আবেগের কবিতা || ভালোবাসার পার্ক || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

benches-ge9b07724c_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন। আমি হ্যা, ইদানিং একটু বেশি ব্যস্ত থাকছি। সত্যি বলতে বাড়ীর কাজ এখনো পুরোপুরি গুছানো হয় নাই, হয়তো এই মাস পুরোটা লেগে যাবে। কারন অনেক কাজ এখনো বাকি রয়েছে, আর পুরো কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত গুছানোর কাজটিও শেষ হবে না, এটাই বাস্তবতা। তবে চেষ্টা করছি যতটা সম্ভব সব কিছু গুছিয়ে উঠতে। তবে দিন শেষে ভালো লাগার বিষয় একটা, যাই হোক নিজের বাড়ীতে থাকি। দারুণ একটা প্রশান্তি হৃদয়ের ভেতর বয়ে যায়।

আসলে আমরা স্কুল জীবনে একটা কবিতা পড়েছিলাম, বাবুই পাখিকে নিয়ে। কবিতাটি বেশ দারুণ ছিলো, পড়তেও ভালো লাগতো। কিন্তু কবিতাটির প্রকৃত মর্মকথা হয়তো তখন অতোটা ভালো ভাবে বুঝতে পারি নাই, ভালো লাগতো এবং কবিতার কথাগুলো ভালো ছিলো, তারপর বাস্তবতার সাথে মিল ছিলো। কিন্তু প্রকৃত সত্যটা বোধগম্য ছিলো যা এখন গভীরভাবে উপলব্ধি করতে পারছি। যতই খারাপ হোক, নিজের বাড়ীর প্রতি দারুণ একটা ভালোবাসা কিন্তু মমতা জাগ্রত থাকে সর্বদা।

না এই বিষয়ে আর কথা বললো না, ভাবতেছি পুরো কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের সবাইকে একদিন দাওয়াত দিবো, তারপর চিল চিল মুড নিয়ে সবাই মিলে দারুণ কিছু উপভোগ করবো। না না হতাশ হওয়ার কারণ নেই কোন একদিন অবশ্যই এই সুযোগটা আসবে এবং আমরা সবাই মিলে দারুণ মুহুর্ত পার করবো। সত্যি বলছি আমারও মন চায় আমার বাংলা ব্লগের সবাইকে নিয়ে দারুণ কিছু মুহুর্ত পার করি, না ভার্চুয়াল না বাস্তবে। হয়তো এই সুযোগটাও কোন একদিন দারুণভাবে পেয়ে যাবো এবং অন্য রকমভাবে সেটাও স্মৃতির পাতায় আটকে যাবে।

আজকে একটু ভিন্ন রকম কবিতা শেয়ার করবো আপনাদের সাথে, মানে একটু ভিন্নভাবে মজা করে একটা কবিতা লিখেছিলাম আমার বাংলা ব্লগের ডিসকর্ড চ্যানেলে দুষ্টুমি করতে করতে। হয়তো অনেকের মনে আছে কবিতাটি, আবার হয়তো অনেকেই সেটা ভুলে গেছে অজান্তে। পুরো কবিতাটি একত্রে আজ সকলের সাথে ভাগ করে নিচ্ছি, তবে হ্যা একটু ছোট এবং একটু ছন্দময়। চলুন তাহলে কবিতাটি পড়ি-

road-g4febefee4_1920.jpg

একদিন আমিও পার্কে যাবো
কারো ভালোবাসার মায়া নিয়ে
সেদিন পার্কে বসে গল্প করবো
তার হৃদয়ের ছায়া হয়ে।

একদিন পার্কে বসে বসে
কেউ অপেক্ষা করবে আমার জন্যে,
একদিন পার্কের মায়ায় রাগ করে
ঘর ছাড়বো আমি তার জন্যে।

একদিন পার্কে বসেই
সংসারের মায়ায় জড়াবো
পার্কে বসেই তাকে নিয়ে
স্বপ্নের ছবি আঁকবো।

একদিন মায়ার সংসারে
বাসা বাঁধবো দু’জনের হৃদয়ে
একদিন ভালোবাসার সমুদ্রে
ভেলা ভাসাবো দু’জনে মিলে।

তুমি আসবে তো পার্কে,
আমি আবেগে ডাকলে?
তুমি অপেক্ষা করবে তো পার্কে,
আমার আসতে দেরি হলে?

