বাঁধা কপির মুচমুচে পাকোড়া রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 years ago

Recipe Cover-kopi.png

বন্ধুরা, কেমন আছেন সবাই? শীত খুব একটা লাগছে না এই বার তাইনা?

তবে শীত লাগুক আর নাই লাগুক শীতের সবজির স্বাদ কিন্তু ঠিকই লাগছে মুখে, আপনাদের কথা বলতে পারি না আমার কিন্তু কিছুই মিস হচ্ছে না, হে হে হে। শীত মানেই স্বাদের সবজি গুলোর দারুণ সব স্বাদ উপভোগ করার দারুণ সুযোগ। বুঝে গেছেন নিশ্চিয়ই যে আজও আমি স্বাদের শীতের সবজির কিছু একটা শেয়ার করতে যাচ্ছি। হ্যা, স্বাদের একটা দারুণ রেসিপি আজ আপনাদের সাথে ভাগ করে নেব।

শীতের প্রায় সকল সবজি দিয়েই আজ কাল দারুণ সব মুচমুচে পাকোড়া তৈরী করা হয়, যদিও অতীতে আমরা এভাবে চিন্তা করতাম না। যার কারনে শুধুই সবজি খেয়ে তৃপ্ত থাকার চেষ্টা করতাম। কিন্তু এখন দিন পরিবর্তন হয়েছে, না না রাত দিন হয় নাই বরং রাতের জায়গায় রাতই আছে শুধু মাত্র আমাদের ভাবনাগুলোর মাঝে পরিবর্তন এসেছে। আর আমরা নতুন কিছু করার মাধ্যমে সবজিগুলোর আরো বেশী স্বাদ নিতে সক্ষম হচ্ছি।

আজ শেয়ার করবো বাঁধা কপির মুচমুচে পাকোড়া, যদিও অনেকেই বাঁধা কপিকে আবার পাতা কপি নামে চিনেন। আমিও ছোট বেলায় পাতা কপি নামেই ডাকতাম, কারন এর ভেতরে শুধু পাতাই আর পাতা। কিন্তু যাই থাকুক না কেন স্বাদটা সত্যি অন্যরকম। আর এই বাঁধা কপির মুচমুচে পাকোড়া আপনার অনুভূতিকে পরিবর্তন করে দিতে পারে। চলুন তাহলে দেখি আজকের পাকোড়া রেসিপিটি-

IMG20220112184256_01.jpg

উপকরণ সমূহঃ

  • বাঁধা কপি
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা
  • বেসন
  • চালের গুড়া
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • লবন
  • ডিম
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20220112172901_01.jpg

IMG20220112172908_01.jpg

প্রথমে বাঁধা কপি সুন্দর করে স্লাইস করে নিবো তারপর একটি পাত্রে নিয়ে চুলায় বসাবো, পরিমান মতো পানি দিয়ে সিদ্ধ করবো। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবো, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে।

IMG20220112180348_01.jpg

সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পানি ঝরিয়ে নিবো এবং একটি পাত্রে রাখবো।

IMG20220112184323_01.jpg

IMG20220112184527.jpg

এরপর একটি প্লেটে নিবো এবং তার সাথে চালের গুড়া ও বেসন মেশাবো।

IMG20220112184639_01.jpg

IMG20220112184821.jpg

এরপর বাকি সকল উপাদানগুলো দিয়ে দিবো এবং সবশেষে একটি ডিম ভেঙ্গে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব।

IMG20220112185124.jpg

একটি প্যান অথবা কড়াই চুলায় বসাবো এবং কিছু পরিমান তেল দিয়ে গরম করবো।

IMG20220112185207_01.jpg

IMG20220112185411_01.jpg

তেল গরম হয়ে আসলে মিক্সারগুলো হতে অল্প অল্প নিয়ে তারপর তেলে ছাড়বো।

IMG20220112185530_01.jpg

IMG20220112185743_01.jpg

কিছুক্ষণ পর উল্টে দিয়ে উভয় পাশ ভাজার চেষ্টা করবো।

IMG20220112185951_01.jpg

IMG20220112191053_01.jpg

ভাজাগুলো বাদামি হয়ে আসলে নামিয়ে নিবো এবং গরম গরম স্বাদ চেক করার চেষ্টা করবো।

IMG20220112191136_01.jpg

হয়ে গেলো আজকের দারুণ স্বাদের মুচমুচে বাঁধা কপির পাকোড়া রেসিপি, আপনি দেখুন আপমি ঝটপট আরো কয়েকটার স্বাদ চেক করে দেখি, ভাজাটা ঠিক হলো কিনা, হা হা হা হা।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

