
হ্যালো বন্ধুরা,
লাজুক খ্যাঁক আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের কাছে প্রিয় একটি নাম, ভালোবাসার একটি নাম। সকলের হৃদয়ের গভীরে যার অবস্থান। কারণ লাজুক খ্যাঁকের ভালোবাসায় আলোকিত সকলের হৃদয়, লাজুক খ্যাঁকের ভালোবাসায় অনুপ্রাণীত সকলে। তাই লাজুক খ্যাঁকের প্রতি সকলের আগ্রহ এবং ভালোবাসা সব সময়ই উর্ধ্বমুখী। আর উর্ধ্বমুখী এই ভালোবাসা প্রমানের সবচেয়ে সহজ এবং কার্যকর সুযোগ হলো লাজুক খ্যাঁককে ফিডিং করা। যদিও এই সুযোগটা এখন আগের মতো উন্মুক্ত থাকে না।
তবুও সবাই সুযোগটি গ্রহনের জন্য সর্বদা উন্মুখ হয়ে থাকে এবং সুযোগের সঠিক ব্যবহারের চেষ্টায় পথ চেয়ে থাকে। যাইহোক, গতকাল আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এ্যাডমিন আবারও সেই সুযোগটি অপেন করেন। সবাই তা দারুণভাবে লুফে নেয়ার চেষ্টা করেন এবং নিজেদের ভালোবাসার প্রমান দেয়ার চেষ্টা অব্যাহত রাখেন। যদিও আমাদের হৃদয় ছোট এই রকম একটা বদনাম শুরু হতেই রয়ে গেছে। তবুও আমি বিশ্বাস করি ধীরে ধীরে সবাই সেটা বুঝতে পারবে এবং নিজেদের ভালোবাসার সেরাটা প্রকাশ করার চেষ্টা করবে। তার সাথে সাথে সেই বদনামটাও মুছে ফেলার চেষ্টা করবেন।
যাইহোক, লাজুক খ্যাঁকের বড় হয়ে উঠার এই দিনে, মানে বিশাল একটা অংকের পাওয়ার আপের খুশিতে আমি কবিতা লেখার মাধ্যমে নিজের আবেগটা প্রকাশ করার চেষ্টা করেছি। যদিও আমি কবিতায় খুব ভালো না, ছন্দ বা গভীরতায় খুব বেশী অভিজ্ঞ না তবুও কাঁচা হৃদয়ের অনুভূতিগুলোকে ভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। চলুন কবিতাটি দেখি-

মন খারাপের দিনে
ভালোবাসার পরশ নিয়ে
থাকবে কি তুমি আমার পাশে?
দুঃখ যন্ত্রনার সময়
শান্তনা বানী নিয়ে
থাকবে কি তুমি আমার সাথে?
ব্যর্থতায় হতাশার সময়
অনুপ্রেরণার অগ্নিকণা হয়ে
থাকবে কি তুমি আমার সম্মুখে?
হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে
হৃদয়ের মাঝে তোমায় নিয়ে
তুমি ঘোচাবে কি সকল সংশয়?
বিষাদ অন্ধকারে ভয় পেয়ে
দূরে ঠেলে দিয়ে আমায়
হারিয়ে যাবে কি তুমি অন্য আকাশে?
আমিতো বড্ড ভালোবাসি
হৃদয়ের মাঝে রেখেছি তোমাকে
তুমি ছাড়া দুর্বল, টিকে থাকবো কিভাবে?
