সবুজের সাথে হৃদয়ের অতীত সতেজতার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, ভালো আছেন নিশ্চয়। আজ যেহেতু শুক্রবার সেহেতু একটু ভিন্নভাবে দিনটি শুরু করেছেন এবং ছুটির দিনের আনন্দ বেশ ভালোভাবেই উপভোগ করার চেষ্টা করছেন। সব কিছু ঠিকঠাক থাকুক এবং দিনটি দারুণভাবে উপভোগ করুন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমার আবার শুক্রবার কোন নিয়ম ঠিক মতো মানা হয় না, যেদিন বাড়িতে থাকি সেদিন আরকি। শুক্রবারটায় বউয়ের জোরটা একটু বেশী থাকে, আসলে অফিস থাকে না বলে উনিও ডু নট কেয়ার এই রকম একটা ভাব দেখান। কি আর করার, আমি সহজ সরল মানুষ তাই সবকিছু স্বাভাবিকভাবেই মেনে নেই, আরে ভাই ভদ্র ছেলে বলে কথা এটা বুঝতে হবে তো, হি হি হি ।

সবুজের মাঝে আমি খুঁজেছি সতেজতার আর্দ্রতা
সবুজের মাঝে আমি পেয়েছি ভালোবাসার উষ্ণতা
সবুজের মাঝে হারিয়েছি আমি হৃদয়ের অনুভূতি
সবুজের মাঝে পেয়েছি আমি ভালোবাসার আকুতি।
সবুজের সতেজতায় হৃদয়ে বাড়ে উষ্ণতা
সবুজের ভালোবাসায় বাড়ায় তোমার আকাংখা,
সবুজের অনুভূতি হৃদয়ে আন্দোলিত করে
সবুজের আবেগ হৃদয়ে ভালোবাসা জাগ্রত করে।
আমি সবুজের ছোঁয়ায় খুঁজি শুধু তোমাকে
আমি প্রকৃতির মাঝে অনুভব করি তোমাকে।


নিশ্চয় বুঝে গেছেন এতোক্ষনে আজকে সবুজ প্রকৃতির কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সত্যি বলছি কবিতার প্রতি দারুণ একটা আকর্ষণবোধ করছি আজকাল, যে কোন কিছু লেখার ক্ষেত্রেই প্রথমে কবিতার ভাবটা সম্মুখে চলে আসে। যার কারনে আগের মতো ভিন্নধর্মী লেখায় খুব বেশী মনোযোগ দিতে পারছি না, একটা গল্প লিখবো বলে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সেখানেও সময় দিতে পারছি না। কবিতার ভাব যেন সবকিছুকে নিদারুণভাবে আটকে দিচ্ছে, কবিতা ছাড়া অন্য কিছু লেখার ক্ষেত্রে কেমন জানি আগ্রহ আগের মতো কাজ করছে না। তবুও আজকে প্রকৃতির কিছু সুন্দর দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং তারপর লিখতে বসে আমারও কবিতা লেখা শুরু করে দিয়েছিলাম, হি হি হি ।

IMG_20220611_114038.jpg

IMG_20220611_114007.jpg

কবিতা তুমি আছো হৃদয়ের গভীরে
কবিতা তুমি আছো ভালোবাসার গহীনে
কবিতা তুমি, তুমি কেন ভালোবেসে কাছে টানো আমাকে
কবিতা তুমি, তুমি কেন আবেগে জাগ্রত রাখো আমাকে
কবিতা তুমি, তুমি কেন ছন্দে ছন্দে জাগ্রত করো বিবেক
কবিতা তুমি, তুমি কেন কথায় কথায় স্পর্ধা জাগাও হৃদয়ে।


না না না আর কোন কথা বলবো না কবিতা নিয়ে, তবে হৃদয়ের ভালোবাসার অনুভূতি নিয়ে কথা বলবো। আমার কাছে হৃদয়ের ভালোবাসা যতটা কাছের মনে হয় ঠিক তেমনি ততোটা কাছের মনে হয় সবুজ প্রকৃতিকে। এটা আমার সেই ছোট বেলা হতেই ভিন্ন রকম একটা অভ্যেস। যখন মন খুব বেশী খারাপ থাকতো, যখন হৃদয়ে অন্য রকম একটা অস্থিরতা বিড়াজমান থাকতো, তখন আমি চলে যেতাম শীতলক্ষ্যা নদীর পাড়ে, তীরবর্তী ফসলের কোন ক্ষেতের পাশে কিংবা প্রকৃতির কোন গাছের আড়ালে বসে থাকতাম দীর্ঘক্ষন। অপলক নয়নে তাকিতে থাকতাম প্রকৃতির দিকে, অথবা সবুজে ভরা শষ্য খেতের দিকে, অথবা নদীর ঢেউগুলোর উপেক্ষা করে চলা নদীর বুকে চলা গতিশীল নৌকা। হ্যা, তখনতো ইঞ্জিনবোট কিংবা নদীর উপর এতো এতো ব্রিজ ছিলো না, এখন যেমনটা দেখা যায়। অধিকাংশ ছিলো পালতোলা নৌকা। দেখতে বেশ লাগতো, তা পরিবেশের কিংবা নদীর কোন ক্ষতি করতো না।

