গ্রামীন পরিবেশের সুন্দর কিছু দৃশ্য || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। আমিও বেশ আছি এবং আরো বেশী ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। যদিও এবার শীতের সিজনে মাত্র একটা বিয়ের দাওয়াতে অংশগ্রহন করার সুযোগ পেয়েছি। মানুষগুলো জানি এখন কেমন হয়ে যাচ্ছে, আগে দেখতাম শীতকাল আসলেই বিয়ের ধুম পড়ে যেতো কিন্তু এখন আর সেই রকম কিছু হচ্ছে না। কেউ আর কোন সিজনের জন্য অপেক্ষা করছে না, বরং যখনই সুযোগ পাচ্ছে দ্রুত বিয়ের কাম সেরে ফেলছে হি হি হি। সবুরে যে মেওয়া ফলে সেটার প্রতি এখন আর কারো আগ্রহ থাকে না।

কিন্তু আমাদের সময় এমনটা ছিলো না, সব কিছু ঠিক ঠাক হলেও বিয়ের অনুষ্ঠান দ্রুত করতো না বরং বেশ কিছুটা সময় নিতো। পরিবারের মরুব্বিদের সাথে নিয়ে আলোচনায় বসতো এবং তারপর পর সুন্দর একটা দিনক্ষণ দেখে অনুষ্ঠানের আয়োজন করা হতো। বিয়ের বিষয়ে কখনোই তাড়াহুড়া করা হতো না কারণ হিসেবে বলা হতো জীবনে বিয়ে একটাই হয় (যদিও কিছুটা ব্যতিক্রম আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে) তাই সেটা সেভাবেই হওয়া উচিত, যাতে সারা জীবন মনে থাকে। আরে ভাই গলায় দড়ি পড়লেও সেটা এমনভাবে পড়া উচিত যাতে সারা জীবনেও সেটা ছিড়ে না যায়, হা হা হা।

IMG_20231216_140142.jpg

IMG_20231216_140146.jpg

যাইহোক, এবার বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য গিয়েছিলাম সুদূর সেই ময়মনসিংহের মুক্তাগাছায়, যদিও ইতিমধ্যে এই সংক্রান্ত একটা পোষ্ট শেয়ার করেছিলাম। সাথে মুলোর সালাদের কথাও বলেছিলাম। তারা যে আমার মতো এতো বুদ্ধিমান সেটা খেতে বসেই বুঝতে পেরেছিলাম। আরে ভাই শীতের সিজন সালাতে একটু মুলো না থাকলে সেটার স্বাদ কি ঠিক থাকবে? মোটেও না, তাইতো বুদ্ধি করে একটু মুলো দিয়ে দিয়েছিলো সালাদের সাথে হি হি হি। মুক্তাগাছার সবুজ প্রকৃতির সাথে ছোট ছোট অসংখ্য পুকুরের দৃশ্য বেশ ভালোই লেগেছিলো আমার কাছে। কারন সেদিকে মাছের ঘের এর সংখ্যা অনেক বেশী। আজকের পোষ্টের মাধ্যমে কিছু দৃশ্য শেয়ার করে নেয়ার চেষ্টা করছি।

IMG_20231216_140230.jpg

IMG_20231216_140302.jpg

IMG_20231216_140308.jpg

তবে আমাদের এদিকের মতো এতো ছোট ছোট পুকুর না, বেশ বড় বড় সাইজের পুকুর। আসলে বেশ খোলা মেলা জায়গাতো তাই বড় সাইজের পুকুর কাটতে খুব একটা সমস্যা হয় না তাদের। সড়কের দুই পাশেও অনেক পুকুর এবং চাষের জমি দেখেছি। তবে আমাদের এদিকের মতো এতো বেশী সবুজ এবং সুন্দর কৃষি জমি দেখতে পাই নাই। হতে পারে সেখানে তারা বছরে এক দুইবার ফসল উৎপন্ন হয়।

IMG_20231216_140323.jpg

IMG_20231216_140338.jpg

IMG_20231216_140407.jpg

যদিও পুরো দিন শেষে রাত ১১ টা বেজেছিলো বাড়ীতে ফিরে আসতে আসতে কিন্তু তবুও বেশী ভালো একটা জার্নি ছিলো আমার কাছে। শহরের কোলাহল ছেড়ে গ্রামীন পরিবেশে সুন্দর প্রকৃতির সাথে ভিন্নভাবে কিছু সময় উপভোগ করার সুযোগ পেয়েছি। দূরত্ব বেশী হলেও মাঝে মাঝে এই রকম সফল বেশ আনন্দময় হয়ে থাকে।

IMG_20231216_140315.jpg

IMG_20231216_140427.jpg

তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৩ইং।
লোকেশনঃ মুক্তাগাছা, ময়মনসিংহ।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 6 months ago 

কথাটা ঠিক ভাই এখন আর কেউ সময়ের জন্য অপেক্ষা করা না। সুযোগ পেলেই বিয়ে করে ফেলছে। আমার এলাকায় অল্প কিছুদিনের মধ্যে তিনটা বিয়ে হলো বলা চলে গোপনে হা হা। গ্রামীন পরিবেশে বিয়ে খাওয়া বাহ বেশ দারুণ। আপনার একটা রিফ্রেশমেন্ট হয়ে গেল। দারুণ করেছেন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো ভাই। সত্যি বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে গ্রামীণ পরিবেশন টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

কেউ আর কোন সিজনের জন্য অপেক্ষা করছে না, বরং যখনই সুযোগ পাচ্ছে দ্রুত বিয়ের কাম সেরে ফেলছে হি হি হি।

