শুরুটা না শেষটাও ভালোভাবে সম্পন্ন করা জরুরী

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো মনের সাথে আজ ভিন্ন কিছু অনুভূতি শেয়ার করবো আপনাদের সাথে, তবে অবশ্যই সাথে সবুজ ও সুন্দর প্রকৃতির কিছু দৃশ্যাবলী থাকবে। কারন সবুজ ও সুন্দর প্রকৃতির দৃশ্যাবলী সব সময় আমাকে সতেজ কিংবা ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই কারনেই আমি সর্বদা শহর বিমুখ কিন্তু গ্রামীন পরিবেশের প্রতি আগ্রহী। আসলে সত্যি বলতে আমি ভালো লাগাটাকে সর্বদা একটু বেশী প্রাধান্য দেয়ার চেষ্টা করি, তবে সেটা অবশ্যই ভালো কিছুর সাথে হতে হবে। কারণ ভালো লাগার বিষয়টিতো খারাপ কিছুর সাথেও হতে পারে, কিন্তু সেটাকে আবার প্রাধান্য দিতে গেলে বিপদ বেড়ে যাবে।

আমার এক স্যার ছিলো, খুবই সাদামাটা জীবন যাবন করতো, কিন্তু খুব মেধাবী ছিলেন। তিনি প্রায় একটা কথা খুব দারুণভাবে উপস্থাপন করতেন আর সেটা ছিলো এই রকম, আমরা বাঙালীরা যে কোন কাজ খুব দারুণভাবে শুরু করি, শুরুতে খুব বেশী উচ্ছ্বাস থাকে আমাদের মাঝে কিন্তু শেষটা হয় সাদামাটা মানে আমরা কখনো সেই উচ্ছ্বাসটা ধরে রাখতে পারি না এবং দারুণভাবে শেষটা সম্পন্ন করতে পারি না। যার কারনে আমি নিজের জায়গা হতে ছিটকে যাই এবং ভালো কিছুর প্রত্যাশা হতে অনেক দূরে সরে যাই। সত্যি বলতে সেই স্যারের কথা এখন বেশ বুঝতে পারছি, চারপাশে এই রকম অনেক দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। সেদিন ভেবেছিলাম হয়তো স্যার কোন কারনে কিংবা কোন অভিযোগের জন্য এই কথাটি বলছেন, কিন্তু সেটা এখন বেশ বুঝতে পারছি এবং সত্যতাও দেখতে পাচ্ছি।

IMG_20220611_113819.jpg

IMG_20220611_113822.jpg

IMG_20220611_113834.jpg

বিষয়টি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি চলুন। দেখুন আমার বাংলা ব্লগ এবং এই ভেরিফাইড ইউজারগুলোকে, তারা যখন আমার বাংলা ব্লগে কাজ শুরু করেছিলেন, তখন কি দারুণ উত্তেজনা ছিলো তাদের মাঝে, কি উচ্ছ্বাস ছিলো তাদের মনে, কিন্তু শুরুটা যেভাবে করেছিলেন, শেষ পর্যন্ত সেই উত্তেজনা কিংবা উচ্ছ্বাসটা ধরে রাখতে পারেন নাই এবং মাঝ পথে নিজের অবস্থানও ধরে রাখতে পারেন নাই। তারা যখন শুরুটা দারুণভাবে করে, তখন আমরা অনেকেই বলেছিলাম তারা খুব ভালো কাজ করছেন, খুব দারুণভাবে শুরুটা করেছেন, তাদের ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল হবে। কিন্তু আদতে কি হয়েছে? তাদের এখন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, এটাকে আপনি কি বলবেন?

