আবোল তাবোল জীবনের গল্প [ সত্য মিথ্যার বেড়াজাল ]

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। চারপাশের পরিস্থিতি বিবেচনায় নিজেকে আরো বেশী সুন্দর ও এ্যাকটিভ রাখার চেষ্টা করছেন। যদিও সব কিছু নিদারুণভাবে পরিবর্তন হয়ে গেছে, তাই চাইলেও অনেক সময় নিজের কাংখিত অবস্থান ধরে রাখা যাচ্ছে না। দেখুন আমরা ছোটবেলায় খুব বেশী সচেতন ছিলাম একটা বিষয়ে এবং আমাদের পরিবার হতে সবাই তার সাথে সাথে স্কুলের শিক্ষকরাও সেই বিষয়ে অধীক সচেতন ছিলেন, আর সেটা ছিলো মিথ্যা বলা যাবে না। বার বার বলতেন মিথ্যা বলা মহাপাপ আর আমরা সেই পাপের ভয়ে মিথ্যা বলতাম না, ভুলে বললেও সেটাকে আবার সাথে সাথে স্বীকার করে নিতাম এবং বলতাম আমার পাপ হবে না তো? আমি তো সত্যটা বলে দিয়েছি। এই রকম একটা ভয় কাজ করতো মনে।

সেই ভয়টা কিন্তু এখনো রয়েছে আমাদের মাঝে কিন্তু সেটা পাপের নয়। আমরা আজও মিথ্যা বলি একটু ভিন্নভাবে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য নয় বরং সত্যকে আড়ালে রেখে সেটাকে ভিন্নভাবে বলি। আগে মিথ্যা কথা বলতে চাইতাম না পাপ হওয়ার একটা নিশ্চিত ভয় থেকে আর এখন সত্যটা বলতে চাই না কারো কারো দ্বারা নিশ্চিত বিপদের ভয় থেকে। কি দারুণভাবে পরিস্থিতি পাল্টে গেছে, কি দারুণভাবে আমরা ও আমাদের মানসিকতা পাল্টে গেছে। কারন এখন সত্য বলতে গেলে বেশী ভয়, বিপদের পর বিপদ আসতে থাকে, পরিবারের উপর অত্যাচার শুরু হয়ে যায়! আফসোস, আমাদের এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আমাদের সকল বিপদের কারন।

যাইহোক, এই বিষয়ে হয়তো বেশী কথা বলতে গেলে বিপদ আমার জোর করে আমার বাড়িতে আসার চেষ্টা শুরু করে দিবে কিন্তু আমরা সেই চেষ্টা সফল হতে দিতে চাই না এবং সেই জন্য এই সত্য মিথ্যার খেলা হতে নিজেকে ছাড়িয়ে নিয়ে অন্য দিকে যাত্রা শুরু করে দিলাম, হা হা হা। আজব দুনিয়ার আজব সকল পরিবর্তন, আগে মিথ্যা বললে বাড়ির সবাই তেড়ে আসতো ধমকের সাথে মাইর দেয়ার জন্য, আর এখন সত্য বলতে চারপাশের মানুষগুলো তেড়ে সত্য বলা বন্ধ করার জন্য। পরিস্থিতি হয়তো পরিবর্তন হয়েছে কিন্তু তার সাথে সাথে আমাদের মানসিকতা এবং চারপাশের মানুষগুলো একটু বেশী পরিবর্তন হয়েছে।

girl-7356696_1280.jpg

কিন্তু তারপর? এরপর কি হবে আমাদের? মিথ্যার উপর প্রতিষ্ঠিত হতে হতে একটা সময়তো আমরা সত্য কি জিনিষ সেটাই ভুলে যাবো, একটা সময় আমরা বালুর বাঁধের মতো হুট করে নিজের অবস্থান হতে ডেবে যাবো, তখন আমাদের করুণ পরিনতির অবস্থা দেখে হয়তো কেউ এগিয়ে আসবে না, হয়তো মনে মনে সবাই খুশি হবে, কারুণ মিথ্যার করুণ পরিনতি দেখে কেউ কখনো দুঃখ পায় না বরং সবাই মনে মনে খুশি হয়। একটু ভেবে দেখা দরকার আমাদের, মানুষ হিসেবে মানুষের মতো বেঁচে থাকার জন্য এই অবস্থান কত দিন ধরে রাখবো?

