চূর্ণ হোক সীমানার এ দেয়াল || আবেগের কবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

শুভ বিকেল,
অজস্র কবিতার ভীড়ে আমার ছোট্ট একটুখানি প্রচেষ্টা, কবিদের মাঝে নতুন করে উকি মারার চেষ্টা। হয়তো কিছুটা লিখতে পেরেছি, হয়তো শুধুই সময়ের অপচয় করেছি। তবুও প্রত্যাশা করছি সবাই কবিতাটি পড়বেন এবং অর্থ খুঁজার চেষ্টা করবেন।

flower-g3a1856591_1920.jpg

আমি মানছি, আমার ব্যাকুলতা
আবেগ প্রকাশের চঞ্চলতা
অজস্র মানুষের ভীড়ে হারিয়ে যাওয়া
অনুভূতির অস্পষ্ট আওয়াজ।

ভালো লাগা, ভালোবাসার আবেগ
হয়নি বলা অজানা কিছুর ভয়ে।

আমি মানছি, ভালো লাগার অনুভূতি
সবার জন্যে সমান হয় না
হৃদয়ের শিহরণের ঢেউ
সবার জীবনে মানায় না।

তবুও হৃদয় জাগরিত হতে চায়
কারো ভালোবাসায় সিক্ত হতে চায়।

আমি মেনে নিয়েছি, ভুলটা
অপ্রকাশিত সত্যটা
ভালো লাগা নিয়ে কাছে আসাটা
নিজের সেই দুর্বল অবস্থানটার।

কিন্তু তবুও মন মানছে না
অবুঝের মতো কাছে যেতে চাইছে।

সত্যি কি গরীবের ভালোবাসা
নিছক অলীক কল্পনা?
জীবিকার সংগ্রাম, টিকে থাকার লড়াই
ভালোবাসা সেখানে বড্ড বেমানান!

আমি মানছি না, ভাঙতে চাই এই শিকল
চূর্ণ হোক সীমানার এ দেয়াল
হৃদয়ের বন্ধনে জড়ায়ে
ডুবে যাক দুটি হৃদয়।

কবিতা আমি খুব বেশী বুঝি না, ছন্দটা মেলাতে পারি না। তবে একটা সময় চেষ্টা করতাম। কারন স্কুল এবং কলেজ জীবনে দেয়াল পত্রিকার সাথে জড়িত ছিলাম। তখন তো দেয়াল পত্রিকার বেশ প্রচলণ ছিলো, আমাদের মাঝে লেখার একটা আগ্রহ থাকতো। লেখাগুলো পড়ে কেউ প্রশংসা করলে বেশ ভালো লাগতো। আর এখন তো ঘরে ঘরে কবি এবং কবিতা, লেখার ছন্দ থাকে কিন্তু অর্থ খুঁজে পাওয়া যায় না। যার কারনে মানুষের অতো বেশী আগ্রহ দেখা যায় না।

তবে আমি কবিতা পড়ি এবং সেগুলোর মাঝে অর্থ খোঁজার চেষ্টা করি। কারন অর্থ ছাড়া পংতিগুলো যেমন ছন্নছাড়া ঠিক তেমনি আকর্ষনহীন। কবিতার জন্য চাই সময় এবং সঠিক মানসিকতা, অর্থের গভীরতা আর সুন্দর সারমর্মতা। যদি এগুলোর উপস্থিতি থাকে তবেই না হয় সত্যিকার কবিতা। বিষয়টি বুঝতে পারলে ধন্যবাদ আর না বুঝতে পারলে আমি দুঃখিত আপনার সময় নষ্ট করার জন্য।

Image Source: Pixabay.com

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb4.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আমাদের সমাজে ভালবাসাকে একটি দেওয়াল দিয়ে আটকিয়ে রাখার চেষ্টা চলছে কিন্তু মনকে কি খাঁচায় বেঁধে রাখায় যায়? তবুও আমাদের মনের অনুভূতি গুলো, স্বপ্নগুলো বুকের ভিতর চাপা দিয়ে রাখছি অন্যের অবহেলার ভয়ে। অনেক দারুন বাস্তবতা তুলে ধরেছেন ভাইয়া।

 3 years ago (edited)

ভালো লাগার অনুভূতি
সবার জন্যে সমান হয় না
হৃদয়ের শিহরণের ঢেউ
সবার জীবনে মানায় না।

ভালোলাগার অনুভূতি সবার জন্য সমান হয় না এবং আপনার কবিতার ভাষাটি সহজে বুঝতে পারলাম ভাইয়া। অনেক ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, কবিতাটি পড়ার পর নিজের অনুভূতি ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

স্কুলে থাকতে আমার উপর দায়িত্ব পড়েছিল একটা দেওয়াল পত্রিকা প্রকাশের।ওটাই প্রথম কাজ ছিলো।পত্রিকার নাম দিয়েছিলাম ঝরাপাতা।আপনার কবিতায় ভালবাসার যে তীব্র আবেদন আছে এটাই জীবনের শ্বাশত এটাই চরম সত্য।অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঝরাপাতা নাম টা অসাধারণ ছিল দাদা।🥰🥰❣️❣️👌🙏🙏

 3 years ago 

হুম, দেয়াল পত্রিকার সুবাধে দুই এক লাইন লিখার সাহস পেয়েছিলাম তখন, আবার ভয়ও ছিলো যদি মানুষ মন্দ বলে যদি ভালো হয় নাই এটা বলে। তবে লেখার চেষ্টা করেছিলাম তখন, হয়তো তাই এখন কিছুটা লিখতে পারি। আপনি তো গুরু, ঝরাপাতা দিয়ে শুরু করে সব ঝরিয়ে দিয়েছেন, হা হা হা হা।

সত্যি কি গরীবের ভালোবাসা
নিছক অলীক কল্পনা?
জীবিকার সংগ্রাম, টিকে থাকার লড়াই
ভালোবাসা সেখানে বড্ড বেমানান!

