তাজমহল -ভালোবাসার অনবদ্য নিদর্শন

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20211126_164104.jpg

হ্যালো বন্ধুরা,

তাজমহল এর বিষয়টি কম বেশী সকলেরই জানা আছে, যুগে যুগে ভালোবাসার প্রতি অনন্য নিদর্শন স্বরূপ সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দুতে রয়েছে আগ্রার তাজমহল। আমার বিভিন্ন দেশে তার অনুকরণে তৈরী হয়েছে আরো অসংখ্য নিদর্শন। হয়তো সবাই ভালোবাসার অনবদ্য নিদর্শন দেখতে আগ্রায় যেতে সক্ষম হয় না কিন্তু নিজ দেশে অনুরূপ ষ্টাইলে তৈরী স্থাপত্য দেখে কিছুটা হলেও ভালোবাসার প্রতি আবেগ প্রকাশের সুযোগ নিতে পারেন।

আমাদের দেশেও বাংলার তাজমহল নামে এই রকম একটি স্থাপত্য গড়ে তোলা হয়েছে, তবে বেশ সময় নিয়ে এবং বাহিরের দক্ষ কর্মীর মাধ্যমে এর সৌন্দর্য ঠিক রাখার চেষ্টা করা হয়। মূল বিষয়টি ছিলো আগ্রার তাজমহলের অনুরূপ তৈরী করা, যদিও সেটা অসম্ভব একটা বিষয় ছিলো, তথাপিও কিছুটা কাছাকাছি তৈরী হয়েছে।

বাংলার তাজমহরের প্রতিও মানুষের প্রচন্ড ভালোবাসা দৃশ্যমান রয়েছে, আমি এই প্রথম এখানে আসার সুযোগ পেয়েছি। চারপাশে প্রচুর মানুষের উপস্থিতি এটাই জানান দিয়েছে যে, মানুষ এখনো ভালোবাসা এবং ভালোবাসার নিদর্শনসমূহের প্রতি আকর্ষণবোধ করেন। তবে এখানে যারাই এসেছেন তাদের বয়স কিন্তু কম আমার মতো এতো বেশী না, হে হে হে হে। মানে তারা নিজেদের ভালোবাসার বন্ধনকে আরো মজবুত করার চেষ্টা করছেন, ভালোবাসার অনবদ্য নিদর্শনের পাশে বসে। আমি বলবো এটা দারুণ চিন্তা।

চলুন বাংলার তাজমহলের চারপাশের কিছু দৃশ্য কাছ হতে উপভোগ করি-

IMG_20211126_164151.jpg

IMG_20211126_164205.jpg

IMG_20211126_164256.jpg

IMG_20211126_164126.jpg

IMG_20211126_164232.jpg

IMG_20211126_164218.jpg

IMG_20211126_164310.jpg

IMG_20211126_164336.jpg

IMG_20211126_164342.jpg

IMG_20211126_164405.jpg

IMG_20211126_164411.jpg

IMG_20211126_164650.jpg

আমার কাছে বেশ ভালো লেগেছে, মানুষের উপস্থিতি এবং চারপাশের পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ প্রকৃতি, সব মিলিয়ে ভিন্ন এক অনুভূতি কাজ করেছে। সামনে বেশ ভালো জায়গা ফাঁকা রাখা হয়েছে যেন কেউ কোন পার্টি কিংবা অনুষ্ঠান করতে চাইলে সে সুুযোগটা গ্রহন করতে পারে। অবশ্য অনেকেই এর ভিতরে পার্টি করার সুযোগ নিচ্ছেন এবং স্মৃতিগুলোকে আরো সুন্দর করে ধরে রাখার চেষ্টা করছেন।

