মসুর ডাল আলু দিয়ে ডিমের রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

Recipe Cover-2.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আমি বেশ দারুণ উজ্জীবিত আছি। কারন প্রথম গল্প শেয়ার করার পর আপনাদের মতামত এবং অনুভূতি আমাকে দারুণভাবে উজ্জীবিত করে তুলেছে। আর চিন্তা করতেছি সামনের ঈদ উৎসবকে নিয়ে একটু ভিন্নধর্মী আরো একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো। যদিও এখনো পুরো বিষয়টি নিয়ে চিন্তা করছি, তবে গল্পের একটা রূপরেখা দাঁড় করাতে পারলেই লেখা শুরু করে দিবো। না গল্প আগে লেখা যায় না, সেটা তাৎক্ষনিকভাবে লেখতে হয়। আমার ব্লাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদাকে ফলো করার চেষ্টা করছি। তাৎক্ষনিকভাবে যতটা সম্ভব অনুভূতি দিয়ে গল্পটা দাঁড় করানোর চেষ্টা করবো।

সত্যি বলছি আজকের গল্পটাও আমি তাৎক্ষনিক অনুভূতি নিয়ে লিখেছিলার, যদিও চিন্তা করেছি এক রকম কিন্তু লিখতে লিখতে চলে গেছি অন্য দিকে, হা হা হা। গল্প লেখা যে এতোটা কষ্টকর সেটা আগে জানা ছিলো না। হ্যা, কবিতা লিখতে একটু বেশী সময় লাগে তবে গল্প লেখার মতো এতো আগ পিছ চিন্তা করতে হয় না। ভাষার একটা মিল রাখতে হয়, গল্পের ধারাবাহিকতা ধরে রাখতে হয়, গল্পের মাঝে একটু রস রাখতে হয়, ওরে বাবা মেলা কষ্ট। তবে একটু বিষয় বেশ ভালোভাবে বুঝতে পেরেছি, গল্প যারা লিখতে পারেন তাদের কল্পনাশক্তি বেশ ভালো কাজ করে, কারণ গল্পের পুরো বিষয়টি তাদের চোখের সম্মুখে নিয়ে আসেন এবং তারপর আস্তে আস্তে পুরো ঘটনাটি সাজিয়ে তুলেন।

তবে এটা সত্য গল্প লিখতে থাকলে আমার অনুভূতি এবং কল্পনাশক্তি আরো বেশী সুন্দর ও ক্রিয়াশীল থাকবে। দেখা যাক কতটা সময় করতে পারি এবং গল্পের দিকে মনোযোগ ধরে রাখতে পারি। আজ আর এ বিষয়ে কথা বলবো না, তবে ভিন্ন স্বাদের একটা রেসিপি উপস্থাপন করবো। আলু, মসুর ডাল এবং ডিমের সমন্বয়ে আজকের বিশেষ রেসিপিটি তৈরী করা হয়েছে। চলুন তাহলে রেসিপিটি দেখি-

IMG20220606164506_01.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • মসুর ডাল
  • আলু
  • ডিম
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • আদা রসুন পেষ্ট
  • তেজপাতা, দারুচিনি
  • হলুদ গুড়া
  • মচির গুড়া
  • জিরা গুড়া
  • ধনিয়া গুড়া
  • গরম মসলা গুড়া
  • লবণ
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20220606164807_01.jpg

IMG20220606164627_01.jpgIMG20220606164721.jpg

প্রথমে একটা বাটিতে ডিমগুলোকে ভেঙ্গে নিয়েছি তার সাথে কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচির সাথে গরম মসলাগুড়া দিয়ে মিক্স করে নিয়েছি।

IMG20220606165131_01.jpg

IMG20220606164824_01.jpgIMG20220606164924_01.jpg

এরপর একটা প্যান চুলায় বসিয়ে তাতে তেল দিয়ে গরম করেছি এবং ডিমগুলো ভেজে নিয়েছি। তারপর নিজের ইচ্ছে মতো ভাগ করে নিয়েছি।

IMG20220606165541_01.jpg

IMG20220606165621_01.jpg

এরপর পুনরায় কিছু তেল দিয়ে গরম করেছি এবং আলুগুলোকে স্লাইস করে সেগুলোর সাথে হলুদ, মরিচ গুড়া এবং লবন দিয়েছি।