IMG_20220611_113352.jpg

IMG_20220611_113716.jpg

IMG_20220611_114010.jpg

আসলে সেই সময়গুলোর মাঝে দারুণ একটা আবেগ ছিলো, প্রকৃতির মাঝে কিংবা চারপাশের পরিবেশের মাঝে একটা প্রাণ ছিলো। এখন সেগুলো আর কোথায় পাবো? নদীর দুইপাশ ছিলো উন্মুক্ত, প্রকৃতির কথা চিন্তা করে তখন বড় ধরনের কোন কারখানা করার অনুমতি দিতো না কর্তৃপক্ষ। কিন্তু এখন হয়েছে পুরো উল্টো, যত ধরনের কারখানা রয়েছে তার অধিকাংশই এখন গড়ে তোলা হয় নদীর তীরবর্তী অঞ্চল সমূহে, তারপর ধীরে ধীরে গিলে খাওয়া হয় নেই নদীকে, আর দূষণে দূষণে বিপর্যয় করে তোলা হয় সেই নদীর পরিবেশ। আহ! সভ্যতা তুমি উন্নয়নের জোয়ারের স্বপ্নে ভাসিয়ে দিলে সব দূষণের আক্রোসে। সত্যিই সভ্যতা আমাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তব করে দেখিয়েছে কিন্তু ভবিষ্যতকে দূষণের আক্রোসে নির্মমভাবে অনিরাপদ করে দিয়েছে।

IMG_20220611_114024.jpg

IMG_20220611_114046.jpg

IMG_20220611_114055.jpg

থাক থাক, এসব বলে কোন লাভ নেই, যতই বলবো ততোই লেখার সংখ্যা বৃদ্ধি করবে শুধুমাত্র, কারন আমাদের বিকেক সভ্যতার স্বপ্নে বিভোর হয়ে গেছে, যতই বিবেকের দরজায় কড়া নাড়ি না কেন? সেটা আমাদের শ্রবণেন্দ্রিয়কে জাগ্রত করবে না। এখনো মাঝে মাঝে অতীতের সেই দৃশ্যগুলোর প্রতি আসক্তবোধ করি, অতীতের সেই দিনগুলোতে ফিরে যেতে আগ্রহবোধ করি। সবুজের মাঝে এখনো এখনো মাঝে মাঝে নিজেকে হারানোর চেষ্টা করি, কিন্তু বিশ্বেস করে কোথায় যেন একটা বাঁধা বোধ করি, আগের মতো সেই সজীবতা খুঁজে পাই না। আমার এখনো মনে আছে ছোট বেলায় যখন নানাবাড়ী যেতাম, তখন একটা নদী পাড় হতে হতো, যার নাম এখন ধলেশ্বরী, তখন অবশ্য ব্রিজ ছিলো না, ফেরিও ছিলো না। এপাশে নেমে ওপাশে যেতে হতো নৌকায় চড়ে, দারুণ একটা অনুভূতি কাজ করতো তখন। খুব কাছ হতে দেখতাম মানুষ কিভাবে ডুবিয়ে ডুবিয়ে বালতি ভরে নদীর মাঝ হতে বালু উত্তোলন করে, বেশ দারুণভাবে তা উপভোগ করতাম।

IMG_20220611_114102.jpg

IMG_20220611_114110.jpg

IMG_20220611_114114.jpg

আর এখন, বিশাল বিশাল আকৃতির ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হয়, তাও নদীর তীর হতে। ফলশ্রুতিতে কিছু দিনের মাঝেই শুরু হয় নদীর পাড় ভাঙ্গার জোয়ার, নিঃস্ব হয়ে যায় নদীর তীরবর্তী কিছু মানুষের জীবন। প্রযুক্তি কত কিছু দিয়েছে আমাদের আর বিনিময়ে কেড়ে নিয়েছে কত মানুষের স্বপ্ন, সেটা হয়তো আমরা গভীরভাবে অনুধাবন করতে পারি না, ভবিষ্যতেও হয়তো পারবো না। কিন্তু আমাদের আগামী প্রজন্ম তারা কি করবে? নিঃসন্দেহে তারা সকল কিছুর জন্য আমাদের এবং আমাদের কর্মকান্ডকে দায়ী করবে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

আসলে সেই সময়গুলোর মাঝে দারুণ একটা আবেগ ছিলো, প্রকৃতির মাঝে কিংবা চারপাশের পরিবেশের মাঝে একটা প্রাণ ছিলো। এখন সেগুলো আর কোথায় পাবো?

