আবেগের কবিতা || সব কিছুর সমাধান হয় না || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ9 months ago

heart-1936034_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তবে ভালো থাকাটা সব সময় সম্ভব হয় না, কারন মানসিকতার সঠিক অবস্থা ধরে রাখাটা অসম্ভব হয়ে যায় মাঝে মাঝে। যেমন দেখুনটা বৃষ্টি হওয়ার সাথে সাথে ছাতাটা আমাদের নিকট কতটা প্রয়োজনীয় এবং কাংখিত বস্তু হয়ে উঠে, নিজের না থাকলেও অন্যের নিকট হতে ধার করতে দ্বিধাবোধ করি না কখনো কখনো। কিন্তু তারপর বৃষ্টির আর্দ্রতা হারিয়ে পরিবেশ যখন পুনরায় উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠে, তখন কি ছাতা আমাদের নিকট প্রয়োজনীয় কিছু বলে মনে হয়? হয় না, কারন এটাই বাস্তবতার নির্মম শিক্ষা। প্রয়োজন শেষ হলে আমরা সবাই সেটার গুরুত্ব ভুলে যাই, প্রয়োজনটা তখন আমাদের নিকট তুচ্ছ মনে হয়।

যাইহোক, বাস্তবতার বিষয়টি এমনই প্রতিনিয়ত নতুনভাবে নতুন করে আমাদের শেখায়। জীবন যত দিন আছে বাস্তবতার শিক্ষা ঠিক ততোদিনই থাকবে। আজকে অবশ্য আরো একটা কবিতা শেয়ার করবে, এখানে বাস্তবতার একটা বিষয়কে ভিন্নভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কিছু বিষয় আমরা জানি কিন্তু তবুও সেটাকে মেনে নিতে পারি না। কিছু প্রশ্নের কোন উত্তর হয় না আমারা জানি কিন্তু তবুও সেই প্রশ্নগুলো আমরা বার বার করি এবং সমাধান খোঁজার চেষ্টা করি। আসলে আমরা জানি সব কিছুর সমাধান নেই কিন্তু তবুও মনকে শান্তনা দিতে সেটা বার বার করে থাকি। চলুন আজকের কবিতাটি পড়ি-

heart-1228449_1280.jpg

সব কিছুর সমাধান হয় না
কিছু সমস্যা মুছা যায় না,
হৃদয়ে জাগ্রত যার ভাবনা
তাকে কিভাবে যায় ভুলা?

সব যন্ত্রনা সহ্য হয় না
কিছু ক্ষত কখনো সারে না,
দুঃখের সাগরে যার বসবাস
তার কিভাবে হয় সর্বনাশ?

সব স্মৃতি মুছা যায় না
কিছু মুহূর্ত কখনো হারায় না,
ভুল করে কাছে আসা সুখ
ফিরে গেলে তাতে কিসের দুখ?

সব কিছুর প্রভাব থাকে
কাছে আসলে কিংবা হারিয়ে গেলে,
অতীতকে ফিরে পাওয়ার আক্রোশে
তবুও মানুষ কেন পিছু ছুটে?

আবেগ দিয়ে হয় না বিচার
বিবেক থাকা চাই জাগ্রত,
সব কিছুর উত্তর খুঁজতে গিয়ে
কেন বাড়াচ্ছি শুধু বিতর্ক?

যে থাকার ঠিক থাকবে
হৃদয়ের পাশাপাশি আলিঙ্গনে,
যে যাবার ঠিক হারিয়ে যাবে
হৃদয়ে রক্তক্ষরণ ঝরিয়ে।

Image from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 9 months ago 

দারুন লেখেন কিন্তু। তবে কি ভাইয়া পৃথিবীর মানুষ গুলোই এমন। স্বার্থের টানে কাছে টানে আর স্বার্থ শেষে ছুড়ে ফেলে দেয়। তবে আজও কিছু বাস্তবতার আলোচনায় তৃপ্ত করলেন হৃদয়টাকে। সেই সাথে উপহার দিলেন বেশ দারুন একটি কবিতা। কেন জানি বার বার মনে হচ্ছে এই কবিতাটিই তো খুঁজছিলাম। দারুন ছিল নিচের চারটি লাইন। মনে হয় আমার জন্য কেউ লিখেছে-

সব স্মৃতি মুছা যায় না
কিছু মুহূর্ত কখনো হারায় না,
ভুল করে কাছে আসা সুখ
ফিরে গেলে তাতে কিসের দুখ?