আপনার তনতর সুন্দর এবং তাৎপর্যময় কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালোবাসার নিছক নয় মিস হয়ে যায় স্বার্থপরতার কারণে অর্থের লোভে এবং ভুল বোঝাবুঝির জন্য।

 3 years ago 

এটা স্বীকার করছি বর্তমান সময়ের ভালোবাসার ক্ষেত্রে স্বার্থপরতা বেশী কাজ করে। ধন্যবাদ

 3 years ago 

চূর্ণ হোক সীমানার এ দেয়াল

এ দেয়াল কি আসলেই কখনো চূর্ণ হবে? এ দূরত্ব কি আসলেই কখনোই ঘুঁচবে? হয়তো কখনোই হবে না। তারপরও মানুষ শত আশা নিয়ে সামনে তাকিয়ে থাকে। অসাধারণ লিখেছেন ভাই। যদিও আমি কবিতার অর্থ খুব ভালো বুঝিনা। তবুও আপনার কবিতাটা ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হয়তো হবে কোনদিন আবার হয়তো হবে না! তবে যতদিন আমরা মনের দেয়ালকে চূর্ণ করতে না পারবো ততদিন কোন কিছুই সম্ভব হবে না। ধন্যবাদ ভাই।

 3 years ago 

এক কথাই অসাধারণ, আমি সত্যিই কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিনা। শুরুতেই কবিতার নাম, মন ছুঁয়ে গেল। আর কবিতটি পরে এতোটা ভাল লেগেছে যা বলার বাহিরে।
সত্যি বলতে ভালবাসা এমন একটা জিনিস যা কোন স্থান ভেদ বুঝেনা। ধনি গরিব বুঝেনা। তবে এক এক মানুষের কাছে ভালবাসা এক এক রুপে প্রকাশ পায়।

সারাদিন খাটা খাটনির পর এক মুঠো ভাত এনে এক সাথে খাওয়াটাও একটা ভালবাসা।
কবিতাটি আমার কাছে অনেক ভাল লেগেছে। বার বার পারলে ও পরতে ইচ্ছে করবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গরীবের ভালোবাসা বেশী খাটি এবং স্বার্থহীন থাকে, অল্পতেই সেখানে সন্তুষ্টি উপস্থিত থাকে। ধন্যবাদ আপু

 3 years ago 

দাদার কবিতা পড়ে ভালোই প্রিতাভা কাজ করেছে ভাইয়া। সত্যি অসাধারণ হয়েছে কবিতা টা জাস্ট মাইন্ড ব্লইং লিখেছে।

 3 years ago 

হা হা হা সত্যি তাই দাদার কবিতার তুলনা হয় না। কিছুটা শেখার চেষ্টা করছি।

 3 years ago 

ইনশাআল্লাহ অনেক ভালো পারবেন ভাইয়া আপনি। আপনার লিখায় অনেক গুছালো ভাব ছিল😍😍😍👌

 3 years ago 

সত্যি কি গরীবের ভালোবাসা
নিছক অলীক কল্পনা?
জীবিকার সংগ্রাম, টিকে থাকার লড়াই
ভালোবাসা সেখানে বড্ড বেমানান!

গরীবের ভালো একদম পিওর ও খাটি।একবারে পরশপাথরের ন্যায়। জীবিকার জন্য তো সংগ্রাম করতেই হবে।সেজন্য কি ভালোবাসার গতি ব্যহত হবে না।ভালোবাসার তাঁর নিজস্ব গতিতে অবিরাম চলবে।

ধন্যবাদ আপনাকে ভাই অনেক সুন্দর কবিতা লেখার জন্য।

 3 years ago 

জ্বী ভাই আমিও আপনার সাথে একমত, ভালোবাসা গরীবেরটাই খাটি থাকে। ধন্যবাদ

 3 years ago 

আপনি একদম ই সময়ের অপচয় করেননি,কারণ কবিতাটা বেশ ভালো হয়েছে।

সত্যি কি গরীবের ভালোবাসা
নিছক অলীক কল্পনা?
জীবিকার সংগ্রাম, টিকে থাকার লড়াই
ভালোবাসা সেখানে বড্ড বেমানান!

অভাবের কাছে ভালোবাসাটা সত্যিই বেমানান ঠেকে।অনেকের কাছে তো তা আবার ধীরে ধীরে তা এক প্রকার বিরক্তিতে রূপ নেয়।আবার অনেকের মতে " গরীবের আবার ভালোবাসা কিসের এতো!! "

সত্যিই দারুণ লিখেছেন ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য। তবে খাটি ভালোবাসা বলতে গরীবের ভালোবাসাকে সবার আগে আনতে হয়, ধনীরা তো সব কিনে নিতে চায়।

আসলেই ভাই ভালোলাগার অনুভূতি টা সব সময় সবার জন্য এক সমান হয় না। আপনার কবিতার ভাষাগুলো আমার কাছে খুব সুন্দর লেগেছে। একদম ছন্দে ছন্দে কবিতাটা শেষ করেছেন আর কবিতার অর্থ খুব সুন্দর ছিল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63099.80
ETH 2455.59
USDT 1.00
SBD 2.58