অনুভূতির যত কথা - প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অবশ্য প্রকৃতির বদলানোর এই সময়ে মানুষও তাদের রং পাল্টে ফেলছে, তাই ভালো থাকতে চাইলেও এখন আর সেটা সহজে করা যাচ্ছে না। একটা সময় আমরা মুরুব্বীদের নিকট শুনতাম চাইলেই নাকি ভালো থাকা যায়, ইচ্ছে করলেই নাকি সব অসম্ভবকে সম্ভব করা যায়। কিন্তু একটু করে দেখেন তো এই যুগে চাইলেই আমরা সব করতে পারবো? চারপাশের পরিবেশ, পরিস্থিতি এবং মানুষগুলো কি আপনাকে আমাকে নিজের স্বাধীন মতো কিছু করতে দিবে? আসলেই সম্ভব নয়, কারন এখন বাক স্বাধীনতা হরণের যুগ চলছে, শক্তি প্রদর্শনের যুগ চলছে, নিজে মত সবার উপরে রাখার জন্য বাকি সকলের মতামতকে তুচ্ছ করা হচ্ছে।

তাই আজকাল আমরা চাইলেই সব কিছু করতে পারি না, পরিস্থিতি ও পরিবেশের উপর অনেকাংশে নির্ভরশীল থাকতে হয়। যাইহোক এই বিষয়টি নিয়ে আজকে আমার কথা বলার উদ্দেশ্য নেই বরং আমি আজকে প্রকৃতি এবং সেই সম্পর্কিত কিছু অনুভূতি শেয়ার করার চেষ্টা করবো। একটা বিষয় একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আর সেটা হলো প্রকৃতি পরিবর্তন হওয়ার আগে তার নিজের অবস্থা পরিবর্তন করে, পাতা ঝড়ার আগেই পাতার রং পরিবর্তন হয়ে যায়, এটা একটা কঠিন বাস্তবতা যদিও আমরা সেভাবে সেটা বুঝতে পারি না। ঠিক তেমনি আরো একটা বিষয় লক্ষ্য করে দেখুন, মানুষ বদলানোর পূর্বে তার ব্যবহার এবং কথার ধরন পাল্টে যায়।

IMG_20230714_111458.jpg

সত্যি বলতে আমরা পরিবর্তন হচ্ছি, আমাদের চারপাশটাও পরিবর্তন হচ্ছে, আর সেই সাথে সাথে উন্নয়নের দারুণ স্বপ্ন আমাদের মনের মাঝে দ্বিগুন হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তন কিংবা উন্নয়নের স্বপ্ন আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? সেটা কি নিরাপদ নাকি অনিরাপদ? প্রকৃতি যদি তার নিজস্ব রূপ হারিয়ে ফেলে এবং পরিবর্তনের কারনে পরিমান দিন দিন হ্রাস পায় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনিরাপদ এবং তা মোটেও আমাদের জন্য ভালো ফলাফল আনয়ন করবে না। আজকে বৈশ্বিক পরিবেশের অবস্থান, নানা ধরনের অনাকাংখিত চিত্র এবং সর্বোপরি পরিবেশের আগ্রাসী মনোভাব আমাদের নিজেদের সৃষ্টি, এর জন্য আমরা নিজেরাই দায়ী।

IMG_20230714_111443.jpg

IMG_20230714_111446.jpg

IMG_20230714_111456.jpg

এগুলো আমরা বার বার বলছি এবং নানা ভাবে উচ্চারণ করছি কিন্তু আদতে কি কোন লাভ হচ্ছে কিংবা প্রকৃতির কোন উন্নতি হচ্ছে? একদমই না কারন উন্নয়ন কিংবা উন্নতি স্বপ্ন বা আকাংখ যতদিন পর্যন্ত আমাদের মন হতে বিতাড়িত না হবে ততোদিন পর্যন্ত এই অবস্থার পরিবর্তন ঘটবে না। উন্নয়ন খারাপ সেটা আমি বলছি না বরং প্রকৃতি নষ্ট করে উন্নয়ন সেটা অসম্ভব।

IMG_20230714_111504.jpg

IMG_20230714_111517.jpg

IMG_20230714_111520.jpg

তাই উন্নতির স্বপ্নকে ধরে রাখতে হবে কিন্তু তার সাথে সাথে প্রকৃতি নিজস্ব পরিবেশ সেটার কোন ক্ষতি সাধন করা যাবে না। আমাদের চাহিদা নিয়ন্ত্রণে রাখার ভিন্ন বা বিকল্প পদ্ধতি উদ্ভাবন করতে হবে কিন্তু প্রকৃতির তার প্রভাব পড়তে দেয়া যাবে না। প্রকৃতি সুন্দর ব্যবহার নিশ্চিত করে আমরা আমাদের অবস্থান আরো বেশী সুসংহত ও নিরাপদ করতে পারবো। কিন্তু তার জন্য চাই সঠিক পরিকল্পনা এবং সচেতনতা।

