প্রকৃতির সাথে-প্রকৃতির মাঝে

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

বলা হয়ে থাকে প্রকৃতি মানুষের সবচেয়ে কাছের বন্ধু, প্রকৃতি মানুষের সবচেয়ে কার্যকর ঔষধ। এটা শুধু মানুষের জন্য না বরং মানুষের বেঁচে থাকার জন্য যা যা দরকার, তার সকল কিছুর জন্য সহায়ক একটা ভূমিকা পালন করে থাকে প্রকৃতি। কিন্তু বাস্তবতা হলো আমরা মানুষরা ঠিক তার উল্টো ভূমিকা পালন করছি এখন, সত্যি কি নির্মম সমীকরণ!

যাইহোক, আমি সমীকরণ নিয়ে কোন কথা বলতে চাই না, কারণ প্রকৃতির পক্ষের শক্তির তুলনায় বিপক্ষের শক্তির পরিমাণ অনেক বেশী, তাই আমিও এই ক্ষেত্রে নিজেকে নিরাপদে রাখতে চাই, হে হে হে। তবে আমি যতটা সুযোগ পাই প্রকৃতির মাঝে এবং প্রকৃতির সজীবতা উপভোগ করার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমার সুযোগটা তৈরী হয় ছুটির দিনগুলোকে ঘিরে। বিশেষ করে শুক্রবারে আমি চেষ্টা করি গ্রামীন পরিবেশে কিছুটা সময় ব্যয় করার।

ঢাকা হতে আমাদের গ্রামের বাড়ী (বর্তমানে যেখানে থাকি) খুব বেশী দূরে না, ঢাকা হতে মাত্র দুই ঘন্টা লাগে যেতে। ছুটির দিনগুলোতে খুব সকালে চলে যাই এবং সারাদিন সবুজ প্রকৃতির সজীবতা উপভোগ করে তারপর সন্ধ্যার আগেই ঢাকায় ফিরে আসি। এটা আমি নিয়মিত করি এবং প্রকৃতির সতেজতা উপভোগ করি। আসলে আমরা যারা শহরের মাঝে থাকি এবং নানা রকম চাপে থাকি, তাদের জন্য অনন্ত সপ্তাহে একটা দিন প্রকৃতির মাঝে-প্রকৃতির সাথে কাটানো উচিত। তাহলে মানসিক চাপ হ্রাস কিংবা কর্ম চঞ্চলতা দারুণভাবে বৃদ্ধি করা সম্ভব।

সত্যি বলতে এটা প্রমাণিত একটি সত্য, প্রকৃতির সজীবতা আমাদের মানসিকভাবে শক্তিশালী করে তোলে এবং দারুণভাবে যান্ত্রিক জীবনের অনাকাংখিত মানসিক চাপ হ্রাস করে। আমি বিষয়টির বেশ ভালো প্রমান পেয়েছি এবং যার কারনে সপ্তাহে একটা দিন প্রকৃতির সজীবতা উপভোগ করার চেষ্টা করছি। আসলে শুধু শহরের মাঝে থাকি বলে না, আমাদের সকলের উচিত অন্তত কিছুটা সময় প্রকৃতির সজীব পরিবেশে কাটানো এবং নিজেকে সতেজ রাখার চেষ্টা করা। যাইহোক, আজকের প্রকৃতির সাথে-প্রকৃতির মাঝে লেখার সাথে আমাদের গ্রামের কিছু সবুজ দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নিবো।

IMG_20211210_120014.jpg

IMG_20211210_115925.jpg

IMG_20211210_115930.jpg

IMG_20211210_115939.jpg

IMG_20211210_120057.jpg

মাঠগুলো এখনো অনেকটা ফাঁকা, তবে আর কিছু দিন পর পুরো দৃশ্যটাই পাল্টে যাবে। কারণ শীতের ফসল বিশেষ করে সরিষা ফুলের হলুদ দৃশ্যে ভরে যাবে চারপাশটা, অন্য রকম এক দৃশ্য অবতারণা করবে তখন। শীতকালের সবচেয়ে আকর্ষনীয় এবং মনোমুগ্ধকর দৃশ্য হয়ে উঠে এই সরিষা ফুল, ভিন্ন রকম এক সুভাসে ভরে উঠে চারপাশ। আশা করছি পরবর্তী সময়ে এই রকম কিছু দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নিতে পারবো।

IMG_20211210_120109.jpg

IMG_20211210_120129.jpg

IMG_20211210_120201.jpg

IMG_20211210_120104.jpg

IMG_20211210_120031.jpg

W3W Location Code: https://what3words.com/lists.executive.tricks
Device: Redmi 9, Xiaomi

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

একেবারে সঠিক বলেছেন ভাই প্রকৃতির সজীবতা আমাদের মানসিক ভাবে শক্তিশালী করে। এবং আপনার এই কথাটা আমার কাছে দারুন লেগেছে যে প্রকৃতির পক্ষের শক্তির চেয়ে বিপক্ষের শক্তি অনেক বেশি। এটাই সত্য।

এবং ছুটির দিনে প্রকৃতির কাছে ছুটে যাওয়া একজন স্বাভাবিক মানুষের বৈশিষ্ট্য। যারা যায় না তারা স্বাভাবিক মানুষ না আমি মনে করি😄😄।

 2 years ago 

হা হা হা হা অস্বাভাবিক মানুষও আমি মাঝে মাঝে খুঁজি, আপনি তাদের মাঝে একজন নাকি?