IMG20220606165646_01.jpg

IMG20220606170402_01.jpg

এরপর হালকা আচে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজাটাও খুব বেশী না হালকা।

IMG20220606170505.jpg

IMG20220606170827.jpg

তারপর একটা কড়াই চুলায় বসিয়ে তেল গরম করে নিয়েছি এবং তেজপাতা, দারুচিনি ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি।

IMG20220606170856_01.jpg

IMG20220606171136.jpg

এরপর সকল মসলাগুলো পরিমান মতো দিয়ে ভালোভাবে কষা করে নিয়েছি, কষা করার জন্য হালকা একটু পানি দিয়েছি।

IMG20220606171146_01.jpg

IMG20220606171525_01.jpg

তারপর টমেটোর স্লাইস দিয়ে পুনারায় কষা করেছি এবং পানিগুলোকে একদম টানিয়ে নিয়েছি।

IMG20220606171657_01.jpg

IMG20220606171818_01.jpgIMG20220606171903.jpg

তারপর কষানো মসলাগুলোর সাথে মসুর ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি এবং তারপর ভেজে রাখাগুলো দিয়ে মসলার সাথে মিক্স করে নিয়েছি।

IMG20220606171925_01.jpg

IMG20220606172207_01.jpg

এরপর কিছু সময়ের জন্য সবগুলো উপকরণ একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিয়েছি।

IMG20220606172300.jpg

IMG20220606173542_01.jpg

এরপর ঝোলের জন্য প্রয়োজন মতো পানি দিয়েছি এবং বেশ কিছুটা সময় এভাবে রান্না করেছি, যাতে মসলাগুলো পানির সাথে মিশ্রন হয়।

IMG20220606173620_01.jpg

IMG20220606173717_01.jpg

তারপর ঝোলের উপর ভেজে রাখা ডিমগুলো দিয়েছি এবং উপর দিয়ে কাঁচা মরিচ দিয়েছি। যেহেতু আমি ঝাল কম খাই সেহেতু মরিচগুলো আনাম দিয়েছি।

IMG20220606175341_01.jpg

IMG20220606175504_01.jpg

এভাবে কিছুটা সময় রান্না করার পর ঝোলের উপর দিয়ে জিরা গুড়া দিয়েছি এবং কিছুটা সময় পার তা নামিয়ে নিয়েছি।

IMG20220606175935_01.jpg

এই যে দেখুন তৈরী হয়ে গেলো আমাদের আজকের ভিন্ন স্বাদের বিশেষ রেসিপি। এভাবে ডিম দিয়ে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় কিন্তু কম খরচে স্বাদের একটা রেসিপিও হয়ে যায়। আমার কাছে এই রেসিপিটি ভালো লাগে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break2.jpg
Leader Banner-Final.pngbreak2.jpg

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break2.jpg

Banner Annivr4.png

Sort:  
 2 years ago 

গল্প যারা লিখতে পারেন তাদের কল্পনাশক্তি বেশ ভালো কাজ করে, কারণ গল্পের পুরো বিষয়টি তাদের চোখের সম্মুখে নিয়ে আসেন এবং তারপর আস্তে আস্তে পুরো ঘটনাটি সাজিয়ে তুলেন।

সত্যি ভাইয়া গল্প লিখতে হলে প্রতিটি বিষয়ে সুন্দরভাবে কল্পনাশক্তিতে বানিয়ে লিখতে হয়। তবে আপনার লেখা গল্পটি আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে। আমিও চেষ্টা করি ছোট ছোট অনুগল্প লিখতে। তবে কষ্টের বিষয় হলো বেশিরভাগ মানুষ আমার গল্প পড়ে না। তবে যাই হোক ভাইয়া আজকের রেসিপিটি কিন্তু দারুন ছিল। ডিম দিয়ে মসুর ডাল রান্না করে আমি অনেকবার খেয়েছি। আর সাথে আবার আলু ও টমেটো দিয়েছেন। তাই খেতে নিশ্চয়ই আরো বেশি ভালো হয়েছে। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। ❤️❤️

 2 years ago 

গল্প লিখা সত্যিই কঠিন কাজ। তবে আমি কয়েকটা লিখেছি, যা জীবনের বাস্তবতা নিয়ে এবং গল্পগুলো আমি জানতাম। আমি শুধুমাত্র গুছিয়ে উপস্থাপন করতে গিয়ে বেশ হিমসিম খেয়েছি। আর কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে লিখতে বেশ সময় লাগে এবং পরিশ্রমের কাজ। যাক আপনার গল্পটার দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।