 9 months ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্য শেয়ার করার জন্য। সত্যি বলতে সময়টা পাল্টে গেছে এবং মানুষগুলো হেরে গেছে স্বার্থের কাছে।

 9 months ago 

হ্যাঁ জীবনের এই চলার পথে অনেক কিছুর প্রয়োজন হয় যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেই প্রয়োজনের কথা সবাই ভুলে যায়। এটাই বাস্তবতা এটাই মানুষের অভ্যাস। যেটা সবার ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে। সেই বিষয়ের উপর দারুন কবিতা লিখেছেন খুবই ভালো লাগলো কবিতার ছন্দ দারুন ছিল।

Posted using SteemPro Mobile

 9 months ago 

চলার পথে আমাদের প্রতিনিয়ত শিখতে হয় এবং বুঝতে হয়, স্বার্থ আছে বলেই আমরা প্রকৃত মানুষগুলোকে চিনতে পারি। ধন্যবাদ

 9 months ago 

ওয়াও ভাই কবিতাটি পড়ে তো মুগ্ধ হয়ে গেলাম। আসলেই ভাই জীবনে কিছু কিছু ক্ষত হলে,ক্ষতগুলো সেরে গেলেও সেই ক্ষতের চিহ্ন থেকেই যায়। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অনেক ধন্যবাদ ভাই, আপনাদের ভালো লাগা আর আমার জন্য সেটা অনুপ্রেরণা।

 9 months ago 

ভাই আপনি নিজেই আমাদের অনুপ্রেরণা। ❤️❤️❤️

Posted using SteemPro Mobile

 9 months ago 

বাস্তবতা আমাদের প্রয়োজনগুলো বদলে দেয়। হয়তো প্রয়োজনে যেগুলো ভীষণ কাজে লাগে আর অন্য সময়ে সেগুলো বিরক্তিকর লাগে। যাই হোক ভাইয়া সব কিছু মিলে ভালো থাকাটা সত্যি অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভাইয়া আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 9 months ago 

একদমই, সময়ের সাথে সাথে সব কিছু যেমন পাল্টে যায় ঠিক তেমনি প্রয়োজনের সাথে সাথে আমরা ও আমাদের চাহিদাগুলোও পাল্টে যায়।

 9 months ago 

আসলেই সব কিছুর সমাধান হয়না।বেশ চমৎকার ছিল ভাইয়া আজকের কবিতাটি।কবিতার লাইনগুলো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ছন্দের সাথে।টপিক নির্বাচন বেশ লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অনেক ধন্যবাদ আপনাকেও আপনার অনুভূতি শেয়ার করার জন্য।

 9 months ago 

বরাবরের মতো আজকের কবিতাটি ও দারুন লিখেছেন।কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এটা সত্যি কথা কিছু প্রশ্নের উত্তর হয়না।তারপরেও আমরা উত্তর খুঁজি। কিছু সমস্যার সমাধান হয় না। তারপরেও আমরা তার সমাধান খুঁজি। শুধু মাত্র মনকে সান্ত্বনা দিতেই এটা আমরা করে থাকি।আজকের কবিতাটিও খুব ভালো লেগেছে। কবিতার লাইনগুলো চমৎকার হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে অনুভূতি দিয়ে চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আসলেই, কারন সময়ের সাথে সাথে আমরাও খুব বেশী আবেগি এবং অবুঝ হয়ে যাই। ধন্যবাদ

 9 months ago 

আসলেই ভাই যে কোনো জিনিসের প্রয়োজন শেষ হয়ে গেলে, সেটার গুরুত্ব আমাদের কাছে অনেক কমে যায়। তবে যে কোনো বস্তুর সাথে এটা হলে ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে প্রয়োজন ফুরিয়ে গেলে খোঁজ খবর পর্যন্ত রাখে না। সেই জিনিসটা খুবই খারাপ এবং যারা স্বার্থপর তারাই এমনটা করে থাকে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন ভাই। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। আসলেই সব স্মৃতি মুছা যায় না, কারণ অকারণে মনে পড়ে যায়। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54336.36
ETH 2283.81
USDT 1.00
SBD 2.34