তুমি চাইলে পার্ক হবে
আমাদের ভালোবাসার ক্ষেত্র,
তুমি চাইলে পার্কে বসে
পূর্ণতা পাবে হৃদয়ের স্বপ্ন।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

আপনাদের সবাইকে একদিন দাওয়াত দিবো,

আপনার বাসার কাজ ভালো ভাবে শেষ করেন তারাতারি দাওয়াতের কথা শুনলে আমার আবার দেরী সহ্য হয় না। যদিও স্বশরীরে উপস্থিত থাকতে পারবো না। তো আপনি বাসার কাজ সম্পন্ন হওয়া উপলক্ষে ডিসকর্ডে একটা পার্টির আয়োজন করতে পারেন। সেই পার্টিতে আমরা সবাই জয়েন করবো। 🤪

আপনার কবিতার কথা কি বলবো অসাধারণ লিখেন ভাই। আপনার কবিতা আমার অনেক ভালো লাগে। বিশেষ করে আজকের কবিতার শেষের চার লাইন বেশি ভালো লাগছে।

তুমি চাইলে পার্ক হবে
আমাদের ভালোবাসার ক্ষেত্র,
তুমি চাইলে পার্কে বসে
পূর্ণতা পাবে হৃদয়ের স্বপ্ন।

 2 years ago 

হ্যা, ভার্চুয়ালও করা যেতে পারে, পার্টি মানেইতো আনন্দ করা। নোট রাখলাম আপনার প্রস্তাবটি।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

ভাইয়া একদম ঠিক কথা বলেছেন। আজকেই সকালবেলা বাসা থেকে বের হয়ে একটু শর্ট রাস্তা ধরে মেইন রোডে ওঠার জন্য হাটছিলাম। সেই দিক দিয়ে আসার সময় নারিকেল গাছে কিছু বাবুই পাখির বাসা দেখে অনেকক্ষণ বিড়বিড় করে সেই কবিতাটি পড়েছিলাম। আসলেই কবিতাটি পড়তে খুব ভালো লাগে। নিজের বাসায় থাকার মর্যাদাই আলাদা। নিশ্চয়ই আপনি এখন খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছেন।
যাইহোক ভাইয়া অনেক চমৎকার একটি বিষয় নিয়ে আজকের কবিতা লিখেছেন। আমাদের প্রত্যেকের জীবনেই পার্কের কিছু না কিছু ভূমিকা আছে। বিশেষ করে যারা প্রেমে পড়ে তাদের এই পার্কে বসেই সংসার সাজানো স্বপ্ন শুরু হয়।
খুব ভালো লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদমই, যতই চাকচিক্য থাকুক পরের বাড়ী মানেই সেটা পরের আর ভাঙ্গা কিছু হলেও সেটা নিজের আপন। ধন্যবাদ

 2 years ago (edited)

অনেক সুন্দর কবিতা ভাইয়া।শত শত সিংগেল ছেলের হাহাকার তুলে ধরেছেন কবিতার মাধ্যমে।ধন্যবাদ এভাবে সিংগেল দের আবেগ সবার সামনে তুলে ধরার জন্য।

 2 years ago 

হা হা হা ভাই সিংগেল আগলে রাখেন হাহাকার যেন বেড়ে না যায় আবার।

 2 years ago 

আদেশ শিরোধার্য

 2 years ago (edited)

ভাইয়া 'ভালোবাসার পার্ক' কবিতাটি পড়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার কবিতার প্রতিটি লাইনের শব্দ এবং ছন্দ অতি চমৎকার হয়েছে। প্রিয় মানুষের প্রতি আকাশ ছোঁয়া ভালোবাসা ফুটে উঠেছে আপনার কবিতার প্রতিটি চরণে। অতি আকর্ষণীয় একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ তবে মন্তব্য লেখার পড় সেটা একটু পড়ে দেখা উচিত যেন ভুল না থাকে।