রান্না সবসময়ই আপনার অসাধারণ।
এভাবে আমরাও খেয়ে থাকি মাঝে মাঝেই।
উপস্থাপনা সুন্দর ছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

আমি আপনার প্রেমের গল্পের অপেক্ষায় আছি,কবে যে অপেক্ষা শেষ হবে কে জানে😉😉।যাই হোক আমার দিক থেকে একটা ইউনিক রেসিপি পেলাম।মনে হচ্ছে খেতে বেশ মজা হবে।প্রতিটি ধাপ দেখে নিলাম।ভালো ছিলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মসুর ডাল দিয়েও ডিম রান্না করা যায় এটা আগে জানা ছিল না। এটি আমার কাছে একদম ইউনিক মনে হয়েছে। আর ডিম গুলো তেলে ভাজি করে রান্না করায় টেষ্ট বোধহয় একটু বেশি হয়েছিল। আর খেতে যে অনেক মজা হয়েছিল সেটা রিসিপির ছবি দেখেই বোঝা যাচ্ছে। ভিন্ন ধরনের একটি রেসিপি তৈরি করে সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মসুর ডাল দিয়ে এই ধরনের রান্না থেতে অনেক স্বাদেরই হয়। আপনার কাছে নতুন ভাবে এই রান্নাটি আজকে শিখলাম।

 2 years ago 

ভাইয়া আপনার নতুন গল্পের অপেক্ষায় রইলাম। গল্প লেখাটা কিন্তু আসলেই কঠিন তবে আপনি চেষ্টা করে অবশ্যই ভালো একটা গল্প আমাদেরকে উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ। যাইহোক ভাইয়া আপনার আজকের রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে। আমার কাছে এটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি। তবে দেখে মনে হচ্ছে এভাবে খেতে ভালোই লাগবে। রেসিপিটা দেখতে সত্যি খুব লোভনীয় লাগছে। আপনার রেসিপিটা দেখে শিখে নিয়েছি অবশ্যই বাসায় ট্রাই করে দেখব । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ভাই আপনি ঠিকই বলেছেন গল্প লিখতে হলে গল্পের বিষয় ভালো ধারণা থাকতে হয় এবং গল্পটা পুরো আগে নিজের মধ্যে কল্পনা করতে হয়। তারপরে গল্পটা ভেবেচিন্তে লিখতে হয়। যাইহোক আপনার গল্পটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আপনার গল্পের জন্য অপেক্ষায় রয়েছি। তবে আজকে আপনার মসুরের ডাল, আলু দিয়ে সুস্বাদু ডিমের রেসিপি কিন্তু অনেক মজাদার মনে হচ্ছে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপি পরিবেশন করেছেন। সত্যি অসাধারণ রেসিপি।

 2 years ago 

একটু আগেই আম্মুকে আমি এভাবে ডিম ভেজে রান্না করার রেসিপিটি বলছিলাম যে আমি এখানে দেখেছি।কারণ আমাদের চট্টগ্রামে এভাবে খাওয়া হয়না।আর এসেই দেখলাম রেসিপিটি।মজাদার রেসিপি একেবারে।

 2 years ago 

একটি গল্প লেখা অনেক সাধনার কাজ। গল্পটি আগে নিজে নিজে ভেবে কল্পনার মাঝে সেটি তুলে ধরতে হবে। তারপর লেখা শুরু করতে হবে, গল্প লিখতে ভালোই সময় লেগে যায়। তবুও গল্প লেখার চেষ্টা করে যাচ্ছি কিন্তু এত দিনেও সফল হতে পারেনি, ইনশাল্লাহ সফল হব।ডিম এভাবে ভাজি করে আলু এবং বেগুন দিয়ে খাওয়া হয়েছে। কিন্তু এভাবে মসুরের ডাল দিয়ে কখনো খাওয়া হয়নি। আজকে প্রথম আপনার মাধ্যমে এরকম ডিমের একটি ইউনিক রেসিপি দেখতে পেলাম। যা দেখেই মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। তাই এরকম একটি রেসিপি আমি বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করব। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর একটি ইউনিক উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60257.31
ETH 2427.05
USDT 1.00
SBD 2.44