IMG_20220611_113207.jpg

IMG_20220611_113229.jpg

IMG_20220611_113352.jpg

কিন্তু কেন এমনটা হলো? কেন আমরা শুরুটা দারুণভাবে শুরু করার পরও শেষ অব্দি টিকে থাকতে পারি না? এর অন্যতম কারণ হলো আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির হিসেবে গরমিল। দেখুন আমরা শুরুটা যতটা আশা এবং স্বপ্নকে সামনে রেখে শুরু করি এবং একটা সময় পর যখন তার বাস্তবায়ন দেখতে ব্যর্থ হই, তখন আমরা হতাশ হয়ে পড়ি, দেশ অব্দি যেতে চাই না আর, নিজেদের চেষ্টাগুলোকে থামিয়ে দেই এবং কাজডা কোনভাবে সম্পন্ন করার চেষ্টা করি।

কিন্তু এটা চিন্তা করি না, যা হবার হবেই, আমি যেভাবে শুরুটা করেছি শেষটাও সেভাবে করবো, এটা চিন্তা করে না কাজের ক্ষেত্রে সফলতা কিংবা ব্যর্থতা উভয়টাই থাকে, যে কোন একটা আসতেই পারে। সফলতা আসতেই হবে এটা কেমন কথা, কেউ সফলতা দিয়ে শুরু করে আবার কেউ ব্যর্থতা দিয়ে শুরু করে। কিন্তু আমরা সর্বদা সফলতা দিয়ে শুরু করতে চাই, যার কারনে আমাদের ক্ষেত্রে এমনটা হয়। আমরা শুরুটা দারুণভাবে করি কিন্তু শেষ পর্যন্ত সেই উচ্ছ্বাসটা ধরে রাখতে পারি না।

IMG_20220611_113601.jpg

IMG_20220611_113606.jpg

IMG_20220611_113732.jpg

সুতরাং বুঝতে পারছেন নিশ্চয় আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদের। ফলাফল না, সফলতা কিংবা ব্যর্থতাকে ফোকাস করা যাবে না, বরং নিজেট টার্গের কিংবা লক্ষ্যটাকে আগে ফোকাস করতে হবে। আরে ভাই লক্ষ্য পূর্ণ করতে পারলে লাভ কিংবা লস যেটাই হোক একটাতো আসবেই নাকি। তাহলে? এটা চিন্তা না করে বরং আমরাদের উচিত হলো নিজের লক্ষ্যে পৌছানোটাকে বেশী অগ্রাধিকার দেয়া এবং এই ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের দিকে বেশী মনোযোগি হওয়া।

হতে পারে প্রথমবার ব্যর্থ হলেন কিন্তু অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে যদি আবার শুরু করতে পারেন তাহলে নিশ্চয় সফলতা আসতে পারে, নাকি? এই বিশ্বাসটা নিজের মাঝে রাখতে হবে এবং নিজের কাজের ক্ষেত্রে সেটা প্রকাশ করতে হবে, তবেই আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো এবং শেষ হাসিটাও সুন্দর করতে পারবো।

IMG_20220611_113756.jpg

IMG_20220611_113844.jpg

IMG_20220611_113920.jpg

আজকের ফটোগ্রাফিগুলো আমাদের গ্রাম হতে ক্যাপচার করেছি। আসলে দৃশ্যগুলো অনেক আগেই ক্যাপচার করেছিলাম কিন্তু শেয়ার করা হয় নাই। সবুজ মানেই সবুজ, আর সবুজের প্রকৃত স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই গ্রামের যেতে হবে, গ্রামীন পরিবেশে যেতে হবে, তবেই আপনি কেবল সবুজের সজীবতার প্রকৃত স্বাদ পেতে সক্ষম হবেন। আমি নিয়মিত সবুজের এই সজীবতার স্বাদ নেয়ার চেষ্টা করি, নিজের অস্থিরতাগুলোকে নিমিষেই দূর করতে গ্রামীন পরিবেশে ছুটে যাই। সামনে হয়তো এই সুযোগটা আরো ভালোভাবে ধরা দিবে, কারন শহর ছেড়েতো বাহিরে যাচ্ছি, তখন আরো বেশী প্রকৃতির সান্নিধ্য লাভ করতে পারবো হয়তো।

IMG_20220611_113926.jpg

IMG_20220611_113943.jpg

IMG_20220611_113952.jpg

তারিখঃ জুন ১১, ২০২২ইং।
লোকেশনঃ সিঙ্গাইর, মানিকগঞ্জ।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।


ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

আসলে আমরা যেকোনো কাজেই হাই এক্সপেকটেশন রাখি।যার কারণে সহজেই নিরাশ হয়ে যাই।আর অবশ্যই এক্সপেকটেশন অনুযায়ী কাজ ও করিনা খুব একটা।
গ্রামীণ সবুজ উপভোগ করতেও ভাগ্য লাগে।

 2 years ago 

এটাই বাস্তবতা, কিন্তু আমরা বুঝতে চাই না, যে কাজে যত বেশী আশা থাকে সে কাজের সাথে হতাশার সম্ভাবনাও বেশী থাকে।

We cannot walk alone.👣 Resteemed your post

 2 years ago 

আপনার আজকের এই লেখা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে এবং সত্য বলতে মনে মনে একটু লজ্জাবোধও হয়েছে।
ইনশাল্লাহ ভাই,নিজের জায়গা থেকে বেস্ট সার্ভিস দেয়ার চেষ্টা করবো।আর শুধু এখানেই না,যেকোনো কাজে ফলের আশা না করে কাজটা সম্পন্ন করাতে ফোকাস করবো ইনশাল্লাহ।
ভালোবাসা নিয়েন প্রিয় ভাই😊🖤

 2 years ago 

শুনে ভালো লাগলো ভাই, বাস্তব জীবনে এটার বাস্তবায়ন যত সুন্দরভাবে করতে পারবেন, সফলতা ততো সুন্দরভাবে ধরা দিবে।

 2 years ago 

তাদের ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল হবে। কিন্তু আদতে কি হয়েছে? তাদের এখন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, এটাকে আপনি কি বলবেন?

ভাইয়া আপনার স্যারের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আসলে গুণীজন যে কথাগুলো বলেন সেগুলো পরবর্তীতে আমাদের জীবনে ঠিকই প্রতিফলিত হয়। আমি প্রায় শুরুর দিক থেকেই এই কমিউনিটির সাথে আছি। আশা করছি ভবিষ্যতেও থাকবো। আমি যখন এই কমিউনিটিতে প্রথম কাজ শুরু করি তখন সাইফক্স ছিল না। কিন্তু তবুও আমরা কাজ করেছি নিজ আগ্রহে। তখন মনের মাঝে আলাদা রকমের আনন্দ ছিল। নতুন কিছু শেখার প্রতি আগ্রহ ছিল। হয়তো অনেকে নিজের আগ্রহ ধরে রাখতে পারেনি। তবে আশা করছি যারা নিজের ধারাবাহিকতা বজায় রেখেছে তারা সফলতার লক্ষ্যে পৌঁছাবে।

 2 years ago 

আজকালতো গুণীজনের কোন কদর নেই তাই আজকালের শিক্ষকরাও তেমন কিছু শেখানোর চেষ্টা করেন না।

 2 years ago 

আসলে ভাই আপনি ঠিকই বলেছেন আমরা যে কোন কাজ শুরুটা যতটা আগ্রহ দিয়ে করি। শেষ পর্যন্ত ততটা আগ্রহ সাথে কাজটা সম্পন্ন করি না। যার কারণে আমাদের শুরুটা অনেক ভালো হলেও শেষটা খারাপ হয়ে যায়। যার কারণে আমরা সেই কাজটা সম্পন্ন করতে পারিনা। ঠিক আমাদের মধ্যেও সেটাই ঘটেছে, আমাদের ইউজারদের মধ্যে প্রথমে অনেক আগ্রহ ছিল কাজ করার। অনেক শক্তি ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারেনি। এটা হয়তো মনের দুর্বলতা না হয়তো কাজের প্রতি অনীহা। তাই আমাদের প্রত্যেকেরই উচিত কাজকে সম্মান করা এবং কাজকে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে সম্পন্ন করা। আপনার কথাগুলো খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আমি বহু মানুষকে এমন দেখেছি শুরুটা দারুণভাবে করেন কিন্তু শেষ পর্যন্ত যেতে পারেন না, এটাই আমাদের ব্যর্থতার মূল কারন।