ভাই আপনার পোস্ট পড়ে তো আমি হাসতে হাসতে শেষ। তবে এটা ঠিক যে,আগে শীতকালে বিয়ের ধুম পড়ে যেতো। আগে শীতকালেই শুধু শীতকালীন সবজি পাওয়া যেতো, আর এখন তো ১২ মাস পাওয়া যায় শীতকালীন সবজি। বিয়ে-শাদিও দেখছি সারা বছর ধরেই হচ্ছে। এখন আর কোনো কিছুর সিজন লাগে না ভাই। যাইহোক ময়মনসিংহের মুক্তাগাছা গিয়ে যে বিয়েতে এটেন্ড করেছিলেন, সেই পোস্টটি পড়েছিলাম। ভাই আপনি যে পরিমাণে মুলা লাভার, যেখানে যাবেন সেখানেই মুলা আপনার পিছু নিবে😂। বড় বড় পুকুর এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ভাই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

বছরের শুরুতে গ্রাম বাংলার সুন্দর চিত্র তুলে ধরেছেন আজ আমাদের মাঝে। দুপুরের দৃশ্য দেখে যেন মনে হল আপনি আমাদের গ্রামে এসেছিলেন। যাই হোক অচেনা কোন এক জায়গার দৃশ্য দেখতে পারলাম তাই বেশ ভালো লাগলো। বিয়ের অনুষ্ঠানে মূলার সালাত দিয়েছিল, ভাগ্যেস মূলার জুস দেয়নি! অবশ্য আমি থাকলে সেটাই করে দিতাম।🤗🤗

 6 months ago 

আরে না, মুলোর জুস দিলে আরো বেশী খুশি হতাম, খাবারগুলো দ্রুত হজম হয়ে যেতো।

 6 months ago 

সেটাই ভাইয়া এখন আর বিয়ের জন্য কারও তর সয় না। হটহাট বিয়ে করে ফেলে। আগে তো মানুষ গুলো শীতের সময়ে বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়তো। আর এখন কার ছেলেপুলেরা কেন জানি বিড়ালের গলায় ঘন্টা বাধঁতে দেরী করে না। তবে আজকে আপনার গ্রামীর পটভূমির ফটোগ্রাফি গুলো ছিল অন্য রকমের । আমার কাছে বেশ দারুন লেগেছে প্রতিটি ফটোগ্রাফি।

 6 months ago 

আসলেই তাই, সুযোগ পাইলেই ঘন্টা নিয়ে দৌড় দেয় পুলাপান হা হা হা।

 6 months ago 

তাড়াহুড়া করে কোন কিছু করলে তার ভিতরে কোন বরকত থাকে না। এমন কি বলতে হয় তার ভেতরে তেমন মজাটাও পাওয়া যায় না। অতীতের সময় বিয়ে করতে বেশ সময় নিতো এটা ঠিক বলেছেন, কারণ মুরুব্বিরা দেখাশোনা করে আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজগুলো সম্পাদন করত। কিন্তু বর্তমানে তার উল্টো 😃। যাহোক আপনি প্রাকৃতিক পরিবেশ নিয়ে বেশ সুন্দর কিছু দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

কথায় বলে না পুরান চাল ভাতে বাড়ে, ঠিক তেমনি মুরব্বিদের কথায় সুবিধা বেশী, হি হি হি। আজকালের পুলাপান আবার এসব শুনতে রাজি না।

 6 months ago 

সময়ের সাথে সাথে সব বদলে যাচ্ছে দাদা ৷ এখন আর সবুরে মেওয়া ফলার অপেক্ষা কেউ করে না ৷ সুযোগে শত ব্যবহার করতে সবাই শিখে গেছে ৷ তাই তো এখন মানুষ সব বিষয় স্বাভাবিক ভাবে নেয় ৷ আর এজন্যই এই পরিস্থিতি বর্তমান ৷ যাই হোক , বিয়ে খেতে গিয়ে মুলার সালাদের সাথে নিশ্চয়ই ভালো কিছু মুহূর্ত উপভোগ করেছেন ৷ আসলে গ্রামিণ পরিবেশ সব সময় সুন্দর ৷ ভীষণ ভালো লাগে আমার গ্রাম ৷ আপনার তোলা গ্রামিণ ছবি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলেই ভাই আপনার মতো বুদ্ধিমান বলেই বিয়ের মতো অনুষ্ঠানে মুলোর সালাদ দিয়েছিল। গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হা হা হা, মজা পাইছি ভাই কমেন্ট পড়ে।

 6 months ago 

এখন আর শীত গ্রীষ্মকাল নেই,সুযোগ পেলেই শুভ কাজ সেরে নিচ্ছেন সবাই।আগেকার দিনের থেকে এখনকার দিনগুলো আপডেট হয়েছে যে। সবুর করলে মেওয়া ফলে এটা আর মাথায় থাকেনা তাই এই কাজে।এজন্য গলায় দড়ি পড়তেও দেরি করেনা তারা😁।ভালো লাগলো আপনার করা গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলে যুগ চেঞ্জ হয়েছে তাই সব কিছু চেঞ্জ। আর শুভ কাজে দেরি করতে হয় না।তবে আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। যাইহোক আপনি বিয়ে খেতে গিয়ে অনেক সুন্দর দূশ্যের ফটোগ্রাফি করেছেন।তবে এটা ঠিক দড়ি দিলে ভালো করেই দিতে হবে, যাতে একেবারে শেষ হয়ে যায় হা হা হা।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44