 2 years ago 

হ‍্যা ভাই ঠিকই ধরেছেন। আমি তাদের মাঝে একজন।

 2 years ago 

মানুষ চারিপাশের প্রকৃতির ভালোবাসার বন্ধনে আবদ্ধ ।প্রকৃতি খুবই সুন্দর ভাবে মানুষকে আপন করে নিয়েছে। গ্রাম্য পরিবেশের দৃশ্য সত্যিই অসাধারণ লাগে। যেটা আপনি খুব সুন্দর ভাবে উপলব্ধি করতে পেরেছেন। প্রকৃতির টানে আপনি ছুটি পেলেই গ্রামের উদ্দেশ্যে রওনা হন। খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেন যেটা প্রকৃতিপ্রেমী করে থাকে। আমার কাছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।❤️❤️

 2 years ago 

জ্বী ভাই প্রকৃতি এবং সবুজ দৃশ্যগুলো আমি বেশ ভালোভাবে উপভোগ করার চেষ্টা করি সব সময়। ধন্যবাদ

 2 years ago 

আসলে আমরা যারা শহরে থাকি তাদের সবার উচিত মাঝে মাঝেই এইরকম প্রকৃতির সাথে সময় কাটাতে গ্রামে যাওয়া।তাহলে একঘেয়েমি জীবন থেকে কাটিয়ে উঠা সম্ভব।সুন্দর লেখনীর সঙ্গে ছবিগুলো ভালো ছিল।তবে সরিষা বড় হলে ক্ষেতের ছবিগুলো দেখার জন্য অধীর অপেক্ষায় রইলাম।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

সেটাই, আসলে শহরের মাঝে বসবাস করে প্রকৃতির প্রকৃত সজীবতা খুব ভালোভাবে উপভোগ করা যায় না। ধন্যবাদ

প্রকৃতিকে নিয়ে আপনে অনেক সুন্দর ভাবে লিখেছেন ভাইয়া। প্রকৃতির মাঝেই আমরা সবাই বেচেঁ থাকি।তার রূপ লাবণ্য সব সময় আমাদেরকে মুগদ্ধ করে। বিশেষ করে গ্রামে গেলে প্রকৃতির আসল রূপটা লাভ করা যায়। আপনার সবগুলো ছবি অনেক সুন্দর হয়েছে। তবে কুকুরের ছবিটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে।আপনার জন্য শুভ কামনা রইল।
 2 years ago 

প্রকৃতি আছে বলেই চারপাশটা এতো সুন্দর, প্রকৃতি আছে বলেই হৃদয়ের সজীবতা বুঝতে পারি। ধন্যবাদ

 2 years ago 

আমি গ্রাম বাংলার ছেলে।গ্রাম বাংলার প্রকৃতি আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। এই গ্রাম বাংলার প্রকৃতি গুলো আমাদের খুবই ভালো লাগে। তাই শহরে আর বেশি ভালো লাগে না। শহরেই পরিবেশ মনে হয় বোদ্ধ।গ্রামে মুগ্ধ পরিবেশের মধ্যে বসবাস করতে ভালো লাগে। সেই মেঠো পথ সবুজ ফসলের মাঠ কত সুন্দর প্রকৃতি। আজকে আপনার প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সত্যি বলতে ভাই শহরের মাঝে আসার পরই বুঝতে পারছি প্রকৃতি কিংবা সবুজ প্রকৃতির সজীবতার প্রভাব কতটা জরুরী। ধন্যবাদ

 2 years ago 

গ্রামের এই সবুজ খোলা মাঠে কিছুক্ষণ হেটে বেড়ালে এবং মন ভরে শ্বাস নিলে নিজেকে যেন খুঁজে পাওয়া যায় অনেকদিন পর। আমারও খুব ভালো লাগে গ্রামের খোলামেলা এই পরিবেশটা। যান্ত্রিক জীবনের যান্ত্রিকতা বড্ড বেশি যন্ত্রণা দিয়ে ফেলে। আপনার এই অভ্যাসটাকে আমি খুব সাধুবাদ জানাচ্ছি। আমাদের সবারই উচিত মাঝে মাঝে গ্রামে যাওয়া এবং সজীব নিশ্বাস নিয়ে জীবনের আয়ু আর কিছুদিনের জন্য হলেও বৃদ্ধি করা।

 2 years ago 

আসলে শহরের মাঝে শত আরামে থাকলেও কিছু একটার শূণ্যতা অনুভূত হয়, কিন্তু সবুজ প্রকৃতি কিংবা গ্রামের শষ্য খেতের পাশ দিয়ে হাঁটার সময় সেই শূণ্যতা কোথায় যেন হারিয়ে যায়। ধন্যবাদ

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার পোস্টটি পড়তে পড়তে মনে হচ্ছে আমি প্রকৃতির মাঝে বসে আছি। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে, ধন্যবাদ।

 2 years ago 

প্রকৃতির সাথে-প্রকৃতির মাঝে
হারিয়ে যাই রোজ
প্রকৃতি যে পিছু টানে
কে নেবে তার খোঁজ

সবুজ শ্যামল ফসলের মাঠ
মেঠো পথের ধারে
মনটা আমার ছুটে যায়
সেথায় বারে বারে।
♥♥

 2 years ago 

বাহ! দারুণ একটা কবিতা হয়ে গেলো, ছন্দে ছন্দে বেশ আনন্দ পেলাম। ধন্যবাদ

 2 years ago 

♥♥

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

গ্রামের এই অপরূপ দৃশ্য গুলো খুব মিস করি।
আপনার তোলা ছবিগুলো দেখেই শান্তি লাগলো ভাইয়া।

 2 years ago 

দেন এখন ফ্রিতে কিছু বার্গার দেন, খেয়ে আমিও একটু শান্তি পাই, হে হে হে।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.030
BTC 67598.23
ETH 3714.51
USDT 1.00
SBD 3.71