 2 years ago 

ফলাফল না, সফলতা কিংবা ব্যর্থতাকে ফোকাস করা যাবে না, বরং নিজেট টার্গের কিংবা লক্ষ্যটাকে আগে ফোকাস করতে হবে।

এটা একদমই সত্যি কথা ভাইয়া । আসলে আমাদের ফোকাসটা ঠিক রেখে সামনে এগোতে পারলেই সফলতা আসবেই আর যদি সফলতা নাও আসে তাহলে অন্তত পক্ষে অভিজ্ঞতা তো হবে । আপনার স্যার একদম ঠিক বলেছেন ভাইয়া । আসলে আমরা শুরুটা যেভাবে করি চেষ্টা আসলে সেভাবে হয় না যার জন্য আমাদের হিসেবে গরমিলটা হয়ে যায় । খুব ভালো একটি বিষয় উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে

 2 years ago 

লক্ষ্যটাকে ধরে রাখাটা যদিও খুব কষ্টকর কিন্তু যারা পারেন সফলতা সর্বদা তাদের পাশেই থাকে। ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

যেকোন কাজ করার থেকে আমরা প্রাপ্তিকে বেশি গুরুত্ব দেই। আর অনেকেই রয়েছেন কাজের জায়গাটাকে সম্মান দিতে জানেন না। কাজকে সম্মান করলে সেটা ভালো হতে বাধ্য। বিশেষ করে স্টীমের দাম কম কিংবা বেশি সেটা মুখ্য বিষয় নয়, পোস্টের গুনগত মান অনেক বড় বিষয় যা একটা সময় সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করতে সক্ষম। চেষ্টা করতে হবে কাজের গুনগত মান ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার।
একটা ব্যাপার হলো যারা বিশ্বাস করেন না আমাদের কাজের জন্য সর্বোচ্চ মূল্যয়ন আমরা পাবো তারা ঝড়ে যাবেন এটাই বিষয়। আর কিছু মানুষের ক্ষেত্রে ব্লগিং রক্তের সাথে মিশে গেছে তারা আছে আর থাকবে।

তবে কঠিন পরিস্থিতিতে একমাত্র আপনজন চেনা যায়।

 2 years ago 

একদমই তাই, যখন প্রাপ্তিকে বেশী গুরুত্ব দেই তখন কাজের প্রতি আগ্রহ এবং দক্ষতা দুটোই দারুণভাবে হ্রাস পায় ।

 2 years ago 

শুরুটা না শেষটাও ভালোভাবে সম্পন্ন করা জরুরী -খুব দার্শনিকমূলক একটি শিরোনাম।

দার্শনিক ডেল কার্নেগীর একটা লেখায় আমি পড়েছিলাম ১০০ জন মানুষ সঠিকভাবে পরিকল্পনা করতে পারেন । তার মধ্যে ৮০ জন মানুষ কাজটি সুন্দরভাবে শুরু করে। সর্বশেষ মাত্র ৫ শতাংশ মানুষ কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারে।

হ্যা ভাই নিজের লক্ষ্যমাত্রা প্রথমে ঠিক করতে হবে এবং সেই লক্ষ্যস্থলে পৌঁছার জন্য মরণপণ সাধনা করতে হবে এবং কোন ধরনের কমপ্রোমাইজ করা যাবেনা লক্ষ্যস্থলে পৈাছা অবধি। আপনার সহজ-সরল লেখাগুলোর মধ্যে অনেক হাসি অনেক অনুপ্রেরণা চমৎকার শব্দ গাঁথুনি খুঁজে পাই ।

 2 years ago 

জ্বী, অধিকাংশ বিশেষজ্ঞরাই এই কথাটির উপর গুরুত্বারোপ করে থাকেন, শেষটা ভালো করতে না পারলে সঠিক ফলাফল আসে না।

 2 years ago 

ভাই আপনার ফিডব্যাকটি খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64752.70
ETH 3455.13
USDT 1.00
SBD 2.50