মন খারাপের দিনে, দুঃখ যন্ত্রনার সময়ে
ব্যর্থতার হতাশায়, হাজার প্রশ্নের ভীড়ে
তোমার উষ্ণ ভালোবাসা পথ দেখাবে আমাকে।
তুমি থেকো হৃদয়ের কাছাকাছি
তোমার ভালোবাসা নিয়ে-
আমি পাড়ি দিবো সব হাসি মুখে।
Image taken from Pixabay 1 and 2
ধন্যবাদ সবাইকে।
@hafizullah



আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

লাজুক খ্যাঁককে পছন্দ করে না এমন লোক আমাদের কমিউনিটিতে নেই। আপনি একদম ঠিক বলেছেন, ভালোবাসার আরেক নাম লাজুক খ্যাঁক। লাজুক খ্যাঁককে প্রথম বারের মতো ফিডিং করাতে পেরে আমি অনেক আনন্দিত। দাদা আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটা সুযোগ করে দিছে।
আপনার কবিতার কথাগুলো অমায়িক ছিলো। আশা রাখি লাকুক খ্যাঁক আমাদের পাশে আছে, সব সময়ের জন্য থাকবে। লাজুক খ্যাঁকের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো 💕
লাজুক খ্যাঁক আমাদের প্রাণের স্পন্দন।মনের মনিকোঠায় অনন্ত ভালবাসার নাম লাজুক খ্যাঁক।আপনার আবেগের কবিতা টি অসাধারণ হয়েছে।খুবই চমৎকার করে আবেগের বর্ণনা দিয়েছেন।এত চমৎকার একটি কবিতা আপনার কাছে পাবো এটা প্রত্যাশায় ছিল না।যাইহোক আপনার কবিতাটি পড়ে আমি অনুপ্রাণিত হয়েছি এবং মুগ্ধ হয়েছি।আরও চমৎকার চমৎকার কবিতা আপনার কাছে প্রত্যাশা করছি আগামীতে আরো সুন্দর সুন্দর কবিতা পাব ইনশাআল্লাহ।আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।আপনি সপরিবারে সুস্থতার সাথে আমাদের সাথে অনুপ্রেরণা হয়ে থাকবেন এটাই প্রত্যাশা♥♥
আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার কথার সাথে সহমত প্রকাশ করছি ভাইয়া। লাজুক খ্যাঁক মানেই হঠাৎ মন খারাপের সময় অনেক বেশি আনন্দিত হওয়া💯। লাজুক খ্যাঁককে আমরা সবাই অনেক অনেক ভালোবাসি💯। তাই আমরা কমবেশি সবাই ফিডিং করেছি লাজুক খ্যাঁকে। আপনার কবিতায় লাজুক খ্যাঁকের প্রতি আবেগ, ভালোবাসা সব টুকু ফুটে উঠেছে।
ধন্যবাদ আপনাকে লাজুক খ্যাঁক নিয়ে অনুভূতি শেয়ার করার জন্য। ভালোবাসা অবিরাম প্রিয় ভাইয়া💯🥰
আবেগ মানেই লাজুক খ্যাঁক, ভালোবাসা মানেই লাজুক খ্যাঁক এবং আত্মার বন্ধন মানে আমার বাংলা ব্লগ।
প্রিয় লাজুক খ্যাঁক কবিতাটা খুব ভালো হয়েছে। আমাদের সকলের প্রিয় লাজুক খ্যাঁক।
লাজুক খ্যাঁক ফিডিং করতে করতে আস্তে আস্তে বড় হয়ে যাবে।বড় হলেই পাওয়ার বেশি হবে।যত পাওয়ার তত সাপোর্ট। ছোট ছোট বদনাম মুছে ফেলার চেষ্টা করেছি।ভাইয়া পুরো কবিতাটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে
হুম বড় হওয়ার সাথে সাথে লাজুক খ্যাঁকের ভালোবাসাও বৃদ্ধি পাচ্ছে।আপনাকেও মনন্ত্য করার জন্য ধন্যবাদ।
জ্বি ভাই একদম ঠিক বলেছেন লাজুক খ্যাঁক আসলেই আমাদের সকলের কাছে খুবই প্রিয় এবং ভালোবাসার একটি নাম । আর লাজুক খ্যাঁকের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য আমি কাল লাজুক খ্যাঁককে ফিডিং করিয়েছি। আশাকরি প্রত্যেকদিনই লাজুক খ্যাঁককে ফিডিং করাতে পারবো। ধন্যবাদ আমাদের প্রিয় ফ্যান্টম দাদাকে আমাদের আবার এই সুযোগ করে দেয়ার জন্য।
আর আপনার কবিতার কথা কি বলবো ভাই সত্যিই আপনি দারুন কবিতা লিখেছেন। আমার কাছে আপনার লেখা কবিতাটি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাই।
সুযোগের স্বদ ব্যবহার করার নামই বুদ্ধিমত্তা, আমিও প্রত্যাশা করছি সবাই ঠিক মতো ফিডিং করাবে।
একদম ঠিক বলেছেন ভাই । আরো বেড়ে উঠুক শাই ফক্স এই কামনাই করি । ভালো লিখেছেন কবিতাটি ।
ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাই, চেষ্টা করেছি আবেগটা সুন্দরভাবে প্রকাশ করার।
অসাধারণ একটি কবিতা লিখছেন আমাদের প্রিয় লাজুক খ্যাঁক জন্য। ভাইয়া আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অনেক সুন্দর লিখছেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমি আপনার সাথে আমাদের সবার মাঝে প্রিয় লাজুক খ্যাঁক বেঁচে থাক এই কামনা করি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
খুব ভালো লাগলো ভাই আপনার মুগ্ধতা দেখে, ভালোবাসার প্রতিদানে ভালোবাসা জাগ্রত থাকুক।
ভাই আপনার সঙ্গে আমি পুরোপুরি একমত হতে পারলাম না। বদনাম আমাদের নামে ঠিকই আছে। তবে আমাদের হৃদয় ছোট নয়। বলতে পারেন সামর্থ্য কম। আর বরাবরের মতই কবিতাটি অনেক ভালো লাগলো। এরকম আরো সুন্দর সুন্দর কবিতার প্রত্যাশায় রইলাম।
বদনাম মানেই বদমান সেটা ছোট হোক বা বড় হোক। যাইহোক আমাদের মানসিকতার পরিবর্তন আসুক।
এক কথায় অসাধারণ ছিলো ভাইয়া, লাজুক খানকে নিয়ে আপনি যথাযর্থ লিখেছেন। বিশেষ করে উপরের উক্তিগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে।
যতটা সম্ভব কাঁচা হৃদয়ে আবেগ প্রকাশের চেষ্টা করেছি। ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
আমাদের সবার প্রিয় লাজুক খ্যাক কে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটি লাইন মন ছুঁয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
মন থেকে লেখেছি তো মনতো ছুবেই নাকি হা হা হা হা সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
ভাইয়া লাজুক শিয়ালের উদ্দেশ্যে এই কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে আমি কবিতাটি পড়তেছি আর ভাবতেছি সত্যিই এই লাজুক শিয়ালের কারণে আমাদের কতটা উপকার হচ্ছে ।যা দাদা আমাদের জন্য করতেছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
সেটাই তো, লাজুক খ্যাঁক মানেই ভালোবাসা আর ভালোবাসা। ভালোবাসা টিকে থাকুক যুগের পর যুগ।
সত্যি ভাইয়া আপনার কবিতাটি খুবই আবেগপ্রবণ ছিল। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন লাজুকের নামটি আমাদের হৃদয় সবার ঊর্ধ্বে। আর একটা কথাই বলবো ভালো-মন্দ নিয়েই মানুষের জীবন, খারাপ সময় আসতেই পারে, তাই বলে কি পিছিয়ে পড়ে থাকবো। না আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার রিয়েল লাইফে বেশিরভাগ খারাপ সময়ে আমার জন্য অপেক্ষা করে। কিন্তু অবশেষে সুখের হাসি টুকু হাসতে পারি। তাই এখন আমি আর কোন ঝড় তুফানকে কেয়ার করি না। শুধু এটুকুই আশা করি সব শেষে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। আর আপনার লেখা এত সুন্দর একটি কবিতা সত্যিই মুগ্ধ হয়ে গেছি। এই কবিতাটি থেকে আমি কয়েকটা লাইন নিলাম, যদিও কবিতাটির সবগুলো লাইনে ছিল মূল্যবান।
আর এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।
আবেগের নাম কবিতা-আবেগের নাম লাজুক খ্যাঁক। মিলেমিশে বন্ধনহোক আরো বেশী মজবুত।
লাজুক খ্যাঁকের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা এই কবিতাটি খুব ভালো লেগেছে আমার। আপনি অনেক সুন্দর ভাবে আপনার মনের আবেগ এই কবিতার ভাষায় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।
সুন্দর হয়েছে শুনে আমার কাছেও ভালো লাগলো ভাই, চেষ্টা করেছি কিছু একটা লেখার।
