আবেগের কবিতা || তুমি হৃদয়ের আকাশে ভাসা মায়া || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ4 months ago

rock-8196075_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ব্যস্ততার সাথে সন্ধি করে নিজেকে চঞ্চল রাখার চেষ্টা করছি। সময়ের সাথে অসময়ের দ্বন্দ্ব, হৃদয়ের সাথে কল্পনার সংশয় বাড়িয়ে তোলে সকল কিছুর সাথে সংঘাত। সত্যি ভালোবাসার স্পন্দনের কারনে আমরা মাঝে মাঝে কাছের মানুষদের দূরে ঠেলে দেই, আবার ভালোবাসার আবেগে আমরা দূরের মানুষদের কাছে টেনে নেই, এ এক অন্য রকম সমীকরণের সূত্রপাত। কথায় বলে না যে দিল্লির লাড্ডু খেলেও পস্তাতে হয় আবার না খেলেও পস্তাতে হয়। ভালোবাসার অনুভূতিটা ঠিক তেমন, এর ভেতরে প্রবেশ করলেও যন্ত্রণা আবার প্রবেশ করতে না পারলেও যন্ত্রণা, হি হি হি।

যাইহোক, কথা প্রসঙ্গে হয়তো অনেক কথাই বলা যাবে, ভালোবাসার আড়ালে কল্পনাকে সম্মুখে হাজির করা যাবে কিন্তু গুনে শেষ করা যাবে, হি হি হি। তাই চলুন কথার সাথে কথার সন্ধি না করে হৃদয়ের সাথে ছন্দের মিল করে দারুণ একটা কবিতা পড়ি। এই কবিতাটি লেখার ভাবনায় ছিলেন দাদা, কারন দাদার একটা অনু কবিতায় রিপ্লাই দেয়ার জন্য প্রথম ছয় লাইন লিখেছিলাম, পরবর্তীতে সময় করে সেটাকে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছি। আমি প্রায় এমনটা করে থাকি, প্রথমে চার/ছয় লাইন লিখি পরে সেটাকে পূর্ণতা দেই। চলুন তাহলে আজকের কবিতাটি পড়ি-

sunset-8541936_1280.jpg

হৃদয়ের অনুভূতি আজ নির্জীব
জোসনার আলো গুপ্ত,
ভালোবাসার আবেগে বইছে ঝড়
উত্তাল তার তরঙ্গ,
তোমার আকাংখার বিদ্রোহী স্পন্দন
নতুন করে সাজাচ্ছে শিহরণ।

তুমি হৃদয়ের নির্মল আবেগ
আলোকিত সকল ভাবনা,
ভালোবাসার সমুদ্রে স্পন্দনের ঢেউ
চঞ্চল রাখে আকাংখা,
তোমার আবেগে বিদ্রোহী হৃদয়
নতুন করে রাঙাচ্ছে সংশয় ।

রঙিন অনুুভূতি হচ্ছে জড়সড়
কল্পনার সীমানায় সাজ,
ভালোবাসার আকাশে সাত রং
ছড়াচ্ছে তার সুভাস,
তোমার ভাবনায় হৃদয়ে কম্পন
নতুন করে বাড়াচ্ছে স্পন্দন।

তুমি হৃদয়ের আড়ালে থাকা কল্পনা
ভালোবাসার গভীরে থাকা জল্পনা,
তুমি হৃদয়ের আকাশে ভাসা মায়া
সময়ে অসময়ে চঞ্চল থাকা যন্ত্রণা।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 4 months ago 

আসলে ভালোবাসা এমন একটি আবেগ এই ভালোবাসার কারণে আমরা কাছের মানুষকে দূরে ঠেলে দেই। আর দূরের মানুষকে করে নেই একদম আপন। আসলে আপনার এই ভালোবাসার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অসাধারণ ভাবে ভালবাসার বহিঃপ্রকাশ এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

জীবনের সমীকরণ বড্ড অমিল ভাইয়া। এই সমীকরণ মিলানো খুবই কঠিন ব্যাপার। অনেকে ভালোবেসে কাছে টেনে নেই। আবার অনেকেই সেই মায়ার জন্য হাহাকার হয়ে যাই। দূরে ঠেলে দেয় আপনজন মানুষকে। কার জীবনে কখন কি হয় বোঝা বেশ মুশকিল। আমি মনে করি এই মায়া শব্দটা একদম ভাসমান বলতে হয়। কারণ এই মায়া কখনো দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী হতে পারেনা। একটি সাগরের মাঝে একটি নৌকা যেমন ভাসন্ত তেমনি মায়া জিনিসটাও ভাসমান। আপনার লেখা কবিতাটি অনেক ভালো লেগেছে পড়ে।

 4 months ago 

অসাধারণ একটি প্রেমানুভূতির কবিতা শেয়ার করেছেন ভাইয়া। কবিতাটি অনেক ভালো লেগেছে। শব্দের নিপূন কারুকার্যে প্রেমানুভূতির গভীর বিচ্ছুরণ ঘটিয়েছেন আপনার কবিতায়। অনেকেই কবিতা লিখে কিন্তু সবাই কবি নয়। কেউ কেউ কবি। আপনি তাদের মধ্যে একজন। কবিতাটি আমাদের সাথে শেয়ার করে পড়ার সুযোগ করে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 months ago 

অনুভূতির চমৎকার প্রকাশ ঘটিয়ে আজকের এই কবিতাটি লিখেছেন। কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে আমার।যথার্থই বলেছেন,দিল্লিকা লাড্ডু খেলে ও পস্তাতে হয় আবার না খেয়ে দেখলেও আফসোস হয়। তবে ভালোবেসে কাছে পেলে আনন্দ।না পেলেও দারুন কষ্ট।তবে ভালোবাসার মানুষটিকে দূর থেকে ভালোবাসাটাও এ ধরনের মায়া থেকেই রয়ে যায়। এটা ও কিন্তুু অনুভূতিকে চঞ্চল রাখে।যা হয়তো মানুষটিকে পাওয়া হয়ে গেলে থাকতো না।কি জানি হয়তো থাকতো ও।আমার ধারনা নেই।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলে দাদা এবং আপনার কবিতাগুলো সবসময়ই আমাদের শেখার জায়গা। আপনি দাদার কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে চমৎকার একটি পূর্ণ কবিতা আমাদের উপহার দিয়েছেন। সত্যি বলতে আমরা আজ যে কবিতাগুলো লিখতে পারছি তার পুরো অবদান দাদা এবং আপনার। যাইহোক আজকের কবিতাটি অসাধারণ ছিল এবং কিছু জিনিস এখান থেকে নিয়ে গেলাম ভবিষ্যতের জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলেই আমরা অনেক সময় কাছের মানুষদের দূরে ঠেলে দেই,আবার দূরের মানুষদের কাছে টেনে নিয়ে আসি। অবশ্য এর পিছনে কারণও থাকে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন ভাই। কবিতাটি মনোযোগ সহকারে পড়লাম এবং আবৃত্তি করার চেষ্টা করলাম। সত্যি বলতে কবিতাটি পড়ে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। দাদার একটা অনু কবিতার রিপ্লাই দেওয়ার জন্য প্রথমে ছয় লাইন লিখে, তারপর সম্পূর্ণ কবিতাটি লিখেছেন তাহলে। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57249.71
ETH 3092.70
USDT 1.00
SBD 2.41