জীবনের তাগিতে এবং সম্পর্কগুলো ঠিক রাখার জন্য। ধন্যবাদ

 3 years ago 

সম্পর্কের যত্ন করতে হয়, অবহেলায় আমাদের প্রিয় মানুষ গুলো দূরে সরে যায়। আর আমরা যখন কোনো জিনিস দেখে শুধু আনন্দ অর্জনের জন্য অতচ শিক্ষার জন্য মনোযোগ দিয়ে দেখলে বা করলে আনন্দ, শিক্ষা দুইটায় হবে। কিন্তু আমাদের নিয়মিত পরিচর্যা না করার ফলে কোনো কিছু মনে রাখতে পারিনা আর তখন বলি আমার মেধা নাই, আমি পারিনা, আমাকে দিয়ে কিছু হবেনা। পরিবার হলো সম্পর্কের ভিত্তি যত ঝড় আসুক এই ভিত্তি নরবরে হতে দেওয়া যাবেনা।
আপনার আবোল তাবোল গল্পের মাঝে অনেক বাস্তব জীবনের গল্প ফুটে উঠেছে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু, কিন্তু আমরা তো সব সময় এর উল্টোটা করছি। যার কারনে সম্পর্কগুলো হালকা হয়ে যাচ্ছে এবং আমরা অনেক দূরে সরে যাচ্ছি দিন দিন। খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেউ ধন্যবাদ

Hi, @hafizullah,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51