 2 years ago 

জি ভাইয়া বিষয়টা আমি বুঝতে পেরেছি এবং সংশোধন করে দিয়েছি। খুবই সুন্দর উপদেশ দেওয়ার জন্য রোমান্টিক ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া এত সুন্দর কবিতা কিভাবে লিখেন ? খুব ভাবনার বিষয় । "ভালবাসার পার্ক " এ নিয়েও যে এত সুন্দর ভালবাসার রঙ দিয়ে কবিতা লেখা যায় ,আপনার এ কবিতা টা না পড়লে আমার জানা হত না । অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

হা হা হা আসলে ভালোবাসার আবেগটা হলো বড় কথা, সেটা থাকলে যে কোন বিষয় নিয়ে কবিতা লেখা যায়।

 2 years ago 

আমিও ভাইয়া লিখতে চাই। আমার লেখা কবিতা পড়ে বলবেন ত আমি পারব কিনা?? 🙃🤣

 2 years ago 

বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুঁড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই। সত্যি ভাইয়া নিজের কুঁড়েঘরে থাকার মাঝেও প্রশান্তি আছে। আপনি কয়েকদিন থেকে বেশ ব্যস্ত সময় পার করছেন এটা বুঝতেই পারছি। আপনি আপনার ব্যস্ততার মাঝেও এই সুন্দর একটি কবিতা লিখে উপহার দিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আমিও কোন একদিন পার্কে যাব এই চিন্তা ভাবনায় আছি ভাইয়া। 😅😅

 2 years ago 

ঠিক বলেছেন, এখন আমি সেটা বেশ ভালোভাবে উপলব্ধি করছি।

 2 years ago 

আপনি বরাবরই অনেক সুন্দর কবিতা লেখেন এটা আমরা সবাই জানি আর ডিসকোর্ডে কথা বলতে বা আড্ডা দেওয়ার সময় আপনি মাঝে মাঝে ছোট আকারে কবিতা লিখে শেয়ার করেন।

একদিন মায়ার সংসারে
বাসা বাঁধবো দু’জনের হৃদয়ে
একদিন ভালোবাসার সমুদ্রে
ভেলা ভাসাবো দু’জনে মিলে।

এমন স্বপ্ন অনেকেই দেখে কিন্তু বাস্তব খুব কমই হয়।

 2 years ago 

ভাই বাস্তবের সাথে স্বপ্নে কোন মিল থাকে না, কিন্তু তবুও মানুষ স্বপ্ন দেখে নিয়মিত।

 2 years ago 

আসলেই নিজের বাসা ভাঙা হলেও নিজের তো। আপনার দাওয়াতের অপেক্ষায় আছি,খালি বলতে দেরি কিন্তু যেতে দেরি হবে না😜।যাই হোক আজকাল এখন পার্কের ভালোবাসা নিয়ে কবিতা লিখে যে পোস্ট করা হয়।না না দেরি হলে অপেক্ষা করতে পারবে না,দেরি হলে কিন্তু অন্যদিকে মন চলে যাবে😜😜

 2 years ago 

হুম, আমিও প্রস্তুতি নিচ্ছি বউকে বাড়িতে রেখে কাউকে দাওয়াত দেয়া যাবে না, হি হি হি

 2 years ago 

জী ভাইয়া আমারও খুব মনে চাই,আমার বাংলা ব্লগের সব মেম্বার একদিন কোথায় মিলিত হয়। সবার সাথে সাথে সবার দেখা হলো ভালো হতো। এমন একটি সুযোগ কখন যে আসবে। সেই অপেক্ষায় আছি। আশা করি খুব তারাতারি এই সুযোগ টা আসবে।

 2 years ago 

আসলেই তাহলে হয়তো আমাদের মাঝে বন্ধনটা আরো একটু দৃঢ় হবে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 62989.29
ETH 3048.32
USDT 1.00
SBD 3.99