সিক লিভ (Sick Leave) পেপার নিয়ে যুদ্ধ

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভাল আছে। অনেকদিন পর আপনাদের মাঝে ছোট একটা লেখা নিয়ে হাজির হলাম। কয়েকমাস আগে সপ্তাহে একটা লেখা পাবলিস করতাম গেস্ট ব্লগার হিসাবে। মাঝখানে আব্বুর অসুস্থতার জন্য বাংলাদেশে যাওয়া এবং মাসখানেক সেখানে কাটানো, তারপর ওমানে ফিরে চেম্বারে ব্যস্ত সময় কাটানো ইত্যাদি কারণে মাঝে মাঝে নিয়ত করলেও লেখা হয়ে ওঠে নি। এজন্য সবার কাছে আন্তরিক ভাবে দুঃখপ্রকাশ করছি। আগের মতই, আজকে এ লেখাতেও থাকছে আমার চেম্বার একটা অভিজ্ঞতা মাত্র।

steem.jpg

চেম্বারে রুগীদের কে চিকিৎসা দেবার পাশাপাশি আরেকটা যে বিষয় নিয়ে রীতিমত যুদ্ধ করা লাগে তা হলো সিক লিভ পেপার (Sick Leave or excuse paper) দেয়া। যারা বাস্তবিক পক্ষ্যেই অসুস্থ, কর্মস্থলে নিয়োজিত থাকা সম্ভব নয় বা নিয়োজিত থাকলে রোগ বৃদ্ধি পাবার সম্ভাবনা বেড়ে যায়, তাদেরকে ছুটির কাগজ দেয়াটাই উত্তম। কিন্তু এমন কোন অসুস্থতা নয় যা কর্মক্ষেত্রে যোগদান থেকে বিরত রাখে সেক্ষেত্রে ছুটির কাগজ দাবী করলে মেজাজ একটু তিরিক্ষি হতেই পারে।

এ বিষয়টা নিয়ে আজকে লেখার উদ্দেশ্য হচ্ছে, আজকে (বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর) সকালের সেশান এ আমরা তিন ডাক্তার মিলে অনেকগুলো ছুটির কাগজ ইস্যু করছি। এদের মধ্যে ৯০ ভাগেরও বেশী ছিল ছাত্র। দীর্ঘ তিন মাসের ছুটির পর গত রবিবার থেকে আবার স্কুল শুরু হয়েছে। অসুস্থতাজনিত ছুটির কাগজের দাবীদারদের সারিতে যোগ হচ্ছে ছাত্ররাও।

আজকে আমি নিজে যে কয়েকটা ছুটির কাগজ দিয়েছি, সবগুলোই খুবই সামান্য সমস্যা। ঐ ছাত্রগুলো চাইলেই স্কুলে যেতে পারত। তাদের কমপ্লেইন ছিল সর্দি কাশি জ্বর, গা ব্যাথ। কিন্তু এক্সামিন করার সময় দিব্যি সুস্থ্য মনে হয়েছে আমার কাছে। কিন্তু যেহেতু স্কুলে যায় নাই টাইম মত, তাই একটা ছুটির কাগজ ম্যানেজ করা জন্যে ডাক্তারের কাছে আগমন তাদের। এরা পরীক্ষার সময়ও অযুহাত খোজে এবং ডাক্তারের চেম্বারে ঘুরঘুর করে অসুস্থতাজনিত ছুটির কাগজের জন্যে। কোন ডাক্তার দিতে অস্বীকার করলে বাপ-মা এসে ঝামেলা শুরু করে।

এখানে সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্র ও শনি বার। অনেকে বুধ আমারদের কাছে আছে এবং দুই দিনের ছুটি দাবী করে। তাদের টার্গেট হচ্ছে টানা ৪ দিন ছুটি কাটানো। অনেকেই রবিবার ডাক্তারের কাছে আসে সাপ্তাহিক ছুটিটাকে আরেকটু বাড়িয়ে নেয়ার জন্যে। এখানে যেসব বহিরাগতরা বিভিন্ন কোম্পানীতে কাজ করেন, তারা ছুটির কাগজ বাগিয়ে নেন স্যালারী কাটার হাত থেকে বাচার জন্যে, সুস্থ্য হলো বা না হলো সেটা তাদের কাছে গুরত্বপূর্ণ না!

যাহোক, আজকে এ পর্যন্তই। আশা করি এই লেখাটি আপনার ভাল লেগেছে। এ ব্যাপারে কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বলে আশা রাখি।

ধন্যবাদ
ডা হাফিজ
ওমান

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67814.21
ETH 2401.94
USDT 1.00
SBD 2.34