IMG_20211126_164653.jpg

IMG_20211126_164656.jpg

IMG_20211126_164709.jpg

IMG_20211126_164716.jpg

IMG_20211126_164728.jpg

IMG_20211126_164739.jpg

IMG_20211126_164747.jpg

IMG_20211126_164750.jpg

IMG_20211126_164807.jpg

IMG_20211126_164825.jpg

IMG_20211126_164841.jpg

IMG_20211126_164851.jpg

IMG_20211126_164858.jpg

আমরা বিকেলের দিকে সেখানে যাই, আসালে আমি গিয়েছিলাম ছোট শালীর বাড়ীতে বেড়াতে। তো সেখান হতে এটি খুব কাছে অবস্থিত বিধায় বিকলের দিকে বের হয়ে সোজা বাংলার তাজমহলে চলে আসি। এরপর চারপাশটা ভালোভাবে পরিদর্শন করি, ফটোগ্রাফি করি এবং সন্ধ্যার পর বের হয়ে আসি। ততোক্ষনে যতটা সুযোগ ছিলো ফটোগ্রাফি করে নেই।

IMG_20211126_164933.jpg

IMG_20211126_164942.jpg

IMG_20211126_165002.jpg

IMG_20211126_165005.jpg

IMG_20211126_165213.jpg

IMG_20211126_165216.jpg

IMG_20211126_170856.jpg

IMG_20211126_170910.jpg

IMG_20211126_171012.jpg

IMG_20211126_170959.jpg

W3W Location Code: https://what3words.com/verifying.weeds.highbrow
Device: Redmi 9, Xiaomi

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

ভালোবাসার এই নিদর্শনগুলো টিকে থাকুক আজীবন। আগ্রার তাজমহলের অনুরূপ আকৃতি দিতে না পারলেও, এই তাজমহলটি খুব সুন্দর হয়েছে। বিকেল বেলায় অনেক সুন্দর সময় কাটিয়েছেন বোনের বাড়িতে ঘুরতে গিয়ে। ছবিগুলো অনেক সুন্দর ছিল। আপনার সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago (edited)

দাদা বাংলাদেশেও তাজমহল আছে!! 🙄🙄🙄 দারুন দারুন। হোক ছোট, কিন্তু দেখতে বেশ আকর্ষণীয়। সময় কাটানোর জন্য ভালোই একটা জায়গা। বিশেষ করে নতুন কপোত কপোতীর জন্য কথায় নেই 🤪🥰। এই জায়গা গুলোর নাম আমি নোট করে রাখছি সব। সব খানে ঘুরবো। খুব ভালো লাগলো দাদা।

 3 years ago 

জ্বী আপু এটাও কিন্তু দারুণ বুদ্ধি, সময় মতো সবগুলো জায়গায় ভ্রমণ করা যাবে সহজেই। ধন্যবাদ

 3 years ago 

তাজমহল এর ফটোগ্রাফি দেখে মনটা ভরে গেল। ভালোবাসার মানুষ গুলো একত্রে মিলিত হয়েছে যেটা সবার কপালে জোটে নাহ। আগ্রার তাজমহলের মতো না হলেও কিন্তু দেখতে চমৎকার ভাই। আপনার থেকে কম বয়সের লোক এখানে আসলেও কিন্তু মানুষের মনের বয়স আঠারো। প্রেম মানে নাহ কোন বাধা। সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ❤️❤️

 3 years ago 

হুম এটা সত্য ভাই ডিজাইনটা একেবারে মন্দ না আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ

 3 years ago 

সত্যি বলতে ভাইয়া বাংলাদেশেও যে বাংলার তাজমহল নামে একটি জায়গা আছে সেটা আমি জানতামই না। আপনার এই পোষ্টের মাধ্যমে আমি এই প্রথম জানতে পারলাম যে, বাংলার তাজমহল নামে একটি জায়গা আছে। যেহেতু জানতাম না সেহেতু সেখানে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তবে আমার মনে হচ্ছে জায়গাটা অসম্ভব সুন্দর এবং আসল তাজমহলের মত হুবহু হতে পারেনি, তবে কিছুটা কাছাকাছি মনে হচ্ছে বাংলার তাজমহলের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে।