আমি হয়তো আমার মতো করে বিষয়টি উপস্থাপন করলাম, আপনারা হয়তো আপনাদের মতো করে বিষয়টি পড়ে সুন্দর মন্তব্য করলেন, কিন্তু তারপর সেই লাউ সেই কদুর মতো হয়ে গেলো পুরো বিষয়টি। ঐ যে কথায় বলে না ওয়াজ সম্পর্কে, হুজুর ওয়াজ করেন খুব মজা লাগে কিন্তু নামাজ পড়ার কথা বলবেন না সেটা ভালো লাগে না। আমাদের বর্তমান অবস্থা অনেকটাই সেই রকম, ভাই বাস্তবমুখী কথা বলেন পড়তে এবং শুনতে খুবই ভালো লাগে কিন্তু খবরদার ভালো হয়ে যাওয়ার কথা বলবেন না, সত্য কথা বলার বিষয়ে জোর দিবেন না কারন আমরা পরিবর্তন হতে চাই না এবং মিথ্যার খোলস হতে নিজেদের বের করতে চাই না।

সবশেষে, আজকাল তো বাস্তবতা নিয়ে লেখার খুব একটা আগ্রহ পাই না, কারন আপনারা এসব বিষয়ে পড়ে মন্তব্য করতেও আগ্রহী না। তাতে সময় বেশী নষ্ট হয় কিংবা পুরো বিষয়টি ভালোভাবে পড়তে হয়। এটাও আমাদের মাঝে একটা পরিবর্তনের লক্ষ, পরিবর্তন হচ্ছে আমাদের মাঝে কিন্তু সেটা আদতে ভালো কিছুর দিকে নয় বরং ফাঁকির দেয়ার দিকে। আজকে তাহলে এখানেই শেষ করলাম, পরবর্তীতে অন্য কোন বিষয় নিয়ে কিছু শেয়ার করার চেষ্টা করবো।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 4 months ago 

সত্য মিথ্যা, এখন দুইদিকেই বিপদ ভাইয়া।পরিস্থিতি বিবেচনায় সত্য বললেও দোষ আবার মিথ্যে বললেও দোষ। এর কারণ হলো আপনি যেখানে যেভাবে আছেন সেখানে সেভাবেই তাল মিলিয়ে চলতে হবে, সবাইকে একরকম উচ্চস্থানে বসাতে তাদের মিথ্যা গুণগান গাইতে হবে।আর এটা ঠিক ভাইয়া সত্য বলতে গেলেই এখন মানুষ তেড়ে আসে। আপনার কথাগুলো পড়লেই বাস্তবমুখী বিষয়গুলো পড়া যায়, উপলব্ধি করা যায় ভিন্নভাবে।

 4 months ago 

একদমই ঠিক বলেছেন, পরিস্থিতি সত্যি আমাদের একটা অদ্ভুত পরিস্থিতিতে নিয়ে আসছে, আমরা না পারছি মিথ্যাকে সহ্য করতে আবার না পারছি সত্যটাকে প্রকাশ করতে। অনেক ধন্যবাদ

 4 months ago 

ভাই আপনার পোস্ট আমি পড়েছি মন্তব্য করছি তবে হ্যাঁ এটা আমি নিজের জীবনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রতিদিন পোস্ট পড়ি তবে আজকে আপনার শেষের কয়েক লাইন পড়ে অনেকটাই মন বদলে গেল। শুধু এই পোস্ট না আমরা সবাই যে রকমের পোস্ট করি না কেন সেটা পড়ে যতোটুকু শিক্ষা লাভ করি সেটা বাস্তব জীবনের সাথে পরিচালিত করতে হবে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এটাই বাস্তবতা, হয়তো সব সময় আমরা সবটা করতে পারি না বা সুযোগ থাকে না। বাস্তব জীবনের বাস্তবতা আমাদের প্রতিনিয়ত নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। ধন্যবাদ

 4 months ago 

আমরা সেই পাপের ভয়ে মিথ্যা বলতাম না, ভুলে বললেও সেটাকে আবার সাথে সাথে স্বীকার করে নিতাম এবং বলতাম আমার পাপ হবে না তো? আমি তো সত্যটা বলে দিয়েছি। এই রকম একটা ভয় কাজ করতো মনে।

একেবারে যথার্থ বলেছেন ভাই, আবার বলতাম যে মজা করে মিথ্যা বললে পাপ হয় না। তাছাড়া মিথ্যা বলার পর সাথে সাথে সেটা স্বীকার করে নিলে কোনো পাপ হয় না😂। তবে বর্তমান যুগে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি,কান আছে শুনবো তবে মুখ ফুটে কিছু বলা যাবে না। বললেই নানান দিক থেকে বিপদ আসা শুরু করবে। তবে কিছু কিছু অন্যায় চোখের সামনে দেখার পর, নিজেকে অনেক সময় কন্ট্রোল করা যায় না। তখন ভাবি যা হবার হবে, সত্যটা স্বীকার করবোই। আসলে দিন দিন মিথ্যা আড়াল করে দিচ্ছে সত্যকে। তবে যার যার জায়গা থেকে সবার উচিত সত্যকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। কারণ অন্যায় যে করে এবং অন্যায় যে সহে,তারা সমান অপরাধী। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66188.19
ETH 3564.66
USDT 1.00
SBD 3.14