IMG_20230714_111449.jpg

IMG_20230714_111525.jpg

তারিখঃ জুলাই ১৪, ২০২৩ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

না ভাইয়া চাইলেই কিন্তু ভালো থাকা যায় না। আমাদের কে প্রতি নিয়ত ভালো থাকার জন্য চেষ্টা করে যেতে হয়। আজও বেশ সুন্দর একটি উপস্থাপনা দিয়ে আপনি আপনার ফটোগ্রাফি পোস্টি আমাদের মাঝে শেয়ার করলেন। বেশ সুন্দর করে কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়। প্রতিটি ফটোগ্রাফি তে রয়েছে বাংলার প্রকৃতিতে ভরপুর। তবে আমিও কিন্তু জানতে চাই কোথায় নিচ্ছে আমাদের কে এই পরিবর্তনের ধারা।

 last year 

কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তন কিংবা উন্নয়নের স্বপ্ন আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? সেটা কি নিরাপদ নাকি অনিরাপদ?

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করেছেন। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে ভাই। ঠিক বলেছেন ভাই আপনি গাছের পাতা ঝরার আগে অবশ্যই গাছের পাতার রং অনেকটাই পরিবর্তন হয়। আসলে ভাই এই প্রশ্নের উত্তর আমার জানা নেই আমিও আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

কথাগুলো খুব সুন্দর লিখেছেন ভাইয়া। আসলে আগের সময়ের কথা আর এখনকার কথা আকাশ পাতাল পার্থক্য।এখন চাইলেই মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না।পরিবেশ, পরিস্থিতি আর মানুষ আমাদেরকে তা করতে দেয় না। তবে এটা ঠিক নিজেদের উন্নতি করতে গিয়ে পরিবেশের ক্ষতি করতে দেয়া ঠিক না।প্রকৃতির ফটোগ্রাফিগুলো দারুন হয়েছে। অনুভূতির কথার সাথে সাথে প্রকৃতির ফটোগ্রাফি খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অসাধারণ ভালো লেগেছে ভাইয়া। সেই সাথে আপনার অনুভূতি গুলো অসাধারণ ছিল। আসলেই নিজের মতো করে কোন কিছু করা সম্ভব নয় এই দুনিয়াতে। অনেক বাধা বিপত্তি আসে কোন কিছু করতে চাইলে। তাছাড়া মানুষ বা প্রকৃতি যেহেতু বদলায় আপনি ঠিক বলছেন আমরা উপলব্ধি করতে পারি না। মানুষ কিংবা প্রকৃতি বদলে যাওয়ার আগেই ভিন্ন একটি রুপ ধারণ করে। আপনার কথা গুলোর মর্মতা অনেক গুরুত্বপূর্ণ ভালো লাগলো।

 last year 

হয়তো উন্নয়নের ছোঁয়া সবকিছুতেই লেগেছে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু উন্নয়ন আছে যেগুলো আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে সেই উন্নয়নের ফলে আমরা বিপদের মুখে পড়ে যাই। যাইহোক ভাইয়া তবুও আমরা ভালো থাকার চেষ্টা করি। তবে এই কথাটা আমার কাছেও মনে হয় ভালো থাকার চেষ্টা করলেও অনেক সময় ভালো থাকা যায় না। তবুও চেষ্টা করতে হবে। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। সেই সাথে ফটোগ্রাফি গুলোও দারুন ছিল।

 last year 

মানুষ ও প্রকৃতি বদলে যাওয়ার আগে ভিন্ন একটি রূপ নেয়। সবকিছু পরিবর্তনের সাথে আমাদের মনেরও উন্নয়নের দারুণ পরিবর্তন হচ্ছে। নিজের ভালো কিছুর জন্য পরিবেশের ক্ষতি করা ঠিক না। এতে করে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবো। ফটোগ্রাফি গুলো এক কথায় অসাধারণ ছিল।সবগুলো ফটোগ্রাফি দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

প্রকৃতির ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে দেখতে ভাইয়া।এটা ঠিক বলেছেন একদম,পরিবেশের বৈশ্বিক অবস্থার জন্য আমরাই দায়ী।নিজেদের আধুনিকতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলছি। যার জন্য এই বিরূপ প্রভাব।ভালো লেগেছে ভাইয়া পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 80610.66
ETH 3119.79
USDT 1.00
SBD 2.71