New Benner ABB-6©.png

Sort:  

শীতের দিনে গরম গরম পাকোড়া খাওয়ার মত মজা আর দ্বিতীয়টি নেই। আপনি খুব সহজভাবে সবকিছু উপস্থাপন করেছেন। মুচমুচে বাঁধাকপির পাকোড়া শীতকালে খেতে অস্থির লাগে। এটা আমার প্রিয় খাবার। ধন্যবাদ ভাই

 3 years ago 

ভাইয়া আজ আর লোভ লাগতেছে না। কারণ একটু আগে আমি এই পাতাকপির পকোড়া তৈরি করে খেয়েছি। এটি সত্যি কিন্তু খুব মজার হয়।আপনার রেসিপিটি আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। দেখে কিন্তু খুব ভালো লাগতেছে, আজকে মিলে গেল।

 3 years ago 

হাফিজ ভাই চাকরি করার পরেও আপনি এত কিছু করেন কিভাবে ভেবে আশ্চর্য হই। আমি তো কিছু না করেও আপনাদের সঙ্গে তাল মিলাতে পারিনা। দুই একটা টিপস দেন না কেন ভাই। আর রান্নাতেও আপনি যে কোন পাকা রাঁধুনি কেউ হার মানাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বিকেলের নাস্তায় এরকম ভাজা পাকোড়া সত্যিই অসাধারণ। এর চেয়ে ভালো ভাল বিকালের নাস্তা আর হতে পারে না। খুবই চমৎকার লাগছে আর মনে হচ্ছে এখনি খেয়ে নেই। হা হা।

 3 years ago 

লোভ দেখালেন ভাই খেতে পারবোনা দেখে ।সত্যি চমৎকার একটি রেসিপি । বাঁধাকপির মুচমুচে পাকোড়া শুনলেই কেমন যেন জিভে জল চলে আসে । খুব সুন্দর ভাবে ধাপে ধাপে শীতের সবজির পাকোড়া তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । বাসায় অবশ্যই ট্রাই করবো। এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাঁধা কপি পাকোড়া আমার খুবই পছন্দ।এটা আর খুবই ভালো লাগে।শীত আসলেই বিকেলে আম্মু এটা বানায় ।বাসার সবাই খুবই পছন্দ করে।সাথে যদি সস হয় তাহলে তো কথাই নেই।আমার প্রিয় একটি পিঠা এটি।আপনাকে ধন্যবাদ ভাইয়া রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বী ভাইয়া এইবার শীত তুলনা মূলক কিছুটা কম এ বছর শীতের পোশাক না কিনেই পারলাম।আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছা করে শীতের দিনে ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। তবে ভাইয়া আপনার লাস্ট ছবিটা দেখে একটু খারাপ লাগছে মনটায় কয় একটু খাই।

নতুন রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল আপ্নার জন্য💘

 3 years ago 

ভাইয়া এমন একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন।

 3 years ago 

ভাইয়া কাল বিকেলেই খেলাম এই পাকোড়া।যা মজা লাগে আমার কাছে।আর এখন দেখি আপনার পোস্ট।টেস্ট খালি আপনি ই চেক করেন।আমাদের তো আর দিবেন না!!

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png
শীতের দিনে গরম ধোঁয়া উঠা মাছের সাথে এই বাঁধা কপির পাকোড়া দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। আপনার তৈরিকৃত বাঁধা কপির পাকোড়া অনেক লোভনীয় হয়েছে, দেখেই খেতে মন চাচ্ছে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো। 💕

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

বাঁধাকপি ও ফুলকপি যেটাই হোক না কেন শীতকালে এই পকোড়া অসাধারণ লাগে খেতে। আর সাথে ধনিয়া পাতা দিলে অতিরিক্ত একটা স্বাদ যুক্ত হয়ে যায়। সত্যি কথা বলতো এগুলো এক রকম লোভনীয় পোস্ট দাদা। সকাল-বিকেল রাত যখনই দেখবা তখনই খেতে ইচ্ছে করে 😊😊

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57930.87
ETH 2362.47
USDT 1.00
SBD 2.36