পুঁইশাক-আলু-গাজরের দারুণ স্বাদের পাকোড়া || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ8 months ago

IMG20231016195639_01.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আমি এইতো আছি, যেমনই আছি নিজেকে আরো বেশী এ্যাকটিভ রাখার চেষ্টা করছি। যদিও মাঝে মাঝে চেষ্টাগুলো আলোর মুখ দেখে আবার মাঝে মাঝে অন্ধকারে হতাশ হতে হারিয়ে যায়। কিন্তু কি জানেন তো? তবুও আমাদের প্রতিনিয়ত পরিস্থিতির সাথে লড়াই করে গতিশীল থাকার প্রচেষ্টা অব্যাহত রাখতে হয়। আমিও ঠিক সেটাই প্রতিনিয়ত করে যাওয়ার চেষ্টা করছি। অবশ্য একটা ভালো দিক আছে আর সেটা হলো এখন শীতকাল। শীতকাল মানেই আমার অনুকূলে পরিস্থিতি থাকা, হি হি হি। কারন এই সিজনটা আমার অনেক বেশী প্রিয়। মজার মজার সবজি সাথে চলে মজার মজার সকল রেসিপি, ইতিমধ্যে সেটা শুরু হয়ে গেছে, একটা একটা করে সব শেয়ার করা হবে ইনশাআল্লাহ।

আজকে একটা শেয়ার করবো, এটা স্পাইসি এবং ফ্রাই জাতীয় কিছু। শীতের সন্ধ্যা কিংবা বিকালে গরম গরম ভাজা জাতীয় কিছু খেতে বেশ ভালো লাগে। না এটা শুধুমাত্র আমার জন্য না বরং সকলের কাছেই এই মুহুর্তটা দারুণ লাগে। তাইতো ভাজা কিংবা ফ্রাই জাতীয় জিনিষগুলো তুলনামূলকভাবে একটু বেশী খাওয়া হয় শীতকালে। আমি বরাবরের মতো শীতকালে, ভাজাপোড়া, ভর্তা এবং ঝোল ঝোল রেসিপি বেশী পছন্দ করি। অন্য সময় অবশ্য ঝোলের ধারে কাছেও যাই না হি হি হি। আজকে যেটা শেয়ার করবো সেটা হলো আলু, পুঁইশাক এবং গাজর দিয়ে দারুণ স্পাইসি পাকোরা, দারুণ স্বাদের একটা আইটেম। চলুন তাহলে রেসিপিটি দেখি-

IMG20231016193649_01.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • পুঁইশাক
  • গাজর
  • আলু
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • বেসন
  • চালের গুড়া
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • লবন
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20231016192221_01.jpg

IMG20231016193804_01.jpg

প্রথমে যথারীতি আলু, গাজর এবং পুঁইশাকগুলো স্লাইস করে নিয়েছি। আলু এবং গাজর একটু চিকন চিকন করে স্লাইস করতে হয়েছে, এটা অবশ্য আপনাদের ভাবীর কাজ, হি হি হি।

IMG20231016193820_01.jpg

IMG20231016193839_01.jpg

IMG20231016194232.jpg

তারপর একে একে সবগুলো উপকরণ নিয়েছি এবং তারপর হাত দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি।

IMG20231016194337_01.jpg

IMG20231016194349_01.jpg

তারপর অল্প অল্প করে হাতের মাঝে নিয়েছি এবং তারপর হালকা চাপ দিয়ে গোল চ্যাপ্টা করার চেষ্টা করেছি।

IMG20231016194407_01.jpg

IMG20231016194509.jpg

IMG20231016194755_01.jpg

এরপর একটা প্যান চুলায় বসিয়ে তেল দিয়ে গরম করেছি, তারপর সেগুলোকে তেলের মাঝে একে একে ছেড়েছি।

IMG20231016194927_01.jpg

IMG20231016195442_01.jpg

IMG20231016195518_01.jpg

এরপর একটু সময় নিয়ে সেগুলোকে উল্টে পাল্টে দিয়েছি এবং উভয় পাশ ভালভাবে ভাজা হলে নামিয়ে নিয়েছি।

IMG20231016195639_01.jpg

IMG20231016195722_01.jpg

ব্যস হয়ে গেলো আমাদের শীতের সন্ধ্যায় উপভোগ করার জন্য দারুণ স্বাদের পাকোড়া, বেশ দারুণ হয়েছিলো খেতে। পুঁইশাকগুলো অবশ্য আমাদের বাগানের ছিলো, তাই এই অসময়েও পাওয়া গিয়েছে।


ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 8 months ago 

পকোড়া খেতে অনেক পছন্দ করি। আর শীতকালে বিভিন্ন প্রকার সবজি দিয়ে পকোড়া তৈরি করে খেতে অনেক মজা লাগে। তাই আপনার তৈরি পকোড়া রেসিপিটি দেখে আমার এখন খুব খেতে ইচ্ছা করছে। আপনি প্রায়ই আমাদের মাঝে দারুন সব রেসিপি শেয়ার করে থাকেন। যার প্রত্যেকটি দেখতে খুবই লোভনীয় হয়ে থাকে।

 8 months ago 

বাহ্! বেশ ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। বিকেলের নাস্তায় গরম গরম পাকোড়া খাওয়ার মজাই আলাদা। বাঁধাকপি এবং নুডুলসের পাকোড়া খাওয়া হয়েছে, কিন্তু পুঁইশাক, আলু এবং গাজর দিয়ে তৈরি পাকোড়া খাওয়া হয়নি কখনো। পাকোড়া গুলো দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগবে। শীতকালে ভাজাপোড়া খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। যাইহোক এমন মুখরোচক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ভাইয়া আপনার পাকোড়া দেখে লোভ সামলানো মুশকিল। আসলে ভাইয়া শীতে এমন পাকোড়া হলে তো কথায় নেই। সকালে উঠে যদি দেখে এমন পাকোড়া তাহলে আর কিছু লাগে না।ভাবি কিন্তু আপনাকে অনেক সাহায্য করেছে এমন রেসিপি তৈরি করতে। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

জলদি লোভ নিয়ন্ত্রণ করেন না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, হা হা হা। ধন্যবাদ

 8 months ago 

পকোড়া রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করেছেন। আসলে পুঁইশাক, আলু,গাজর দিয়ে এই মজাদার পকোড়া রেসিপি এভাবে কখনো তৈরি করা হয়নি। তাই আপনার রেসিপির পরিবেশন দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করে দেখব কতটা মজাদার হয়।

Posted using SteemPro Mobile

 8 months ago 

শীতের সময় আসলে সবাই এ ধরনের ফাস্টফুড জাতীয় খাবার পছন্দ করে। ভাই আলু গাজর আর পুঁইশাকের পাতা দিয়ে স্পাইসি পাকোড়া রেসিপি দেখে অনেক লোভনীয় লাগছে। ভাই শীতের সময়ে আপনার থেকে মুলার পাকোড়া রেসিপি দেখতে চাই। অনেক সুন্দরভাবে এই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 8 months ago 

পুশাক আলু গাজরের সমন্বয় তৈরি করা চমৎকার পাকোড়া বা বড়া আমাদের মাঝে তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। এ জাতীয় তেল ঝাল এর রেসিপি আমার খুবই ভালো লাগে তবে বেশি ভালো লাগলো এজন্য শীতকালীন সবজি সমন্বয় তৈরি করা হয়েছে তাই অতি লোভনীয় হয়ে উঠেছে।

 8 months ago 

পুঁইশাক-আলু-গাজরের দারুণ স্বাদের পাকোড়া দেখেই খেতে ইচ্ছা করছে।এতো সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন। দেখে শিখতে পারলাম।পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

 8 months ago 

আসলে ভাইয়া তরকারিতে ঝোল কম হলে খেতে ভালো লাগে। আজ আপনি অনেকগুলো সবজিকে একত্র করে বেশ সুস্বাদু একটি পাকোড়া তৈরি করেছেন। আপনার তৈরি করা পাকোড়াটি দেখতে দারুন সুস্বাদু মনে হচ্ছে। ভাবছি পেঁয়াজের যে দাম তাতে তো এই পাকোড়া বানিয়ে খাওয়া শুধু স্বপ্নই হয়ে রয়ে যাবে। শুভকামনা রইল আপনার জন্য ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

যেকোনো ভাজি খেতে ভীষণ ভালো লাগে। আর আপনি আজকে পুঁইশাক গাজর এবং আলু দিয়ে যে সুন্দর করে পাকোড়া তৈরি করেছেন তা দেখেই তো জিভে জল আসার মত। পাকোড়া তৈরির প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

শীতের দিনে ভাজা জাতীয় কিছু খাওয়ার মানে হলো হৃদয়কে আরো বেশী চঞ্চল রাখা। ধন্যবাদ

 8 months ago 

সবজি দিয়ে মজাদার পাকোড়া রেসিপি প্রস্তুত করে দেখিয়েছেন ভাইয়া।আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57960.12
ETH 2482.73
SOL 155.31
SBD 2.43