আবেগের কবিতা || যন্ত্রনার ছায়া || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

cactus-3521360_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি ভালো এবং সুস্থ্য আছেন। সব সময় প্রত্যাশা করি সকলের সুস্থ্যতা। তবে তার জন্য শুধু আমার প্রত্যাশাই যথেষ্ট নয় বরং আপনার আগ্রহ এবং ইচ্ছাশক্তির সবর উপস্থিতি থাকতে হবে। কারন আপনার বিষয়টি আপনাকেই নিশ্চিত করতে হবে, অন্যরা হয়তো সেই ক্ষেত্রে সহযোগিতা করতে পারে কিন্তু তার বাস্তবায়নের পুরো দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে এবং অনেক সময় সম্পূর্ণরূপে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ি, যা আমাদের আরো বেশী কমজোর করে দেয় এবং নিজের সক্ষমতাকে দুর্বল করে দেয়।

যাইহোক, সক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হলে নিজের অবস্থান কখনোই ঠিক রাখা সম্ভব হবে না, এটা যত তাড়াতাড়ি আমরা উপলব্ধি করতে পারবো ততো তাড়াতাড়ি অন্যের উপর হতে নির্ভরশীলতা কমাতে পারবো। আজকে অবশ্য এই বিষয়ে আর কিছু বলবো না তবে সক্ষমতা নিয়ে অন্য কোন দিন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তবে আজকে বিরহের একটা অন্য রকম কবিতা শেয়ার করবো, হৃদয়ের গভীরে থাকা যন্ত্রনাগুলোকে ভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করবো। যথারীতি আশা করছি আপনারে কাছে ভালো লাগবে।

sad-4143008_1280.jpg

যন্ত্রনাগুলো হচ্ছে জড়ো
হৃদয়ের শেষ সীমানায়,
স্মৃতিগুলো হচ্ছে জাগ্রত
বিরহের নতুন ছায়ায়।

সময়ের সাথে বদলে যায়
মুখোশের অন্তরালের রূপ,
সম্পর্কের সাথে ছিন্ন আবেগ
বাস্তবতার বিবর্ণ স্বরূপ।

আলো-আঁধারের মাঝে থাকা
কল্পনার সেই অনুভূতি,
চন্দ্র-শোভায় যায় না দেখা
নির্জীব থাকা আকুতি।

স্বপ্নীল আবেগে ভাসা
ভালোবাসার সেই কাব্যকলি,
হৃদয়ের সীমানায় লুকানো
ধূসর সেই জলছবি।

হারানো স্মৃতি জাগ্রত হয়ে
বার বার ফিরে হৃদয়ে,
পুলকিত সেই চঞ্চল অনুভূতি
নিভু নিভু রাতের আকাশে।

যন্ত্রনার আঘাত থামে না
হৃদয়ে বাড়ায় অস্থিরতা,
তার কামনা নির্মল অতি
যায় না তাকে মোছা।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year (edited)

এটা ঠিক বলেছেন কোন কিছুতে নিজের অবস্থান শক্ত করে নিজেকেই নিতে হয়।অন্যরা হয়ত সামান্য সহযোগিতা করবে।তবে অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া ঠিক নয়।
আজকের বিরহের কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে হারানো স্মৃতি মনের মাঝে অস্থিরতা সৃষ্টি করে।মনকে অশান্ত করে তোলে। সেই স্মৃতি কোনভাবে মন থেকে মোছা যায়না।তাইতো এক সময় না এক সময় যন্ত্রনার ছায়া হয়ে ধরা দেয়।

 last year 

আমি মনে করি নিজের সক্ষমতা নিজেকেই তৈরি করতে হয়। মনে রাখতে হবে যে কেউ কাউকে সুযোগ করে দেয় না। আর নিজের কাজের জন্য অন্যের উপর ভরসা করাটাও কিন্তু বোকামী ছাড়া কিছু নয়। যাই হোক আজকেও কিন্তু দারুন কবিতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এমন বিরহের কবিতা পড়লে মনে মনে সেই আগের দিনে চলে যাই। বিরহ হলেও মন ছুঁয়ে যাওয়ার মত ছিল আজকের কবিতাটি।

 last year 

অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতা থেকে অনেক কিছু শেখার আছে। আর সত্যি বলতে আপনার এবং বড় দাদা ও ছোট দাদার কবিতা থেকে আমরা অনেক অনুপ্রেরণা পেয়েছি । অনেক ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 last year 

বর্তমানে বেশিরভাগ মানুষই ভীষণ স্বার্থপর, তাই নিজের চিন্তা নিজেকেই করতে হয়। অন্য কারো কাছ থেকে যদি সহযোগিতা পাওয়া যায়, আমি মনে করি সেটা হচ্ছে বোনাস। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন ভাই। রোমান্টিক কবিতা এবং বিরহের কবিতা আমার খুব পছন্দ। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

ভাই আপনার এই কবিতাটি পড়ে তো মুগ্ধ হয়ে গেলাম। আপনার স্বরচিত "যন্ত্রনার ছায়া" কবিতাটি ছন্দে ছন্দে বেশ দুর্দান্ত হয়েছে। হৃদয়ের যন্ত্রণা গুলো এভাবেই বারবার ভেসে ওঠে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

জানিনা কেউ আমার মত আপনার কবিতা আবৃত্তির জন্য চেয়ে থাকে কিনা। তবে আমি চেষ্টা করি আপনার কবিতা; সেলিনা আপুর কবিতা পাঠ করার জন্য। এছাড়াও আরো অনেকের কবিতা আমি খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করি, কারণ কবিতা আমার খুবই প্রিয়। আবৃত্তি করার পাশাপাশি নিজেরও লেখার প্রতি বেশি আবেগ সৃষ্টি হয়। সুন্দর একটা কবিতা আপনি আজকে আমাদের মাঝে উপহার স্বরূপ দিয়েছেন। ভালো লাগলো যেখানে জীবনের কিছু বৈচিত্র ধারা তুলে ধরার চেষ্টা করেছেন।

 last year 

হৃদয়ের গভীরে থাকা যন্ত্রণা গুলো নিয়ে বিরহের কবিতা লিখেছেন ভাইয়া আজকে।অনেক ভালো লাগলো আপনার আজকের কবিতাটি।আপনি বরাবর খুব সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়ে থাকেন আমাদের মাঝে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

আমাদের প্রত্যেকের অন্যের উপর হতে নির্ভরশীলতা কমানো উচিত। তাহলে নিজেরাও এগিয়ে যেতে পারবো। ভাইয়া আজকে আপনি দারুন একটি কবিতা শেয়ার করেছেন। ব্যর্থ প্রেমের কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে।

 last year 

কোন কিছুর ইচ্ছা থাকলে শুধু যে ইচ্ছে নিয়ে বসে থাকবে সেভাবে আসলে মানুষের ইচ্ছে পূরণ হবে না। তার জন্য প্রচেষ্টা করতে হবে সব থেকে বেশি নিজের থেকে। তবে অন্য কেউ সহযোগিতা করতে পারে তাতে আরো বেশি ভালো। অনেক সুন্দর কবিতা লিখলেন আপনি যন্ত্রণার ছায়া। কবিতাটি পড়তে আমার ভীষণ ভালো লেগেছে ভাইয়া। প্রিতিনিয়ত দারুন দারুন কবিতা গুলো আপনি আমাদেরকে উপহার দেন অনেক ভাল লাগে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.034
BTC 89972.67
ETH 3222.82
USDT 1.00
SBD 2.82