সত্য কথা বলতে সবার জীবনেই শালীর থাকা খুবই প্রয়োজন বলে আমি মনে করি, হাহাহা, কারণ শালির বাড়ি ঘুরতে গিয়ে আপনি এত সুন্দর একটি জায়গা পরিদর্শন করেছেন। সব মিলিয়ে জায়গাটি অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। এত সুন্দর একটি নিদর্শন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

হা হা হা ভাই, যদি বিয়ে না করে থাকেন তাইলে অবশ্যই শালী দেখে বিয়ে করবেন। ধন্যবাদ।

 3 years ago (edited)

জ্বী ভাইয়া,বিয়ে তো করি নি,তবে অবশ্যই ৩ থেকে ৪ টা শালি দেখে বিয়ে করবো😄😄

 3 years ago 

আমাদের দেশে যে তাজমহল আছে এটা তো আমার একেবারে জানাই ছিল না। এজন্যই আসলে সকলের উচিত অন্যের পোস্ট আছে। এইযে আমি আজকে আপনার পোস্ট পড়ার মাধ্যমে নতুন একটি জিনিষ জানতে পারলাম।আর অনেক সুন্দর ও!

 3 years ago 

হুম, বিয়ের পর ভাইকে নিয়ে চলে যাবেন এখানে, তারপর দেখাবেন এবং শিখাবেন ভালোবাসা কাকে বলে, হে হে হে হে।

 3 years ago 

বাহ,,, ভাইয়া প্রতিটা জায়গা খুব অসাধারণ ভাবে ছবি তুলেছেন, আমার কাছে কিন্তু অসাধারণ থেকেও অসাধারণ লেগেছে৷ এই সেই তাজমহল, যে তাজমহল কে ঘিরে হাজারো কথা রয়েছে, তবে আমি কখনো জাইনি, আপনার ছবি গুলো দেখে অনেক ইচ্ছে করছে। অনেক অনেক ভাল লাগলো আমার কাছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া আমরা যেহেতু ভারতের তাজমহল দেখার সুযোগ পাব না । তবে আমাদের দেশে তৈরি নারায়ণগঞ্জের সেই অপরূপ দৃশ্য সম্বলিত তাজমহল টি দেখার সৌভাগ্য হতেই পারে ।আমি অবশ্য 2017 সালে একবার গিয়েছিলাম পানাম সিটি তে। সেখানে গিয়ে এই তাজমহলটি আমি দেখেছি এবং ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেছি বিষয়টি আমার খুব ভালো লেগেছে। তাজমহল হচ্ছে এক ভালোবাসার অপরূপ নিদর্শন তা যেকোন প্রেমিক-প্রেমিকার মনে প্রতীক রূপে প্রতীয়মান হয়ে আছে। হাজারো প্রেমিকের হৃদয় প্রেম ভালোবাসা যতদিন থাকবে তাজমহল ততদিনই আমাদের মনে ভালোবাসার প্রতীক হিসেবে রয়ে যাবে ।আর পরিবার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি করার মত সুন্দর একটি জায়গা। আশা করি আপনি সুন্দর একটি দিন উপভোগ করেছেন

 3 years ago 

বাহ, এটি অবিশ্বাস্যভাবে সুন্দর, যদিও এটি শুধুমাত্র আসল মত তৈরি করা হয়েছে।
এটি একটি আশ্চর্যজনক ভবন.

 3 years ago 

হুম, এটা ভারতের তাজমহলের আদলে তৈরী করা হয়েছে। ধন্যবাদ

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 
আপনি প্রথমবার গিয়েছেন গিয়ে অনেক মানুষ দেখতে পেয়েছেন। আসলেই মানুষের মনে তাজমহলের প্রতি ভালোবাসা কাজ করে।প্রথম দৃশ্যটা দেখে তো আমার এখনই যেতে মন বলছে ভাইয়া দারুন ফটোগ্রাফি করেছেন। আর সকলে ছবি তোলার জন্য ব্যস্ত। আমার দেখে সত্যিই অনেক ভালো লাগছ। সেইসাথে তাজমহলটি দারুন ভাবে ফুটে ওঠেছে। আপনি অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 64876.28
ETH 2650.41
USDT 1.00
SBD 2.81