লাজুক খ্যাঁক আমাদের জন্যে একটি আর্শীবাদ।আর আপনি আজ সেই আর্শীবাদ নিয়েই কবিতা লিখেছেন।কবিতাটি খুব সুন্দর হয়েছে ভাইয়া।
হুম লাজুক খ্যাঁক এর লাজুকতা বাড়িয়ে দেয়ার জন্য একটু প্রশংসা করলাম আরকি, হি হি হি
লাজুক খ্যাঁক আর লাজুক নেই কিন্তু।🤪🤪
আমাদের সকলের প্রিয় লাজুক শিয়ালের জন্য আমাদের ভালবাসা সবসময় বাড়তে থাকবে,কখনো কমবে না।লাজুক শিয়ালকে আপনিও খুব ভালোবাসেন।আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে লেখা কবিতাটি অনেক সুন্দর হয়েছে।অনেক সুন্দর ছিল আপনার লেখা কবিতাটি।শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
সেটাইতো ভাই, কমার কোন প্রশ্নই উঠছে না, ভালোবাসা চিরজীবী হোক। ধন্যবাদ আপনাকে
লাজুক খ্যাকঁ কে নিয়ে কবিতা । বাহ্ দারুন লিখেছেন। আমরা সকলেই লাজুক খ্যাকঁ কে ভাল বাসি । যে কারনে আপনার সুরে সুর মিলিয়ে বলতে চাই ভালবাসার আরেক না লাজুক খ্যাঁক।
কবিতার মাধ্যমে লাজুক খ্যাকঁ এর প্রতি ভালবাসা প্রকাশ করেছেন। আমার কাছে কবিতা টি ভাল লেগেছে। সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
চেষ্টা করেছি ভাই আবেগগুলোকে কিছুটা ছন্দের মাধ্যমে উপস্থাপন করার, আপনাদের ভালোলাগা আমার জন্য অনুপ্রেরণা।
থাকবে কি বলেন?
হয়েই আছে,
পাশ'টা না আছে খালি।
ভাবুক মনের
কল্পনা এযে,
শুধুই ভালবাসার
চোরাবালি।
দোয়া করবেন।
সত্যি ভাইয়া কবিতার লেখা ভাষা গুলো বেশ ছিল। যে আমাদের জন্য এত করে তার অবদান কি ভাবে ভুলি। সকলের প্রানের প্রিয় ল্যাজুক হ্যাক। ধন্যবাদ ভাইয়া কবিতার মাধ্যমে দাদার প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল।
আপনার কবিতাগুলো আমার অনেক ভালো লাগে ভাইয়া। প্রতিটি লাইন অনেক অর্থবহন করে।
সত্যি আমি এই প্রথম লাজুক খ্যাঁকের ফিডিং এর সুযোগ পেলাম। এর আগে একবার এসেছিল কিন্তু আমি বুঝে ওঠার আগেই দাদা বন্ধ করে দেয়।যাইহোক লাজুক খ্যাঁক বড় হয়েছে খুব ভালো লাগল।লাজুক খ্যাক এইভাবেই আমাদের পাশে থাকুক এই প্রত্যাশা করি।
আর আপনাদের মন্তব্যগুলো আমাকে দারুণভাবে অনুপ্রাণীত করে, অনেক ধন্যবাদ আপনাকে আপু।
ভাইয়া আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা লেখেন। আজকে আপনি লাজুক খ্যাঁকে নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন, সত্যি অসাধারণ। কবিতাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।লাজুক খ্যাঁক আমাদের দুঃখের সময় আমাদের সাথে থাকবে, এটাই কামনা করি। আমাদের প্রতিনিয়ত ভালোবেসে যাচ্ছে। আমার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। লাজুক খ্যাঁক নিঃস্বার্থভাবে আমাদের ভালোবেসে যাচ্ছে। আর আমাদের সবসময় ভালোবাসবে এই আশা করি। আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে উপহার পাবো, এই আশায় রইলাম।
আমার বাংলা ব্লগবাসী সত্যি খুবই ভাগ্যবান কারন তাদের রয়েছে লাজুক খ্যাঁকের ভালোবাসা। ভালোবাসা থাকুক সর্বদা।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
ঠিক বলেছেন ভাই। লাজুক খ্যাঁক হচ্ছে আমাদের প্রাণ প্রিয়। লাজুক খ্যাঁক কে ফিডিং করাতে পেরে খুব ভালো লাগছে আমার কাছে। ও বড় হলেই তো আমাদের পাওয়ার বাড়বে। আমাদের সাপোর্ট এর পরিমান বাড়বে। ঠিক আপনার কবিতার মতই বলতে চাই লাজুক খ্যাঁক থাকুক আমাদের হৃদয়ের মাঝে।
হুম, সবই ঠিক আছে ভাই তবে ছোট হৃদয়ের বদনামটা দূর করার চেস্টা করা উচিত সকলের। ধন্যবাদ