ভাইয়া আপনি আপনার লেখার মাঝে সবসময় শিক্ষনীয় বিষয় তুলে ধরেন যা আমার কাছে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে আমরা যেমন ছোটবেলায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়েছি এখনকার সময়কার বাচ্চারা সেই সুযোগ পায়নি। কারণ সেরকম পরিবেশ আর নেই। জানিনা আমাদের পরবর্তী প্রজন্ম কতটা নিরাপদ পরিবেশ পাবে। কিছু অসৎ মানুষের খামখেয়ালি পোনা পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। এর ফলে প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য যেমন হারিয়ে যাচ্ছে তেমনি প্রকৃতি হুমকির মুখে পড়ছে। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে এই পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। ❤️❤️❤️

 2 years ago 

সত্যি ভাই সেই সময়টা এখন বড্ড বেশী মিস করি। প্রকৃতির বর্তমান অবস্থা দেখলে খুব বেশী খারাপ লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

সত্যি বলতে কি কবিতার প্রতি ভালোবাসা জন্মালে এমনই হয়। তখন সব কিছুর মধ্যেই কবিতা চলে আসে। আর আমাদের দেশের উন্নয়নের কথা কি বলবো। অপরিকল্পিত নগরায়ন আর কলকারখানার বৃদ্ধির এই প্রতিযোগিতাকে কখনোই আমি উন্নয়ন বলবো না। প্রকৃতিকপ নষ্ট করে এই উন্নয়ন আসলে কোনদিনই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। একদিন মানুষের মধ্যে শুভ বোধের উদয় হবে এটাই প্রত্যাশা।

 2 years ago 

এটা আপনি ঠিক বলেছেন ভাই, কবিতার ভাবটা বড্ড বেশী জ্বালাচ্ছে ইদানিং। আসলেই এগুলোকে উন্নয়ন বলা যায় না।

 2 years ago 

ভাইয়া আজকে আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে সবুজ প্রকৃতি সম্পর্কে আপনি খুবই সুন্দর বর্ণনা এবং ফটোগ্রাফি করেছেন। আসলে হৃদয়ের অনুভূতি হৃদয়ের ভালোবাসা যেমন তেমনি সবুজ প্রকৃতি হৃদয়ের অনুভূতিকে জাগিয়ে তোলে। ভালোবাসার সাথে সবুজ প্রকৃতির খুবই সুন্দর কথা বলেছেন। আসলে সবুজ প্রকৃতি আমার খুবই ভালো লাগে। তাই আমি সবুজ প্রকৃতির ফসলের মাঠ এবং গ্রামের দৃশ্য দেখতে নদীর পাড়ে যায়। আপনার যখন মন খারাপ হতো আপনিও শীতলক্ষ্যা নদীর পাড়ে এসে সবুজ প্রকৃতি দেখতেন। নদীতে পালতোলা নৌকার সেই দৃশ্যগুলো অসাধারণ। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

আমরা যেমন আমাদের আগের প্রজন্মকে দায়ী করছি। ঠিক তেমনি আগামী প্রজন্ম ঠিক তাই করবে। আর এই সবুজের সজীবতা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো।

 2 years ago 

সবুজের মাঝে অতীত আছে
আছে ভালোবাসা,,
সবুজের মাঝে স্বপ্ন আছে
আছে অনেক আশা।

সবুজের মাঝে মিশে আছে
বাংলা মায়ের ভাষা,,
এই বাংলায় জন্ম নিয়ে
ভালোই আছি খাসা।

ধানের ক্ষেতের সবুজ যেন
হৃদয় আমার দোলে,,
কাব্যিক এ মনটা আমার
কেমনে সেসব ভোলে।

প্রযুক্তির এই যুগে যেন
হচ্ছে সবুজ নিলাম,,
সবুজ আমার ভালোবাসা
জানিয়ে আবার দিলাম।

♥♥

 2 years ago 

যে কোন কিছু লেখার ক্ষেত্রেই প্রথমে কবিতার ভাবটা সম্মুখে চলে আসে।

ভাই এটা সবাই পারে না। তাই আমি মনে করি আপনার কবিতা চলতে থাকুক। আপনার কবিতগুলো খুব ভালো লাগে। আজকেও কবিতার কিছু লাইন উল্লেখ করেছেন দেখে খুব ভালো লাগছে। আশা করি আপনার গল্পগুলোও কবিতার মতোই ভালো লাগবে। অনেক দিন পর কলা গাছের ছবি দেখলাম। গ্রামের কথা মনে পড়ে গেলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।

These bananas look very delicious. This is my favorite food

 2 years ago 

কবি বলে কথা সকল কবিদের মতো আপনারও এরকমটাই হবে এটাই স্বাভাবিক। তবে সব কিছুর মাঝে কিছুটা ছন্দ ঢুকিয়ে দেয়া আপনার এই ভাবটা আমার খুব ভালো লাগে। যাইহোক ভাইয়া কোন কারণে মন খারাপ থাকলে সবুজ প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে আমার খুব ইচ্ছা করে। আসলে প্রকৃতির মাঝে আমাদের মনের অনেক না বলা কথা অবলীলায় ভাগ করে নেয়া যায়। কিন্তু আমরা অনেকটা নির্বিচারে প্রকৃতির সেই রূপ সৌন্দর্যকে ধ্বংস করে দিচ্ছি। কিছু স্বার্থান্বেষী মহল আমাদের নদনদী গুলোকে যেন অবৈধভাবে দখল করতে ব্যস্ত। আবার ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নদীগুলো ব্যাপকভাবে ভাঙনের শিকার হচ্ছে। সব মিলিয়ে সবুজ প্রকৃতির ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55